• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয়
২৫ মার্চ ‘অপারেশন সার্চ লাইট’ নামে বাংলাদেশের সাধারণ মানুষকে নৃশংসভাবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন সজীব ওয়াজেদ জয়। স্বাধীনতা দিবসে করা এক টুইট বার্তায় তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে নির্মম গণহত্যার একটি এই ঘটনা (২৫ মার্চ)। এটির পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনও বিশ্বব্যাপী স্বীকৃতি পায়নি, যা মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সমর্থনকারী বিশ্বশক্তির বিবেকের এক স্পষ্ট ব্যর্থতা। সজীব ওয়াজেদ জয় তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ২৬ মার্চের মধ্য রাতে কুখ্যাত অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি দখলদার বাহিনী ঢাকায় এক ধ্বংসযজ্ঞের সূচনা করে। গণহত্যা, সন্ত্রাসের কারণে শহরে ছড়িয়ে পরে আতঙ্ক। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার উদ্দীপ্ত শিখা নেভাতে পাকসেনারা দেশের সবচেয়ে উজ্জ্বল ও সাহসী মানসিকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করে। নিরস্ত্র হলেও তাদের গণহত্যা করা হয়। এমনকি তাদের যথাযথ দাফনও করা হয়নি। তিনি লেখেন, বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক সেই ঘটনা পরবর্তীতে প্রকাশ করে। আওয়ামী লীগের নেতৃত্বে সার্বভৌমত্ব, জাতীয়তা, ভাষা ও সংস্কৃতির আন্দোলনের কারণে পাকসেনারা ভয়ে ছিল জানিয়ে তিনি বলেন, ‘‘সেই ভয় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ভয়ের বিষয়টি বোঝা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে দুই পাক অফিসারের মধ্যে পাঠানো একটি বার্তার মাধ্যমে। ‘বড় পাখি খাঁচায় আছে’, মুজিবকে গ্রেপ্তারের বিষয়ে এভাবেই বার্তা দিয়েছিলেন পাক অফিসাররা। বঙ্গবন্ধুর দৌহিত্র বলেন, পাকবাহিনীকে সমর্থনকারী বাহিনী এখনও আমাদের রাজনৈতিক ভূখণ্ডে সক্রিয়। আমাদের কষ্টার্জিত স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করতে প্রস্তুত। তবে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের জন্য তারা ব্যর্থ হয়েছে। সর্বশেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, আসুন ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখি। আমাদের বীর যোদ্ধারা যারা দেশের জন্য রক্ত দিয়েছিলেন দেশকে তাদের স্বপ্নের মতো বিশ্বের জন্য একটি মডেলে রুপ দেওয়ার অঙ্গীকার করি।
২৬ মার্চ ২০২৪, ২১:২৫

কোহলির ব্যাটে ভর করে বেঙ্গালুরুর প্রথম জয়
চলমান আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে আসর শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কোহলিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবকে চার উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। সোমবার (২৫ মার্চ) আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ১৭৭ রানের লক্ষ্য দেয় পাঞ্জাব। জবাব দিতে নেমে চার এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রয়্যাল বেঙ্গালুরু। এতে আসরের প্রথম জয়ের দেখা পেলো তারা।  জবাব দিতে নেমে ৭ বলে ৩ রান করে ফাফ ডু প্লেসিস এবং ৫ বলে তিন কিই ক্যামরুন গ্রিন আউট হলে চাপে পড়ে বেঙ্গালুরু। কিন্তু অপর প্রান্তে রান তুলতে থাকেন কোহলি। ১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন রজত পাতীদার।  এদিনও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৩১ বলে নিজের ফিফটি তুলে নেন কোহলি। ৪৯ বলে ৭৭ রান করে এই তারকা ব্যাটার আউট হলে চাপে পড়ে বেঙ্গালুরু। এরপর ব্যাট চালাতে থাকেন দিনেশ কার্তিক এবং মাহিপাল লোমরোর। শেষ পর্যন্ত লোমরোর ৮ বলে ১৭ রান এবং কার্তিকের ১০ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে ভর করে চার এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রয়্যাল বেঙ্গালুরু।  এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় পাঞ্জাব কিংস। ৬ বলে ৮ রান করে আউট হন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। অপর প্রান্তে রান তুলতে থাকেন শিখর ধাওয়ান। প্রাভসিমরান সিং (২৫) এবং ১৩ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন লিয়াম লিভিংস্টোন। এরপর ৩৭ বলে ৪৫ রান করে আউট হন ধাওয়ান। সাম কারান ১৭ বলে ২৩ রান এবং ২০ বলে ২৭ রান করে আউট হন জিতেশ শর্মা। শেষ পর্যন্ত শাশাঙ্ক সিংয়ের ৮ বলে ২১ রানের ইনিংসে ভর করে ১৭৬ রানের লড়াকু পুঁজি পায় পাঞ্জাব।
২৫ মার্চ ২০২৪, ২৩:৫৬

