• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ইসরায়েলকে সহায়তা করায় উত্তাল জর্ডান
ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান কিন্তু সেগুলো ইসরায়েলে পৌঁছানোর আগে অনেকগুলো ভূপাতিত করে জর্ডান। আর এতেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির জনগণ। তবে জর্ডান সরকার জানিয়েছে, আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে। সরায়েলের পশ্চিমা মিত্রদের সঙ্গে জর্ডানও ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার দায়িত্ব নিলেও এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার জানিয়েছে আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, কারণ এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন। জর্ডানের রানিসহ প্রতি পাঁচজনের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। হুসেইন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত। বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি। এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি৷ কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে-কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি। মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই। কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি। আম্মানের সামরিক বিশ্লেষক মাহমুদ রিদাসাদ ডিডাব্লিউকে বলেন, সপ্তাহান্তে যে ঘটনা ঘটেছে তাকে ‘কখনও ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না, বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষার জন্য করা হয়েছে'৷ কারণ, ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেন তিনি৷ এদিকে জর্ডান সহায়তা করেছে বলে ইসরায়েলের গণমাধ্যমে খুশির খবর প্রকাশ সম্পর্কে রিদাসাদ বলেন, এটা ইসরায়েলের প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। ব্রাসেলসভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক তাহানি মুস্তফা ডিডাব্লিউকে জানান, সপ্তাহান্তের ঘটনা নিয়ে জর্ডানের নাগরিকেরা বিভক্ত৷কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জর্ডানের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে মানুষ বিস্তারিত জানে না, কারণ এসব বিষয় নিয়ে এখানে বেশি লেখা হয় না। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল। কিন্তু এক্ষেত্রে জর্ডানের সংসদের অনুমোদন নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য, পরিবহন ও বিমান বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে৷ গাজা নিয়ে আম্মানে বিক্ষোভ শুরুর পর অনেকে জর্ডান থেকে মার্কিনিদের তাড়িয়ে দেওয়ার কথা বলতে শুরু করেন বলে ডিডাব্লিউকে জানান মুস্তফা। গত কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান।
১৬ এপ্রিল ২০২৪, ২৩:৪৫

আকাশসীমা খুলে দিল ইসরায়েল ও জর্ডান
ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সাত ঘণ্টা পর নিজ নিজ আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল ও জর্ডান। রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ইসরায়েল তাদের আকাশসীমা খুলে দেয়। খবর রয়টার্স। ইসরাইলি এয়ারলাইনগুলোর পক্ষ থেকে বলা হয়, কয়েক ঘণ্টা আকাশসীমা বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই তেল আবিব থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়বে। তাই আকাশপথে ভ্রমণকারীদের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময়সূচি দেখে নিতে বলা হয়েছে। ইসরায়েলে পতাকাবাহী ইআই এআই নতুন ট্যাব খুলেছে। তারা বলেছে, বিমান পরিবহণ কার্যক্রম শুরু করেছে এবং যত দ্রুত সম্ভব ফ্লাইটের সূচিতে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা নিরসনের চেষ্টা করছে। আকাশপথে যোগাযোগ সুরক্ষিত রাখতে ইআই এআই যথাসাধ্য ফ্লাইট কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এয়ারলাইনটি ইউরোপ, দুবাই ও মস্কোগামী ১৫টি ফ্লাইট বাতিল করেছে। রোববার ইসরায়েল থেকে এসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া ব্যাংকক ও ফুকেট থেকে