• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
তবে কি ছেলেকে গায়ক বানাতে চান মাহি
দিন কয়েক আগেই স্বামী রকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই কাজ ও ছেলে ফারিশকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।  কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব মাহি। প্রায় সময়ই ছেলের সঙ্গে বিভিন্ন খুনসুটির ছবি কিংবা ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।    সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মাহি। ছবিগুলোতে দেখা যায়— ছেলেকে গিটারের কর্ড বোঝাচ্ছেন এই নায়িকা।   ছবির ক্যাপশনে ভালোবাসার কিছু ইমোজি ছাড়া আর কিছু লেখেননি মাহি। ফারিশের সঙ্গে চিত্রনায়িকার এই ছবিগুলো একটি স্টুডিওতে তোলা। তবে কি ছেলেকে গায়ক বানাতে চান মাহি? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।  সোশ্যাল মিডিয়ায় মাহির পোস্ট করা ওই ছবিগুলোতে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। আবার চিত্রনায়িকাকে কটূ কথা বলতেও পিছপা হননি অনেকে।   এর আগে, গেল ফেব্রুয়ারির ১৬ তারিখ রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তায় রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।   প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি । তবে এটা তার দ্বিতীয় বিয়ে ছিল। ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন মাহি। ছেলের নাম রাখেন ফারিশ।  
২৩ মার্চ ২০২৪, ১২:১৯

থানায় জিডি করলেন গায়ক আসিফ
সদ্য নতুন ফ্ল্যাটে উঠেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আর নতুন বাসায় উঠেই তার আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন তিনি। তাই আদরের পোষ্য প্রাণী হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই গায়ক। নতুন ফ্ল্যাটের আশপাশে খোঁজার পাশাপাশি সিসি ফুটেজও দেখছেন বলে জানান আসিফ।  আসিফ জানান, চার বছর ধরে তার ছোট ছেলে রুদ্র শখের বশে বিড়ালটি পালন করছে। কিন্তু নতুন ফ্ল্যাটে ওঠার পরই হারিয়ে যায় বিড়ালটি। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছেন আসিফ। কণ্ঠশিল্পী বলেন, নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুই দিনের মাথায় পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনও খোঁজ পাইনি। দেশী হলেও পুম্বা সাইজে দেশী বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মত। বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছি। এখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনো বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরায় সাহায্য নেওয়া হচ্ছে। আশা করি পেয়ে যাব। তবে কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। আসিফ আরও বলেন, বৃষ্টিতে ভেজা একটি বিড়ালছানা বাসায় এনে আশ্রয় দেয় আমার ছোট ছেলে রুদ্র। কিন্তু নিওমোনিয়ায় মারা যায় বাচ্চাটা। এটা নিয়ে ছেলের ভীষণ মন খারাপ হলে বাসার কাজের বুয়া রেললাইনের পাশ থেকে আরেকটা বিড়ালের বাচ্চা এনে দেয়। নাম রাখে পুম্বা। তখন থেকেই সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি।   তিনি বলেন, এরপর থেকেই বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা আসে বড় ছেলে রণর মাথায়। সে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করে সেগুলো ট্রেনিং এবং চিকিৎসা দেওয়ার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও ভীষণ প্রভাবিত করেছে।  
২২ মার্চ ২০২৪, ১৩:৫৪

গীতিকার, গায়ক শামস মনোয়ারের দুই বইয়ের মোড়ক উন্মোচন
কবি, গীতিকার ও গায়ক শামস মনোয়ার। নিজের লেখা কবিতা ও গানে তিনি তুলে ধরেন বহুমাত্রিক ভাবনা। এবার বইমেলায় দুইটি বই নিয়ে হাজির হলেন তিনি। বই দুটির নাম 'প্রথমা' ও 'Reaching Devotion'। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ছায়ানট অডিটোরিয়ামে এর মোড়ক উন্মোচন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।  এসময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট ঢাকা গড়তে সবাইকে বই পড়ার আহবান জানিয়ে বলেন, জয় বাংলা বলার জন্য আমাদের এক হতে হবে। জয় বাংলা বলার জন্য কোনো দল করতে হয় না। দেশের উন্নয়নে আমাদের একসাথে কাজ করতে হবে।  পাশাপাশি ঢাকা-১০ আসনের মানুষকে নির্ভেজাল ভালোবাসা দিতে চান বলেও জানান ফেরদৌস। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধিমান মোনায়েম সরকার, সংগীত শিল্পী শুভ্র দেব ও শামস মনোয়ারের মা সুফিয়া মনোয়ার। অনুষ্ঠানে ফেব্রুয়ারিকে উৎসর্গ করে নির্মিত প্রামাণ্যচিত্র 'একুশ' প্রদর্শন করা হয়।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৫

গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ডিবির
টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। এবার সেই মামলায় এই গায়ককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বুধবার (৭ ফেব্রুয়ারি) মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। নোবেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতের সূত্র অনুযায়ী, গত ৩০ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে নোবেলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন লালবাগ থানার মামলার তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর হুমায়ুন কবির। আদালত অভিযোগপত্রটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করে বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন।  অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি নোবেল বাদীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে কনসার্টে না গিয়ে ওই টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে আসামি নোবেলের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গেল বছর ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন।   ওই মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। অগ্রিম হিসেবে নগদ ১৫ হাজার টাকা এই গায়ককে দেওয়া হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

বছরের প্রথম দিনই দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় গায়ক
দাম্পত্য জীবনের ইতি টানলেন ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ ব্যান্ড খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী এ জে ম্যাকলি। তার স্ত্রী রোচেলকে ডিভোর্স দিয়েছেন তিনি। বছরের প্রথম দিনই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই গায়ক। সোমবার (১ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে তাদের বিচ্ছেদের খবরটি জানান ম্যাকলিন।  সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ম্যাকলিন লিখেছেন, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি আমরা। যদিও আমরা ফের এক হওয়ার আশা করছিলাম। তবে একপর্যায়ে এসে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।   গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০২৩ সালের মার্চে আলাদা থাকার কথা জানিয়েছিলেন ম্যাকলি-রোচেল। ওই সময় তারা জানিয়েছিলেন, বিয়ে করা খুবই কঠিন, তবে এটি মূল্যবান।  সে সময় তারা আরও জানান, পারস্পারিকভাবে নিজেদের শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে সাময়িক সময়ের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত।  কিন্তু একসঙ্গে ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি একে অপরের প্রতি ভালোবাসাও লালন করতে চান। তবে সব জল্পনা-কল্পনাকে পেরিয়ে অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন ম্যাকলি-রোচেল। এদিকে ইউএস উইকলির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ২০০৯ সালে প্রেমের সম্পর্কে জড়ান ম্যাকলিন-রোচেল। এক জন্মদিনের অনুষ্ঠানে মঞ্চে রোচেলকে প্রস্তাব করেছিলেন গায়ক। পরে ২০১১ সালের শেষ দিকে বিয়ে করেন তারা। সূত্র : ইয়াহো নিউজ  
০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়