• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
কুয়াকাটায় কালভার্ট ও খাল দখল করে স্থাপনা নির্মাণ
কুয়াকাটায় কালভার্ট ও খাল দখল করে বিশালাকৃতির ঘর নির্মাণ করা হয়েছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধসহ খাল ভরাট হয়ে যাবার উপক্রম হয়েছে। কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডের কম্পিউটার সেন্টার-সংলগ্ন আশ্রায়ন প্রকল্পে এ দখল কার্যক্রম চলমান রয়েছে। এমন দখল দূষণের কারণে পরিকল্পিত নগরায়ন কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে পৌরবাসীর। এ বিষয়ে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ, স্থানীয় ভূমি প্রশাসন ও উপজেলা প্রশাসনকে স্থানীয়রা জানালেও বন্ধ হয়নি নির্মাণকাজ। জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডের আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা জামাল মাঝির ছেলে আলী হায়দার আশ্রায়ন প্রকল্পের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রবাহমান খালের ওপরে বিশালাকৃতির একটি টং ঘর নির্মাণ করেছে। ওই টং ঘর নির্মাণ করতে গিয়ে সদ্য নির্মাণ করা একটি বক্স কালভার্ট ঘরের নিচে চাপা পরে গেছে। আশ্রায়নের কোল ঘেঁষে বয়ে যাওয়া খাল দিয়ে ওই এলাকার ফসলি জমিসহ জমে থাকা অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে থাকে। প্রতিনিয়ত খালের দুই দিক দিয়ে দখলে নিচ্ছে সুবিধাভোগিরা। এতে খালটি সরু হতে হতে বন্ধ হবার উপক্রম হয়েছে। তদারকির অভাবে খালের পশ্চিম মাথা ভরাট করে দখলে নিয়েছে কতিপয় দখলবাজরা, পূর্ব দিকে করা হয়েছে মাছের ঘের। এ ব্যাপারে জনপ্রতিনিধিসহ স্থানীয়রা প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, দখল দূষণের কারণে খালটি ভরাট হয়ে গেছে। যেটুকু বাকি আছে তা ভরাটের প্রক্রিয়াধীন রয়েছে। দিনদিন যেভাবে খাল ভরাট ও দখল হয়ে আসছে তাতে আগামীতে খালের কোনো অস্থিত্ব থাকবে না। খাল ও কালভার্ট দখল করে ঘর নির্মাণ করার কথা স্বীকার করে অভিযুক্ত আলী হায়দার জানান, খালের ওপর টংঘর নির্মাণ করেছেন তিনি এটা সত্য। তবে ঘরের নীচ দিয়ে পানি চলাচল করতে পারবে। কালভার্ট দিয়ে পানি নিষ্কাশনেও কোন সমস্যা হবে না। তিনি দাবি করেন, এ বিষয়ে পৌর কাউন্সিলর, মেয়র ও ভূমি অফিসের লোকজন অবগত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর মো. তৈয়বুর রহমান বলেন, এই খাল দিয়ে অত্র এলাকার পানি নিষ্কাশন হয়ে আসছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় ঘের নির্মাণসহ নানাভাবে দখল হয়ে গেছে খালটি। খাল রক্ষায় ভূমি কর্মকর্তারা উদ্যোগ না নেওয়ায় দখল রোধ করা যাচ্ছে না। এ বিষয়ে মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ন.ম মুরাদুল ইসলাম বলেন, আমি এখানে সদ্য যোগদান করেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নিবো। এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কেউ তাকে জানায়নি। কাউন্সিলরের মাধ্যমে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি বিষয়টি অবগত হয়ে স্থানীয় তহসিলদারকে ব্যবস্থা নিতে বলেছেন।
১৩ মার্চ ২০২৪, ১৩:৩৯

খাল দখল করে ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় খাল ভরাট করার অভিযোগে ভরাটকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি জানান, খাল ভরাট করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬-ঙ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় গ্রামের মান্নান মিয়ার ছেলে মোবারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে আগামী ৫ দিনের মধ্যে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। তা না হলে দ্বিগুণ জরিমানা করা হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৬

চাক্তাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের চাক্তাই খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  শনিবার খালে ভাসমান অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  যুবকের আনুমানিক বয়স ২২ বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কীভাবে যুবকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, মরদেহের পরনে কালো ফুল প্যান্ট, কোমরে বেল্ট, গায়ে ফুল হাতা শার্ট ও ভেতরে নীল রঙের গেঞ্জি, মাথায় লম্বা চুল রয়েছে। গায়ের রং শ্যামলা, শরীর ছিল কাদামাখা। এ ছাড়া নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং হাত, পা, মুখে পচন ধরেছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১

