• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, অংশগ্রহণকারীর সংখ্যা বিবেচনায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামন্ট’ বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। দেশের এ অনন্য কৃতিত্ব ও গৌরবকে ‘গিনেস বুকে’ স্থান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এ ব্যাপারে গণমাধ্যমের  সহযোগিতা প্রত্যাশা করেন।   বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের হল রুমে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর প্রেরণাধাত্রী সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে। ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্রী এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। রুমানা আলী জানান, আগামী ২০ এপ্রিল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট দুটির ২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।
১৭ এপ্রিল ২০২৪, ২১:৫৩

শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
বেশ কয়েকবছর ধরেই তারকাদের নিয়ে জাঁকজমকভাবে আয়োজিত হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। গেল বছরও আয়োজিত হয়েছিল সিসিএল। তবে তারকাদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ঝামেলা তৈরি হওয়ায় বন্ধ হয়ে যায়। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ আয়োজন করেছিল উইংস কমিউনিকেশনস। এবার এই আয়োজকরাই তারকাদের নিয়ে শুরু করতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবলস ম্যানিয়া!  বৃহস্পতিবার ( ৮  এপ্রিল) রাতে মিরপুর স্কাই লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচিত হয় তারকাদের এই ফুটবল টুর্নামেন্টের। সেখানে উপস্থিত ছিলেন সাঞ্জু জন, রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমানসহ অনেকেই। জানা গেছে, আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ফুটবল লিগের এই টুর্নামেন্ট।  সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজকরা জানায়— ছয়টি দলে ভাগ হয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির তারকারা ফুটবল খেলবে। এখানে চারটি দল ছেলে তারকাদের ও দুটি দল নারী তারকাদের।  এ প্রসঙ্গে উইংস কমিউনিকেশনসের কর্ণধার সৈয়দ জিহাদ হোসাইন বলেন, সিসিএলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুলভ্রান্তি শুধরে আমরা এবার তারকাদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।  তিনি আরও বলেন, এবার অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা নিয়েছি আমরা। তারা আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছেন। আশা করছি, এবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খল হবে।   
১০ এপ্রিল ২০২৪, ১৮:৫৯

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান তামিম
কয়েকদিন আগেই নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল চলাকালে লঙ্কান এই কোচের সেই মন্তব্য বেশ সাড়া ফেলেছিল। এবার হাথুরুর সুরে একই দাবি তুলেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ডিপিএল চলাকালেই নতুন এক টুর্নামেন্টের কথা জানালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই দলপতি।  এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরোয়া পর্যায়ে একদিনের ফরম্যাটে খেলছেন ক্রিকেটাররা। তাই নতুন চাইছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে এজন্য ডিপিএলকে ছেঁটে ফেলার পক্ষে নন তিনি।  তামিমের ভাষ্য, যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয়, তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তো-বা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে। এই ওপেনারের মন্তব্য, ৫০ ওভারের টুর্নামেন্ট এটা বাংলাদেশের ইতিহাস। ডিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আমার মনে হয় না এটাকে পরিবর্তন করা উচিত। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকে, তাহলে আলাদা টুর্নামেন্ট করতে পারেন। এদিকে এবারের ডিপিএলে নেই কোনো বিদেশি ক্রিকেটার। তাই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তামিমের মতে, আমার কাছে মনে হয়, এটা ইতিবাচক দিক। বিদেশি না খেলা মানে ১২টা স্থানীয় ক্রিকেটার সুযোগ পাওয়া, ১২টা দলে। নিয়মটা যদি একটা থাকে, তাহলে ভালো। এ বছর বিদেশি না পরের বছর আবার বিদেশি তাহলে একটু কনফিউজিং। কিন্তু ক্রিকেট বোর্ড বা সিসিডিএম যেটাই সিদ্ধান্ত নেয়, একটা নিয়ম থাকলে ভালো। দেশসেরা এই ওপেনার আরও জানালেন, মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে, একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।
১৭ মার্চ ২০২৪, ১১:০৪

