• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে (সকল) শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করাসহ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে আরও বলা হয়, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন, টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না’ মর্মে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
১৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৯

টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
এক সপ্তাহ আগেই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। সেই টেস্টের পারফরম্যান্সেই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের খালেদ আহমেদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদরা। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আশিতা ফার্নান্ডোরাও বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা থেকে সুসংবাদ পেয়েছেন। বুধবার (১০ এপ্রিল) র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন লঙ্কান কামিন্দু। এতে ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে একই টেস্টে বল হাতে ৩ উইকেট শিকার করে ৪৬ ধাপ এগিয়ে ১১৭ নম্বরে উঠেছেন দুই হাতেই বল ঘুরাতে পারা কামিন্দু। চট্টগ্রাম টেস্টে ২৩ ও ৫৬ রানে ফেরেন অভিজ্ঞ ম্যাথুস। এরপরও দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন লঙ্কান সাবেক এই অধিনায়ক। ৭ ধাপ এগিয়ে উঠেছেন ২৭ নম্বরে পেসার আশিতা ফার্নান্ডো। অন্যদিকে দুই ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন বিশ্ব। বাংলাদেশের মিরাজ সবচেয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠেছেন দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অপরাজিত এই অলরাউন্ডার। তিন ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠে এসেছেন ওপেনার জাকির হাসান। এ ছাড়া মুমিনুল হকও চার ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন। চট্টগ্রামে অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ক্যারিয়ারের প্রথম টেস্ট শেষেই ৯৫ নম্বরে জায়গা পেয়েছেন। সাগরিকায় ৬ উইকেট পেয়েছেন তিনি। অন্যদিকে একই টেস্টে ৩ উইকেট শিকার করা পেসার খালেদ আহমেদ ৬ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠেছেন। বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন, ব্যাটিংয়ে কেইন উইলিয়ামসন ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন।
১০ এপ্রিল ২০২৪, ১৭:২৩

টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে টিম টাইগার্স।  সিলেটে হারের পর চট্টগ্রাম টেস্টে ১৯২ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হাসান শান্তর দল। তবে দলের এমন হারের দিনে শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলছিলেন অধিনায়ক শান্ত। সেখানে শান্তর ভাষ্য, আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে; কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবে, তারা যেন বড় রান করে। এ সময়ে প্রথম শ্রেণীর ক্রিকেট বেশি খেলার জন্যও তাগিদ দেন শান্ত। টাইগার দলপতির মন্তব্য, একজন খেলোয়াড় হিসেবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলি, তাহলে তা আমাদের কাজে আসবে। অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ও মিরাজের প্রশংসায় শান্তর দাবি, তার (হাসান) প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে, সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব (ভাই) যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।
০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৫

টেস্ট শেষ না করেই দেশে ফিরছেন চান্দিমাল
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে টাইগারদের বিপক্ষে ফিল্ডিং করছে সফরকারীরা। তবে দলটির সঙ্গে মাঠে নামেননি দীনেশ চান্দিমাল। পারিবারিক কারণে চলমান টেস্ট রেখেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন চান্দিমাল। জরুরি পারিবারিক মেডিকেল প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হচ্ছে তাকে। বিবৃতিতে আরও বলা হয়, চান্দিমালের সতীর্থরা, কোচিং স্টাফ ও বোর্ড এই সময়ে তার পাশে আছে। তার পারিবারিক গোপনীয়তাকেও সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। এদিকে তার বদলি হিসেবে একজন ফিল্ডার ব্যবহার করতে পারবে সফরকারীরা। তবে ওই বদলি ক্রিকেটার বোলিং করতে পারবেন না। এর আগে, প্রথম ইনিংসে ফিফটি করেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। এ ছাড়া পরের ইনিংসে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। কেবল চতুর্থ ইনিংসের ফিল্ডিংই বাকি ছিল।
০২ এপ্রিল ২০২৪, ১৩:৩২

সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন।  আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এবার এই ম্যাচের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামেও সর্বনিম্ন ১০০ টাকার বিনিময়ে টেস্ট ম্যাচটি দেখা যাবে। স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। অন্যদিকে দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে এক হাজার টাকা, রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের। ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড টিকিট পাবেন দর্শকরা। ৩০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০০ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকছে দর্শকদের সামনে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে যে কেউই অনলাইনে টিকিট কিনতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। আর অনলাইনে টিকিট কেনার পর কালেকশন বুথ থেকে তা সংগ্রহ করা যাবে।
২৮ মার্চ ২০২৪, ১৫:০৩

