• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৩
ঝালকাঠিতে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। নিহতরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।  নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে, মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানার বাড়ি পোনাবালিয়া গ্রামে।  এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।  এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস ছিল। কালবৈশাখী ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
০৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

গরু আনতে যাওয়া সাইফুলের ভাগ্যে কী ঘটেছে 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হওয়া সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ভাগ্যে কি ঘটেছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়ার আশঙ্কা পরিবার ও স্থানীয়রা করলেও বিজিবির পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।   সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিলো। এরপর থেকে সাইফুলের আর কোন খোঁজ তারা পাচ্ছিলেন না। বুধবার (৩ এপ্রিল) দুপুরে তার ভাইয়ের মরদেহের ছবি ফেসবুকে দেখার পর তারা এখন নিশ্চিত যে, তার ভাইয়ের মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতেই।  রবিউল ইসলাম আফসোস করে বলেন, সাইফুল কৃষি কাজ করতো। তার দুই ছেলে মেয়ে রয়েছে। কিভাবে যে ভারতে গরু আনতে গেল কিছুই বুঝতে পারছি না। যেন লাশটা আনার ব্যবস্থা করা হয়। এটাই বিজিবি আর সরকারের কাছে অনুরোধ।   এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সাইফুল ইসলাম নামে একজন মিসিং হয়েছে, এটা নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। সাইফুল ইসলাম মারা গিয়েছে কিনা, বিষয়টি এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার রাতে সীমান্তে ফায়ারিং এর শব্দ শোনা গিয়েছিলো, এর প্রেক্ষিতে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছিলো। তারা আমাদের সন্ধ্যার মধ্যে জানাবে বলে জানিয়েছে। 
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৯

সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি যুবক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছে সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক। সাইফুল ইসলাম রাধানগর ইউনিয়নের হাসান আলীর ছেলে।  সাইফুল ইসলামের পরিবার জানিয়েছে, গত সোমবার রাতে ভারতে গরু আনতে সাইফুল ইসলামসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। বাড়ি ফিরে না আসায়, সাইফুলের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে আশঙ্কা করছেন বিএসএফের গুলিতে সাইফুলের মৃত্যু হয়ে থাকতে পারে।  সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিল। এরপর থেকে তার ভাইয়ের কোন খোঁজ পাচ্ছেন না। যাদের সঙ্গে গরু আনতে গিয়েছিল, তারাও ফোন ধরছে না। তাই নিশ্চিত করে বলতে পারছেন না ভারতে কী হয়েছে তার ভাইয়ের ভাগ্যে। রবিউল ইসলাম আরও জানান, সাইফুল কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মেয়ে রয়েছে। কিভাবে যে ভারতে গরু আনতে গেল কিছুই বুঝতে পারছি না। যদি ধরা পড়ে তাহলেও যেন তাদের পরিবারকে জানানো হয় সেই অনুরোধ করেন তিনি। আর তার ভাই যদি গুলিতে মারা গিয়ে থাকেন তাহলে যেন লাশটা আনার ব্যবস্থা করে দেয় সরকার সেই অনুরোধও করেন তিনি।   এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা করা হলেও তাকে পাওয়া যায়নি।
০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৮

