• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে কমিটির কার্যক্রম শুরু
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/সুপারিশ প্রণয়ন কমিটি কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এর আগে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশে গত ২৪ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিবকে আহ্বায়ক করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের সমন্বয়ে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সভায় কমিটির সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার/লাইসেন্স ম্যানেজার মো. জুলফিকার রহমান কোরাইশী, অ্যাসোসিয়েশ অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি নাভিদুল হক ও রাফিদ কাদের রিভু, বেক্সিমকো কমিউনিকেশনস (আকাশ) এর হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রকাশ কান্তী দাশ ও হেড অব লিগ্যাল মো. ইমতিয়াজ রহমান, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব শাকিল আহমেদ, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মো. ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁঞা অংশগ্রহণ করেন। সভায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ ও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা-২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার ওপর কমিটির সদস্যরা বিশেষ গুরুত্বারোপ করেন। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/সুপারিশ প্রণয়ন কমিটির সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের মতামত লিখিতভাবে আগামী ২০ এপ্রিলের মধ্যে কমিটির কাছে জমা দেবেন। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত কমিটি দ্রত সময়ের মধ্যে ক্যাবল টিভি ডিজিটালাইজেশন সংক্রান্ত একটি সমন্বিত সুপারিশমালা প্রণয়ন করে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে পেশ করবেন।
০৪ এপ্রিল ২০২৪, ১৯:১৮

বিসিবি টিভি নিয়ে যা বললেন পাপন
কয়েক মাস আগে থেকে গুঞ্জন চলছে নিজেদের টিভি চ্যানেল নিয়ে আসছে বিসিবি। যার নাম হবে বিসিবি টিভি। এবার সেই ধোঁয়াশা পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৩১ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এরপর সংবাদ সম্মেলনে বিসিবি টিভি নিয়ে খোলামেলা কথা বলেছেন বোর্ডের সভাপতি এবং ক্রীড়মন্ত্রী নাজমুল হাসান পাপন। টিভি আনার কারণ ব্যাখ্যা করে পাপন বলেছেন, বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। এখন আমরা চেষ্টা করবো, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর।  ‘আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনও সমস্যা হলেও ধরা পড়বে। সবমিলিয়ে আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’      তবে, স্যাটেলাইট হবে না কি আইপি টিভি সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত আসেনি। পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেই জানিয়েছেন বোর্ড প্রধান। তিনি বলেন, দেখা যাক কি হয়। এখনও সিদ্ধান্ত হয়নি স্যাটেলাইট হবে না কি আইপি টিভি হবে। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।
৩১ মার্চ ২০২৪, ২১:৫৪

চার ঘণ্টা টিভি সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা
বিভিন্ন দাবিতে সারা দেশে সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আগামী ১১ মার্চ (সোমবার) সারাদেশে ৪ ঘণ্টা টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী (চঞ্চল) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ব্যবসায়িক অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে গেছে। এ জন্য গত ৩ মার্চ কোয়াবের বার্ষিক সাধারণ সভায় আমরা কিছু দাবি তুলেছিলাম। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ১১ মার্চ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি অর্থাৎ প্রতীকী ধর্মঘট পালন করা হবে।  কোয়াবের দাবিগুলো হলো- ১. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আইপিভিত্তিক ভিডিও প্রোগ্রাম, অনলাইন টিভি প্ল্যাটফর্ম এ এফটিপি, এনআইক্স, বিডিআইএক্সসহ অন্যান্য সার্ভারের মাধ্যমে কেবল টিভির দেশি-বিদেশি পে-চ্যানেল প্রচার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এগুলো অতিদ্রুত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। ক্যাবল অপারেটররা বৈধভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনায় বাধা দূর করতে কালো আইন বাতিল করা। ২. ওটিপি, আইপি টিভি প্লাটফর্মে লিনিয়ার টিভি চ্যানেল প্রচার বন্ধ করাসহ যেন বিনামূল্যে প্রচারিত না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। ৩. নীতিমালা ও বিধিমালার আলোকে অতি দ্রুততার সঙ্গে কেবল টিভি ডিজিটালাইজেশন বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া। ৪. কেবল টিভি ব্যবসার শৃঙ্খলা রক্ষার্থে পূর্বের নিয়মে ক্যাবল টিভি খাতে বিবিধ অভিযোগ ও অনিয়ম দ্রুত সমাধান করার জন্য এবং এই খাত থেকে সরকারের রাজস্ব আহরণে বাংলাদেশ টেলিভিশনকে এককভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। 
০৯ মার্চ ২০২৪, ২০:৪৯