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আগামী মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে।  প্রতি বছরই বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা ফের আয়োজন করতে পেরে দেশের একমাত্র পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন-বিএসজেএ গর্বিত বিগত বছরগুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজিত হচ্ছে।  এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নক-আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৫ মার্চ টুর্নামেন্ট শুরু হবে এবং ৯ মার্চ টুর্নামেন্টের পর্দা নামবে। এর আগে, রোববার (৩ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তেহসিনা খানম বলেন, বিএসজেএ’র সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি, সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমানতালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক। জাহিদ হাসান এমিলি বলেন, সাংবাদিকরা সারা বছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিতভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪

একাধিক রেকর্ড গড়ে টুর্নামেন্ট সেরা তামিম
গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পরে থেকেই তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা হয়েছে। চলতি বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নাম সরিয়ে নিয়েছেন এই টাইগার ড্যাশিং ওপেনার। তবে বিপিএলের দশম আসরে দুর্দান্ত পারফরম করে সর্বোচ্চ রান সংগ্রহক এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন তামিম। শুক্রবার (১ মার্চ) কুমিল্লার বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছিল তামিমের ফরচুন বরিশাল। এই ম্যাচে ১৫৫ রানের সহজ লক্ষ্য পায় তামিম-মিরাজরা। জবাব দিতে এবারের আসরে শুরু কয়েকে ম্যাচ খারাপ খেললেও পরের ম্যাচ গুলোতে পারফর্ম করে দলকে ফাইনালে তুলেছে তামিম ইকবাল।  সেই সঙ্গে আসরের সর্বোচ্চ রান করেছেন তিনি। ১৫ ম্যাচে ৩৫ গড়ে ৪৯২ রান করেছেন দেশ সেরা এই ব্যাটার। অন্যদিকে, হৃদয় এক ম্যাচ কম খেলে ৩৮.৫০ গড় এবং ১৪৯.৫১ স্ট্রাইকরেট নিয়ে ৪৬২ রান করেছেন। ফাইনাল ম্যাচে ১৫৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ভর করে বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পথ সহজ হয়। একইসঙ্গে বিপিএলের এক আসরে নিজের করা সর্বোচ্চ রানের রেকর্ডও  টপকে গেছেন তামিম। ২০১৬ সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তিনি করেছিলেন ৪৭৬ রান। এরপর ২০১৯ বিপিএলে কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়ার টুর্নামেন্টে করেছিলেন ৪৬৭ রান।  এক মৌসুমে বিপিএলে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ রানে তামিমের এ দুই স্কোর রয়েছে ৩ ও ৪ নম্বরে। এবার তিনি সেই দুটিই টপকে গেছেন। সবমিলিয়ে দেশীয়দের মধ্যে এক আসরে তার রান তৃতীয়। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত খেলেছেন তামিম। ১০ আসরে আটটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা তার হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরির কীর্তিও তিনি গড়ে ফেলেছেন। একবার সেঞ্চুরি করেছেন ফাইনালের মঞ্চেই। ২০১৯ বিপিএলের ফাইনালে তার ১৪১ রানের ইনিংস এখনও বিপিএলে দেশীয়দের মাঝে সর্বোচ্চ। তবে দেশীয়দের মধ্যে সেরা রানসংগ্রহে এখনও শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত। এবার অফফর্মে কাটানো বাঁ-হাতি এই ওপেনার বিপিএলের নবম আসরে ৫১৬ রান করেছিলেন। ৪৯১ রান নিয়ে ওই তালিকার দুইয়ে আছেন মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের হয়ে ২০১৯-২০ মৌসুমে তিনি দেশীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। ৩৬৭ রান নিয়ে এবারের আসরেও তিনি পাঁচ নম্বরে রয়েছেন। এ ছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার উঠেছে শরিফুল ইসলামের হাতে। ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।
০১ মার্চ ২০২৪, ২৩:৩৭

