• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
পাবনার সাঁথিয়ার বনগ্রামে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদাম ও একটি তেলের মিল পুড়ে গেছে। রোববার (২৪ মার্চ) দুপুরে বনগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ড হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহূর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে যায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি।
২৪ মার্চ ২০২৪, ১৯:০৬

টঙ্গীতে আগুনে পুড়েছে ৮ তুলার গুদাম
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আগুন লেগে আটটি তুলার গুদামে ও দুটি দোকান পুড়ে গেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় টঙ্গীর মিলগেট বিএনপি গলিতে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া তিনটার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকটি গুদামে আগুন লেগে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পরে আটটি তুলার গুদামে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। স্থানীয়রা গুদামের পার্শ্ববর্তী পোশাক কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে।  টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।   
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬

নওগাঁয় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ৩ চালের গুদাম সিলগালা
নওগাঁয় অতিরিক্ত ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়টি ব্যবসা-প্রতিষ্ঠানে ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তিনটি গুদাম সিলগালা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের মিড়িয়া সেলে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. গোলাম মওলা। নওগাঁ সদরে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রবিন শীষ এবং মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা এবং মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা এলাকায় মেসার্স মফিজ উদ্দিন অটো চালকল, শহরের আনন্দনগর মহল্লায় মেসার্স আরএম রাইস মিল, শহরের বাইপাসে মেসার্স তছিরন অটোমেটিক রাইস মিল এবং হাঁপানিয়া বাজারের পাশে মেসার্স এমএম অটো রাইস মিল। এছাড়া মান্দা উপজেলার সাবাই হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ধান মজুদের দায়ে এবং লাইসেন্স না থাকার জন্য ফয়জুল ইসলাম নামে ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং সুমন কুমার নামে অপর ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার শাপলা অটোমেটিক রাইস, দাদা অটোমেটিক রাইস মিল এবং নাহার আরমান অটোমেটিক রাইস মিল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম রবিন শীষ বলেন- মেসার্স মফিজ উদ্দিন অটো চালকলে ইচ্ছাকৃত ভাবে ১৫ দিনের বেশি সময় ধরে চাল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা, মেসার্স তছিরন অটোমেটিক রাইস মিলে চাল মজুদের অপরাধে ১ লাখ টাকা, মেসার্স এমএম অটো রাইস মিলে একই  অপরাধ ও আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স আর এম রাইস মিলে ১ লাখ টাকা জরিমানা এবং ৩টি গুদাম সিলগালা করা হয়। মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা বলেন-  মেসার্স নাহার আরমান অটোমেটিক রাইস মিলে ধান ১ মাসের বেশি সংরক্ষণ করার ৩০ হাজার টাকা, মেসার্স শাপলা অটোমেটিক রাইস মিলে চাল ১৫ দিনে বেশি  সংরক্ষণ করায় ২০ হাজার টাকা এবং মেসার্স দাদা অটোমেটিক রাইস মিলে চাল ১৫ দিনের বেশি চাল সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার জরিমানা করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৪, ২৩:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়