• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
শ্রীপুরে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, ৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৩০) গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।  ঈদের আগের দিন বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড খাদিজাতুল কুবরা মাদরাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। আহত ব্যবসায়ী মোহাম্মদ আলী শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি কেওয়া বাজারে চাউল ও ফিড (খাদ্য) বিক্রির ব্যবসা করেন। ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাম প্রকাশ না-করার শর্তে জানান, বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন ব্যবসায়ী মোহাম্মদ আলী রাস্তার পাশে পড়ে আছেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তখন ওই ব্যবসায়ী জানান, তিনি কেওয়া বাজার থেকে রাত দুটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ তিন লাখ টাকা ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে।  ওই বাড়ির বসিন্দা আরও জানান, গুলিটি তার বাম হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পশ্চিম দিকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাত পৌনে ৩টার দিকে থানায় নিয়ে আসে। থানায় কর্তব্যরত কর্মকর্তা আহত ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই হাসপাতালের চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্যবসায়ীর সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করেছে। গুলি করার সঙ্গে সঙ্গে চিৎকার দেওয়ায় আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়ী মোহাম্মদ আলী খুব ভালো মানুষ, তার সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর ভোর রাতে এবং ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে পুলিশ দুদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আমাদের মতো তদন্ত করছি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার কাছে তিন লাখ টাকা ছিল। ধারণা করা হচ্ছে, ওই টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়েছে। ব্যবসায়ী বা তার স্বজনদের পক্ষ থেকে এখানও লিখিত কোনো অভিযোগ পাইনি।
১১ এপ্রিল ২০২৪, ১৮:০১

কাবা শরিফে মুসল্লির আত্মহত্যার চেষ্টা
সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের ওপরের তলা থেকে লাফ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর খালিজ টাইমসের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কাবার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী। তবে পবিত্র এ মসজিদে আত্মহত্যার চেষ্টা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা। প্রসঙ্গত, ২০১৭ সালে সৌদি আরবের এক বাসিন্দা কাবা চত্বরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটকে দেন। ২০১৮ সালে পবিত্র কাবা শরীফে এক বাংলাদেশিসহ তিনটি আত্মহত্যার ঘটনা ঘটে। 
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০৬

থানায় ঢুকে পুলিশকে মারপিট, আসামি ছিনতাইয়ের চেষ্টা 
বগুড়ার শাজাহানপুর থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারপিট করে মাদকসহ একাধিক মামলার আসামিকে ছিনতাইচেষ্টার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (৬ এপ্রিল) রাতে শাজাহানপুর থানায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন হাসান, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাদ্দাম রবীন, রমজান আলী, বোরহান উদ্দিন, মিরাজুল রহমান, আমিনুল ইসলাম ও মিঠুন মিঞা।  এ সময় ৩৬টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি দখল, সরকারি কাজে বাধা, মাদক আইনে অন্তত ৮-১০টি মামলা রয়েছে। এর আগে সরকারি টেন্ডার চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।   ওসি শহিদুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় মাদক, ২টি বার্মিজ চাকুসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেপ্তার করা হয়। মিঠুনের নামে হত্যা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনার পর রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিঠুন মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমাকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়াও নুরুজ্জামানের লোকজন অন্য পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়। মারপিটে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।  ওসি বলেন, আহতদের মধ্যে এসআই আনিছুর রহমান, কনস্টেবল ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে নুরুজ্জামানসহ আরও লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে মাঝিড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেন। এ সময় জেলা পুলিশ, র‍্যাব ও ডিবির সদস্যরা নুরুজ্জামানসহ ৯ জনকে গ্রেপ্তার করেন। ওসি আরও বলেন, সন্ত্রাসী কায়দায় থানায় প্রবেশের পর পুলিশকে আহত করে আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৭ এপ্রিল ২০২৪, ২০:৩৭

