• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
গত এশিয়া কাপে ভারতের একগুয়েমিতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের বিশ্বাস ছিল ভারতে বিশ্বকাপ খেলতে গেলে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে রোহতিরা। কিন্তু পাকিস্তানে নয়, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)-এর এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। ফলে ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলাতে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) নানা উদ্যোগ কোনো কাজে আসছে না।  সবশেষ রোহিত-কোহলিদের পাকিস্তানে খেলা স্বাভাবিক করে তুলতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। কিন্তু সায় দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। বরং দ্বিপাক্ষিক সিরিজ তো নয়ই, এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়্নস ট্রফি খেলতেও পাকিস্তান যেতে চায় না ভারতীয়রা।  ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান। আইসিসির এই বড় আসরও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর জন্য ভেন্যু পরিবর্তন করতে বলছে বিসিসিআই। অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে চায় ভারত। ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের দাবি করছে বিসিসিআই। বিসিসিআই সূত্রের বরাতে আইএএনএস বলছে, দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান...। এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে না-ও যেতে পারেন। ভেন্যু পরিবর্তন হতে পারে। হাইব্রিড মডেলেও করার সম্ভাবনা আছে। চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির আয়োজন হওয়া সত্ত্বেও ভারতের অংশগ্রহণ সরকারি নির্দেশের ওপর নির্ভর করে, এমনটি জানিয়েছে বিসিসিআই।  ‘চ্যাম্পিয়নস ট্রফি একটি আইসিসি ইভেন্ট। তাই এটি ভারতের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের নির্দেশ-সবুজসংকেত ছাড়া কিছুই করার নেই। দ্বিপাক্ষিক সিরিজ আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না। এটি প্রায় অসম্ভব।’ সবশেষ ভারতের বিপক্ষে ২০১২-১৩ সালে সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি।  গত বছর এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন হলেও সেখানে খেলতে যায়নি ভারত। রোহিতদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। তবে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ঠিকই ভারতের মাটিতে খেলতে গিয়েছিল।
২৩ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। মঙ্গলবার (৯ এপ্রিল) ইংল্যান্ডে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ও স্পেনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইমের সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কার। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও স্পেনের ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের সব ম্যাচের প্রথম লেগে হামলার হুমকি আইএস। চলতি সপ্তাহে এই আসরের   কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চারটি ম্যাচের আয়োজক দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ হুমকি দিয়েছে ইসলামিক স্টেট। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইম তাদের এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেডিয়ামগুলোর নামসহ বন্দুকধারী এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে তাদের সবাইকে মেরে ফেলা হবে (কিল দেম অল)। তবে তিন দেশের সরকারই জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। এ জন্য বাড়তি সতর্কতা জারির প্রয়োজনীয়তা নেই।  এদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচগুলো আয়োজিত হবে।  এতে জানানো হয়, চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে আমরা অবগত এবং সংশ্লিষ্ট ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সবগুলো ম্যাচ নির্ধারিত সময়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, রাত ১টা, সান্তিয়াগো বার্নাব্যু। আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, রাত ১টা, এমিরেটস স্টেডিয়াম। আগামীকালের ম্যাচ পিএসজি-বার্সেলোনা, কাল রাত ১টা, পার্ক দ্য প্রিন্সেস। আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড, কাল রাত ১টা, ওয়ান্দা মেত্রোপলিতানো।  
০৯ এপ্রিল ২০২৪, ২৩:৪৫

চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই ক্লাবের নাম জিজ্ঞেস করলে দুটো নাম সবচেয়ে বেশি শোনা যাবে- রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গেল ১০ বছরের মাঠের পারফম্যান্সেই ফুটবল বোদ্ধাদের বাধ্য করবে এ নাম দুটো নিতে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এই সেরা দুই দলের লড়াই স্বভাবতই রোমাঞ্চ ছড়াচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলার হাত ধরে উঠে এসেছে নয়া উচ্চতায়। শিরোপার ক্ষুধা প্রতি মৌসুমে নবায়ন হয় সিটিজেনদের। গেল মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জেতা সিটিজেনরা এবারও রয়েছে একই রেকর্ডের দৌড়ে।  শত্রুর দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে নামার আগে ছন্দে নেই গোলমেশিন আর্লিং হাল্যান্ড। ডিফেন্ডার নাথান আকে ও জাসকো গিভারদিওলকেও এই ম্যাচে পাচ্ছেন না সিটি বস পেপ গার্দিওলা। তবে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন গোলরক্ষক এডারসন ও ডিফেন্ডার কাইল ওয়াকার। এ ছাড়া ডি ব্রুইনে, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, রদ্রি ও আলভারেজের মতো তুরুপের তাস রয়েছে ম্যানসিটির ঝোলায়। তাই আরেকটি আধিপত্যময় পারফম্যান্সের অপেক্ষায় সমর্থকরা। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সবসময়ই থাকে ফেভারিটের তালিকায়। শিরোপা পুনরুদ্ধারে এবার আটঘাট বেঁধে নেমেছে লস-ব্লাঙ্কোসরা। লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় উৎসাহ বেড়েছে মাদ্রিদিস্তাদের। গেল মৌসুমে সেমিফাইনালে সিটির কাছে ৪ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এ ম্যাচ তাই প্রতিশোধ মিশন ব্লাঙ্কোসদের জন্য। আর এ মিশনে কার্লো আনচেলত্তির বড় অস্ত্র জুড বেলিংহ্যাম। এ ছাড়া ভিনিসিয়ুস, ভালভার্দে, রদ্রিগোর আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ। দ্বিতীয় লেগে ইতিহাদে নামার আগে নিজ দুর্গের ফায়দা তোলার বাসনা রিয়াল মাদ্রিদের।
০৯ এপ্রিল ২০২৪, ১৪:৫৬

দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় পেয়েছে লিভারপুল। এই জয় নিয়ে হারানো শীর্ষস্থান ফিরে পেলো লিভারপুল।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে দ্য রেডস। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য নিয়ে লড়ে ক্লপের বাহিনী।  ম্যাচের ১৭তম মিনিটে ডারউইন নুনেজের গোলে লিড পায় রেডস। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে রাইট ব্যাক কনর ব্র্যাডলির ভুলে আত্মঘাতী গোল হজম লিভারপুল। আর তাতে সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড। তবে ৭৬তম মিনিটে ম্যাক অ্যালিস্টার আবারও এগিয়ে নেন লিভারপুলকে। তাকে গোলে সহায়তা করেন লুইস দিয়াজ। ম্যাচের শেষ মিনিটে অ্যান্ডি বরার্টসনের সহায়তায় কোডি গ্যাকপোর গোলে জয় নিশ্চিত করে ইয়ুর্গান ক্লপের দল। আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে সেরা দশে জায়গা করলো পচেত্তিনোর শিষ্যরা। এই জয়ে তাদের সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল। আর ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের তলানিতে শেফিল্ড। রেলিগেশন এড়াতে অন্তত ৭ পয়েন্ট দরকার তাদের।
০৫ এপ্রিল ২০২৪, ১৪:৩০

চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর বলা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগকে (ইউসিএল)। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি হেভিওয়েট দল। তবে শেষ আটের লড়াইয়ে সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শুক্রবার (১৫ মার্চ) উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়োর্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কারণ, গতবারের ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে। গত আসরের রানার্সআপ ইন্টার মিলাকে বিদায় করে কোয়ার্টারে পা রাখা অ্যাথলেটিকোও পেয়েছে বড় প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের টপকাতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দেয়াল। এর আগে পিএসভিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল বুন্দেসলিগার ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তার মানে গানারদের সঙ্গে দেখা হয়ে যাবে সাবেক টটেনহ্যাম তারকা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে।  এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯–১০ এপ্রিল, দ্বিতীয় লেগের ম্যাচে দলগুলো মুখোমুখি হবে ১৬–১৭ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল ও ১ মে সেমিফাইনালের প্রথম লেগ এবং ৭–৮ মে দ্বিতীয় লেগের লড়াই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ইউসিএল ফাইনাল।
১৫ মার্চ ২০২৪, ১৯:৪৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে আলাদাভাবে মাঠে নামবে আর্সেনাল ও বার্সেলোনা। অন্যদিকে পাকিস্তান সুপার লিগে আছে দুটি ম্যাচ। এ ছাড়াও আছে ম্যাচ কিছু খেলা। উয়েফা চ্যাম্পিয়নস লিগ এফসি পোর্তো–আর্সেনাল রাত ২টা, সনি স্পোর্টস টেন ১ নাপোলি–বার্সেলোনা রাত ২টা, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল–লুটন টাউন রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ তৃতীয় টি–টোয়েন্টি শ্রীলঙ্কা–আফগানিস্তান সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫ পাকিস্তান সুপার লিগ পেশোয়ার জালমি–করাচি কিংস বিকেল ৩টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস মুলতান সুলতানস–লাহোর কালান্দার্স রাত ৮টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়