• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
খুনি নূর চৌধুরীকে ফেরাতে আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনতে দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডায় মৃত্যুদণ্ড নেই, সেটি একটি অসুবিধা বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন। আমি দ্বিপক্ষীয় প্রক্রিয়ার জন্য অনুরোধ করেছি। কানাডার হাইকমিশনার বিষয়টি তার সরকারকে জানাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও অভিবাসী নেওয়ার জন্য ‘প্রিফারেন্সিয়াল’ ব্যবস্থা গ্রহণ, বিশেষ করে কৃষি খাতে নেওয়ার জন্য এবং এ দেশের শিক্ষার্থীদের কানাডার স্টুডেন্টস ডিরেক্ট স্কিমের (এসডিএস) অন্তর্ভুক্ত করার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। আর মানবাধিকার একটি বিশ্বজনীন ইস্যু। এটি নিয়ে প্রতিটি রাষ্ট্রই কাজ করছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে  সরকার। কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কয়েক বছর ধরে জোর তৎপরতা চালানো হচ্ছে।
২৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩০

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে খুন, ৩৬ ঘণ্টায় খুনি গ্রেপ্তার
বিউটিশিয়ান ও প্রবাসী স্ত্রী খুন হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে খুনি মেহেদী হাসান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ফরিদগঞ্জ থানায় এক প্রেস কনফারেন্সে হত্যার তথ্য বিবরণ তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে। পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজা মেহেদী হাসান শুভ’র হাতে খুন হয়েছেন বিউটিশিয়ান ও প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী মমতাজ বেগম রিক্তা (৩৫)। খুন হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে থানা পুলিশ তথ্য প্রযুক্তি এবং আটকৃতদের স্বীকারোক্তি মোতাবেক খুনের রহস্য বের করতে সক্ষম হয়।  স্ত্রী হত্যার খবর জানতে পেরে রিক্তার স্বামী হারুনুর রশিদ (রাকিবুল হাসান) বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন এবং শুক্রবার (১৯ জানুয়ারি)  ফরিদগঞ্জ থানায় নিজে বাদী হয়ে স্ত্রীর হত্যার ঘটনায় মামলা করেন। শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারি) রাতে দুবাই প্রবাসী হারুনুর রশিদ (রাকিবুল হাসান) স্ত্রী এবং বিউটিশিয়ান মমতাজ বেগম রিক্তার সঙ্গে তার আপন ভাতিজা আবদুল মালেকের ছেলে ঢাকায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া মেহেদী হাসান শুভ এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা মায়ের নামে কটু কথা সইতে না পেরে ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখানো খুনের আদলে হাতুড়ি দিয়ে মাথা আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয় এবং ঘরে থাকা লেপ মুড়িয়ে বাথরুমে ফেলে রাখে।   এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া।   প্রেস ব্রিফিং শেষে থানা পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান শুভকে চাঁদপুর আদালতে পাঠান। গত ১৭ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের বধুয়া বিউটি পার্লার সত্ত্বাধিকারী মমতাজ বেগম রিক্তা নিজের বাবার বাড়িতে নৃশংস খুনের শিকার হন। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য তার আপন বোনের ছেলে বাপ্পী ও ভাতিজা মেহেদী হাসান শুভকে আটক করে পুলিশ। একপর্যায়ে মেহেদী হাসান শুভ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার চরমান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত হাতুড়ি ও কাটার আলামত হিসেবে উদ্ধার করেছে। মমতাজ বেগম রিক্তার সঙ্গে ১০ বছর পূর্বে চট্টগ্রামের প্রবাসী হারুনুর রশিদ (রাকিবুল হাসান) এর বিয়ে হয়। কিন্তু রিক্তার বাবা-মা না থাকায় তিনি বাবার বাড়িতে একাই থাকতেন। রিক্তার কোনো সন্তান ছিল না।
২০ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯

হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় থানায় মামলা, খুনি হাসপাতালে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হোমিও চিকিৎসক মো. হারুন অর রশিদকে (৪৮) প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনায় পাগলা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় হত্যাকারী স্থানীয় নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৫) জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে পুলিশ হেফাজতে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।   এর আগে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিহতের ছেলে ফেরদৌস আহম্মেদ দীপ্ত বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হত্যাকারী রুবেল মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে। ওসি তদন্ত আরও জানান, হত্যাকারী রুবেল মিয়া পুলিশ হেফাজতে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা শঙ্কটাপন্ন। সেখানে পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে বাকিতে ওষুধ না দেওয়ার জেরে স্থানীয় গোয়ালবর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে হারুন অর রশিদকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে রুবেল মিয়া। এ সময় খুনি রুবেল এলোপাতাড়ি কুপিয়ে হারুন অর রশিদের মৃত্যু নিশ্চিত করে চিৎকার করে উৎল্লাস প্রকাশ করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে সচেতন মহলে। এতে সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।       অপরদিকে লোমহর্ষক হত্যাকাণ্ডের পর গতকাল বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগ করে রুবেল মিয়াকে বেধড়ক পিটুনি দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পাগলা থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নিহতের ফুফাত ভাই মো. সাইদুর রহমান বলেন, এর আগেও হারুন অর রশিদের আপন ছোট ভাই মো. কামরুল ইসলামকে কুপিয়ে জখম করেছিল ঘাতক রুবেল। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। ওই মামলায় সাক্ষী ছিলেন নিহত হারুন অর রশিদ।  
১৬ জানুয়ারি ২০২৪, ২২:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়