১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
একাদশ ঘোষণাতেই চমক রেখেছিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইউরোর আগে অনেক ফুটবলারকে পরখ করে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তাই বলে পুরো ম্যাচের একাদশই পাল্টে ফেলা হবে, এটা ভাবাও অসম্ভব। সেটাই করে দেখালেন ইতালিয়ান কোচ। তবে পুরো বদলে ফেলা একাদশ নিয়েও খুব একটা সমস্যা হয়নি। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় ভোরে রেড বুল এরিনায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ। এদিন ম্যাচজুড়ে সমান তালে লড়ে দুই দল। তবে ম্যাচের শুরুতেই ইকুয়েডরের জাল খুঁজে নেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিছু সময় পরেই ব্যবধান বাড়ানোর কাছাকাছি গিয়েছিলেন জানিয়োলো। কিন্তু ইকুয়েডরকে রক্ষা করেন দলটির গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইতালি।  দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। অন্যদিকে আক্রমণের ধার বাড়ায় ইকুয়েডর। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি তারা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিকোলো বারেলার গোলে লিড বাড়ায় ইতালি। ইতালির অধিনায়ক হিসেবে এটি তার প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠে ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।
২৫ মার্চ ২০২৪, ১১:৫৫

জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
নীলফামারীর সৈয়দপুরে কলেজ অনুষ্ঠানে জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে সৈয়দপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।   রোববার (২৪ মার্চ) দুপুরে ওই কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা মারা হয়।  এ সময় কক্ষের গেটে পোস্টার লাগিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। সেখানে লেখা রয়েছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, লড়াই চলবে ছাত্রলীগ লড়বে।’   জানা যায়, গত ৭ মার্চ জাতীয় দিবস পালন না করে অধ্যক্ষ একজন বিএনপিপন্থী শিক্ষককে অনুষ্ঠান পালনের দায়িত্ব দিয়ে নিজে ছুটিতে ছিলেন। এরপর ওই শিক্ষক অনুষ্ঠানে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ না বলে অনুষ্ঠান শেষ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ নিয়ে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ অধ্যক্ষের অপসারণ দাবি করেন।  এ নিয়ে গত ২০ মার্চ সুরাহার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা কলেজ অধ্যক্ষের কক্ষে গেলে সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।   এ বিষয়ে অধ্যক্ষ ড. আতিয়ার রহমান বলেন, ঢাকায় অবস্থান করছি। তালা ঝুলানোর কথা জেনেছি। ঢাকা থেকে ফিরে অভিভাবক ও সুধীজনদের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করব।
২৫ মার্চ ২০২৪, ০৩:০৪

