• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাভ’। অভিনয় করেছেন- শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘জান আমার জান’।  অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  বিকেল৫টা ৩০মিনিটে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ দূর পরবাসে’। গ্রন্থনা- প্রদীপ ভট্টাচার্য্য, প্রযোজক শাহরিয়ার ইসলাম।  বিকেল৬ টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি করেছেন- আনিকা কবির শখ। উপস্থাপনায়- ইমতু রাতিশ; প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’।  রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০মিনিটে কক নাটক ‘এখানে সাইজ করা হয়’।  পরিচালনা- জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষি আলম, অনিক, মিহি আহসান প্রমুখ।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘চিটাইগাং ফোয়া সিলেটি ফুড়ি’।  পরিচালনা- এম এইচ রাসেল। অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি প্রমুখ।  রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘মাইরের উপর ভিটামিন নাই’।  পরিচালনা- জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- যাহের আলভী, অহনা রহমান প্রমুখ। রাত ১১টায় একক নাটক ‘কেউ কেউ থেকে যায়’। পরিচালনা- শিশির আহমেদ। অভিনয় করেছেন- শ্বাশত দত্ত, সাদিয়া আইমান প্রমুখ। রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  রাত ১২টায় মিনিটে ‘নিউজ টপটেন’। 
১৬ এপ্রিল ২০২৪, ০৮:২৫

আফগান নারীদের জন্য অনলাইন ম্যাগাজিন জান টাইমস
ক্যানাডায় বসবাসরত আফগান নারী জাহরা নাদের ‘জান টাইমস’ নামের একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশ করছেন৷ আফগানিস্তানে বাস করা নারী ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে থাকা আফগান নারীরা এতে কাজ করছেন৷ ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলকরার পর মেয়েদের অনেক বিষয়ে নিয়ম করেছে৷ এই অবস্থায় সেখানকার নারীদের পরিস্থিতি তুলে ধরতে ২০২২ সালের আগস্টে জান টাইমস চালু করেন জাহরা নাদের৷ আফগানিস্তানে থাকার সময় নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করতেন ৩৪ বছর বয়সী জাহরা৷ এরপর পিএইচডি করতে ক্যানাডা পাড়ি জমান৷ তিনি যখন দেশ ছাড়েন তখনও তালেবান ক্ষমতা দখল করেনি৷ আমার মাতৃভূমির মেয়ে ও নারীদের সহায়তা করার দায়িত্ব অনুভব করেছি আমি, বলেন জাহরা৷ দেশ ও দেশের বাইরে থাকা আফগান নারী সাংবাদিকেরা তার ম্যাগাজিনে কাজ করেন বলে জানান তিনি৷ আফগানিস্তানের অল্প কয়েকজন নারী সাংবাদিক স্থানীয় তথ্য সংগ্রহ করেন৷ তাদের জন্য কাজ করা খুব বিপজ্জনক৷ তালেবান যে ইস্যুগুলো শুনতে চায় না এমন বিষয়ে তারা প্রতিবেদন পাঠান: এলজিবিটি, মানবাধিকার, পারিবারিক সহিংসতা কিংবা বাল্য বিবাহ৷ প্রতিবেদন করার অনেক কিছু আছে৷ অনেক অবিচার আছে, বলেন জাহরা৷ ফার্সি ও ইংরেজি ভাষায় ম্যাগাজিনটি প্রকাশিত হয়ে থাকে৷  জাহরা বলেন, তালেবানের প্রোপাগান্ডার সঙ্গে মেলে না এমন বিষয়ে প্রতিবেদন করা খুব বিপজ্জনক৷ আমাদের স্থানীয় সহকর্মীদের অনেক বেশি সতর্ক থাকতে হয়৷ তারা ছদ্মনামে লেখেন আর আমাদের সঙ্গে কথা বলার পর ঘরের বাইরে যান৷ তারা একে অপরকে চেনেন না৷ শুধু বিদেশে থাকা সহকর্মীদের সঙ্গে তাদের পরিচয় আছে, বলে জানান তিনি৷ নিজের কাছে জমা থাকা অর্থ দিয়ে ম্যাগাজিনের কাজ শুরু করেছিলেন জাহরা৷ সে কারণে শুরুতে তাদের বেতন ছাড়াই কাজ করতে হয়েছে৷ তবে এখন তারা বৃত্তি ও দান পাচ্ছেন৷ জাহরা বলেন, আমরা মানুষকে সচেতন করতে চাই৷ তাদের চিন্তা করতে শেখাতে চাই৷ আফগানিস্তানের নারীরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে থাকা আফগান নারীরা তার ম্যাগাজিন পড়েন বলে জানান তিনি৷
২৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়