পান খেয়ে ১৮ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী
বাসে পান খাইয়ে অচেতন করে এক গরু ব্যবসায়ীর ১৮ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে শ্যামলী পরিবহনের সুপারভাইজার প্রদীপের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাসযাত্রী মো. জাহাঙ্গীর গত শনিবার (২৩ মার্চ) পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বরাবর লিখিত অভিযোগ করেছেন।  রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের বাঁশখালী থেকে পাবনায় পৌঁছানোর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার জ্ঞান ফিরলে রাতে তিনি এ তথ্য জানান। অভিযোগে জানা যায়, চট্টগ্রাম থেকে পাবনায় গরু কিনতে যাওয়ার পথে বাসের মধ্যেই তাকে অচেতন করে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গরু ব্যবসায়ীর অভিযোগ, শ্যামলী পরিবহনের সুপারভাইজার যাত্রাপথে পান খাইয়ে তাকে অচেতন করে হাতিয়ে নেন ওই টাকা। গরু ব্যবসায়ী মো. জাহাঙ্গীর জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে দীর্ঘ এক যুগ ধরে প্রতি সোমবার গরু কেনার জন্য পাবনার অরনখোলা হাটে যান। আর নিয়মিত যাতায়াত করায় সুসম্পর্ক হয় শ্যামলী পরিবহন বাসের সটির স্টাফদের সঙ্গে। জাহাঙ্গীরের অভিযোগ, দীর্ঘ এক যুগ চলার পথে এতদিন কোনো সমস্যা না থাকলেও হঠাৎ করেই গত সোমবার (১৮ মার্চ) পড়তে হয় বিপাকে। ১৮ লাখ টাকা কোমরে বেঁধে সেদিন রাত ৮টার দিকে ৮ নম্বর শ্যামলী পরিবহন বাসের টিকিট ক্রয় করেন জাহাঙ্গীর ও তার রাখাল জসিম উদ্দীন। এ সময় রাখালের কাছেও ছিল ৩ লাখ টাকা। শ্যামলী পরিবহনের সুপারভাইজার প্রদীপ তাকে ৪ নম্বর বাসে তুলে দেন। বাসটি পাবনায় পৌঁছার কিছুক্ষণ আগে সুপারভাইজার প্রদীপ দুজনকেই দুটি পান খেতে দেন। এ সময় তারা পান খেতে থাকলে সুপারভাইজার প্রদীপ এসে তাদের ঘুমাতে বলেন। গরমের মধ্যে সারাদিন গরু কিনবেন বলে বিশ্রাম নিতে বলেন তাদের। এরপরের ঘটনা আর কিছুই মনে নেই জাহাঙ্গীরের। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখেন শ্যামলী গ্যাস পাম্পের পেছনের একটি জায়গায় পড়ে আছেন তিনি। তার কাছে থাকা ১৮ লাখ টাকা নেই। তবে পকেটে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় রয়েছে। তার রাখালের কাছে থাকা তিন লাখ টাকাও আছে।  পান খাওয়ানোর বিষয়সহ সব অভিযোগ অস্বীকার করেছেন বাসটির সুপারভাইজার প্রদীপ। তিনি বলেন, আমি কাউরে কোনো চা অথবা পান খাওয়াইনি। কোনো যাত্রীকে কোনোদিন পানিও খাওয়াইনি। এসব মিথ্যা ও বানোয়াট কথা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন এ ব্যাপারে আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
২৫ মার্চ ২০২৪, ১২:০৪

ঘানি টেনে তেল বের করা সেই দুদু মিয়া পেলেন গরু সহায়তা
বগুড়া সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামের বৃদ্ধ দুদু মিয়াকে (৬২) গরু সহযোগিতা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে এ সহায়তা প্রদান করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল জগলুল আহসান।  তিনি এ উপজেলার নারচী ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাসিন্দা। দুদু মিয়া ও তার স্ত্রী হালিমা বেগম দীর্ঘ ৯ বছর ধরে নিজেদের কাঁধে জোয়াল নিয়ে তেলের ঘানি টেনে সরিষা থেকে তেল বের করে অনেক কষ্টে সংসার চালাতেন। এ বিষয়ে গত ১৪ মার্চ আরটিভিতে সরাসরি ভিডিও চিত্র প্রকাশ করা হয়। দুদু মিয়ার আগে ছিল গোয়ালভরা গরু এবং বসতভিটাসহ বেশ কিছু কৃষিজমি। বেশ কয়েকবছর আগে তিনি বাঙালি নদী ভাঙনের শিকার হন। সামান্য জমি কিনে ছাইহাটা গ্রামে বসবাস শুরু করেন। গত কয়েকবছর আগে তার একমাত্র নাতনির দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য তিনি তার এ ভিটেমাটিও বিক্রি করেন। বিক্রি করেন তার তেলের ঘানি টানা সবগুলো গরু। পরে তিনি নিজেই গরুর বদলে তেলের ঘানির জোয়াল কাঁধে নেন। সারাদিন যা তেল পান তা বাজার বা গ্রামে বিক্রি করে চলতো তার সংসার। এ কাজে তার স্ত্রী হালিমা বেগম তাকে সহযোগিতা করতেন। তিনিও কাঁধে জোয়াল নিয়ে তেলের ঘানি টানতেন। এ বিষয়ে গণমাধ্যমের সংবাদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল জগলুল আহসান তাকে একটি গরু কিনে দিয়েছেন এবং তেলের ঘানিটি মেরামত করতে নগদ অর্থ প্রদান করেছেন। বৃদ্ধ দুদু মিয়া বলেন, ‘গরুডা পায়া হামি খুবই খুশি হছি। আল্লাহ যেন কর্নেল সাহেবের ভালোই করেন। আজ থেকে হামার ঘার থেকে জোয়াল নামল। হামার চির ভোগান্তির অবসান হলো। আর হামার নিজের কাঁধে জোয়াল টানা নাগবি নে।’ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল জগলুল আহসান বলেন, বৃদ্ধ দুদু মিয়াকে এ সহযোগিতা প্রদান করতে পারায় আমিও খুবই খুশি। এতে তার চির কষ্টের অবসান হয়েছে। বেশ কয়েকবছর ধরেই আমি গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করছি।
২০ মার্চ ২০২৪, ১৪:৫৫

