• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
আমার ছেলে হারাম খায় না : খালিদের স্ত্রী
চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ সোমবার (১৮ মার্চ) মারা গেছেন। গায়কের মৃত্যুর সময় পাশে ছিলেন না তার স্ত্রী শামীমা জামান ও ছেলে জুহাইফা আরিক। সেসময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন দুজনেই। সেখান থেকেই খালিদের মৃত্যুর খবর পান তারা।      বাবার মৃত্যুর খবরে নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করে খালিদের ছেলে জুহাইফা আরিক বলেন, আমার বাবা সম্পূর্ণ  সুস্থ এবং ভালো ছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আমি এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না, পরে বলব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তাকে ক্ষমা করে দেবেন।    এদিকে খালিদের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এভাবে ছেলের ভিডিওবার্তা দেওয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেননি। শুধু তাই নয়, ভিডিও করার সময় আরিকের সানগ্লাস পরে থাকা নিয়েও ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা।      অন্যদিকে ছেলের ভিডিও নিয়ে সমালোচনার বিষয়গুলো ভালোভাবে নেননি খালিদ হোসেনের স্ত্রী। নিউইয়র্ক থেকেই এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। শামীমা জামান বলেন, ‘১২ বছর বয়স থেকে আমার ছেলে নামাজ পড়ে, কোরআন শিখেছে। এমনকি তার বাবাকে নামাজ পড়ার কথা বলতে বলতে হতাশ হয়েছে। রাত ৪টা পর্যন্ত বায়েজিদ বোস্তামির মতো দাঁড়িয়ে থেকে সে তার অসুস্থ মায়ের সেবা করেছে টানা ৭ মাস।   খালিদের স্ত্রী আরও বলেন, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার ছেলে আমেরিকান মেয়েদের আহ্বান সত্ত্বেও একটা প্রেম করেনি। আমার ছেলে যখন দেখেছে  বন্ধুগুলো গাজা খায়, তখন থেকেই তাদের থেকে দূরে থেকেছে। এমনকি প্রতিটি কাজে আগে আল্লাহর বিধান কী, সেটা জেনে নিয়ে তারপর সেই কাজ করে।  আমেরিকার স্কুলের হারাম চিকেন দেখলে না খেয়ে থাকে। তবু হারাম খায় না। আমার ছেলেকে তার বাবার টাকা দিতে হয় না। কারণ, তার মা তার জন্য যথেষ্ট উপার্জন করে। তাই খুব খেয়াল করে আমার ছেলেকে নিয়ে না জেনে একটা খারাপ কথা উচ্চারণ করলে ওপর-আল্লাহ তার বিচার করবেন।    শামীমা বলেন, আরিক স্কুল থেকে এসে বুঝতেও পারছে না আসলে কী ঘটে গেছে। ও স্মার্ট, তাই হঠাৎ করে খ্যাত হয়ে কীভাবে কথা বলবে? যত্তসব। আর সানগ্লাস? উন্নত দেশে কান্না লুকাতেও সানগ্লাস পরে মানুষ। শুধু সাংবাদিক তানভীর তারেকের অনুরোধে আমার ছেলে এই কথাগুলো বলতে রাজি হয়েছে। বড়দের সম্মান করে বলে, নয়তো মিডিয়ায় কথা বলতে বা কাজ করতে খুব একটা পছন্দ করে ও।  দীর্ঘদিন ধরেই গান থেকে নিজেকে গুটিয়ে নেন খালিদ। আমেরিকার নাগরিকত্ব নিয়ে বসবাস করতেন নিউইয়র্কে। সেখানে পড়াশোনা করেন গায়কের একমাত্র ছেলে আরিক। মাঝে মধ্যে দেশে এসে কিছুদিন থেকে আবারও উড়াল দিতেন প্রবাসে। বরাবরের মতো এবারও দেশে এলেন খালিদ। কিন্তু নিউইয়র্কে আর ফেরা হলো না তার। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে।      
২০ মার্চ ২০২৪, ১৭:৩৫

চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হলেন মাসুদা জামান
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মোসা. মাসুদা জামান বিজয়ী হয়েছেন।  শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মোসা. মাসুদা জামান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট। অপর প্রার্থী আনারস প্রতীকের নুরুজ্জামান সরকার পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট। নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৫৫ জন। এরমধ্যে ৯ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ১৬৩ ভোট। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৮৬।  ৯টি ভোট কেন্দ্রে মোট ৩২টি ভোটকক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত নারী সদস্যসহ ১২টি সদস্য পদের বিপরীতে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৯০ জন পুলিশ, ১৫৩ জন আনসারসহ র‌্যাব ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। 
০৯ মার্চ ২০২৪, ২১:৫৭

