• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সাকিব-মিরাজদের দায়িত্ব নিতে ঢাকায় পা রেখে দায়িত্ব নিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি। আর দায়িত্ব নিয়েই বাংলাদেশের স্পিন বোলিংয়ে ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন তিনি। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছেছেন মুশতাক। এদিন তার হাতে বাংলাদেশের অনুশীলন কিট তুলে দেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। ড্রেসিংরুমে প্রথমদিনই পেয়ে যান তাইজুল ইসলামকে। নাজমুল শান্ত, মুমিনুল হকদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন। কাজে যোগ দিয়েই স্পিনারদের উন্নতি আর ব্যবধান তৈরি করার চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ। তিনি বলেন, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে কোচ হিসেবে আমি এখানে এসেছি ব্যবধান গড়ে দিতে। এতদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান শেয়ার করতে চাই ক্রিকেটারদের সঙ্গে।  টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, শুধু জাতীয় দল নয়, লেগ স্পিনার তুলে আনতেও ভূমিকা রাখার প্রতিশ্রুতি বিশ্বকাপজয়ী পাকিস্তান লেগ স্পিনারের।  তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের। যতটুকু মনে করতে পারি ৯২’র বিশ্বকাপ জয়ের পর ৯৩ বা ৯৪ সালে খেলতে এসেছিলাম। বাংলাদেশ ভ্রমণ সবসময় উপভোগ করি। লোকজন অতিথিপরায়ণ, পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক সমর্থক আছে এখানে।  মুশতাক আহমেদ বলেন, কেন নয়, এশিয়ায় লেগ স্পিনার, রহস্য স্পিনার, চায়নাম্যান সব বৈচিত্র্য পাওয়া যায়। এক্ষেত্রে লোকাল কোচদের ভূমিকা বেশি। আমি চেষ্টা করব রহস্য স্পিনার তুলে আনার কাজ করতে। সাদা বলে এখন রিস্ট স্পিনাররা খুব গুরুত্বপূর্ণ।   
২৩ এপ্রিল ২০২৪, ২১:২২

বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা
মাশরাফী বিন মোর্ত্তজা ফিরলেন কৌশরের প্রিয় স্কুলে। স্কুলের দূরন্তপনায় যে সহপাঠীরা ছিল প্রাণের বন্ধু, তাদের নিয়ে টেপ টেনিস বলে ক্রিকেট খেললেন। ফিরে গেলেন সেই ছোট্টবেলায়।  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিনদিনের টি-এইট ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ১৯৯৯-এর হয়ে অংশ নিয়ে দলকে জেতাতে বল হাতে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রানও করেন।   দীর্ঘ সময় পর স্কুল বন্ধুদের দেখা পেয়ে আবেগাপ্লুত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, এই টুর্নামেন্টের উদ্দেশ তিনটা। এর মধ্যে অন্যতম ঈদের পরে পুনর্মিলনীর সঙ্গে ক্রিকেটকে উজ্জীবিত করা, যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে। সর্বোপরি এতগুলো ব্যচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে, এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে এই টুর্নামেন্ট খেলে। ম্যাশ বলেন, সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাম থেকে দুরে রাখতে হবে। তার মতে খেলাধুলাই পারে যুবকদের সঠিক পথে রাখতে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফীর দলকে ৭৩ রানের টার্গেট দেয়। জবাবে ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।  
১৩ এপ্রিল ২০২৪, ১৮:২৬

শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
বেশ কয়েকবছর ধরেই তারকাদের নিয়ে জাঁকজমকভাবে আয়োজিত হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। গেল বছরও আয়োজিত হয়েছিল সিসিএল। তবে তারকাদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ঝামেলা তৈরি হওয়ায় বন্ধ হয়ে যায়। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ আয়োজন করেছিল উইংস কমিউনিকেশনস। এবার এই আয়োজকরাই তারকাদের নিয়ে শুরু করতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবলস ম্যানিয়া!  বৃহস্পতিবার ( ৮  এপ্রিল) রাতে মিরপুর স্কাই লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচিত হয় তারকাদের এই ফুটবল টুর্নামেন্টের। সেখানে উপস্থিত ছিলেন সাঞ্জু জন, রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমানসহ অনেকেই। জানা গেছে, আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ফুটবল লিগের এই টুর্নামেন্ট।  সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজকরা জানায়— ছয়টি দলে ভাগ হয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির তারকারা ফুটবল খেলবে। এখানে চারটি দল ছেলে তারকাদের ও দুটি দল নারী তারকাদের।  এ প্রসঙ্গে উইংস কমিউনিকেশনসের কর্ণধার সৈয়দ জিহাদ হোসাইন বলেন, সিসিএলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুলভ্রান্তি শুধরে আমরা এবার তারকাদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।  তিনি আরও বলেন, এবার অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা নিয়েছি আমরা। তারা আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছেন। আশা করছি, এবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খল হবে।   
১০ এপ্রিল ২০২৪, ১৮:৫৯

