• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিশ্বকাপের এ ফরমেটে ইতিহাসের সবচেয়ে বেশি ২০টি দল অংশগ্রহণ করবে এ আসরে। তাই এরই মধ্যে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ দল।  রোববার (১৪ এপ্রিল) বিসিবির পরিচালক ও ঢাকা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের বিশ্বকাপের দল গঠন নিয়ে কথা বলেছেন।  তিনি বলেন, যারা বিশ্বকাপে খেলবে। যাদের সিলেক্টর, কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে তাদের আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত। কারণ হাতে তো বেশি সময় নেই, এরকম না যে দুইটা ম্যাচ এ খেললো, দুইটা ম্যাচ ও খেললো, আবার দুজনেই ফেইল করলো।  বিসিবির পরিচালক বলেন, তখন পাঁচ নাম্বার ম্যাচে কাকে নিয়ে খেলবেন আসলে। আপনি কনফিডেন্স নষ্ট করলেন দুইটা ছেলের। ওরকম না করে, একটা ছেলেকেই চারটা ম্যাচেই খেলান। যদি দুই ম্যাচে ফেইলও করে, তারপরও সুযোগ থাকবে তৃতীয়-চতুর্থ ম্যাচের রান করে কনফিডেন্স বিল্ডআপ করার। ঈদের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল। এদিন মুখোমুখি হবে আবাহনী-প্রাইম ব্যাংক।  সুজন বলেন, বিপিএলে যখন সালাউদ্দিনের মুখোমুখি হই, তখন আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ওর কাছাকাছিও না। এটা তো একটা টিমের ওপর ডিপেন্ড করে। আমি যখন ঢাকা টিম নিয়ে খেলি, তারপরও আমি কুমিল্লাকে হারিয়েছিলাম। ঐ সময় মনে হয় যে একটা পার্থক্য থাকে। কিন্তু প্রিমিয়ার লিগে এসে আমরা কাছাকাছি। সালাউদ্দিনের কোচিংয়ের ধরণ একরকম আমার একরকম। ও যে বাংলাদেশের অনত্যম সেরা কোচ এটা অস্বীকার করার উপায় নেই। বিপিএলে ওর টিম অনেক স্ট্রং থাকে তাই কথা বলার মতো সুযোগই থাকে না কিন্তু প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে ও আমার সাথে পেরে উঠছে না।  
১৫ এপ্রিল ২০২৪, ০৭:০৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
চলতি বছরের জুনে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারে আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের আগে ব্যবস্থাপনাজনিত অনিয়মের কারণে সমালোচনার মুখে আছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডে প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশটির অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি)। একই সঙ্গে বোর্ডটির ওপর ক্ষুদ্ধ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।  ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির পূর্ণ সদস্যদের অনেকেই নাকি যুক্তরাষ্ট্রকে নিষিদ্ধ করার পক্ষে মতপ্রকাশ করেছে। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে বলে এই মুহূর্তেই সিদ্ধান্ত নিচ্ছে না আইসিসি। ২৯ জুন টুর্নামেন্ট শেষে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ইউএসএসির চলমান অস্থিরতার কারণ প্রধান নির্বাহী কর্মকর্তা নুর মুরাদের অব্যাহতি। অলিম্পিক কমিটি মনে করে, ইউএসএসির বোর্ড পরিচালকেরা বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। নুর মুরাদকে সরিয়ে দেওয়া যার সর্বশেষ নজির। গত ১৫ মার্চ বোর্ড মিটিংয়ের পর ইউএসএ ক্রিকেটকে শৃঙ্খলা বহালের বিষয়ে কড়া সতর্কতা দিয়েছিল আইসিসি। ইউএসএসির সিইও পদের জন্য ড. নূর মুরাদকে আইসিসিই সুপারিশ করেছিল।  যদিও তার কর্মকাণ্ডে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্ষুব্ধ হওয়ায় চুক্তির মেয়াদ ছয় মাস বাকি থাকতে তাকে সরিয়ে দেয়া হয়। তবুও ইউএসএ ক্রিকেট ডা. মুরাদকে পুনর্বহালের চেষ্টার ঘটনা আইসিসির ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:২০

টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত এখনও কাটেনি। এর মধ্যেই সাদা বলের আবহ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট–সূচির কারণে নানান জটিলতায় পড়তে হচ্ছে টাইগারদের। এক সিরিজের রেশ না কাটতেই আরেক সিরিজে মনোযোগ দিতে হচ্ছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এবার এক বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা না কাটতেই দুয়ারে আরেক বিশ্বকাপ। বৃহস্পতিবার (৪ মার্চ) দ্রুত ভিসা কার্যক্রম সারতে আমেরিকান দূতাবাসে গিয়েছিলেন ক্রিকেটাররা। আর সেখানে ফিঙ্গার প্রিন্টের কাজ সম্পন্ন করার কথা জানা যায়। যে কারণে সকালে মিরপুরে একত্রিত হন ক্রিকেটাররা। এরপর মিরপুর থেকে টিম বাসে রওনা হন বারিধারাস্থ আমেরিকান অ্যাম্বাসির উদ্দেশ্যে। মূলত বিশ্বকাপকে সামনে রেখে যেসব ক্রিকেটাররা ভাবনায় রয়েছেন, তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি। জানা গেছে, আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার কার্যক্রম সেরেছেন ২৩ জন ক্রিকেটার। সেখানে লঙ্কানদের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটে থাকা স্কোয়াডের বাইরে দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। এর বাইরে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে।  বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এই ২৭ ক্রিকেটারের তালিকা থেকে ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকেরা।  তার ভাষ্য, ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে। ঈদের পর নির্বাচক, কিছু খেলোয়াড়, ক্রিকেট অপারেশনস, আমরা সবাই বসব। আমরা রিভিউ করব। উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৫, ৭ মে চট্টগ্রামে এবং ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম গড়াবে ম্যাচগুলো। এ ছাড়া ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য যাদের ভিসা করা হচ্ছে : নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান।  ভিসা আছে যাদের : সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।
০৫ এপ্রিল ২০২৪, ১০:১০

প্রথম বাংলাদেশি হিসেবে দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক ফারিহার
বিশ্ব ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। হোম অব ক্রিকেট মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি এই পেসার। এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে। মিরপুরে তখন হ্যারিস ও ওয়ারেহামের শো চলছিল। সফরকারীরা যেভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল দুইশ পেরিয়ে যাবে দলীয় পুঁজি। তবে ইনিংসের ১২তম ওভারে ওয়ারেহাম প্যাভিলিয়নে ফিরলেই পাল্টে যায় ম্যাচের চিত্র। পরের ওভারে ফাহিমার জোড়া আঘাতে অ্যাশলেই গার্ডনারের পর ফেরেন হ্যারিস। তবে ইনিংসের মূল নাটকীয়তা তখনও বাকি। ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন ফারিহা। তার ওভারেই প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পেরি। পরের দুই বলে আসে ২ রান। চতুর্থ বলে ওয়াইড লং অফে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ফেরেন পেরি। পরের বলে পয়েন্টে ধরা পড়েন মলিনু। শেষ বলে অ্যারাউন্ড দ্য লেগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হন মুনি। তাকে বোল্ড করেই হ্যাটট্রিক পূরণ করেন টাইগ্রেস পেসার। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে জোড়া হ্যাটট্রিকের মালিক এখন তৃষ্ণা। এর আগে, উগান্ডার কনসুলেট আওয়েকো ও হংকংয়ের ক্যারি চ্যানের এই কীর্তি গড়েন।
০২ এপ্রিল ২০২৪, ১৪:৪৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে এই সিরিজের সবকটি ম্যাচই হয়েছে একপেশে।  সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৯৭ ও ৯৫ রানে গুটিয়ে যাওয়ার পর তৃতীয় ও শেষটিতে মাত্র ৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজজুড়ে অজিদের সহজ জয়ে ৩-১ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ‘প্রথম’ অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। সীমিত ওভারের ফরম্যাট শেষে টাইগ্রেসদের সামনে এবার টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ফরম্যাটের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে সবশেষ ওয়ানডে স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশির জায়গা হয়নি। তাদের বদলে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা নতুন করে ডাক পেয়েছেন। আগামী ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। দুপুর ১২টা থেকে টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা। স্ট্যান্ড বাই : লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।  
২৮ মার্চ ২০২৪, ১৩:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে যা জানালেন তামিম
আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতি ২০ ওভারের ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ। নিজেদের সবশেষ পাঁচ সিরিজের তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। অন্যদিকে একটি সিরিজে ড্র বিপরীতে পরাজয় দেখেছে কেবল একটি সিরিজে।  এদিকে নিজেদের সবশেষ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে সাকিব-শান্তরা। এমন দুর্দান্ত পরিসংখ্যান মাথায় নিয়েই মাঠে নামবে লাল-সবুজেরা। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, তা নিয়ে এখন থেকেই নানান আলোচনা-গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলাটা বাংলাদেশ খেলতে পারলে পরের রাউন্ডে যেতে পারবে। সাবেক এই অধিনায়কের ভাষ্যমতে, বাংলাদেশ কঠিন গ্রুপে রয়েছে। আমার কাছে মনে হয়, তারা পরের রাউন্ডে যাওয়ার সক্ষমতা রাখে। দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কাকে হারাতে হবে। নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে হবে।  তামিম বলেন, আসন্ন বিশ্বকাপে কিছু ভেন্যুতে খেলা হবে, যেগুলো সম্পর্কে কারোই তেমন ধারণা নেই। উইকেট কেমন হবে, সেটাও অজানা। বাংলাদেশ যদি নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েই চিন্তা করে তাহলে এটাই ভালো হবে।
২৪ মার্চ ২০২৪, ১৪:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন ইমাদ
সদ্য শেষ হওয়া পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। দলটির অন্যতম সদস্য ছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। বল হাতে ১২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সমানে রেখে তাকে নিয়ে পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেও দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ। অবশেষে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইমাদ।  জানা গেছে, ইমাদকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পিসিবির হেড কোয়ার্টারে আমন্ত্রণ জানানো হয়। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। তাদের সঙ্গে বৈঠকের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ইমাদ।  শনিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। পোস্টে তিনি লিখেছেন, পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আমি ঘোষণা করতে চাই যে, আমি আমার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।  ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ফরম্যাটে পাকিস্তান ক্রিকেটের জন্য আমি মাঠে নামতে প্রস্তুত। আমার ওপর আস্থা রাখার জন্য আমি পিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’ ইমাদ পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন বছরখানেক আগে। দেশের জার্সিতে ৬৬ টি-টোয়েন্টিতে ১৩১.৭০ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করেছেন এই অলরাউন্ডার। এ ছাড়া বল হাতে ৬.২৬ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট।  
২৩ মার্চ ২০২৪, ২০:৪৮

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান তামিম
কয়েকদিন আগেই নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল চলাকালে লঙ্কান এই কোচের সেই মন্তব্য বেশ সাড়া ফেলেছিল। এবার হাথুরুর সুরে একই দাবি তুলেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ডিপিএল চলাকালেই নতুন এক টুর্নামেন্টের কথা জানালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই দলপতি।  এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরোয়া পর্যায়ে একদিনের ফরম্যাটে খেলছেন ক্রিকেটাররা। তাই নতুন চাইছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে এজন্য ডিপিএলকে ছেঁটে ফেলার পক্ষে নন তিনি।  তামিমের ভাষ্য, যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয়, তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তো-বা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে। এই ওপেনারের মন্তব্য, ৫০ ওভারের টুর্নামেন্ট এটা বাংলাদেশের ইতিহাস। ডিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আমার মনে হয় না এটাকে পরিবর্তন করা উচিত। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকে, তাহলে আলাদা টুর্নামেন্ট করতে পারেন। এদিকে এবারের ডিপিএলে নেই কোনো বিদেশি ক্রিকেটার। তাই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তামিমের মতে, আমার কাছে মনে হয়, এটা ইতিবাচক দিক। বিদেশি না খেলা মানে ১২টা স্থানীয় ক্রিকেটার সুযোগ পাওয়া, ১২টা দলে। নিয়মটা যদি একটা থাকে, তাহলে ভালো। এ বছর বিদেশি না পরের বছর আবার বিদেশি তাহলে একটু কনফিউজিং। কিন্তু ক্রিকেট বোর্ড বা সিসিডিএম যেটাই সিদ্ধান্ত নেয়, একটা নিয়ম থাকলে ভালো। দেশসেরা এই ওপেনার আরও জানালেন, মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে, একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।
