• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে কলকাতার বিপক্ষে জার্সি বদলে ফেলার ঘোষণা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবুও শেষ রক্ষা হয়নি কোহলিদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বেঙ্গালুরুর। শেষ ওভারের নাটকীয়তায় ১ রানে হারের তিতো স্বাদ পেয়েছে তারা। এতে টানা সপ্তম হারের দেখা পেলো দলটি। রোববার (২১ এপ্রিল) ঘরের মাঠে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ২২৩ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে পারে বেঙ্গালুরু। এতে ১ রানের জয় পায় কলকাতা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৭ বলে ১৮ রান করে কোহলি আউট হলে ৭ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন ডু প্লেসিস। এরপর বেঙ্গালুরু শিবিরে হাল ধরেন উইল জ্যাক এবং রজত পাতিদার। দুজনের ব্যাট থেকে আসে ১০২ রান। ৩২ বলে ৫৫ রান করে জ্যাক এবং ২৩ বলে ৫২ রান করে পাতিদার আউট হলে বিপাকে পড়ে বেঙ্গালুরু। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি গ্রিন (৬) এবং মাহিপাল লোমরোরও (৪)। সুয়াশকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন দিনেশ কার্তিক। দুজনের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে কোহলিরা। কিন্তু ১৮ বলে ২৪ রান করে সুয়াশ আউট লড়াই করতে থাকেন কার্তিক। শেষ ১২ বলে বেঙ্গালুরু লক্ষ্য দাঁড়ায় ৩১ রান। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে কার্তিক আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বেঙ্গালুরু। ১৮ বলে ২৫ রান করেন তিনি।  ৬ বলে বেঙ্গালুরুর লক্ষ্য দাঁড়ায় ২১ রান। তবে ২৪ কোটি রুপির স্টার্কের চার বলে তিন ছক্কার হাঁকিয়ে চমক দেখান কারান শর্মা। তবে পঞ্চম বলে কারানকে দুর্দান্ত ক্যাচে আউট করেন স্টার্ক। পরের বলে জয়ের জন্য তিন দরকার থাকলেও ডাবল নিতে গিয়ে লকি ফার্গুসন রান আউট হলে ১ রানের জয় পায় কলকাতা। এতে টানা সপ্তম হারের স্বাদ পায় বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ দিন উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। হার্সিত রানা এবং সুনিল নারিন নেন দুটি করে উইকেট।  এছাড়াও ভারুণ চক্রবর্তী ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনিল নারিন। তবে দুই রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সল্ট। ১৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। ১৫ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন নারিনও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাঘুভানশি। ৪ বলে ৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ভেঙ্কাতিশ আইয়ারকে (১৬) সাজঘরে ফেরান ক্যামরুন গ্রিন। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১৬ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। তবে ৩৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। পরের বলেই গ্রিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন আইয়ার। শেষ দিকে জুটি গড়েন আন্দ্রে রাসেল এবং রামানদ্বীপ সিং। রাসেলের ২০ বলে ২৭ রান এবং রামানদ্বীপের ৯ বলের অপরাজিত ২৪ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ২২২ রানের বড় পুঁজি পায় কলকাতা।
২১ এপ্রিল ২০২৪, ২০:২৮

কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ প্রবাদটি যেনো শতভাগ মিলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রে। বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েও এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি আইপিএলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি। আগের ১৬টি আসরের মতো এবারেও টেবিলের তলানিতে রয়েছে কোহিল-সিরাজরা। চলতি আসরে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে বেঙ্গালুরু। আগামী (রোববার) হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কোহলিরা। ভাগ্য বদলাতে এই ম্যাচে জার্সি বদলে খেলবেন কোহলি-ফাফরা। ২০১১ সাল থেকে প্রতি বছর আইপিএলে একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে বেঙ্গালুরু। প্রকৃতির প্রতি যত্ন এবং আরও বেশি গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্যই সবুজ জার্সি পরে নামেন কোহলিরা। সাধারণত, ঘরের মাঠে এই জার্সি পরে নামে বেঙ্গালুরু। কিন্তু এবার অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিজেদের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়েছে নতুন জার্সি পরে নামার কথা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ডু প্লেসি এবং দিনেশ কার্তিককে।  পোস্টে বেঙ্গালুরু লিখেছেন, আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে। চলতি মৌসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামীতে আরও ৩টি ম্যাচ খেলা বাকি রয়েছে। অন্যদিকে এই মৌসুমে কলকাতা বেশ ভালো ফর্মে রয়েছে। ৬ ম্যাচ খেলে তারা ইতিমধ্যেই ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে কলকাতা। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলেও শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে তারা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বেঙ্গালুরুর ভাগ্যবদল বেশ কঠিনই হবে!  
১৯ এপ্রিল ২০২৪, ১৬:৩০

আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন
অনেক আগেই জানা গিয়েছিল কোপা আমেরিকার আগে নতুন জার্সি পাবেন মেসি-ডি মারিয়ারা। বেশ কয়েকবার ফাঁসও হয়েছিল আর্জেন্টিনার নতুন জার্সি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির জার্সি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে পর্দায় দেখা গিয়েছে মেসিকে।  বরাবরের মতোই আকাশী নীল এবং সাদার সমন্বয়ে করা হয়েছে এবারের জার্সি। সঙ্গে রাখা হয়েছে সোনালি রং। বিভিন্ন প্যাচে বা স্মারকে ব্যবহার করা হয়েছে সোনালি কাজ। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক রাখা হয়েছে সোনালি রঙ।  অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। তবে এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে ভক্তদের।  আর্জেন্টিনা ছাড়াও এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস। 
১৪ মার্চ ২০২৪, ১৪:২২

মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই জরিমানা!
পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর ক্লাবটির সবকিছুই উন্নতির দিকে যাচ্ছে। মায়ামি সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মেসির জার্সি বিক্রি করে। অথচ সেই জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই মায়ামি সমর্থকদের জরিমানা করা হবে। এমনটাই জানিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) দল নাশভিলে।  শুক্রবার (৮ মার্চ) কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় সকাল আটটায় মাঠে নামবে দুই দল। ন্যাশভিলের স্টেডিয়াম জিওডিস পার্কের একটি অংশে মায়ামির কোন সমর্থক দলের জার্সি পরে বসতে পারবেন না। এমন নির্দেশনাই জারি করেছে ন্যাশভিলে।  এক বিবৃতির মাধ্যমে ক্লাবটি জানিয়েছে, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ম্যাচে প্রতিপক্ষের জার্সি বা তাদের রং (পিঙ্ক) নিয়ে জিওডিস পার্কের ফ্যান জোন সেকশন (১০৬-১১০) কাউকে থাকতে দেওয়া হবে না। এই জায়গায় প্রতিপক্ষ দলের (মায়ামি) জার্সি পরে থাকলে তাকে জরিমানা দিতে হবে। এমনটি স্টেডিয়াম থেকে বেরও করে দেওয়া হতে পারে। ন্যাশভিলে নির্দিষ্ট একটি সেকশনে এই নির্দেশনা জারি করেছে। তারা বলছে মাঠে যেন দুই দলের সমর্থকদেরই বোঝা যায় তাই এমন সিদ্ধান্ত। তবে ধারণা করা হচ্ছে নিজেদের ঘরের মাঠে সমর্থক দিয়ে বাড়তি সুবিধা আদায় করতে চাইছে ন্যাশভিলে।
০৭ মার্চ ২০২৪, ১৭:০৮

জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন
গত ১৬ ফেব্রুয়ারি নতুন স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করে রবি। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি। যেখানে জার্সিতে নতুন স্পন্সরের নাম রবি। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজ থেকেই নতুন জার্সি পরে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া নারী দল এবং অনূর্ধ্ব দলের জার্সির স্পন্সরও রবি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি অব বসুন্ধরাতে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা নাহিদা আক্তার, মারুফা আক্তারসহ অনূর্ধ্ব দলের ক্রিকেটারদের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।  দ্বিতীয় দফায় রবির সঙ্গে ২০২৭ সালের জুলাই পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এই সময়ে চুক্তি অনুসারে রবি বছরে ৫০ কোটি টাকা প্রদান করবে বিসিবিকে। তবে চুক্তির শর্ত অনুযায়ী, রবির প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা। তবে আগেই হয়ে যাওয়া চুক্তিগুলোর ক্ষেত্রে এই নিয়ম শিথিল রেখেছে রবি। অর্থাৎ আগেই হয়ে যাওয়া চুক্তিগুলোর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের সঙ্গে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়