আঞ্চলিক ক্রিকেট সংস্থার লাগাম হাতছাড়া করবে না বিসিবি
দীর্ঘ দিন ধরেই বিসিবির আলোচনায় ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা। অনেক দিনের অপেক্ষার পর কিছুটা হলেও আলোর মুখ দেখেছে সংস্থাটি । বরিশাল ব্যতীত সবগুলো জেলাতেই অ্যাডহক কমিটি তৈরি করেছে বিসিবি। সাধারণত স্বাধীন ভাবেই কাজ করার কথা আঞ্চলিক ক্রিকেট সংস্থার। তবে এখনই তাদের হাতে লাগাম ছাড়তে রাজি নয় বিসিবি।  রোববার (৩১ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানেই উঠে আসে আঞ্চলিক ক্রিকেট সংস্থার বিষয়টি। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কড়াভাবে জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থা কেন্দ্রের (বিসিবির) হস্তক্ষেপ মুক্ত হবে না। আপনারা ভুল বুঝছেন, একদম ঠিক আমি বলে দিচ্ছি। এটা হবে না। যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হবো যে, তারা স্বাধীনভাবে চালাতে পারবে, ততদিন না। পাপন বলেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিজেদের জেলায় ক্রিকেট সংস্থা বানাবেন। এদের ভোটেই নির্বাচিত হবে বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিবির মতো তাদেরও আলাদা আলাদা উইং থাকবে। ঢাকায় বসে যেভাবে বিসিবি পুরো দেশ নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবেই বিভাগে বসে পুরো জেলার ক্রিকেট নিয়ন্ত্রণ করবে বিভাগীয় ক্রিকেট সংস্থা। জেলা ক্রিকেট সংস্থাগুলো বিভাগীয় অ্যাসোসিয়েশনের কাছে জবাবদিহি করবে।  বিভাগীয় অ্যাসোসিয়েশন জবাবদিহি করবে মূল বোর্ডের কাছে। পৃথিবীর সব দেশে এভাবে ক্রিকেট চললেও বাংলাদেশে চলছে উল্টো পথে। অথচ বাংলাদেশের ক্রিকেট পরবর্তী ধাপে নেওয়ার পাশাপাশি স্মার্ট করতে চাইলে ক্রিকেট সিস্টেমকে বিকেন্দ্রীয়করণের বিকল্প নেই। ২০২২ সালে সবশেষ বিসিবির এজিএম হয়েছিল । এর আগের এজিএমে (২০২১) আসে আঞ্চলিক ক্রিকেট সংস্থার ঘোষণা। যার দৃশ্যমান হয়নি কোন কিছুই। এবারের এজিএমে অ্যাডহক কমিটিকে নির্বাচনের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। আলাদা আলাদা ক্রিকেট সংস্থা হলেও বিসিবি-ই দেবে দিক নির্দেশনা। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, প্রথম কাজ ওদের দিয়েছি একটা টুর্নামেন্ট চালু করতে। টেস্ট কেস হিসেবে দেখার জন্য। এ টুর্নামেন্ট চালাবে তারা যে কয়টা কমিটি করা হয়েছে। ২০ লক্ষ টাকা তাদের দেওয়া হবে। প্রথমে টেস্ট কেস হিসেবে দেওয়া হবে, কে কীভাবে পারফর্ম করছে। তিনি আরও বলেন, যারা এটি চালাবে আগে তাদের সক্ষমতা দেখতে হবে আমাদের। না দেখে দিচ্ছিনা। ব্লাইন্ডলি দিয়ে দেবো না। আপনি যদি এখনি ঢালাওভাবে বলে দেন তারা স্বাধীন, যা খুশি তা করতে পারবে, তা না। আমরা আগে বুঝে নেই, দেখে নেই, তারপর ঠিক করবো।
৩১ মার্চ ২০২৪, ২২:৫৯