খাল উদ্ধারে ফের মাঠে নামছে ডিএনসিসি
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের সৌন্দর্য ফিরিয়ে আনতে ফের উদ্ধারকাজে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ।  বুধবার (৩১ জানুয়ারি) থেকে মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারের উদ্যোগে কাজ শুরু করবে সংস্থাটি।       ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বলেন, মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে এই কাজ শুরু করছে ডিএনসিসি। আজকের কর্মসূচিতে উপস্থিত থেকে খালের অবৈধ দখল উচ্ছেদ কর্মসূচিতে অংশ নেবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। জানা গেছে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি লেক মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রেখেছে পাঁচ কোটি টাকা, ড্রেন ক্লিনিং খাতে রাখা হয়েছে পাঁচ কোটি টাকা, খাল পরিষ্কারেও সংস্থাটি ব্যয় করবে পাঁচ কোটি টাকা। এছাড়া পাম্প হাউসের যন্ত্রপাতি আধুনিকীকরণ, উন্নয়ন ও ক্রয়বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকার জলাবদ্ধতা দূর করতে এবং লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করবে। এসব কাজ করতে গিয়ে উত্তর সিটি এলাকায় মোট ১০৩টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টির পরিবেশ আছে-এমন স্থান চিহ্নিত করেছে তারা। এছাড়া তাৎক্ষণিক কোথাও জলাবদ্ধতা হলে ডিএনসিসির কুইক রেসপন্স টিম কাজ করবে বলে জানানো হয়েছে। ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে মগবাজার, মধুবাগ, কারওয়ান বাজার, উত্তরা-১ নম্বর সেক্টরসহ এয়ারপোর্ট রোড এবং বনানী রেলগেট থেকে কাকলী মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ ও পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এছাড়া ইব্রাহিমপুর খাল, কল্যাণপুর খাল, লাউতলা, সিভিল এভিয়েশন, বাইশটেক,বাউনিয়া খাল, রূপনগর, আব্দুল্লাহপুর খিজির খালের অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে বলে দাবি উত্তর সিটি কর্পোরেশনের।  
৩১ জানুয়ারি ২০২৪, ১২:৩৪

সরকারি খাল উদ্ধার ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে খাদুরাইল গ্রামের মধ্যে বিলুপ্ত খাল পুনঃখনন ও রাস্তা নির্মাণ কাজের বাধা প্রদানকারী আব্দুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইছাপুরা ইউনিয়নবাসী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টার দিকে ঘন্টাব্যাপী বিজয়নগরের প্রধান সড়ক চান্দুরা টু সিঙ্গারবিল রাস্তার ফুলবাড়িয়ায় কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে ফুলবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে অবস্থান নেন। সেখানে  উপজেলার নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বিক্ষোভকারীরা ফিরে যান। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রহমান জানান, রাস্তার বিরুদ্ধে আমি যাইনি। যদি সরকারি জায়গা থাকে বা তাদের নিজস্ব জায়গা তাকে সে জায়গা দিয়ে রাস্তা করুক। আমি আমার জায়গার ওপর দিয়ে রাস্তা করতে দিব না। ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক বকুল জানান, গত ২৪ জুলাই ২০২২ উপজেলা পরিষদের সমন্বয় সভায় এই খালটি পুনঃখননের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে খালটি পুনঃখননের জন্য কাজ শুরু করলে আমার সঙ্গে নির্বাচনে পরাজিত প্রার্থী আক্তার হোসেনের ইশারায় আব্দুর রহমান নামের একজন বাধা প্রদান করেন। এলাকাবাসীর দাবি খালটি দ্রুত খনন করে খালের পাড়ে রাস্তা নির্মাণ করলে কৃষি কাজের জন্য সুবিধা হবে। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার রোবাইয়া আফরোজ জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগকারীকে আমার কার্যালয় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তিনি আসলে কথা বলে ও কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:১২

সুবর্ণচরে খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে বিবি হালিমা বেগম (৪৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে দুর্বৃত্তরা।তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডে কোনো কারণ জানাতে পারেনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।    নিহত বিবি হালিমা বেগম উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি পাঁচ ছেলের জননী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।    পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হালিমা বেগম একাই স্বামীর বাড়িতে বসবাস করতেন। গত ১০-১২ বছর তার সঙ্গে স্বামীর তেমন যোগাযোগ ছিল না। তার ৫ ছেলের কেউই তার সঙ্গে সব সময় থাকত না, তারা সপ্তাহে একবার আসত। তিনি প্রায় একাই ঘরে থাকতেন। বুধবার হালিমা জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের মতোই রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।   চরজব্বর থানার ওসি জয়নাল আবেদীন জানান, নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।       
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়