থানায় পুলিশের সামনে ছুরিকাঘাতে যুবকের আত্মহত্যা চেষ্টা
চাঁদপুর সদর মডেল থানার ভেতরে পুলিশের সামনেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সুজন গাজী নামের এক যুবক।  মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টায় থানার দ্বিতীয় তলার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে।  যুবক সুজন গাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানান, চাঁদপুর শহরের পুরানবাজার রঘুনাথপুর এলাকার মিজান গাজীর নবম শ্রেণিতে পড়ুয়া মীম আক্তার গত ২৪ মার্চ হারিয়ে যান। ১ এপ্রিল তার বাবা চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরির পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার শহরের বিষ্ণুদী এলাকা থেকে সুজন গাজী নামে এক যুবকের বাসা থেকে নিখোঁজ মীম আক্তার ও যুবকের মাকে থানায় নিয়ে আসেন। রাত ৯টায় যুবক সুজন গাজী থানায় আসলে এস আই আব্দুল আলিম তাকে শারীরিক ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে সুজন গাজী তার প্যান্টের পকেটে করে নিয়ে আসা ছুরি দিয়ে নিজের পেটে ছুরিকাঘাত করেন। পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।  এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত বলেন, মীম নামের একটি মেয়ের জন্য তার বাবা নিখোঁজ ডায়েরি করেন। সেই নিখোঁজ ডায়েরির পরিপ্রেক্ষিতে উদ্ধারের দায়িত্বভার পড়ে এসআই আব্দুল আলিমের ওপর। দায়িত্ব পেয়ে এসআই আব্দুল আলিম ভিকটিমকে উদ্ধারের জন্য চেষ্টা চালাতে থাকেন। অনুসন্ধানের একপর্যায়ে সুজন গাজী নামের এক যুবকের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এসআই আব্দুল আলিম। পরে ভিকটিম যেই ছেলের সঙ্গে চলে যায়, সেই সুজন গাজীকে থানায় খবর দেয়া হয়।  ইয়াছিন আরাফাত আরও বলেন, পরে সুমন গাজী থানায় এসে এসআই আব্দুল আলিমের সঙ্গে উত্তেজিত জিগ্যেস করেন, তার প্রেমিকা মীমকে কেন থানায় নিয়ে আসা হয়েছে? এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন গাজী তার প্যান্টের পকেটে করে নিয়ে আসা ছুরি দিয়ে নিজেকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিক পুলিশ তাকে সিএনজি দিয়ে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছে।  এ বিষয়ে এখনও যাচাই-বাছাই চলছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
০৩ এপ্রিল ২০২৪, ১০:২৫

‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ এবং মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।  ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারী নামে এক বাংলাদেশি সাংবাদিক মিলারের কাছে প্রশ্ন রাখেন, বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন তার বিবৃতিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকারের প্রচারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।  বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই বলে যে বিশ্বাস, সে ব্যাপারে বাইডেন প্রশাসন কী পদক্ষেপ নেবে? উত্তরে মিলার বলেন, বাংলাদেশ ইস্যুতে সুনির্দিষ্ট কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো কিছু আমার হাতে এখন নেই। যুক্তরাষ্ট্র প্রশাসনের গৃহীত পদক্ষেপের বাইরে আমরা যেটা স্পষ্ট করে বলেছি, প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের পররাষ্ট্রনীতির  সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ। বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় এ বিষয়ে স্পষ্টভাবে আমরা কথা বলে যাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় সময়ই আমরা এ ইস্যুতে কথা বলেছি। বিষয়টা ছিলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে। আমরা বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলাম। বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ এবং মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।  
২৮ মার্চ ২০২৪, ১৩:৫৩

‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
ভারত বর্জনের ডাক দিয়ে দেশে পাকিস্তান আমলের রাজনীতি চালুর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। মেনন বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। কিন্তু এখনও তারা এবং তাদের সংগঠন রাজনীতি করে চলেছে। সম্প্রতি তারা নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। বয়কট ইন্ডিয়া স্লোগান তুলেছে। এই স্লোগান দিয়ে তারা কার্যত পাকিস্তান আমলের রাজনীতিকেই বাংলাদেশে চালুর চেষ্টা করছে। তিনি বলেন, গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ গ্রহণ করার কথা রাষ্ট্রের। কিন্তু আমরা দেখেছি, বিএনপির শাসনামলে আমাদের শহীদদের সংখ্যা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। তিনি আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ২০০৮ সালের নির্বাচনের পর দীর্ঘ সময় পার গেছে, কিন্তু গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয়ভাবে খুব একটা ব্যবস্থা নিতে পারিনি। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি গুরুত্বপূর্ণ। পৃথিবীর দেশে দেশে যে গণহত্যা সংঘটিত হচ্ছে, আজ ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে অথবা এর আগে যেখানে গণহত্যা হয়েছিল সেগুলোর বিচারের জন্য এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ।’  বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি উল্লেখ করে মেনন এরপর বলেন, যুদ্ধাপরাধীরা এখনও দেশে রাজনীতি করছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ করে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীদের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের।
২৫ মার্চ ২০২৪, ১৯:০১

জিম্মি নাবিকদের ঈদের আগেই মুক্তির চেষ্টা
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের ঈদের আগেই মুক্ত করার চেষ্টা করছে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশন। ইতোমধ্যে দস্যুদের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে আলাপও শুরু করা হয়েছে। এ বিষয়ে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আমরা নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার ওপর জোর দিচ্ছি। ইতোমধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে আলাপ-আলোচনা শুরু করেছি আমরা। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জিম্মিদশার অবসান হবে। তবে এখনও কোনো ধরনের মুক্তিপণ দাবি করেননি সোমালিয়ার জলদস্যুরা।’ এদিকে ছিনতাই করা জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে ইইউ নেভাল ফোর্স। তাদের ‘অপারেশন আটলান্টার’ একটি যুদ্ধ জাহাজ আবদুল্লাহকে কাছাকাছি দূরত্ব থেকে অনুসরণ করছে। আর জলদস্যুদের পান্টল্যান্ডের ভূমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু করেছে সোমালিয়ার পুলিশ। ইতোমধ্যে জিম্মি জাহাজে দস্যুদের জিনিসপত্র পৌঁছে দেওয়ার নিয়োজিত একটি গাড়িকে আটক করা হয়েছে। ফলে সোমালিয়ান জলদস্যুরা ভূমিতে এবং সাগরে চাপেই রয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। মোগাদিসু থেকে এক হাজার ১১১ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে বাণিজ্যিক কার্গো জাহাজটিকে প্রথমে নেওয়া হয় সোমালিয়ার গারাকাড এলাকায়। উপকূল থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে নোঙর করা হয় সেটিকে। এরপর আবার অবস্থান বদলে আবদুল্লাহকে নেওয়া হয় গদবজিরান উপকূল এলাকায়। সেখান থেকে সরিয়ে নোঙর করা হয় উপকূলের মাত্র সাড়ে ৭ কিলোমিটার দূরে। তারপর আরও এগিয়ে উপকূলের পৌনে তিন কিলোমিটার দূরত্বে নেওয়া হয়েছে। জাহাজটিতে জিম্মি আছেন ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু।
২৪ মার্চ ২০২৪, ২২:৫১