বিয়ে করতে টিভি উপস্থাপককে অপহরণ তরুণীর
বিয়ে করতে রাজি হচ্ছিলেন না মিউজিক চ্যানেলের টিভি উপস্থাপক প্রণব সিস্টলা। এর জেরে তাকে অপহরণ করেছেন এক তরুণী। এই অভিযোগে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই নারীকে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ৩১ বছরের নারী ভোগীরেড্ডি তৃষ্ণা। টিভি উপস্থাপক প্রণবকে অপহরণ এবং মারধর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সূত্র জানায়, বছর দুয়েক আগে একটি বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটে চৈতন্য রেড্ডি নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তৃষ্ণার। পরে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও কথা-বার্তা হয় দুজনের মধ্যে।  ওই যুবতীকে তার সঙ্গে একটি ব্যবসায় বিনিয়োগ করতে বলে চৈতন্য। তাই যুবকের ওপর ভরসা করে ব্যবসা করার উদ্দেশে ৪০ লক্ষ রুপি বিনিয়োগ করেন তৃষ্ণা। কিন্তু ওই অর্থ হাতিয়ে গা ঢাকা দেন চৈতন্য।     এরপর থেকে আর কোনোভাবেই চৈতন্যর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তৃষ্ণা। পরে তিনি জানতে পারেন, বিয়ের ওই ওয়েবসাইটে যে প্রোফাইল থেকে তার সঙ্গে  চৈতন্য কথা বলতেন, সেটা আসলে প্রণবের নামে তৈরি। আর সেখানে তারই ফোন নম্বর দেওয়া। ঠিক তখনই তৃষ্ণা সিদ্ধান্ত নেন— প্রণবকে বিয়ে করেই অর্থসহ যাবতীয় জটিলতা মেটাবেন তিনি। এই চিন্তাভাবনা থেকেই প্রণবের সঙ্গে যোগাযোগ করেন তৃষ্ণা।  চৈতন্যর বিষয়টি তাকে জানান। কিন্তু সব শুনে তৃষার সঙ্গে কথা বলা বন্ধ করেন প্রণব। মূলত এ কারণেই তৃষ্ণা ক্ষুব্ধ হয়ে ঠিক করেন— প্রণবকে অপহরণ করবেন। নিজের অফিসের এক কর্মীকে ৫০ হাজার রুপি দিয়ে এই অপরাধে শামিল করেন তৃষ্ণা। পরে  প্রণবের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসিয়ে প্রতি মুহূর্তে তাকে ফলো করতে থাকেন তৃষ্ণা। প্ল্যান মোতাবেক প্রণবকে অপহরণ করে মারধর করেন তৃষ্ণা। এই চক্রান্ত থেকে বের হতে তৃষার দাবি মেনে নেন প্রণব। সেই শর্তেই তাদের হাত থেকে রেহাই পান প্রণব। তবে বেরিয়ে এসেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।  সূত্র : এনডিটিভি   
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২