তীরে এসে তরী ডুবলো মুম্বাইয়ের, গিলের অভিষেক জয়
আইপিএলের ১৭তম আসরে চতুর্থ ম্যাচে গতবারের রানার্স আপ গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের ছয় রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এতে গিলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলো গুজরাট। রোববার (২৪ মার্চ) ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬৯ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই। এতে ৬ রানের জয় পায় গুজরাট টাইটান্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার ‍ঋদ্ধিমান সাহা ও শুভমান। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১৫ বলে ১৯ রান করে সাহা আউট হলে, ২২ বলে ৩১ রান তাকে অনুসরণ করে সাজঘরে ফেরেন গিল। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে নেমে রান তুলতে থাকেন সাই সুদর্শন। কিন্তু অপর প্রান্তে ১১ বলে ১৭ রান করে আজমতুল্লাহ ওমারজাই ও ডেভিড মিলার ১১ বলে ১২ রান করে আউট হন। এরপর সুদর্শনকে সঙ্গ দেন রাহুল তেওয়াতিয়া। ৩৯ বলে ৪৫ রান করে সুর্দশন  এবং ১৫ বলে ২২ করে তেওয়াতিয়া আউট হলে ছন্দ হারায় গুজরাট। শেষ পর্যন্ত বিজয় শাঙ্কার ৫ বলে ৬ রান এবং রশিদ খানের ৩ বলে ৪ রানের ইনিংসে ভর করে ছয় উইকেটে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও জেরাল্ড কোয়েটজি দুটি এবং পিয়ুশ চাওলা নেন এক উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় মুম্বাই। ইনিংসের চতুর্থ বলে শূন্য হাতে সাজঘরে ফেরেন ঈশান কিষান। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন নামান ধীর। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০ বলে ২০ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে নামা ডেয়াল্ড ব্রেভিস। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে এগোতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ফিফটি আক্ষেপ নিয়ে ফেরেন দুই ব্যাটারই। ২৯ বলে ৪৩ রানে রোহিত এবং ৩৮ বলে ৪৬ রান করে আউট হন ব্রেভিস। ১৮তম ওভারের শেষ বলে ১০ বলে ১১ রান করে টিম ডেভিড আউট হলে, ১২ বলে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়াই ২৭ রান। ১৯তম ওভারে প্রথম বলে ছক্কা হাঁকালেও পরের বলে ক্যাচ আউট হন তিলক। ১৯ বলে ২৫ রান করেন তিনি। একই ওভারের শেষ বলে কোয়েটজি ১ রানে আউট হলে, ছয় বলে ১৯ রান দরকার ছিল মুম্বাইয়ের। ২০তম ওভারে প্রথম বলে ছক্কা মেরে দলকে জয়ের আশা দেখায় হার্দিক পান্ডিয়া। তবে তৃতীয় বলে এই ডান হাতি ব্যাটার ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই। এতে ৬ রানের জয় পায় গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের হয়ে আজমতুল্লাহ ওমারজাই, জনসন, উমেশ যাদব এবং মোহিত শর্মা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন সাই কিশোর।
২৪ মার্চ ২০২৪, ২৩:৫৮

মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়
জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের। ফাইনালে সুলতান মুলতান এবং ইসলামাবাদ ইউনাইটেডের লড়াই দিয়ে পর্দা নেমেছে টুর্নামেন্টের। ফাইনালে মুলতান সুলতানসকে দুই উইকেটে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে ইসলামাবাদ। সোমবার (১৮ মার্চ) শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে ইসলামাবাদকে ১৬০ রানের লক্ষ্য দেয় মুলতান। জবাব দিতে নির্ধারিত ওভারে দুই উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ইমাদ-শাদাবরা।  চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভালো করেন ইসলামাবাদের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিং মুনরো। তবে ইনিংস বড় করতে পারেনি মুনরো। ১৩ বলে ১৭ রান করে আউট হন তিনি। ১০ রান করে ফেরেন আঘা সালমানও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শাদাব খানও। ৮ বলে ৪ রান করে দলের অধিনায়ক বিদায় নিলে চাপে পড়ে ইসলামাবাদ। এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন গাপটিল। ৩১ বলে ফিফটি তুলে নেন এই কিউই ব্যাটার। পরের বলে রান আউট হন তিনি। ২২ বলে ৩০ রান করে আউট হন আজম খানও। ৩ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন হায়দার আলী। ১৮তম ওভারের প্রথম বলে ১ করা ফাহিম আশরাফকে ফিরিয়ে ইসলামাদকে চাপে ফেলে মুলতান। শেষ ১২ বলে ইসলামাবাদের লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। ১৯তম ওভারে ১১ রান তুলে ম্যাচ সহজ করে ইমাদ ওয়াসিম। শেষ পর্যন্ত ইমাদের ১৭ বলে ১৯ রান এবং নাসিম শাহর ৯ বলের ১৭ রানের ইনিংসে ভর করে দুই হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ ইউনাইটেড। মুলতান সুলতানসের হয়ে খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও ডেভিড উইলি, মোহাম্মদ আলী এবং উসামা মীর একটি করে উইকেট শিকার করেন এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মুলতানের। ৬ বলে ৬ রান করে ওপেনার ইয়াসির খান আউট হলে ৩ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন ডেভিড উইলি। উসমান খানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেনি মুলতান দলপতি। ২৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জনসন চালর্সও। ৪ বলে ৬ রান করে আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। তবে পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন উসমান খান। ৩৬ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার। ৪০ বলে ৫৭ রান করে উসমান আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। খুশদিল শাহ (১১), উসামা মীর (৬), আব্বাস আফ্রিদি (১) এবং শূন্য রান করে ফেরেন ক্রিস জর্দান। শেষ দিকে ব্যাট হাতে একাই লড়াই করেন ইফতেখার আহমেদ। এই ডান হাতি ব্যাটারের ২০ বলের হার না মানা ৩২ রানের ইনিংসে ভর করে নয় উইকেটে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় সুলতান মুলতান। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম। তিন উইকেট শিকার করেন শাদাব খান। পিএসএলের উদ্বোধনী আসরে ২০১৬ সালে প্রথম শিরোপা ঘরে তুলেছিলো ইসলামাবাদ ইউনাইটেড। এরপর ২০১৮ সালে দ্বিতীয় এবং ২০২৪ সালে তৃতীয় শিরোপা ঘরে তুললো আসরের সব থেকে সফল দলটি।  
১৯ মার্চ ২০২৪, ০২:১৯

