• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, সেটা হোক ফুটবল, ক্রিকেট বা হকি। যার প্রমাণ আরও একবার পাওয়া গেল হকি প্রিমিয়ার লিগে। এদিন ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে মোহামেডান। এতে আবাহনীকে জয়ী ঘোষণা করে আম্পায়ার। শুক্রবার (১৯ এপ্রিল) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছয় বছর পর লিগ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যায় তারা। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে নাখোশ হয়ে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে দেয় তারা।  সেই তৃতীয় কোয়ার্টারের দুই মিনিট ২৭ সেকেন্ড সময় বাকি থাকতেই বাঁধে বিপত্তি। তার কিছুক্ষণ আগে আবাহনীর পেনাল্টি কর্নার রুখে দেয় মোহামেডান। কিন্তু এরপর যা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুই দলের খেলোয়াড়রা লিপ্ত হয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। যা সামলাতে হিমশিম খেতে হয় ম্যাচ অফিসিয়ালদের।   এ সময় মোহামেডানের জুল পিদাউস ও আবাহনীর আফফান ইউসুফকে হলুদ কার্ড দেখান আম্পায়ার। প্রায় মিনিট খানেক বাদে আবাহনীর মো. নাঈমুদ্দিন এবং মোহামেডানের দুই খেলোয়াড় দ্বীন ইসলাম ও তানভীর সিয়ামকে দেখানো হয় লাল কার্ড।  আম্পায়ারের এমন সিদ্ধান্তে বেঁকে বসে মোহামেডান। আবাহনী খেলতে রাজি থাকলেও মাঠের বাইরে চলে যায় সাদা-কালোরা। ম্যাচের আগের দিন হলুদ কার্ডের কারণে রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞা নিয়ে কম ‘নাটক’ হয়নি।   শেষ পর্যন্ত জিমিকে ছাড়াই খেলতে নামে মোহামেডান। দারুণভাবে প্রত্যাবর্তনের পর ৩-২ গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের পথেই ছিল তারা। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত আবাহনীকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেন আম্পায়ার। এই জয়ে আবাহনীর পয়েন্ট হল ৩৭। নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেওয়া মেরিনার্সের পয়েন্টও একই। তাই বাইলজ অনুযায়ী, শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফ ম্যাচ খেলার কথা। তবে গুঞ্জন আছে, দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় আবাহনী। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর খীসা মিমো। এরপর মোহামেডানের হয়ে প্রত্যাবর্তনের গল্প লিখেন মালয়েশিয়ান ফয়সাল বিন সারি। তার হ্যাটট্রিকে ৩-২ গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু সেই লিড ধরে রাখার চেয়ে মাঠ ছেড়ে যাওয়াকেই উত্তম মনে করছে তারা।
১৯ এপ্রিল ২০২৪, ২১:৪৬

প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) বুথ ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের এত ভোট পাওয়াকে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে এটি রেকর্ড। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত হল। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।  এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বীরা পরিচিত মুখ না হওয়ায় তারা ভোটের লড়াইয়ে ভালো করতে পারবেন না তা আগে থেকেই অনুমিত ছিল। ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে পুতিন বিরোধী বিক্ষোভের মধ্যেও তার অন্য তিন প্রতিযোগীর কারও ভোটের হার দুই অঙ্কের কোটায় পৌঁছেনি। তারা কেউ ৪ শতাংশের বেশি ভোট পাননি।  শুক্রবার (১৫ মার্চ) শুরু হওয়া ভোটের প্রাথমিক ফলাফল রোববার (১৭ মার্চ) প্রকাশ করা হয়েছে। বুথ ফেরত সমীক্ষার বরাতেও পুতিন বিপুল ভোটে বিজয়ী হবেন। প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন। এতে করে ২০০ বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন। এরমধ্যে দিয়ে জোসেফ স্ট্যালিনকেও ছাড়িয়ে যাবেন। ভোটের শেষ দিনের পুতিনবিরোধী বিক্ষোভে ঠিক কত মানুষ উপস্থিত হয়েছিল তা ধারণা করতে পারেনি কারাগারে আলেক্সি নাভালনির রহস্যমৃত্যু নিয়ে সমালোচনার ঝড় এবং ইউক্রেইন যুদ্ধে রুশ সেনা নিহতের তালিকা দীর্ঘ হওয়া নিয়ে দেশের ভেতরে দানা বাঁধতে থাকা ক্ষোভের মধ্যেও নির্বাচনে প্রেসিডেন্ট পুতিনের জয় একরকম নিশ্চিতই ছিল। কারণ, নির্বাচনে পুতিনের কোনও শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। আরও ছয় বছরের জন্য সুসংহত হবে তার ক্ষমতা।  টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য ২০২১ সালেই আইন পরিবর্তন করেছিলেন পুতিন। এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন তিনি। এদিকে পুতিনের জয়ের সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে মন্তব্য করেছে জার্মানি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তার রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দি করে রেখেছেন, আর অন্যদের তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।
১৮ মার্চ ২০২৪, ০৯:০৭

সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ফাইনালে ড্র করে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অর্জনের স্বীকৃতি ‌ও উৎসাহ দিতে, খেলোয়াড়সহ পুরো টিম ম্যানেজমেন্টকে একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়েছে।  বিমানবন্দরের মতো সংবর্ধনা অনুষ্ঠানেও আসেননি, বাফুফের সিনিয়র  চার সহসভাপতির কেউ। তবে তাদের হয়ে সাফাই গাইলেন নারী কমিটির চেয়ারম্যান।  মাহফুজা আক্তার কিরণের মন্তব্য, পেলে তো অবশ্যই ভালো লাগতো। নিশ্চয়ই কোনো ব্যস্ততা ছিল। সে কারণেই যেতে পারেননি। নানা অর্জন সত্ত্বেও নিয়মিত লিগসহ নারী ফুটবল কাঠামো এখনও ঠিক করতে পারেনি বাফুফে। এজন্য আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এগিয়ে না আসা ও মেয়েদের সুরক্ষাকে কারণ হিসেবে উল্লেখ করেন মাহফুজা আক্তার কিরণ।  নারী কমিটির চেয়ারম্যানের দাবি, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। কিন্তু আমাদের এই ডরমিটরিতে অ্যাকুমোডেট করতে পারি না। আমাদের অর্থনৈতিক সাপোর্টও নেই। পাশে সরকারকে পেলে আমরা অবশ্যই নেক্সট লেভেলে যাব। সংবর্ধনায় খুশি হলেও, কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসলেন অধিনায়ক। তার দাবি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ফুটবল আমি বেশিদিন খেলতে পারবো না। বয়সভিত্তিক সাফল্যের স্তর অতিক্রম করতে, কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করে বাফুফে।
১৩ মার্চ ২০২৪, ১২:২১

ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াইয়ে জয়ী বাংলাদেশি বক্সাররা
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশে প্রথমবারের মতো ঢাকায় ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই হয়েছে।  শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে ডব্লিউবিএ সাউথ এশিয়া লাইটওয়েট টাইটেলের লড়াইয়ে বাংলাদেশের আবদুল মোতালিব (কিং কং) ভারতের মোহাম্মদ আজহারকে ১০ রাউন্ডের লড়াইয়ে পরাজিত করেন।  এ ছাড়া ডব্লিউবিসি ইয়ুথ ইন্টারন্যাশনাল সুপার ফ্লাই টাইটেলে বাংলাদেশের সাবিউল ইসলাম (কিং) ভারতের শুভম যাদবকে ৬ রাউন্ডের ম্যাচে হারান। তবে রাতের সবচেয়ে আকর্ষণীয় চ্যালেঞ্জ বাউটে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমএমএ বক্সার শাহ কামালি ও পোল্যান্ডের মার্সিওন লাজারেজ’র মধ্যেকার লড়াইটি ড্র হয়।  এর বাইরে বাংলাদেশের নূর মোহাম্মদ নাসিব, মোহাম্মদ জাওয়াদ, ওমর ফারুক, হাসান শিকদার, জয়নুল ইসলাম এবং মোহন আলী জয় লাভ করেন। আর নারীদের মধ্যে সানজিদা জান্নাত পরাজিত করেন সাদিয়া ইসলামকে এবং বৃষ্টি খাতুনকে হারান জুঁই লিমা।  দেশে প্রথমবারে মতো আয়োজিত অনুষ্ঠানে দ্য গ্রেটেস্ট শো’র মহা-আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, ইংল্যান্ডভিত্তিক সিকিউরিটিস এজেন্সি জে-ফোর’র সিইও জুয়েল চৌধুরি, সিলেট সানরাইজার্সের কর্ণধার শেখ কুদরাত জয়সহ অনেকেই।  এ সময়ে বাংলাদেশের প্রফেশনাল বক্সিংকে এগিয়ে নিতে দেশে আসা চারবারের ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়ন জুলিয়াস ফ্রান্সিস স্থানীয় বক্সারদের উৎসাহিত করেন। এ ছাড়া শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে দেশের কয়েকজন কৃতি নারী ক্রীড়াবিদ ও সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
০৯ মার্চ ২০২৪, ২৩:৩৬

