• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
গুড় কারখানায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ের ফোর্টনগর এলাকায় ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে সাভার নামাবাজার-সংলগ্ন এলাকার গৌতম ও শঙ্করের মালিকানাধীন একটি গুড় উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাভারের নামাবাজার এলাকায় ভেজাল গুড় উৎপাদন করে বাজারজাত করে আসছিল অসাধু ব্যবসায়ি গৌতম ও শঙ্কর। গোপন সংবাদের ভিত্তিতে ওই গুড় উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা আখের গুড়ে খেঁজুরের গুড়ের বিজ্ঞাপন দিয়ে বাজারজাতসহ নানা ধরনের রং মিশিয়ে গুড় উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করতো। যে কারণে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই গুড় উৎপাদন করা কারখানাটিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের সংরক্ষণ করা গুড় ধ্বংস করা হবে।
৩০ জানুয়ারি ২০২৪, ২০:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়