সোহানের সেঞ্চুরিতে শেখ জামালের বড় জয়
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী টায়ার্স একাডেমিকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরের ম্যাচেই শাইনপুকুরের কাছে যায় তারা। তবে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ে ফিরেছে সোহানের দল। নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্সকে ১২১ রানের ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। রোববার (১৭ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স ইউনিয়নকে ২৫৭ রানের লক্ষ্য দেয় শেখ জামাল। জবাব দিতে নেমে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। এতে ১২১ রানের বড় জয় পায় ধানমন্ডির ক্লাবটি। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে শেখ জামাল। পরে সাইফ হাসানের সঙ্গী হয়ে বিপদ সামলে নেন রাব্বি। ৫৬ বলে ৩৪ রান করে আউট হয়ে যান সাইফ। পরে সোহানের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন রাব্বি।   ৮ চারে ১০০ বলে ৭৪ রান করে রাহাতুল ফেরদৌসের বলে বোল্ড হয়ে যান রাব্বি। অপর প্রান্ত আগলে রেখে সোহান সেঞ্চুরি তুলে নেন। ৬ চার ও ৪ ছক্কায় ৯৭ বলে ১০১ রান করে আবু জায়েদ রাহির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। সোহানের পর আর কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৬ রান করে শেখ জামাল।  বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ব্রাদার্স। দুই পেসার শফিকুল ইসলাম ও রিপন মণ্ডলের তোপে দিশেহারা ব্রাদার্স রাহাতুল ফেরদৌসের ব্যাটে পথ খুঁজে পায়।   ৭৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন তিনি। এছাড়া ৫০ বলে উইকেটরক্ষক ব্যাটার শাকিল ২৬ ও ৩১ বলে ২১ রান করেন অধিনায়ক মনির হোসেন। শেষ পর্যন্ত ৪০ ওভার ২ বল খেলে ১৩৫ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স।   শেখ জামালের হয়ে চার উইকেট করে শিকার করেন শফিকুল ইসলাম ও রিপন মণ্ডল। ১০ ওভারে ৪৪ রান খরচ করে রিপন।  আর ৯ ওভার দুই বলে স্রেফ ১২ রান দেন শফিকুল ইসলাম।  
১৭ মার্চ ২০২৪, ১৭:৫৩