গরু চুরি করে জবাই, হরিণের মাংস বলে বিক্রি
বাগেরহাটের মোংলায় চুরি করা গরু জঙ্গলে জবাই করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে।  রোববার (১০ মার্চ) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলার বাদী চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার।  মামলায় নজরুল জমাদ্দার উল্লেখ করেন, সুন্দরবনের পাশে তার বসবাস। তার আয়ের উৎস গাভিটি। রোববার সকালে গরুটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। দুপুরে মাঠে গিয়ে আর গরুটি খুঁজে পাননি। তিনি আরও উল্লেখ করেন, অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন গাভিটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাক ব্যাপারী চুরি করেছেন। পরে সুন্দরবনের ভেতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম। তিনি বলেন, গরু চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১১ মার্চ ২০২৪, ১৮:৪৬

নেশনস কাপে মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি
মাঠের ফুটবলে খুব একটা স্বস্তিতে নেই মিশর। আফ্রিকান নেশনস কাপের গ্রুপপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা। সব কটি ম্যাচেই ড্র করেছে মিশর। এতে অপেক্ষাকৃত দুর্বল দল কেপ ভার্দে আইল্যান্ডসের পেছনে থেকে গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে তারা। এবার ভালো ফর্মে ফেরার জন্য সৌভাগ্যের আশায় একটি গরু কোরবানি দিয়েছেন দেশটির ফুটবল কর্তারা।  শুক্রবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমকে দলটির মুখপাত্র মোহাম্মদ মোরাদ বলেছেন, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন গরুটিকে কোরবানি দিয়েছে। এর আগের দিন কায়রোতে অভাবী লোকদের মাংস বিতরণ করা হয়। চোটাক্রান্ত ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টে বেশ বিপাকে পড়েছে মিশর। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দলের সেরা তারকা মোহাম্মেদ সালাহ। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে গোলরক্ষক মোহামেদ এল শেনাভির কাঁধের হাড় সরে যায়। এদিকে অনুশীলনে আঘাত পান ইমাম আশুর। এরপর গত বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও পরদিনই দলের সঙ্গে যোগ দেন তিনি। এর আগে, ২০০৮ সালেও ঘানায় অনুষ্ঠেয় আফ্রিকান নেশনস কাপে ভালো ফলের আশায় একটি বাছুর কোরবানি দিয়েছিল মিশরের খেলোয়াড়রা। উল্লেখ্য, নকআউট পর্বে আগামী রোববার কঙ্গোর মুখোমুখি হবে টুর্নামেন্টের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।
২৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৬

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২৭ গরু জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে গহিন পাহাড় থেকে মালিকবিহীন ২৭ বার্মিজ গরু জব্দ করা হয়েছে।  বুধবার (১০ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি নামক স্থান থেকে গরুগুলো জব্দ করা হয়।  নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল এসি জানান, সীমান্ত সুরক্ষা চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।  উল্লেখ্য, সীমান্ত ঘেষা বসবাসকারী কিছু মানুষের সহযোগিতায় এলাকার কিছু লোক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাইভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাহাড়, ঝিরি, ছড়া এবং গহিন অরণ্য দিয়ে গরু চোরাচালানে এখনও তৎপর রয়েছে বলে জানা গেছে। তবে ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকার বিভিন্ন বিওপির কর্মরত কর্মকর্তা এবং সদস্যদের ব্যাপক তৎপরতায় আগের চেয়ে অনেক কমে এসেছে গরু চোরাচালান।
১০ জানুয়ারি ২০২৪, ২২:০২

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩
পাবনার ভাঙ্গুরা উপজেলার বেতুয়ান গ্রামে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আরও পড়ুন : ট্রেনে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় ফ্রান্স   পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে ভাঙ্গুরার উপজেলার অষ্টমণিষা গ্রামের গোলাপ মিয়ার বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন রাতেই টের পেয়ে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনদের মোবাইল ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর ভোরে পাশের বেতুয়ান গ্রামে গরু নিয়ে যেতে দেখলে গ্রামবাসী তাদের ধাওয়া দেয় এবং তিনজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।  ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আরও পড়ুন : টাঙ্গাইলে ভোটকেন্দ্রে আগুন   নাজমুল হক জানান, গরু চুরি করে পালানোর সময় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।  এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়