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে প্রতিযোগিতা করলেও প্রথম টেস্টে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে নিজেদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়ায় মাঠে নামতে হবে শান্ত-মিরাজদের। বুধবার (২৭ মার্চ) এক বিবৃতিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সঙ্গে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানিয়েছে বোর্ড। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। এ ছাড়াও হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। 
২৭ মার্চ ২০২৪, ১৯:০৫

মুশফিকের পরিবর্তে টেস্ট স্কোয়াডে নতুন মুখ
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। তবে এই সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। বুধবার (২০ মার্চ) এক বিবৃতি দিয়ে হৃদয়কে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেললেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। বিবৃতিতে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে মুশফিকের বদলি হিসেবে তাওহীদ হৃদয়কে নির্বাচন করেছে জাতীয় নির্বাচক প্যানেল। বাংলাদেশ টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন এই ব্যাটার। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ। গত সোমবার শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল উইকেটের পেছনে দাঁড়িয়ে তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।
২০ মার্চ ২০২৪, ২১:০১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা
গত ২৪ মাসে ৮টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ক্রিকেটার ভানিন্দু হাসারাঙ্গাকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১৮ মার্চ) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা। এতে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেন লঙ্কান এই অলরাউন্ডার। এজন্য হাসারাঙ্গার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো ক্রিকেটার ২৪ মাসের মধ্যে ৮টি ডিমেরিট পয়েন্ট পায়, তবে ৭.৬ ধারায় সেটি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসেবে গণ্য হয়। ফলে ওই ক্রিকেটার দুটি টেস্ট বা চারটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন। ভানিন্দু হাসারাঙ্গার ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। এদিকে ধারণা করা হচ্ছে, আম্পায়ারের সঙ্গে এই অলরাউন্ডারের বাজে আচরণের বিষয়টি মাথায় নিয়ে বুদ্ধির খেলা খেলেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। কেননা,  চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে, কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের সূচি নেই লঙ্কানদের। ফলে বিশ্বমঞ্চেই ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল হাসারাঙ্গার। সেই শাস্তি থেকে বেঁচে যাওয়ার জন্যেই অবসর ভেঙে টেস্ট স্কোয়াডে ফিরেছেন লঙ্কানদের টি-টোয়েন্টি দলপতি। উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের প্রথমটি। আর আগামী ৩০ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।  
২০ মার্চ ২০২৪, ১৩:১৪

টেস্ট স্কোয়াডে সাকিবের না থাকার কারণ জানালেন লিপু
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন না তা আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আগে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চান এই টাইগার অলরাউন্ডার। সোমবার (১৯ মার্চ) সাকিবকে বাদ দিয়েই সিলেট টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দলে না থাকার বিষয়টি পরিষ্কার করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব। বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান তিনি। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল সাকিবের।  টাইগার অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, নিজের ওজন বেড়ে যাওয়ার কথা। আপাতত জাতীয় দলে ফিরতে না চাইলেও ঢাকা লিগে খেলবেন সাকিব। ডিপিএল খেলে নিজেকে পুরোপুরি ফিট করতে চান তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলবেন দেশসেরা এই ক্রিকেটার। সব ঠিক থাকলে আগামীকাল (বুধবার) সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। 
১৯ মার্চ ২০২৪, ১৫:৪৪

বেইলি রোডের অগ্নিকাণ্ড : ৪০ মরদেহ হস্তান্তর, ডিএনএ টেস্ট হবে ৩ জনের
রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে ৪০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তিনজনের পরিচয় শনাক্ত হতে ডিএনএ টেস্ট করা হচ্ছে। শুক্রবার (১ মার্চ) বিকেল ৫টায় এসব তথ্য জানান ঢাকা জেলা প্রশাসনের পিআইও আরিফুর রহমান। তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৬ জনের মরদেহ রয়েছে। তাদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হতে ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া বাকি ৩ জনের মরদেহ দাবি করা স্বজনরা ঢাকায় আসছেন। তাদের যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেইলি রোডের অগ্নিকাণ্ডে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুজনকে দেখতে গেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি বলেন, ঘটনার শুরু থেকেই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ঢাকা জেলা প্রশাসন সার্বিক কার্যক্রমে সহায়তা করছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যত ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সবকিছু নিশ্চিত করা হবে। এদিকে আগুন লাগা ভবনটির কর্তৃপক্ষকে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল। ভবন কর্তৃপক্ষকে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।
০১ মার্চ ২০২৪, ২১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়