সিনেমাটি দেখে মনে হয়েছে অপুর ছোট ভাই জয় : অমিত হাসান
ঢাকাই চলচ্চিত্রে নায়ক ও খলনায়ক দুই জায়গাতেই যিনি সমান দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি অমিত হাসান। ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অমিত হাসানের সম্পৃক্ততা।১৯৯০ সালের ৫ জানুয়ারি ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের পর্দায় তার অভিষেক ঘটে। তবে একক নায়ক হিসেবে অমিত হাসানের অভিষেক ঘটে মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ ছবির মাধ্যমে। এরপর অমিত হাসান শেষ ঠিকানা, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিদ্রোহী প্রেমিক, জিদ্দী, ভালোবাসার ঘরসহ অসংখ্য ছবিতে অভিনয় করেন।  তিনি আরও বলেন, আমরা যেভাবে মূলধারার সিনেমা করে আসছি, সেভাবে সিনেমা বানাতে হবে। এখন কী বলব, রোশানের প্রথম সিনেমা ‘রক্ত’। জাজের দারুণ একটা ছবি। কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায়। পরীমনি ছিল। কী ছিল না সিনেমায়? কিন্তু সিনেমাটি চলল না। আবার বাপ্পী জাজের সিনেমা করছে। বাইরেও সিনেমা করছে। কেউ কি বলতে পারবে বাপ্পীর ওই সিনেমাটি লাইমলাইটে গেছে? ইমন, নিরবের কোন সিনেমা আছে, যেটা দিয়ে কাঁপায়া দিয়েছে। কেউ বলতে পারবে তাদের সিনেমা হেভি ব্যবসাসফল হয়েছে। ইদানীং অপু বিশ্বাস জয়কে নিয়ে সিনেমা করছে। তাদের জুটি কি দর্শক গ্রহণ করেছে? আমার দৃষ্টিতে পর্দায় দর্শক তাদের পছন্দ করেন না। কারণ, জয় অপুর চেয়ে অনেক ছোট। তাদের সিনেমাটি দেখে মনে হয়েছে অপুর ছোট ভাই জয়। প্রসঙ্গত, প্রসঙ্গত, শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে তিনি প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। বর্তমানে একই ধরনের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বর্তমানে ‘যন্ত্রণা’, ‘কিশোরী’ ‘বিট্রে’  ‘অপারেশন জ্যাকপট’  সহ বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এদিকে শোনা যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন।   
০৯ মার্চ ২০২৪, ২৩:১২

পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন 
পটুয়াখালী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ শফিকুল ইসলামকে ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পরাজিত করে পুনরায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। শনিবার (৯ মার্চ) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।  পটুয়াখালী পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  বর্তমান মেয়র জগ মার্কা প্রতীক নিয়ে ২০ হাজার ৭১৮ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক) ২৩৭ ভোট, আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ৪৪০ ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক) ২০৮ ভোট পেয়েছেন। 
০৯ মার্চ ২০২৪, ২০:৩৩

প্রথমবার চট্টগ্রামে ‘জয় বাংলা কনসার্ট’, দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
ঢাকার বাইরে প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজিত হয়েছে জয় বাংলা কনসার্ট। বৃহস্পতিবার (৭ মার্চ) বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যায় এই কনসার্টের আয়োজন করা। প্রায় ৫০ হাজার দর্শক ও শ্রোতাদের গান করছেন অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ, কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট। ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এ কনসার্ট শুরু হয় বিকাল ৩টায়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল ও লালন তাদের নিজস্ব গানের পাশাপাশি দেশাত্মবোধক গানও করে। ৭টার বিরতির পর কনসার্টে স্ক্রিনে দেখানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের রঙিন ভিডিও। ভাষণের ভিডিও শেষে আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজিতে। এ সময় গানের সঙ্গে আলোর ঝলকানি, গিটার ও ড্রামের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম। অ্যাভোয়েড রাফা তাদের প্রথম গান হিসেবে বেছে নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম'। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার জন্য এই গানটিও সম্প্রচার করা হতো। এই গানের পর নিজেদের জনপ্রিয় আরও বেশ কিছু গান পরিবেশন করে ব্যান্ডদলটি। এর আগে বিকেল ৩টার দিকে শুরুতেই মঞ্চে ওঠে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ। প্রায় ২৫ মিনিট ধরে তারা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন। পরে ৩টা ৪০ মিনিটের দিকে মঞ্চে ওঠে ব্যান্ড কার্নিভাল। প্রায় ৩০ মিনিট ধরে তারা বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে। বেলা ৪টার দিকে মঞ্চে উঠে ৩০ মিনিট ধরে ভিন্ন ধারার সুরের গান পরিবেশন করে মেঘদল। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মঞ্চে আসে ব্যান্ড দল অ্যাভোয়েড রাফা। নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তারা। তাদের গানে উচ্ছ্বাসে ফেটে পড়েন বন্দর নগরীর দর্শক শ্রোতারা। অ্যাভোয়েড রাফার পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে লালন পরিবেশন করেন বসন্ত বাসাতে, পাগল ছাড়া দুনিয়া চলে না এবং আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান। এর আগে, ঢাকার আর্মি স্টেডিয়ামে সাতবার এই কনসার্ট আয়োজন হলেও ঢাকার বাইরে এবারই প্রথম আয়োজন করা হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার উদ্যোগে নিয়মিত আয়োজিত হয় জয় বাংলা কনসার্ট।
০৮ মার্চ ২০২৪, ১৯:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়