• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
একাধিক জনকে চাকরি দেবে ব্র্যাক ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি বিভাগের নাম: অলটারনেট ডেলিভারি চ্যানেল পদের নাম: অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৪ পর্যন্ত।
৪৯ মিনিট আগে

অভিজ্ঞতা ছাড়াই টিআইবিতে চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজের ধরন: চুক্তিভিত্তিক চাকরি শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি বয়সসীমা: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আবেদন করতে ক্লিক করুণ এখানে। আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত।
৩ ঘণ্টা আগে

চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোর সিস্টেম বিভাগে ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার বিভাগ: কোর সিস্টেম পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অন্যান্য যোগ্যতা: অপারেটিং সিস্টেম (উইন্ডোজ, ইউআইএক্স, লিনাক্স ইত্যাদি), সার্ভার হার্ডওয়্যার (আরআইএসসি/সিআইএসসি), স্টোরেজ, লোড ব্যালেন্সার, ব্যাকআপ, মিডলওয়্যার, ভার্চুয়ালাইজেশন, এইচএসএম ইত্যাদিতে কাজ করার অভিজ্ঞতা এবং দক্ষতা। কম্পিউটার নেটওয়ার্কিং (আইপি, রাউটিং, নেট, মাস্করেডিং, ডিএনএস)। অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই  কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহীরা আগামী ২৩ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৮ মার্চ ২০২৪, ১১:৫২

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১
পুলিশ কনস্টেবল পদে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার সময় এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।  শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর সিদ্দিকী রহমান এসব কথা জানান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে। সাতক্ষীরা পুলিশ সুপার জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন। সম্প্রতি পুলিশের নিয়োগকে কেন্দ্র করে এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সঙ্গে চাকরি দেয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এ সময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এ সময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
১৬ মার্চ ২০২৪, ০৭:৫৯

বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে কেয়ার বাংলাদেশ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ। ‘ডেভেলপমেন্ট ট্রেইনি’ পদে জনবল নেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ পদের নাম: ডেভেলপমেন্ট ট্রেইনি পদের সংখ্যা: ০৩ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ২০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা, গাইবান্ধা, বাগেরহাট (শরণখোলা) আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট https://career.carebangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মার্চ, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   
১৬ মার্চ ২০২৪, ০৩:৩২

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৯০ জন
শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ৯০ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইনে জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনোরকম তদবির বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখছেন বিষয়টি।  বুধবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পরে পুলিশ সুপার সকলের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  কনস্টেবল নিয়োগ পাওয়ার জন্য অনলাইনে ৪ হাজার ৫০ জন চাকরি প্রত্যাশী আবেদন করেন। তাদের মধ্যে ৩ হাজার ৫৮ জন মাঠে উপস্থিত ছিলেন। যাচাই বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৮ জন। আর লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয় ৩০২ জন। এর মধ্যে থেকে চুলচেরা বিশ্লেষণ করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে চূড়ান্ত করা হয় ৯০ জনকে। এর মধ্যে ১৪ জন নারী এবং ৭৬ জন পুরুষ। নিয়োগ প্রাপ্তদের মধ্যে অনেকেই কৃষক, দিনমজুর, অটোচালকসহ হতদরিদ্র পরিবারের সন্তান।   পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় আনন্দিত সবাই। আবার অনেকেই ঘোষণা শুনে আনন্দে কেঁদেও ফেলেন। তাদের অনেকেই জানান, সংসারে আয় রোজগারের কেউ নেই। তাই চাকরিটা খুবই প্রয়োজন ছিল। ভবিষ্যতে পুলিশের চাকরি করে মানব সেবায় নিয়োজিত হবো।  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট পুলিশ দরকার। স্মার্ট পুলিশ প্রদান প্রত্যয় নিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, মেধা ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের খোঁজে বের করেছি। প্রাথমিকভাবে তাদের চূড়ান্ত করা হয়েছে। প্রত্যেকে চাকরি প্রার্থীর ব্যাংক ড্রাফটের জন্য ১২০ টাকা করে খরচ হয়েছে। 
১৪ মার্চ ২০২৪, ২৩:০৭