১৭ মার্চ ২০২৪, ১১:০৪

‘এখন আমরাও টি-টোয়েন্টি খেলতে পারি’ 
কদিন আগেই পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে দাপট দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একই ফরম্যাটে আন্তর্জাতিক সিরিজ খেলছে লাল-সবুজেরা। রোমাঞ্চ জাগানিয়া এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে টাইগাররা। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বিসিবি বস ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (৭ মার্চ) শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাপনের ভাষ্য, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই—এরপরও ওরা যে সাহস নিয়ে খেলছে; এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’  এদিকে সম্প্রতি বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিকের ভাষ্য, রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর ও নোয়াখালী বিভাগ বিপিএলে প্রতিনিধিত্ব করতে আবেদন করেছে।  বিভাগ হওয়া সত্ত্বেও কখনই বিপিএলে খেলা হয়নি ময়মনসিংহের। অন্যদিকে নোয়াখালী, গাজীপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি বিপিএল দল গঠনের। তাই প্রশ্ন জেগেছে, আগামী আসর থেকে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাড়ছে কিনা। এ প্রসঙ্গে বিসিবি বসের মন্তব্য, আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না, বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই। ক্রীড়ামন্ত্রী যোগ করেন, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, যেমন হোটেল দরকার সব জায়গায়, সে সুযোগগুলো নেই। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। ইতোমধ্যে আমাদের পর্যাপ্ত স্টেডিয়াম আছে।
০৮ মার্চ ২০২৪, ১০:৫১

টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই দলের সঙ্গে মুশফিক-মিরাজরা
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ না হতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে স্কোয়াডে থাকা দলের সদস্যরা। আগামী ৯ মার্চ সিরিজে শেষ টি-টোয়েন্টি খেলে চট্টগ্রামে পাড়ি জমাবে টাইগাররা। সেই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শান্ত-মিরাজরা। বৃহস্পতিবার (৭ মার্চ) টি-টোয়েন্টি দলের সঙ্গে অনুশীলন করেছে তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। যদিও গতকাল টাইগারদের টি-টোয়েন্টি ম্যাচ থাকায় ফরম্যাটটির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য আজ অনুশীলন বাধ্যতামূলক ছিল না। তাই তাদের কেউ কেউ করেছেন ঐচ্ছিক অনুশীলন। সিলেটে পৌঁছেই মুশফিকুর রহিমরা ব্যাট হাতে অনুশীলন ও দৌড়ে ঘাম ঝরিয়েছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক অনুশীলনের শুরুতেই প্যাড ছাড়া বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। নেট বোলার, থ্রোয়ার ছাড়াও তাইজুলের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন তিনি। মিরাজ-তামিমরাও অনুশীলন করেন নিজেদের মতো। এ সময় পাশে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন মনোবিদ ফিল জোন্স। ব্যাটিং অনুশীলন শেষ করে মুশফিককে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়।  সদ্য শেষ হওয়া বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাওয়া মুশফিক। ফরচুন বরিশালের জার্সিতে তিনি ১৫ ম্যাচে ৩৮০ রান করেছিলেন। তাই আন্তর্জাতিক ব্যস্ত সূচিতেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাইবেন তিনি। আগামী ১৩ মার্চ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ওয়ানডে সিরিজ ওয়ানডে সিরিজ খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ফরম্যাটটিতে তিন ম্যাচ হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।
০৭ মার্চ ২০২৪, ১৮:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়