• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলায় চারটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।  রোববার (৩১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নীলিমা পয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটা নীলিমা পয়েন্ট নামক এলাকা থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে চামড়াগুলো উপজেলা ফরেস্ট কেস কনজারভেটিভ অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০১ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩
বরগুনার পাথরঘাটায় ২টি হরিণের চামড়াসহ আবু বকর (২১), ফিরোজ আকন (২৬) ও মহিবুল্লাহ হাওলাদারকে (১৯) নামের ৩ জনকে আটক করেছে পাথরঘাট থানা পুলিশ।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা থানা পুলিশ সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিৎ করেছেন।  এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলো, দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের মো. ফিরোজ এর ছেলে আবু বকর, জাহাঙ্গীর আকনের ছেলে ফিরোজ আকন ও হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মহিবুল্লাহ হাওলাদার। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দিবাগত রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে। পাথরঘাটা থানা পুলিশ এমন সংবদ পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে হরিণের দুইটি চামড়াসহ ৩ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।   
২১ মার্চ ২০২৪, ১৭:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়