• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঈদের দিন দুপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্রকরে পশ্চিমবাগ গ্রামের মিজান মিয়ার লোকজনের সাথে একই গ্রামের শামসু মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে এক পক্ষ অপর পক্ষের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে অন্যান্যদের আজমিরীগঞ্জ ও বাণিয়াচং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বৃহস্পতিবার গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্য বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ শিশুদের ফুটবল খেলার নিয়ে পুনরায় বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 
১৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৮

ঘাস কাটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
ঝিনাইদহের কোটচাঁদপুরে ফাহাদ হোসেন নামের সপ্তম শ্রেণির এক ছাত্র ট্রেনে কাটা পড়ে মারা গেছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে। ফাহাদ হোসেন কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের সামাদ সর্দারের ছেলে। সে স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। ফাহাদ হোসেনের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী হোসেন বলেন, ফাহাদ বুধবার সকালে প্রাইভেট পড়তে যায়। এরপর বাড়িতে এসে সে মোটরসাইকেল নিয়ে গরুর ঘাস কাটার জন্য রেললাইন পার হয়ে মাঠে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় ফাহাদ হোসেনের শরীর। কোটচাঁদপুরের স্টেশনমাস্টার গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রুপসা ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়