ইসরাইলগামী দুটি ফ্লাইট ফিরে গেছে। ইসরায়েলের এয়ারলাইন আর্কিয়া বলেছে, প্রাথমিকভাবে এথন্স, মিলান ও জেনেভাগামী ফ্লাইট স্থগিত করেছে তারা। তাদের ফ্লাইট সূচি ঠিকঠাক করার চেষ্টা করছে। বিদেশি এয়ারলাইনগুলোর অধিকাংশ ফ্লাইটও বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরান হামলা করতে পারে এমন শঙ্কায় জর্ডান শনিবার রাতে সব ধরনের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। পরে জর্ডান বিমান পরিবহণ কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি। প্রসঙ্গত, সিরিয়ায় কনস্যুলেটে ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডারসহ ১১ জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। এরপর শনিবার রাতে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজের’ আওতায় ইসরাইলে হামলা চালায় ইরান। পাঁচ ঘণ্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরান বলেছে, দামেস্কে তাদের কনস্যুলেটে হামলার প্রতিশোধে প্রতিশ্রুতি অনুযায়ী সীমিত আকারে এ হামলা করা হয়েছে। হামলায় ব্যালিস্টিক ও ক্রুড ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান
বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ জনবল নেবে জর্ডান। সোমবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি গার্মেন্টসে দক্ষ জনবল নেওয়া হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স: ২০ থেকে ৩৫-এর মধ্যে হতে হবে। দক্ষতা: সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। পদবী ও বেতন: মেশিন অপারেটর পদে ২০ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার; লাইন ইনচার্জ পদে ২ জন, বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার এবং আয়রন ম্যান পদে ১০ জন পুরুষ কর্মী নেবে গার্মেন্সটি। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া মেশিন অপারেটর পদে ২০০ জন নারী কর্মী নেওয়া হবে। এ পদে নারী কর্মীদের বেতন ১৭৬.৫৫ মার্কিন ডলার। চাকরির শর্তাবলী: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)। চাকরির চুক্তি ৩ বছরের (নবায়নযোগ্য), নিয়োগকর্তা কর্তৃক থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন সুবিধা; চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগ কর্তা বহন করবে। এছাড়া জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন শ্রমিকরা।
০৬ মার্চ ২০২৪, ০৯:২৭

ইতিহাস গড়ে এশিয়ান কাপের ফাইনালে জর্ডান
এএফসি এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে কোনো শঙ্কা ছাড়াই ফেবারিট ছিল দক্ষিণ কোরিয়া। ফিফা র‍্যাঙ্কিং আর শক্তিমত্তা; সব দিক থেকেই জর্ডান থেকে বেশ এগিয়ে সন হিউং মিনের দল। তবে হট ফেবারিট কোরিয়াকে হারিয়েই ইতিহাস গড়েছে জর্ডান। মুসা আল-তামারির অ্যাসিস্ট আর গোলে স্মরণীয় এক জয়ে প্রথমবার ফাইনালে উঠলো জর্ডান। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে দ্য চিভালারাস। ফলে কখনো সেমিফাইনালের পথ পাড়ি না দেওয়া দলটিই এখন শিরোপা থেকে একধাপ দূরে রয়েছে। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোরিয়া। পুরো ম্যাচে মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখেছিল জর্ডান। এর মধ্যে মোট ১৭টি শটের ৭টিই লক্ষ্যে রাখে তারা।  অন্যদিকে ৮ শটের একটিও লক্ষ্যে ছিল না দক্ষিণ কোরিয়ার। নিজের ছায়া হয়েই দলের হার দেখেছেন কোরিয়ার সবচেয়ে বড় তারকা সন হিউং মিন। কোরিয়া ভুল করলেও গোল করার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেনি জর্ডান। প্রথমার্ধে জমজমাট লড়াইয়ের পর গোলে দেখা পায়নি কোনো দলই।  বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই কোরিয়ার জালে বল জড়ান জর্ডান ফরোয়ার্ড ইয়াজান আল নাইমাত। ম্যাচের ৫৩তম মিনিটে মুসার দারুণ পাসে ডি-বক্সে বল পেয়ে জর্ডানকে লিড এনে দেন তিনি। এরপর ম্যাচের ৬৬ মিনিটে মুসা আল-তামারির গোলে ইতিহাসের পাতায় নাম লেখায় জর্ডান। উল্লেখ্য, এশিয়ান কাপের দ্বিতীয় সেমিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) তিনবারের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়