• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
গাজার গণহত্যায় সমর্থন দিয়ে যাওয়ায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ
  ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক কর্মকাণ্ডে সমর্থন দিয়ে যাওয়ার কারণে বাইডেন প্রশাসন থেকে পদত্যাগ করেছেন উর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা।  তারিক হাবাশ নামে মার্কিন শিক্ষা বিভাগের ওই কর্মকর্তা বুধবার (৩ ডিসেম্বর) তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১০ দিন যেতেই একই কারণে পদত্যাগ করেন জোশ পল নামে মার্কিন  স্টেট ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্মকর্তা।  দেশটির শিক্ষা সচিব মিগুয়েল কার্ডোনার কাছে পাঠানো পদত্যাগপত্রে তারিক হাবাশ উল্লেখ করেন, বাইডেন-হ্যারিস প্রশাসনের কর্মকাণ্ড গাজার লাখ লাখ নিরীহ জীবনকে বিপদের মধ্যে ফেলেছে। তাদের মদদে ইসরায়েলি সরকার ২৩ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন গাজার ভূ-খন্ড থেকে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের পরিকল্পনায় লিপ্ত তারা। তাই, আমাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।  তারিক হাবাশ একজন ফিলিস্তিনি-আমেরিকান এবং ২০২১ সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকেই তাকে মার্কিন শিক্ষা বিভাগে নিয়োগ করা হয়েছিল।  ১৯৪৮ সালে ফিলিস্তিনে নাকাবার অভিজ্ঞতা গভীরভাবে দাগ কেটে আছে হাবাশের মনে। সে সময় মূল ভূ-খন্ড থেকে বাস্তুচ্যুত সাড়ে ৭ লাখ ফিলিস্তিনির মধ্যে ছিল তার পরিবারও। হাবাশ বলেন,  প্রতিদিন আমার সহকর্মী, মিডিয়া এবং আমার নিজের সরকার আমার পরিচয়ের অবমাননা করছে বলে আমার মনে হয়েছে। আমার মনে হয়েছে তারা আমার পরিচয় মুছে ফেলতে চায়।  চিঠিতে হাবাশ আরও বলেন, ৭৫ বছর ধরে আমার আত্মীয়দের তাদের পূর্বপুরুষের বাড়িতে ফিরে যেতে দেওয়া হয়নি। লাখ লাখ ফিলিস্তিনি কয়েক দশক ধরে দখলদারিত্ব, জাতিগত নির্মূল এবং বর্ণবাদের সম্মুখীন হচ্ছে।এরপরও ইসরায়েলকে বাইডেন প্রশাসন যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তা সম্পূর্ণরূপে গণতান্ত্রিক মূল্যবোধের অবমূল্যায়ন। আমাদের সরকার এমন একটি সরকারকে নিঃশর্ত সামরিক সহায়তা দিয়ে চলেছে যারা নিরীহ জীবনের পরোয়া করে না।  এদিকে গাজায় যুদ্ধ ইস্যুতে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হারাতে পারেন বলে প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ার করেছেন তার নির্বাচনী প্রচারণায় যুক্ত ১৭ জন কর্মী।  একইদিন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার শুনানির দিন ধার্য হয়েছে আন্তর্জাতিক আদালতে (আইসিজে)। আগামী ১১ ও ১২ জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে নিশ্চিত করেছে আইসিজে। এর প্রতিক্রিয়ায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার আবার বলেছেন, গাজায় গণহত্যা চলছে বলে এমন কোনও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেনি যুক্তরাষ্ট্র।  
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়