• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
আবারও বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
উৎপাদনে ফেরার ১৫ দিন পর আবারও চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর গত মার্চের ১০ তারিখে চাঁদপুর ১৫০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদনে আসে। মার্চ মাসে চালু ছিল। চলতি এপ্রিল মাসের ৫ তারিখে জেনারেটর বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে পুরো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়।  কর্তব্যরত প্রকৌশলী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ইউনিটটি শাটডাউন করে দেয়। এর পর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন। তাৎক্ষণি আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। তবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা রিপেয়ারিং কাজ শুরু হলে বলা যাবে বলে বলেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি।  শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের নিউ ট্রাক রোড গুনরাজদী এলাকায় বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে উৎপাদন বন্ধ অবস্থা দেখা যায়। তবে কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা বিভিন্ন অংশে কাজ করছেন।  চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী প্রকৌশলী তাজুল ইসরাম রাজু বলেন, রোববার ইন্দোনেশিয়া থেকে প্রকৌশলীরা আসবে। চলতি মাসের শেষ পর্যন্ত সিডিউল মেরামত কাজ চলবে। আগামী ১ মে থেকে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ মার্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালু করা হয়। মাত্র ২৫ দিন বিদ্যুৎ উৎপাদন শেষে ৫ এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিজিৎ কুরি আরও বলেন, এর আগে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ২০২২ সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ করা হয় চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সকল কাজ শেষ করে ২০২৩ সালের মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে ধরা পড়ে গ্যাস বুস্টার নামক যন্ত্র অকেজো। রিজার্ভে থাকা গ্যাস বুস্টার যন্ত্রটি আগে থেকে অকেজো থাকায় বন্ধ হয়ে যায় পুরো বিদ্যুৎ  কন্দ্রটি। পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার ক্রয়সহ আমেরিকা থেকে আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি। চীন, ইন্দোনেশিয়ান এক্সপার্ট টিম ও বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় সম্পন্ন করা হয় নতুন গ্যাস বুস্টার ইনস্টলেশনের কাজ। ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রাজু বলেন, চলতি মাসের শেষ পর্যন্ত শিডিউল মেরামত কাজ চলবে। আগামী ১ মে থেকে পুনরায় বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করছেন তিনি।
২১ এপ্রিল ২০২৪, ১৫:৫৭

চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঈদকে সমানে রেখে যাত্রী সুবিধার্থে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।  বুধবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।   উচ্ছেদকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩টি হোটেল, কনফেশনারী, মুদি দোকানসহ ৩০টি স্থাপনা। ৬৮ শতাংশ সম্পত্তির ওপর ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। সেগুলোও উচ্ছেদের কাজ চলছে বলে জানিয়েছেন চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. শাহদাত হোসেন।
২৭ মার্চ ২০২৪, ১৮:৪৭

উৎপাদনে ফিরেছে চাঁদপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র
আবারও উৎপাদনে ফিরেছে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র।  মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় উৎপাদনের মাধ্যমে প্রাণ ফিরেছে বিদ্যুৎকেন্দ্রটির। এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৪ মাস বন্ধ ছিল ‍উৎপাদন। এরই মধ্যে কয়েক দফায় মেরামত করেও তা চালু করা সম্ভব হয়নি। একপর্যায়ে গ্যাস সরবরাহের যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে। উৎপাদন না হওয়ায় বন্ধ থাকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান। তিনি জানান, ২০২২ সালে ৬ ডিসেম্বর রক্ষাণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হয়ে যায় দুটি ইউনিট। একটি ৫০ মেগাওয়াট, আরেকটি ১০০ মেগাওয়াট। এখন ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালু করা হয়েছে। গ্যাস বুস্টার বিকল হওয়ায় কিছুটা বিলম্ব হয়। বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে ৮০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়ে উঠবে। উল্লেখ্য, ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ মার্চ ২০২৪, ১০:২১

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু, সম্পাদক বদরুল
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম বাবু এবং ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বদরুল আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় আইনজীবী ভবনের নীচ তলায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল।  এছাড়া ১৯৪ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট এ এন এম মাইনুল ইসলাম, ১৮৫ ভোট পেয়ে জুনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. শাহজাহান আখন্দ, ১৯৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. শরীফ মাহমুদ সায়েম, ১৮৯ ভোট পেয়ে সম্পাদক ফরমস্ নির্বাচিত হয়েছেন এডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয়, ২১০ ভোট পেয়ে সম্পাদক লাইব্রেরী নির্বাচিত হয়েছেন এডভোকেট জাবির হোসেন, ১৮৭ ভোট পেয়ে সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার নির্বাচিত হয়েছেন, এডভোকেট বিশ্বজিত কর রানা, ১৮৫ ভোট পেয়ে জেনারেল অডিটর নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী, ১৯০ ভোট পেয়ে রানিং অডিটর পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট শফিকুল ইসলাম রনি, ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান রেজিষ্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন, এডভোকেট মো. আবু কাউছার। ১৯৪ ভোট পেয়ে সম্পাদক রেজিষ্টারিং অথরিটি নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহ-ই-জালাল (সাব্বির), ১৮৫ ভোটে এডভোকেট আব্দুল্লাহ আল নাকিব, ১৮১ ভোটে এডভোকেট মো. শেখসাদী, ১৭৭ ভোটে এডভোকেট মো. আবির হাসান রনি, ১৮৫ ভোটে এডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী সদস্য রেজিষ্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন। সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। ফলাফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং অফিসার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম তরুন ও জুনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কাইউম মোল্লাসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।  
২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪২

চাঁদপুর কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
বন্দীরা প্রশিক্ষণ নিয়ে বাহিরে গিয়ে আত্মকর্মস্থানের সুযোগ পেতে চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা কারাগার পরিদর্শন শেষে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জেলা প্রশাসক বলেন, বন্দীরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাহিরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাছাড়া বন্দীদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইনসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।  
২৫ জানুয়ারি ২০২৪, ২২:০৭

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকার ওই কেন্দ্রে বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন তিনি। ভোট দেওয়া শেষে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নানান ষড়যন্ত্র এবং গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা আজকে উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি । আশা করছি এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবে। ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮৯৩ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৯ জন। একটি পৌরসভা, ২ টি উপজেলা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। চাঁদপুরের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগের ডা. দীপু মনি (নৌকা), ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান (ফুলের মালা) ও জাকের পার্টির মোঃ. কাওছার মোল্লা (গোলাপ ফুল)। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়