আটাব নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ প্যানেলে জয়ী
ট্রাভেলস ব্যবসায়ীদের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশের (আটাব) দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। নির্বাচনে সর্বোচ্চ ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আফসিয়া জান্নাত সালেহ। দ্বিতীয় সর্বোচ্চ ৮১৪ ভোট পান আবদুস সালাম আরেফ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৫৮৯ ভোট এবং আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান পেয়েছেন ৩৯০ ভোট। আরেফ-আফসিয়ার গণতান্ত্রিক ফ্রন্ট থেকে কার্যনির্বাহী কমিটিতে ঢাকার হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন- মোস্তাফিজুর রহমান হিরু, মোহাম্মদ তোয়াহা চৌধুরী, লায়ন মো. শফিক উল্লাহ নান্টু, দিদারুল হক, মো. মনসুর আলম পারভেজ, সবুজ মুন্সি, আতিকুর রহমান, মো. শাহীন উজ জামান, মো. ফজলুল হক, আবুল কালাম আজাদ, কালাম সিকদার, মো. ইফতাখার আলম ভূঁইয়া, এসএম বিল্লাল হোসেন সুমন, এটিএম খোরশেদ আলম ও এএমএম কামাল উদ্দিন। এবারে ঢাকা আঞ্চলিক থেকে সকল প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন মো. জাহাংগীর আলম, মো. গোলাম আজম সৈকত, মো. ফরিদ উদ্দিন, মো. আমির হোসেন, মো. সোলায়মান, আশরাফ উদ্দিন, মো. মাহমুদুল আলম সিদ্দিকী, মো. খোকন, শাহীন মিয়া, বোরহান উদ্দিন, সাকিল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান মাসুম, মিজানুর রহমান, একেএম মঈনুল হক ও মাহফুজুর রহমান। আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল প্রধান আবদুস সালাম আরেফ বলেন, সকল সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্মার্ট আটাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ডসহ সকল সরকারি দফতরের সাথে সুসম্পর্কের মাধ্যমে সদস্যদের স্বার্থ সংরক্ষন অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। আটাবের বর্তমান কমিটির কালচারাল সেক্রেটারি মোহাম্মদ তোয়াহা চৌধুরী বলেন, আমাদের নির্বাচনী শ্লোগান ছিলো, 'স্মার্ট আটাব বিনির্মাণে, চলো একসাথে, স্বপ্নের পথে, আগামীর দিনে'। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করবো। ঢাকা আঞ্চলিক থেকে নির্বাচিত সদস্য মো. গোলাম আজম সৈকত বলেন, এবারের নির্বাচন ছিল অতীতের সকল নির্বাচন থেকে অধিক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। এখানে তিনটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। আমরা (আরেফ-আসফিয়া) প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অহ্মরে অহ্মরে পালন করবো। স্মার্ট আটাব গঠন ও সকল সদস্যদের ব্যবসায়ীক স্বার্থ রক্ষা করাই হবে আমাদের মুল দায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন।
০৭ মার্চ ২০২৪, ২১:০২

ইউনূসকে অহেতুক কারাগারে পাঠানোর পরিকল্পনা নেই : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। রোববার (৪ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, তবে আদালত ড. ইউনূসের বিরুদ্ধে যে রায় দেবেন তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্টদের। এদিন ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাস সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া তিনি যাতে বিদেশ যেতে না পারেন এবং শ্রম আপিল আদালতে ড. ইউনূসের মামলা ৬ মাসে নিষ্পত্তি যেন হয় হাইকোর্টে সেই আবেদনও করা হয়েছে। গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনাল নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন। ওই দিন ড. মুহাম্মদ ইউনূস রায় চ্যালেঞ্জ করে আপিল করেন। আদালত সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এ সময় ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চান। শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে এ আপিল করেন তিনি।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৪

ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১২৫ নোবেলজয়ীসহ ২৪২ বিশ্বনেতার যে বক্তব্য ছাপানো হয়েছে সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গটি নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমদের দেশে পত্রিকায় বিবৃতি দেওয়ার মত। এ লবিস্ট ফার্মের মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন তাকে নিয়ে আগেও দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ তাই সরকারি দলের অনেকেই বিচারের সম্মুখীন হয়ে জেলে যায়। ড. মুহাম্মদ ইউনূসের মামলায় সরকার নিরপেক্ষ। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। যেসব শ্রমিক-কর্মচারীরা বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। ড. হাছান মাহমুদ বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাতে ১৪ দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছেন। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ও বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছেন। গতকাল তারা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।  তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে তাদের সবার সাহায্য কামনা করেছি।
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪

মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল জয়ী
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন আইনজীবী সমিতির সদস্যরা।  নির্বাচনে ৯টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে ছয়টি পদ অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তিনটি পদে জয়লাভ করেছে।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে জয়লাভ করেছেন সভাপতি পদে মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক এএসএম সাইদুর রাজ্জাক। এ প্যানেল থেকে আরও বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য পদে মোখলেছুর রহমান স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে আ ন ম আল মামুন অনল এবং তারিক আহমেদ।  অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধ্যক্ষ পদে রোকেয়া খাতুন এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাগিব মাহফুজ জুয়েল।  সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস।  এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। ৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ১৪১ জন।
২৬ জানুয়ারি ২০২৪, ২১:১০

স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার 
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।  ১ হাজার ৯২৫ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জানিয়ে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।  শনিবার (১৩ জানুয়ারি) ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করেন প্রিসাইডিং অফিসার আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসেন। এ কেন্দ্রে মোট ভোটার ছিলো ৩০৩২ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৬৭৭ জন। এ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ১২৯৫ ভোট ও ট্রাক প্রতীক ভোট পেয়েছে ৩৫৫। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম এক ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ দুই ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন এক ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম দুই ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম এক ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৪ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন শূন্য ভোট পেয়েছেন।  জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞার নেতৃত্বে নির্বাচনকে কেন্দ্র করে র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি মোতায়েন ছিল। কেন্দ্র ও তার চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দেয় জেলা প্রশাসন।  ৭ জানুয়ারি এ উপজেলার ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ২১১ ভোট।  জানা গেছে, ৪০ নং ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার বিকেলে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়। প্রতিরোধে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা মো. আজিজুল ইসলাম খান দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন। হামলাকারীরা পাল্টা অস্ত্রের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও আটটি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়। বাঁধা দেওয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের এসআই আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কেন্দ্রটির ভোট স্থগিত ঘোষণা করা হয়।  এ উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৪০ জন। ৯২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২২ হাজার ৪৪৮ জন। শতকরা হার ৪৪.৩৬শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫১ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৫১ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫৩ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০২ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৮ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯ হাজার ২৩০ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। এরমধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯

বিএনপির সমর্থনে জয়ী মোকাব্বির এবার জামানত খোয়ালেন
একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে জয় পেয়েছিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান। এবার উদীয়মান সূর্য প্রতীক নিয়ে একই আসনে নির্বাচন করে জামানত খুইয়েছেন আলোচিত এ প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খানসহ জামানত হারিয়েছেন ৫ সংসদ সদস্য প্রার্থী।  নির্বাচনী আইন অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী। তার মধ্যে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ১৬ হাজার ৬৬১ ভোট পান।  সিলেট-২ আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন ভোটারের মধ্যে ১২৮টি কেন্দ্রে এক লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বতর্মান এমপি গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে ১৯২২ ভোট, তৃণমূল বিএনপির আব্দুর মল্লিক সোনালী আঁশ প্রতীকে ৯৪৪ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে ৬৮৭৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ডাব প্রতীকে ১৮৫ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মনোয়ার হোসাইন আম প্রতীকে নিয়ে ২৫৩ ভোট পান।  নির্বাচনী আইন অনুযায়ী সিলেট-২ আসনে প্রদত্ত এক লাখ ৬ হাজার ৮৪৭ ভোটের মধ্যে ৮ শতাংশ ১৩ হাজার ৩৫৫ ভোট না পাওয়ায় এই ৫ প্রার্থী তাদের জামানত হারান। 
০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়