টিভি বিজ্ঞাপন মূল্য নিয়েও টিআইবির ভুল তথ্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির ট্র্যাকিং রিপোর্টে কিছু অসঙ্গতি পাওয়া পাওয়া গেছে। এর মধ্যে বিটিভি’র রাত ৮টার সংবাদে নির্বাচন সম্পর্কিত সব প্রতিবেদনে দেখানো হয়েছে প্রচারণা হিসেবে। আর এসব সংবাদের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ধরা হয়েছে ১৫০০০ টাকা। এছাড়া অনএয়ার ডাটাতেও গড়মিল পাওয়া গেছে। টিআইবির এই রেটের সাথে বিটিভি নির্ধারিত টেরিস্টেরিয়াল রেটের কোন মিল পাওয়া যায়নি। টিআইবির দেওয়া তথ্যমতে, গত ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ৮ টার খবরে ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর এই সময়ের অনএয়ার মূল্য বলা হয়েছে ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি সেকেন্ডের মূল্য ১৫০০ টাকা।  টিআইবির প্রতিবেদনে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২২ মিনিট ২৭ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৭১ মিনিট নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর নির্বাচনী সব সংবাদকে প্রচারণা হিসেবে দেখিয়েছে টিআইবি।  এই অনএয়ার হিসেবের যোগফলেও ভুল তথ্য। মোট সম্প্রচার ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড বলা হলেও মোট সম্প্রচার ৪৯১ মিনিট ২৮ সেকেন্ড। এর মধ্যে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২৬ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৬৪ মিনিট ২৯ সেকেন্ড। বিটিভি বিজ্ঞাপন আকারে কোন সংবাদ প্রচার করেনা। রাত ৮টায় বিটিভির সুপার পিক টাইম শুরু হয়, যা শেষ হয় রাত ১২টায়। সংবাদ শুরুর ঠিক আগের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ৬,৬৬৭ টাকা এবং সংবাদের আগে সাড়ে ৫হাজার টাকা। আর বিরতিতে ১০,৮৩৪ টাকা। টিআইবির প্রতিবেদনে সংবাদের মূল্য নির্ধারণ এই তিনটির কোনটিতেই পড়েনা। বিটিভির এই বিজ্ঞাপন মূল্যহার ‘পিক টাইম’ সংবাদের মাঝে প্রচারিত ‘স্পট বিজ্ঞাপন’ ক্যাটাগরির প্রতি ১০ সেকেন্ডের মূল্যহার হিসেবে ধরা হয়েছে বলে দাবি করেছে টিআইবি। বস্তুত এই স্পট বিজ্ঞাপন আলাদা কিছু নয়। বিটিভির ওয়েবসাইটে দেওয়া মূল্য তালিকায় দেখা গেছে, তাদের বিজ্ঞাপন স্পটগুলো হলো- সংবাদের শুরু ঠিক আগে বা সংবাদ শেষের পরে, সংবাদের আগে বা পরে, সংবাদের মধ্য বিরতিতে। এখানেই টিআইবির প্রতিবেদনে অসঙ্গতি দেখা গেছে। সংবাদকে মোট ৬টি ভাগে ভাগ করা হয়েছে, এতে প্রতি ১০ সেকেন্ডের দাম দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। যা প্রতি মিনিটের দাম হিসেব করলে দাঁড়ায় ৯০ হাজার টাকা। অথচ বিটিভির সম্প্রচার মূল্য তালিকায় কোথাও এরকম রেট নেই। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশিদ জানান, বিটিভি ন্যাশনালে বিজ্ঞাপন পেলেও বিটিভি ওয়ার্ল্ড-এ খুব একটা বিজ্ঞাপন পাওয়া যায়না। আর বিজ্ঞাপন মূল্য নির্ধারিত। বিটিভি কেন বাংলাদেশে কোনো টেলিভিশনেই প্রতি মিনিটের বিজ্ঞাপন খরচ ৯০ হাজার টাকা নয়। এই মূল্য যারা দেখিয়েছে তারা বাস্তবতার ভিত্তিতে নয়, বিশেষ উদ্দেশ্যে করেছে।  
২২ জানুয়ারি ২০২৪, ১৫:০১

টিভি দেখানোর কথা বলে ডেকে নিয়ে শিশু ধর্ষণ
শরীয়তপুরের গোসাইরহাটে নাহিদ হাওলাদার (২০) নামে এক যুবকের বিরুদ্ধে টেলিভিশন দেখানোর কথা বলে ছাদে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত নাহিদ হাওলাদার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের জসীম হাওলাদারের ছেলে। মঙ্গলবার (২ জানুয়ারি) অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে তার মা পিঠা বানাতে যায় নাহিদেদের বাড়িতে। তখন শিশুটিকে টেলিভিশন দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায় নাহিদ। পরে ছাদে নিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর ছাদ থেকে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে প্র‍থমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকেই হুমকি-ধামকি দিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর মা বলেন, নাহিদের মাকে বিষয়টি জানালে লোকলজ্জার দোহাই দিয়ে চুপ থাকতে বলেন। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি। তারা ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুষ্পেন দেবনাথ বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। বিষয়টির খোঁজ খবর নেওয়া হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার বিষয় অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 
০৩ জানুয়ারি ২০২৪, ০১:১১

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে টিভি শোরুমে গুলি, আহত ২
গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ক্যাম্পের পাশে একটি টিভি ফ্রিজের শোরুমে গুলির ঘটনা ঘটেছে।  সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া সলিং মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্লাস ভেঙে ছিটকে গিয়ে দুজন আহত হয়েছেন।  আহতরা হলেন- মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চকপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চকপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। এ বিষয়ে মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান বলেন, আমরা চারজন নির্বাচন পরিচালনা অফিসের পাশে টিভি ফ্রিজের শোরুমে বসে নির্বাচন বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করে দুটি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক এসে একটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিতে শোরুমের গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলে পড়ে রয়েছে গুলির খোসা ও একটি বুলেট।  মীম ইলেকট্রনিকস শোরুমের মালিক শফিকুল ইসলাম দুলু বলেন, আমি পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার শোরুমের গ্লাস ভেঙে বুলেট ভেতরে প্রবেশ করেছে। একটি গুলির খোসা পড়ে ছিল।
০২ জানুয়ারি ২০২৪, ১০:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়