মোস্তাফিজকে নিয়ে যা বলছেন ক্রিকেট বিশ্লেষকরা
চলমান আইপিএলের উদ্বোধনী ম্যাচে চার উইকেট শিকার করে দলকে জয় এনে দিতে বিশেষ ভূমিকা পালন করেছে মোস্তাফিজুর রহমান। ফলে আসরের প্রথম ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ফিজের হাতে। এরপরই ক্রিকেট বিশেষজ্ঞ এবং কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন এই টাইগার পেসার। শুক্রবার (২২ মার্চ) আইপিএলের উদ্বোধনী ম্যাচে শুরুর দিকে বোলিংটা এলোমেলো হলেও পঞ্চম ওভারে মোস্তাফিজের জোড়া উইকেটের নৈপুণ্যে খেলায় ফেরে চেন্নাই। পরের ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। তাই ম্যাচ শেষে ফিজের প্রশংসা করতে ভুল করেননি চেন্নাইয়ের দলপতি রুতুরাজ গায়কোয়াড়। তিনি বলেন, শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মোস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে। মোস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে এবং রবিন উথাপ্পা। জিও সিনেমার পোস্ট ম্যাচ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকা কুম্বলে বলেন, এখানে তার পেস বৈচিত্র্যের কথাও মাথায় রাখতে হবে। ব্যাটাররা মনে হয় না তার পেসের সাথে তাল মেলাতে পারে।  ‘গ্রিনকে করা বলটা দারুণ একটি ডেলিভারি ছিল, গতি কম ছিল সাথে স্কিড করে চলে গিয়েছে। বলের চকচক করা অংশটা যখন পিচে ল্যান্ড করে তখন এমনটা হয়ে থাকে।’  তিনি বলেন, সে বাঁ-হাতি পেসার হিসেবে দারুণ ইউনিক একজন বোলার। ফাফ ডু প্লেসি ভালো ব্যাটিং করছিল পাওয়ার প্লেতে। তার বিরুদ্ধে সে ভালো ফিল্ডিং সেট করে ভালো জায়গায় বল করেছে। দারুণ বোলিং করেছে মোস্তাফিজুর। সে এই ম্যাচের সেরা বোলার ছিল। অনুষ্ঠানের আরেক আলোচক রবিন উথাপ্পা বলেন, বাঁ-হাতি পেসারকে আপনি সবসময় একাদশে রাখতে চাইবেন। গত কয়েক বছরে আইপিএলে মোস্তাফিজ বেশি ভালো করতে পারেনি। কিন্তু যেকোনো ক্রিকেটার যখন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়ায় তখন তাদের সেরাটা বেরিয়ে আসে।  ‘ফিজের বিষয়টি হচ্ছে তার কবজির পজিশনটি কিছুটা বিভ্রান্তি ধরিয়ে দেওয়ার মত (ব্যাটারদের মনে)। পেসাররা কবজি ভাঙবে কিন্তু জোরে বলও করবে। দারুণভাবে ব্যাটারদের ঘোল খাওয়ালো (ডিসেপশন এট ইটস বেস্ট)।’ ২০১৬ সালে অভিষেক আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমেই বিশ্ব ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন মোস্তাফিজ। ওই সিজনে ১৭ উইকেট শিকার করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার। সে সময় হায়দরাবাদের কোচ ছিলেন টম মুডি। মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর মুখ খুলেছেন তিনি। টম বলেন, সে একেবারেই ভিন্ন। তার গতিতে বৈচিত্র্য ছিল এবং বল সুইং করাতে পারত। এরপর আসলে তার ওপর দিয়ে অনেক কিছু গেছে। আপনার যখন এই ধরনের ভিন্নতা থাকবে তখন আপনাকে সেটার মূল্য দিতে হবে।  ‘দুই-তিন বছর পর যখন সে অস্ত্রোপচার করিয়েছে, তখন সে ওই স্পিড এবং স্লোয়ার বল করতে অনেক ধুঁকেছে। এবার তাকে দেখে মনে হচ্ছে, সে আবারও ফিরে আসছে।’
২৩ মার্চ ২০২৪, ১৭:৩৬

বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৮ মার্চ) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। অভিনন্দন বার্তায় ফখরুল বলেন, শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। রিশাদের অপরাজিত ৪৮ রানের ইনিংসে বাংলাদেশের দামাল ছেলেরা দারুণ খেলে বিজয় অর্জন করেছে। আমি তাদের সাফল্য কামনা করি। তাদের এমন জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এ প্রত্যাশা করি। এর আগে, বাংলাদেশ দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা।
১৮ মার্চ ২০২৪, ২২:৪৯

