• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন
ইনজুরিতে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে ও উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি থেকে দু’জনেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ৫৩টি টি-টোয়েন্টি খেলা মিলনে। অন্যদিকে পিঠের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে অভিজ্ঞতা সম্পন্ন অ্যালেন। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের সুস্থ হওয়া নিয়েও শঙ্কা জেগেছে। অ্যালেন ও ফিনের বদলি হিসেবে ব্ল্যাক-ক্যাপসদের দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেল ও অলরাউন্ডার জ্যাক ফকস। দেশের হয়ে এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ফকসের। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের কারণে প্রথম সারির ৯ জন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবে কিউইরা। পাশাপাশি বিভিন্ন কারণে দলে নেই টিম সাউদি ও টম ল্যাথামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে।
১২ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিশুর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে আব্দুলাহ মাহমুদ রিফাত (১১) নামে এক শিশুর। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও ভাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।  আহত অপর শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা ময়ূরী ভিলার সামনে এ ঘটনা ঘটে।   স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত (১১)।  আহত লিটন ও তার অপর সন্তান ফাহাদকে (১৪) হাসপাতালে পাঠানো হয়েছে।   এদিকে আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এসআই) শফিউল আলম। একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার পরপরই রাস্তায় থাকা লোকজন কাভার্ডভ্যান চালককে ধরে মারধর করেছে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।   এসআই আরিফুর আরও বলেন, যতটুকু জানা গেছে, আগামীকাল মাদরাসা বন্ধ হওয়ায় আব্দুল হাই লিটন তার দুই শিশু সন্তানকে সেখান থেকে নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়ে হারালেন ছোট ছেলেকে।
১৫ মার্চ ২০২৪, ০৪:১৫

ভারত সিরিজ থেকেই ছিটকে গেলেন লিচ
হাঁটুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের বাকি অংশে আর খেলতে পারছেন না ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ।  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। হায়দারাবাদ টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময়ে হাঁটুর ইনজুরিতে পড়েন লিচ। এ জন্য বিশাখাপত্নমে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। বিবৃতিতে ইসিবি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবুধাবি থেকে দেশে ফিরবেন লিচ।  দ্বিতীয় টেস্টের পর ভারত ছেড়ে আবুধাবিতে উড়াল দেয় ইংল্যান্ড দল। সেখানে প্রস্তুতি ক্যাম্প করেছে তারা। তাই আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে লিচকে ছাড়াই ভারত ফিরবে ইংল্যান্ড। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য ইংল্যান্ড ও সমারসেটের মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন লিচ। এর পরিবর্তে নতুন করে কাউকে দলে ডাকা হবে না বলেও নিশ্চিত করেছে ইসিবি। সিরিজের প্রথম টেস্টে ৯৯ রান খরচায় ২ উইকেট নেন লিচ। উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ শেষে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দুই টেস্ট হবে ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ থেকে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯

মোটরসাইকেল থেকে ছিটকে ঢাবির সাবেক ছাত্রের মৃত্যু
ঢাকার ধামরাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মতিউর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী। পুলিশের বরাতে জানা যায়, সন্ধ্যায় মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলে করে ফিরছিলেন মতিউর। এ সময় শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী লেনে হার্ড ব্রেক করলে তার মোটরসাইকেলটি ছিটকে পড়ে। পাকা সড়কে ছিটকে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান মতিউর। তার সঙ্গে থাকা অন্য আরোহী মাটিতে ছিটকে পড়েন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার এসআই গোলাম মোস্তফা।  তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৪

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইউনাইটেডের মার্শাল
কুঁচকির অস্ত্রোপচারের কারণে আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব সূত্র। মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করেই মার্শাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড। মার্শালের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে। ২০১৫ সালে মোনাকো থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা মার্শালের চলতি বছরই হয়তো ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তার সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ জুন পর্যন্ত রয়েছে।  ইউনাইটেডের এক বছরের সরাসরি চুক্তির বিষয়টিতে খুব একটা আগ্রহ দেখাননি তিনি। আসন্ন গ্রীষ্মেই ফ্রি এজেন্টে দল ছাড়তে পারবেন তিনি। গত ৯ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হওয়ার ম্যাচের পর আর মাঠে নামতে পারেননি মার্শাল। প্রথমে অসুস্থতার কারণে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর কুঁচকির ইনজুরি দেখা দেয়।  চলতি মৌসুমে ১৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন তিনি। এ নিয়ে নবম মৌসুমে সব মিলিয়ে মার্শাল ৩১৭ ম্যাচে ৯০ গোল করেছেন। 
২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়