প্রথম বিবাহবার্ষিকীতে টয়ার আবেগঘন স্ট্যাটাস
ভালোবেসে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ঘর বাঁধেন ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। দিনটিকে লিপ ইয়ার বলা হয়। দিবসটিকে আরও স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য এই দিনটিকে বেছে নেন তারা।   বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দুজনের কয়েকটি ছবি শেয়ার একটি আবেগঘন পোস্ট দিয়েছেন টয়া। ছবিগুলোতে সাদা পোশাকে দুজনে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন শাওন-টয়া।  পাঠকদের সুবিধার জন্য টয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। হ্যাপি লিপইয়ার বার্ষিকী সাঈদ জামান শাওন। এটা আমাদের  প্রথম লিপ ইয়ার বার্ষিকী। চলো আমরা আমাদের ভাগ করে নেওয়া অসাধারণ ভালোবাসা উদযাপন করি। আমার প্রিয় স্বামী, তুমি আমাদের দুজনের পথচলার হৃদস্পন্দন। তুমি আমার শক্তি, ভালোবাসা এবং নিত্যদিনের আনন্দের উৎস হয়ে গেছ।  তোমার সাপোর্ট এবং অন্তহীন উদারতা আমার জীবনকে এমনভাবে আলোকিত করে, যা আমি কখনই ভাবিনি। এখানে আমাদের জন্য— প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ। শুভ লিপ ইয়ার বার্ষিকী, মাই ডিয়ার হাসবেন্ড। তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমি তোমাকে অনেক ভালোবাসি।’    শাওন-টয়া দুজনেই অভিনয় জগতের মানুষ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় শাওন-টয়ার। হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা দম্পতি। তাদের সম্পর্কের কথা কাছের কয়েকজন বন্ধু ছাড়া আর কেউই জানত না।  মূলত ২৯ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল শাওন-টয়ার। খুব ছোট পরিসরেই বসেছিল তাদের বিয়ের আসর। তবে গত ৪ বছরের সংসারে এতটুকু বন্ধুত্ব নষ্ট হয়নি এই তারকা দম্পতির। বলা যায়, বেশ হেসে খেলেই দিন পার করছেন শাওন-টয়া।    প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। মূলত সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপর টয়াকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন শাওন। সেই মতো প্রস্তাব দেন। এরপরেই চার হাত এক হয় শাওন-টয়ার। শুরু করেন সংসার জীবন।      
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী শাওন-টয়ার
ছোট পর্দার এ প্রজন্মের জনপ্রিয় তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। ভালোবেসে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ঘর বাঁধেন তারা। চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। দিনটিকে লিপ ইয়ার বলা হয়। দিবসটিকে আরও স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য এই দিনটিকে বেছে নেন শাওন-টয়া।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আবারও এলো লিপইয়ার। সেই হিসেবে ৪ বছর পর এবারই প্রথম বিবাহবার্ষিকী শাওন-টয়ার। তারা দুজনেই অভিনয় জগতের মানুষ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় শাওন-টয়ার। প্রথম বিবাহবার্ষিকীতে উচ্ছ্বসিত হয়ে দেশের এক গণমাধ্যমে টয়া বলেন, বিয়ের দিন থেকেই বন্ধুরা এ নিয়ে খুব মজা করে বলতে থাকে যে খরচ বেঁচে গেল। সত্যি বলতে কী এই প্রথম বিবাহবার্ষিকীতে যেন আমাদের দুজনার ৪ গুণ উচ্ছ্বাস!   অভিনেত্রী আরও বলেন, হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। আমাদের সম্পর্কের কথা কাছের কয়েকজন বন্ধু জানত। ২৯ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের তারিখ ঠিক করি। খুব ছোট পরিসরেই আমাদের বিয়েটা হয়েছিল। আমাদের এই ৪ বছরের সংসারে দুজনার বন্ধুত্বটা নষ্ট হয়নি! সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। মূলত সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপর টয়াকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন শাওন। সেই মতো প্রস্তাব দেন। এরপরেই চার হাত এক হয় শাওন-টয়ার। শুরু করেন সংসার জীবন।    
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮

ফারিন-শাওনের ‘পাব কি তারে’
ছোট পর্দার দুই তারকা  সৈয়দ জামান শাওন ও ফারিন খান। নাটকের পাশপাশি বেশ ব্যস্ত আছেন তারা ওটিটি কন্টেন্ট নিয়েও। সম্প্রতি এই অভিনেতা-অভিনেত্রী তৌহিদ হকের পরিচালনায় ‘পাব কি তারে’ নাটকে কাজ করেছেন।   তরুণ নির্মাতা তৌহিদ হকের প্রথম পরিচালিত নাটক, ‘রিগ্রেট’। মনিরা মিঠুকে নিয়ে নারী প্রধান এই নাটকের প্রযোজক ছিলেন নির্মাতার মা নিজেই। নতুন নাটক নিয়েনির্মাতা জানান, আমি সত্যি লাকি যে আমার নাটকের প্রডিউসার আমার মা, মা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, মা আমাকে নিয়ে অনেক আশাবাদী এবং আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন মায়ের মুখে হাসি ফুটাতে পারি। ‘পাব কি তারে’ একটি রোমান্টিক গল্পের উপর নির্মিত।  নতুন কাজ নিয়ে ফারিন খান বলেন, ‘পাবো কি তারে’  আমার খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে।  কারন কনকনে শীতের ভিতর শুটিং করার যে কি অনুভুতি, সত্যি আমরা অনেক কষ্ট করেছি শুটিং সেটে। আমার সহশীল্পী শাওন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে, কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড।  শাওন-ফারিন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আসমা,জিল্লু রকি খান, মৌ শিখা সহ আরও অনেকে।  
২৯ জানুয়ারি ২০২৪, ২২:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়