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর ‘কোকা কোলা’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর হয়েছে কোকা কোলা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানিটি। সোমবার (১৮ মার্চ) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পক্ষের চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। কোকা কোলার সঙ্গে সাড়ে তিন বছরের জন্য কিট স্পনসরের চুক্তি করেছে বিসিবি। এ ছাড়াও আগামী ২ বছর পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতেই বেভারেজ পার্টনার হিসেবে থাকবে তারা। কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু উন নাহার বলেন, খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সঙ্গে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার চমৎকার সুযোগ করে দেয়।  তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পনসর হয়ে, সব স্তরের ক্রিকেট সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।  প্রতিষ্ঠানটি কিট স্পনসর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে।  আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।   বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, কোকা কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পনসর ও অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী ক্রিকেটকে উন্নত করা এবং সব স্তরে প্রতিভার লালন করাই আমাদের লক্ষ্য। এই পার্টনারশিপ সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।  এর আগে গত মাসে মূল স্পনসর হিসেবে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, এ সময়ে বিসিবিকে ৫০ কোটি টাকা প্রদান করবে রবি।
১৮ মার্চ ২০২৪, ২০:০৮

‘ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে’ 
অস্ট্রেলিয়া সিরিজে চারটি ক্যাচ মিস করেছিলেন আব্দুল্লাহ শফিক। তবে চলমান পিএসএলে ইমাদ ওয়াসিমের সাধারণ এক ক্যাচ নিয়ে বেশ উদযাপন করতে দেখা তাকে। গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলেছিলেন তিনি। কিন্তু শফিকের এমন উদযাপনে চটেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের কাছে শফিকের এমন উদযাপন মোটেও ভালো লাগেনি। তা আকরামের কাছে অভিনয় মনে হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই পেসার তাই শফিককে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখাতে বলেছেন।  তা ছাড়া কড়া সমালোচনা করে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে শফিকের বাজে ফিল্ডিংয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম।পাকিস্তানের এ স্পোর্টস এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেন, সন্দেহ নেই ক্যাচটা দারুণ।  ‘কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’ গত ডিসেম্বর-জানুয়ারিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। বিব্রতকর সেই হারের অনেকটা দায় দেওয়া হয় শফিককে। সিরিজে চার-চারটি ক্যাচ ফেলেছিলেন তিনি। এর মধ্যে স্লিপে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের যে দুটি ক্যাচ ছাড়েন, সেগুলো ছিল তুলনামূলক সহজ।
০৯ মার্চ ২০২৪, ০৯:৪৯

বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শান্ত
গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছিল নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপ ছাড়া প্রতিটি সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। তাই এবার তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। দায়িত্ব পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি শান্ত। সেখানে অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে বলেন, আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা উচিৎ। আগেও যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি।  ‘আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। ক্যাপ্টেন হওয়ায় অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’ অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত বলেন, এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত। ওয়ানডেতে ভালো করলেও কোনো টুর্নামেন্ট জিততে পারেনি বাংলাদেশ। এ নিয়ে নতুন অধিনায়ক শান্ত বলেন, ওয়ানডেতে মাশাআল্লাহ আমরা ভালো করছি। দল হিসেবে এখনও বড় কোনো টুর্নামেন্ট জিততে পারিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি ওই প্ল্যান নিয়ে আগাবো। এছাড়া টি-টোয়েন্টি নিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে পারলে যেকোনো কন্ডিশনে যেকোনো দলের বিপক্ষে ভালো করতে পারব। দিনকে দিন প্ল্যান আরও পরিষ্কার হবে। ৩ ফরম্যাটে আমরা যারা খেলব, যে ৩০-৩৫ প্লেয়ার আছে জাতীয় দলের আশপাশে, প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গা থেকে দলের জন্য অবদান রাখা।’
০৩ মার্চ ২০২৪, ১৭:১০

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে সংবর্ধনা জানিয়েছে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরস্থ ক্লাব হাউজে আয়োজিত এক উৎসবমূখর অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা লিপুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে। লিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্লাবের সভাপতি খন্দকার আতাউর রহমান তার বক্তব্যে লিপুর নেতৃত্ব গুণের প্রশংসা করে বলেন, তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।" তিনি আরও বলেন, "বাংলাদেশের তরুণ সমাজের কাছে অন্যতম প্রিয় নাম লিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে অনুকরণীয় ও অনুসরণীয়। অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক সেলিম ভুইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন  অধ্যাপক মোহাম্মদ আবদুল মইন, সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানসহ ক্লাবের সম্মানিত সদস্যরা লিপুর অবদান স্মৃতিচারণ করেন। লিপু তার বক্তব্যে ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আমাকে আমার কর্মজীবনে অনেক সাহায্য করেছে। উল্লেখ্য, লিপু খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময়ে তিনি বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়