• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে যৌথ অভিযানে আটক ৮ জেলের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন হাফেজ চানী (৩২), সবুজ মাল (১৯), রাজিব মাল (২০), ফারুক মাল (৩৫), নয়ন (১৮), রুবেল গাজী (১৯) ও শুক্কুর জমাদার (২৩)। অপ্রাপ্ত বয়স্ক জেলে হলেন শান্ত মাল (১২)। নৌ পুলিশের ওসি কামরুজ্জামান বলেন, মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও নৌপুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ৮ জেলেকে আটক করেন। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
০২ এপ্রিল ২০২৪, ০৮:৪৬

জাটকা পাচারকালে ২ যুবক গ্রেপ্তার
চাঁদপুরে ১৫০ কেজি জাটকা পাচারকালে নুরুল ইসলাম (২০) ও কাদির (১৮) নামের ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরে মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।  চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে সোমবার ভোরে তাদেরকে জাটকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির ছেলে। পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১৫০ কেজি জাটকা পাচার করার সময় নুরুল ইসলাম ও কাদিরকে গ্রেপ্তার করা হয়।  অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
০১ এপ্রিল ২০২৪, ১৯:১৩

জাটকা ধরায় ৯ জেলের কারাদণ্ড
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৯ জেলেকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. শাহাদাত ছৈয়াল (২৫), মো. জাহাঙ্গীর ছৈয়াল (৩০), মো. মনির হোসেন (১৯), মো. ইসমাইল (২৫), মো. খোকন মিয়া (১৯), মো. মোক্তার (১৯), মো. আলমগীর (১৮), মো. হযরত আলী (১৮) এবং মো. বাবু (২৩)। তাদের বাড়ি চাঁদপুর, লক্ষ্মীপুর এবং শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়। জাটকা রক্ষার যৌথ অভিযানে অংশ নেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা । চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মধ্যরাত থেকে মেঘনা নদীর শিলারচর এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল, ২০ কেজি জাটকা ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
২৩ মার্চ ২০২৪, ২৩:৫০

মেঘনায় জাটকা ধরায় ৬ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার মিটার কারেন্টজাল, ১৫ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন সেকুল দেওয়ান (৫০), মো. ইদ্রিস আলী দেওয়ান (৪০), মো. শাওন দেওয়ান (২৫), মো. খবির দেওয়ান (২২), মো. কুদ্দুস দেওয়ান (৩২) ও মো. বিল্লাল হোসেন বেপারী (২০)। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি বলেন, দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়।  নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
২২ মার্চ ২০২৪, ২১:৫৬

চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ৮ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৮ জেলেকে যৌথ অভিযানে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। আটকদের মধ্যে ৬ জনকে ১০ দিন করে কারাদণ্ড, ১জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরায় ৮ জেলকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা। জব্দ নৌকা দুটি কোস্টগার্ড হেফজাতে এবং জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. মনির হোসেন, নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) অনিল বিহারী নাথ সহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।  
২০ মার্চ ২০২৪, ১৯:১৫

মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
১৮ মার্চ ২০২৪, ২০:২০

চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে ১০ জেলে আটক 
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। শুক্রবার (১৫ মার্চ) রাত ৮টায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। আটকরা হলেন- মো. আরিফ সৈয়াল (২০), ইয়াসিন সৈয়াল (২৮), এমবি রাজু সৈয়াল (৩৫), হাসান বেপারী (২৫), মো. নজরুল বেপারী (১৫), মো. আবু সুফিয়ান (২০), মো. জিসান (১৬), মো.নবীন হোসেন (১৮), মামুন হোসেন আলী (৩৫) ও মো. শাজালাল (২৪)। এদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন, ১৪ মার্চ সন্ধ্যা হতে ১৫ মার্চ সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে। ১৫ মার্চ মধ্য রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। আসামিদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ৩টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত নৌ পুলিশ হেফাজতে রয়েছে।
১৬ মার্চ ২০২৪, ০৮:১২

মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার 
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ১৩ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় এক হাজার ৫০০ মিটার কারেন্টজালসহ ১৪টি চায়না চাই ও পাঁচটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান। গ্রেপ্তার জেলেরা হলেন শাহজালাল বন্দুকশী (২৭), মোহাম্মদ জাকারিয়া (১৯), মো. সাগর (১৯), মো. আল-আমিন (১৩), শাহাদাত হোসেন (১২), আমিনুদ্দিন বেপারী (৩২), মো. বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭), নুরুল হক (৫৫)। ওসি কামরুজ্জামান বলেন, বুধবার রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলেদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল ও নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।
১৫ মার্চ ২০২৪, ১৩:৪০

চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ 
চাঁদপুরে কাঠের ট্রলারে পাচারকালে ৫ হাজার ১০০ কেজি (১২৭.৫ মণ) ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর চরভৈরবী এলাকা দিয়ে কাঠের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় এসব ইলিশসহ জাটকা জব্দ করা হয়েছে।  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৪৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক হিসেবে কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে এসব ইলিশ ও জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর চিফ পেটি অফিসার এম. শফিকুর রহমান ও কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
১৪ মার্চ ২০২৪, ১১:৪২

জাটকা ধরায় ২৯ জেলে আটক, ২০ জনের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০ জেলের একমাস করে কারাদণ্ড, ৩ জনকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৬ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানের সময় ছয়টি মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার কারেন্টজাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার লালপুর, কাচিকাটা ও মতলবের আমিরাবাদ এলাকা থেকে ২৯ জন জেলেকে আটক করা হয়। তিনি জানান, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, জাটকা গরিবদের মাঝে বিতরণ এবং মাছ ধারর ৬টি নৌকা কোস্টগার্ড হেফাজতে নেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হবে।
০৭ মার্চ ২০২৪, ১২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়