পার্ট টাইম চাকরি দিচ্ছে এসএমসি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটি রেডিওলজিস্ট পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) পদের নাম: রেডিওলজিস্ট পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, এম ফিল বা এমডি রেডিওলজি এবং ইমেজিং বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি।  অন্যান্য যোগ্যতা: প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে কাজের দক্ষতা। রেডিওলজি/রেডিওলজিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা।  অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর  চাকরির ধরন: পার্ট টাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৪ পর্যন্ত।
১১ মার্চ ২০২৪, ১০:১৫

চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর। জাতীয়তা: বাংলাদেশি বৈবাহিক অবস্থা: অবিবাহিত আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা অফেরতযোগ হিসেবে জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://joinbangladesharmy.army.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা: আগ্রহীরা ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।
০৬ মার্চ ২০২৪, ১০:১০

জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
নিজেদের সর্বশেষ এআইভিত্তিক প্রকল্প জেমিনি নিয়ে বেশ বিপাকেই পড়েছে গুগল করপোরেশন। ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বার্ড নিয়ে আসে প্রযুক্তি বাজারে আধিপত্য করে চলা সংস্থাটি। পরবর্তীতে এই গুগল বার্ডের নাম হয়ে যায় জেমিনি। কিন্তু প্রকল্পটি বুমেরাং হয়ে দেখা দিলো গুগলের জন্য। নিজেদের সর্বশেষ এ প্রকল্পের এক ভুলেই বিতর্কের মুখে পড়ে গেছে গুগল। পড়ে গেছে কোম্পানির শেয়ার। আর এই জেরে রোষানলে পড়েছেন গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইও। দাবি উঠেছে গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার। জেমিনির ভুল ছবি তৈরি নিয়েই বিতর্কের সূত্রপাত। কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়েই জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে গুগল। আর এই সেবা বন্ধ হয়ে যাওয়ার পরই অনেকটা কমে গেছে শীর্ষ এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম। ফলে প্রশ্ন উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের নেতৃত্ব ও দক্ষতা নিয়ে। ফলস্বরূপ গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। প্রযুক্তি-সংশ্লিষ্টরা বলছেন, গুগলের মতো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের জন্য এই ভুল গ্রহণযোগ্য নয়। অবকাঠামো ও জনবল বিবেচনায় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে গুগল। তাই এই প্রতিষ্ঠানে ব্যর্থতার দায়ভারও সুন্দর পিচাইকেই নিতে হবে। এই অবস্থায় ব্যবসা পুনরুদ্ধারে গুগলের পরিচালনা পর্ষদে বড় রদবদলের কথাও হচ্ছে। প্রসঙ্গত, গত দুই বছরে বহু কর্মী ছাঁটাই হয়েছে গুগলে। গেল বছরের ডিসেম্বর মাসেই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন সুন্দর পিচাই। কিন্তু পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ওই মাসেই বেতন বাড়ে পিচাইয়ের। একদিকে নিজের বেতন বৃদ্ধি, অন্যদিকে হাজারে হাজারে কর্মী ছাঁটাই- সব মিলিয়ে পিচাইয়ের ভূমিকা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এবার জেমিনি নিয়ে ব্যবসা ধসের মুখে পড়ায় গুগল থেকে ভারতীয় বংশদ্ভূত এ প্রযুক্তিবিদকে সরিয়ে দেওয়ার দাবি উঠলো।
০৫ মার্চ ২০২৪, ১২:১২

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি
ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র কাউন্সিলর পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল পদের নাম: জুনিয়র কাউন্সিলর পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে বিএসসি/ মনোবিজ্ঞান/ জনস্বাস্থ্য/ সামাজিক বিজ্ঞান ইত্যাদি/ অথবা মধ্যস্তরের চক্ষুকর্মী (এমএলওপি) কোর্সসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।  অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: হাসপাতালে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর  বেতন: ২২,০০০ থেকে ২৪,০০০ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদকরণ, অসুস্থ ছুটি এনক্যাশমেন্ট, ছয় মাসের জন্য সম্পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখি ভাতা, মেডিকেল সুবিধা, লাইফ কভারেজ, হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত।
০২ মার্চ ২০২৪, ১৬:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়