• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
রমজানে যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময়
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মোহাম্মদপুর-রিং রোড সংলগ্ন এলাকায় যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোস্তাক আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার (অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক মোহাম্মদপুর জোন), সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর জোন) ও স্থানীয় কাউন্সিলর আসিফসহ প্রায় ২০০ জন বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।  মতবিনিময় সভায় সকল পর্যায়ের অংশগ্রহণকারীদের কাছ থেকে রমজানে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মুক্ত আলোচনা হয়। এছাড়া অনেকেই মার্কেট কেন্দ্রিক বখাটেদের আড্ডা ও মূল সড়কে হকারদের কারণে রাস্তায় ট্রাফিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। এ সময় রাস্তায় ও ফুটপাতে হকার মুক্তকরণে সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর -পেট্রোল) বিশেষ অভিযানের মাধ্যমে রমজান শুরুর আগেই ট্রাফিক বিভাগকে সার্বিক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেন।  ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি মো. জাহাঙ্গীর আলম সকলের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং অংশীজনদের মধ্যকার সম্পর্কে একটি গঠনমূলক ও টেকসই উন্নয়নের সেতু তৈরি করে সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে সকলকে কাজ করার অনুরোধ করেন।  সভাপতি ডিসি মোস্তাক আহমেদ বলেন, সকলের সহযোগিতা নিয়ে হকারমুক্ত ফুটপাত-রাস্তা ও যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগ, ক্রাইম বিভাগ ও কমিউনিটি ট্রফিক পুলিশের সমন্বয়ে কাজ করার আশাব্যক্ত করেন।  সভায় আগত বিভিন্ন রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং সুধীসমাজ আসন্ন রমজানের পূর্বে এমন সভা আয়োজন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
০৯ মার্চ ২০২৪, ২২:৩৬

আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ০২ মার্চ ২০২৪, ১৮ ফাল্গুন ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘বোমা হামলা’। অভিনয় করেছেন- মান্না, মৌসুমী প্রমুখ।  রাত ৮টায়  ‘শনিবারের বিশেষ নাটক’।   রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগন্যাল’।  পরিচালক: ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, মোহায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা: সঞ্জিত সরকার ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ’।  রাত ১২টা ১৫মিনিটে টকশো ‘মনের কথা’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
০২ মার্চ ২০২৪, ১২:০৬

রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এমপি
বিশ্বের নবম ধীরগতির ময়মনসিংহ সিটি করপোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নিজেই রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।  এ সময় তিনি সড়কের মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে দুপাশে চলাচল করা যান নিয়ন্ত্রণে কাজ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার (১৯ ফ্রেব্রুয়ারি) নগরীর ত্রিশাল বাসস্ট‍্যান্ড সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন এই সংসদ সদস্য। ভিডিওতে দেখা যায়, সড়কে চলাচলরত এলাকাবাসীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে রোববারও সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করেন মোহিত উর রহমান শান্ত।  এ দৃশ‍্যে দেখে উচ্ছ্বসিত নগরবাসী। তারা বলেন, এমপি শান্ত এ শহরের সন্তান। এ শহরের প্রতি তার দরদ অনেকটাই বেশি। স্থানীয়রা বলেন, মোহিত উর রহমান শান্তের প্রয়াত বাবা প্রিন্সিপাল মতিউর রহমান এ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী ছিলেন। তিনিও এ সদরের মানুষের জন‍্য আজীবন কাজ করে গেছেন। তার ছেলে পিতার পদাঙ্ক অনুসরণ করবেন এটাই স্বাভাবিক।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮

ভুলে অন্য কেন্দ্রে পরীক্ষার্থী, নিজ কেন্দ্রে পৌঁছে দিলো ট্রাফিক পুলিশ
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। এরমধ্যে রাজধানীর মতিঝিল ট্রাফিক বিভাগের আওতাধীন দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬০০০ পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৩০ জন পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। পরিস্থিতি বিবেচনা করে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের দক্ষ ব্যবস্থাপনায় দ্রুত সময়ে তাদের সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ট্রাফিক পুলিশ সদস্যরা পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকা না পড়েন সেদিকে লক্ষ্য রেখে মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দেন। কেন্দ্র দুটির মধ্যে আইডিয়াল-মুগদা কেন্দ্রের পরিবর্তে আইডিয়াল-মতিঝিল কেন্দ্র এবং আইডিয়াল-মতিঝিল কেন্দ্রের পরিবর্তে আইডিয়াল-মুগদা কেন্দ্রে চলে যান পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান। তিনি জানান, মতিঝিল ট্রাফিক পুলিশের আওতাধীন এলাকায় দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রায় ৩০ জন পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্র কেন্দ্রে চলে যান। তাৎক্ষণিকভাবে সময় স্বল্পতা ও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা শুরুর আগেই সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ এ পরীক্ষার কথা চিন্তা করে কেন্দ্র দুটিতে আমাদের কুইক রেসপন্স টিম আগে থেকেই প্রস্তুত ছিল। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনকারী ট্রাফিক মতিঝিল বিভাগের কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে থেকেই এ বিষয়ে প্রস্তুতি রাখতে বলেছিলেন। নির্দেশনা মোতাবেক মতিঝিল ট্রাফিক বিভাগের সার্জেন্টরা কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীদের মোটরসাইকেলে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন। ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের এ ধরনের প্রশংসনীয় কর্মকাণ্ডে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তবে পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। ডাক্তার হওয়ার আশায় এবারের পরীক্ষায় এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী অংশ নেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪

ঝিনাইদহে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান
নিবন্ধনহীন অবৈধ গাড়ির ব্যবহার রোধে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলোতে অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা ট্রাফিক বিভাগ।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিরাপদ সড়কে নিরাপদে চলাচলের লক্ষে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ নীমতলা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। এ সময় পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।  জানা গেছে, গাড়ির বেপরোয়া গতিরোধ, বৈধ কাগজপত্রহীন গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সড়ক আইন যথাযথভাবে পালনের জন্য এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলা ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক বিভাগ মনে করছে, আইন প্রয়োগের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরাতে সচেতনাতাও বেশ জরুরি। ঝিনাইদহ ট্রাফিক বিভাগের টিআই মশিউর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৩৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং ১২টি মামলা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। জেলা ট্রাফিক পুলিশের অভিযানে আরও উপস্থিত ছিলেন টিআই মোস্তবা, সার্জেন্ট মাজেদ. সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শুভ্র ও সার্জেন্ট মুরাদ।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩

১৫ বছরে ৭৭৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ 
গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ৭৭৫ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৫ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানার মাধ্যমে ৭৭৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৮০৭ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করেছে। কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জরাজীর্ণ থানাগুলোর আধুনিকীকরণ করে প্রয়োজনীয় দাপ্তরিক ও আবাসিক সুবিধা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানায় প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়