স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে (১৬) কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি জাকির সিকদারকে কারাগারে পাঠানো হয়েছে।   শনিবার (২৩ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রাতে অভিযান চালিয়ে রায়পুরের চরবংশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তার জাকির সিকদার চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা সিকদার কান্দি এলাকার মৃত আমজাদ আলী সিকদারের ছেলে। তার বিরুদ্ধে শুক্রবার রায়পুর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এতে জাকির সিকদারকে প্রধান আসামি করেন তিনি। মামলায় আরও দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরিক্ষা দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে প্রতিবেশি জাকির সিকদার গংদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসী মাসুদ সিকদারের পরিবারের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বাড়ির পানি নিষ্কাশনের জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে ওই ছাত্রীর মা হালিমা বেগমের তর্ক-বিতর্ক হয়। বিকেলে ওই ছাত্রী এবং তার ছোট বোন ঘরে ছিল। এই সুযোগে জাকির হোসেনসহ আরও ৪-৫ জন ঘরে ঢুকে ওই ছাত্রীকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে কুপিয়ে জখম করে এবং গলাচিপে হত্যা চেষ্টা করে তারা। এছাড়া ছাত্রীর শীলতাহানীরও অভিযোগ রয়েছে জাকির সিকদারের বিরুদ্ধে।  এ সময় তার শোর চিৎকারে স্থানীয় ও স্বজনরা এগিয়ে আসলে তারা (হামলাকারীরা) পালিয়ে যায়। যাওয়ার সময় ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় ও স্বজনরা ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।  লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. এ কে আজাদ বলেন, ওই ছাত্রীর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তার মাথায় সিলাই করা হয়েছে। এছাড়া গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঁচড়সহ আঘাতের চিহ্ন রয়েছে। রায়পুর থানার ওসি (তদন্ত) শামসুল আরেফিন বলেন, ছাত্রীকে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৩ মার্চ ২০২৪, ১৯:০২

দ্রুত চার উইকেট তুলে খেলায় ফেরার চেষ্টা বাংলাদেশের
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ১৮৮ রানে টাইগাররা অলআউট হলে ৯২  রানের লিড নিয়ে ব্যাট করতে নামে লঙ্কানরা। শনিবার (২৩ মার্চ) দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ২০ বলে ১০ রান করে অভিষিক্ত নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। ১০ বলে ৩ রান করে রানার দ্বিতীয় শিকার হন কুশল মেন্ডিস। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকে আরেক ওপেনার দিমুথ কারুনাত্নে। তাকে সঙ্গে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ম্যাথিউস। ২২ বলে ২৪ রান করে তাইজুলের প্রথম শিকার হন এই অভিজ্ঞ ব্যাটার। শূন্য রানে দিনেশ চান্দিমালকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এতে দলীয় ৬৪ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে চার উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ লঙ্কানদের। দিমুথ কারুনাত্নে ২৯ রানে এবং ডি সিলভা ৪ রানে ব্যাট করছেন।  
২৩ মার্চ ২০২৪, ১৬:৩৬

‘দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করছে সরকার’
বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, দ্রব্যমূল্যের দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের কষ্ট হচ্ছে। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছেন শেখ হাসিনা। শুক্রবার (২২ মার্চ) পুরান ঢাকার নারিন্দার মশুরীখোলা দরবার শরীফের সামনে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সাঈদ খোকন বলেন, জিনিসপত্রের দাম যাতে নাগালের মধ্যে থাকে সেজন্য নেত্রী চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য প্রত্যেক এলাকার মতো এই ওয়ার্ডেও টিসিবির কার্ড দেওয়া হয়েছে, যাতে স্বল্প আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য অল্প মূল্যে পেতে পারেন। তিনি বলেন, উন্নয়নের স্রোতধারায় সমগ্র বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। এই বদলে যাওয়া বাংলাদেশের মূল কারিগর শেখ হাসিনা।  তিনি আরও বলেন, বিশ বছর পূর্বের ঢাকা শহর এবং বর্তমান ঢাকার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। ঢাকা শহরের সর্বত্র উন্নয়ন-অগ্রগতি দেখতে পাবেন। পদ্মা সেতু, নতুন এয়ারপোর্ট, আধুনিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অনেক উন্নয়ন দেখতে পাবেন। সরকারের সহায়তা সবসময় আপনাদের সঙ্গে আছে উল্লেখ করে ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী পুরান ঢাকার মানুষকে ভালোবাসেন। আমি মেয়রের দায়িত্ব পালনকালে যখনই কোনো কাজের জন্য যেতাম নেত্রী সঙ্গে সঙ্গে করে দিতেন। এই শহরে আগে রাস্তাঘাটে নিভু নিভু আলো ছিল, অনেক সময় তা জ্বলতো না। নেত্রী এই শহরের মানুষকে এলইডি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। রাস্তাঘাটের জন্য যখনই গিয়েছি নেত্রী তা করে দিয়েছেন। 
২২ মার্চ ২০২৪, ১৯:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়