• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে উক্ত সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৭

রশিদপুরের গ্যাস ১০ দিনে যুক্ত হবে জাতীয় গ্রিডে
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের রশিদপুরের দুই নম্বর কূপে ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে।  যা আগামী ১০ দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। রোববার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, রশিদপুরের দুই নম্বর কূপে ওয়ার্কওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে বিপুল গ্যাস স্তরের সন্ধান পাওয়া যায়। যা আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বর্তমান গ্যাসের গড় মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য মূল্য ১০ হাজার ৬৭০ কোটি টাকা। গত ১০ ডিসেম্বর সিলেটের হরিপুর এলাকায় ১০ নম্বর কূপ থেকে চার স্তরের তেল ও গ্যাস পাওয়ার বিষয়টি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর মধ্যে একটি স্তর সম্পূর্ণ তেলের খনি রয়েছে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৬

পাওয়ার গ্রিড কোম্পানিতে ৪১৬‍ পদে বড় নিয়োগ, আবেদন করুন আজই
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে সপ্তম ও অষ্টম গ্রেডে ৪১৬ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা পিজিসিবির এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ৭৭ (ইইই–৬৬, সিভিল–২, মেকানিক্যাল–৫ ও সিএসই–৪) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইইই, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।  শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড–৭) সুযোগ–সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএম, ট্রেনিং, সার্ভিস, পারফরম্যান্স সেল, এস্টেট বা সিওবিএম)  পদসংখ্যা: ৯ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইচআরএম, ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ (এইচআরএম) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে।  ৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ (ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা এইচআরএম) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ৪. পদের নাম: পাবলিক রিলেশন অফিসার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট) পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি (স্নাতক) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ৬. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ৩২৫ (ইলেকট্রিক্যাল–২৬৫, ইলেকট্রনিকস–২০, পাওয়ার–২০, সিভিল-৫, মেকানিক্যাল-১০ ও কম্পিউটার-৫) যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, সিভিল, মেকানিক্যাল, পাওয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৩৫,০০০ টাকা (গ্রেড-৮) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। চাকরির ধরন: নির্বাচিতদের প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। এক বছর প্রবেশনকাল। প্রবেশনকাল শেষে চাকরি নিশ্চিত করা হবে। চুক্তির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। আবেদন যেভাবে: আগ্রহীদের পিজিসিবির ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য এই দুই ওয়েবসাইটে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। আবেদন ফি: প্রতিটি পদের জন্য ১ হাজার ২০০ টাকা আবেদন ফি টেলিটকের যেকোনো নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। এ ক্ষেত্রে পিজিসিবির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ফি পাঠাতে হবে। আবেদনের সময়সীমা: ৪ জানুয়ারি ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়