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলে আজ (১৯ ফেব্রুয়ারি) রয়েছে দুটি ম্যাচ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে এভারটন–ক্রিস্টাল প্যালেস। এ ছাড়াও আছে লা লিগা ও পিএসএলের ম্যাচ। বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ানস–সিলেট স্ট্রাইকার্স দুপুর ১টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস দ্বিতীয় টি–টোয়েন্টি শ্রীলঙ্কা–আফগানিস্তান সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫ ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন–ক্রিস্টাল প্যালেস রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা অ্যাথলেটিক বিলবাও–জিরোনা রাত ২টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ পিএসএল লাহোর কালান্দার্স–কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৮টা ৩০ মিনিট, পিটিভি স্পোর্টস ও এ স্পোর্টস
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯

জমে উঠেছে বিপিএলের সেরা চারের লড়াই
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একদিন বিরতির পর সোমবার (১৯ ফেব্রুয়ারি) আলাদাভাবে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। তবে আসরের একদম শেষ দিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। আর মাত্র ৬ ম্যাচ শেষেই প্লে-অফ পর্বে প্রবেশ করবে এবারের বিপিএল। তাই শেষ চারে ওঠার লড়াইয়ে আলোচনায় নানান সমীকরণও।  এদিকে এবারের বিপিএল থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স। টানা ১১ ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেছে উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে শুভ সূচনা করা ঢাকা। অন্যদিকে পাঁচ ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের কাছে ১৮ রানে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের। বাকি পাঁচ দলের মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্টে টেবিলের শীর্ষে নুরুল হাসান সোহানের দল। বাকি চার দলের কারোর সামনেই সাকিব-সোহানদের টপকানোর সুযোগ নেই। প্লে-অফের বাকি তিন স্লটের জন্য লড়াই করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। এর মধ্যে কুমিল্লা সবার চেয়ে এগিয়ে। চলতি আসরের শুরুটা ভালো না হলেও শেষ এসে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিটন দাসের কুমিল্লা। তাই আরেকটি জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা সিলেট। তবে মূল লড়াইটা হবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের মধ্যে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরিশাল। অন্যদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্টে চতুর্থ স্থানে বন্দরনগরীর দলটি। এ ছাড়া ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খুলনা। খুলনা টাইগার্সের সঙ্গে শেষ ম্যাচ চট্টগ্রামের। ওই ম্যাচটি ফাইনালের আগে আরেকটি বড় ফাইনাল। ওই ম্যাচে খুলনা হারলেই তাদের নিশ্চিত বিদায় হবে। অন্যদিকে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুটি ম্যাচ আছে তামিম-মুশিদের। যেকোনো একটি ম্যাচে জিতলেই প্লে-অফে উঠে যাবে বরিশাল। তাই কুমিল্লা ও বরিশালের জন্য প্লে-অফের সমীকরণ তুলনামূলক অনেকটা সহজ। আর শেষ স্লটের জন্য মূলত লড়াইটা হবে খুলনা এবং চট্টগ্রামের।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৬

প্লে-অফের পথে এগিয়ে গেল চট্টগ্রাম
টানা ১০ ম্যাচে হেরে আগেই আসর থেকে ছিটকে গিয়েছিল দুর্দান্ত ঢাকা। এবার নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে ঢাকা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে ১৬০ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে পারে ঢাকা। এতে ১০ রানের হারের স্বাদ নিলো ঢাকা। অন্যদিকে এই জয়ে সুপার ফোরের সমীকরণ কিছুটা সহজ করল চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় ঢাকা। দলীয় ৯ রানের মাথায় ৬ বলে ১ রান করে ফেরেন ওপেনার অ্যাডাম রসিংটন। পরের বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন সাব্বির। এরপর ধীরেসুস্থে এগিয়েছে ঢাকার ইনিংস। দলের হাল ধরেন নাঈম শেখ ও অ্যালেক্স রস। নাঈম কিছুটা ধীরগতিতে খেললেও মারমুখি ছিলেন রস। পাওয়ারপ্লে শেষে ৬ ওভারে ২ উইকেটে ২৫ রান তুলে ঢাকা। তবে দলীয় ৬০ রানের মাথায় থেমেছে নাঈমের কচ্ছপ গতির ইনিংসও। ৩৫ বলে ২৯ রানে ফেরেন এই ওপেনার।  নাঈম ফেরার পর একাই লড়াই চালিয়েছেন রস। ফলে রাজধানীর দলটির স্কোরবোর্ডে রানও উঠেছে। তবে ফিফটি ছুঁয়েই প্যাভিলিয়নে ফেরেন অজি এই ব্যাটার। দলীয় ১১৮ রানের মাথায় ৪৪ বলে ৫৫ রানে সাজঘরে ফেরেন তিনি।  এরপর মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইরফান শুক্কুররা চেষ্টা করলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ১৪৯ রানেই থেমেছে ঢাকার ইনিংস। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন শুভাগত হোম। এ ছাড়া বিলাল খান, সালাউদ্দিন শাকিল এবং শহিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন। এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন চট্টগ্রামের ওপেনার সৈকত। এরপর চট্টগ্রামের ইনিংস এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং তিনে নামা জশ ব্রাউন। তবে বেশিক্ষণ ব্রাউনও টিকতে পারেননি। ১৩ বলে ১১ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর তানজিদের সঙ্গে জুটি গড়েন টম ব্রুস। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় রানের চাকা এগিয়ে নিতে থাকেন এই জুটি। ফলে পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ক্রমেই রানের গতি বাড়িয়েছেন ব্রুস এবং তানজিদ। ফিফটির কাছাকাছি চলেও গিয়েছিলেন দুজনে। তবে কেবল তানজিদই ফিফটির দেখা পেয়েছেন। অন্যপ্রান্তে ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে ফেরেন ব্রুস। ৯৫ রানের জুটি গড়ে ব্রুস ফিরলে বাকি লড়াইটা একাই করেছেন তানজিদ। শেষ দিকে ৪ বলে ৯ রানের ছোট্ট এক ক্যামিও উপহার দেন শুভাগত হোম। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। ঢাকার হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও শন উইলিয়ামস।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১

সেনবাগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 
নোয়াখালীর সেনবাগে ‘সেনবাগ স্পোটিং ক্লাব’-এর উদ্যোগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ ও আর টিভির পরিচালক ফিরোজ আলম টিপু।  সেনবাগ স্পোটিং ক্লাবের আহ্বায়ক তানভীর সালমান হিরোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, আওয়ামী লীগ বাহাদুর, ব্যবসায়ী হোসাইন আল রশিদ রাজিব ছাত্রলীগ নেতা আবু শোয়েব।  উদ্বোধনী খেলায় সেনবাগ স্পোটওয়াল কানকিরহাট স্টার ট্যালেন্টেড ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৭/৮ পরাজিত করে প্রথম খেলায় বিজয়ী হয়। 
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮

হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নোয়াখালী হাতিয়ায় মাসব্যাপি শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আলী।  উপজেলা ছাত্রলীগ ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই খেলার আয়োজন করেন। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১৬ টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী ম্যাচে পৌরসভা ক্রিকেট একাদশ ও ইয়াছিন আরাফাত স্পোর্টস একাডেমি খেলায় অংশগ্রহণ করেন। ১২ ওভার খেলায় পৌরসভা ক্রিকেট একাদশ ৯ উইকেটে জয় লাভ করে। প্রতিদিন সকালে ও বিকালে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ আয়েশা ফেরদাউস, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রায় ৫ শতাধিক দর্শক। উদ্বোধন উপলক্ষে দ্বীপ কলেজ মাঠকে বর্ণিল ভাবে সাজানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ব্যানার লাগিয়ে সুন্দর ভাবে তৈরি করা হয় গ্যালারী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নাই। ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানায়। আমরা হাতিয়াতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানে আন্তরিক ভাবে সহযোগিতা করব।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়