• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
একাধিক লোকবল নিচ্ছে এসিআই কোম্পানি
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হাইজিন প্রোডাক্টস বিভাগ ব্র্যান্ড ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন-  প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) পদের নাম: ব্র্যান্ড ম্যানেজার বিভাগ: হাইজিন প্রোডাক্টস পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ অন্যান্য যোগ্যতা: মার্কেটিং, বিজ্ঞাপন এবং প্রচারমূলক কৌশলে দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু নারী বয়সসীমা: সর্বোচ্চ ৩৬ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: প্রতিযোগিতামূলক (আলোচনা সাপেক্ষে)  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৪ পর্যন্ত।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২

বাংলাদেশের কোকাকোলা কিনে নিচ্ছে তুর্কি কোম্পানি
কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবি) কিনে নিচ্ছে তুরস্কের কোকাকোলা আইসেক (সিসিআই)। আর এজন্য তুর্কি কোম্পানিটির খরচ হচ্ছে ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি।  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিসিআই। আনুষ্ঠানিক ওই বিবৃতিতে বলা হয়েছে, ১৩ কোটি ডলারের বিনিময়ে সিসিআই কোকাকোলা বাংলাদেশ বেভারেজেসের শতভাগ শেয়ার অধিগ্রহণ করবে। সিসিআই ইতিমধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি। ধারণা করা হচ্ছে, সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি (সিসিআইএইচবিভি) এই অধিগ্রহণে নগদ অর্থায়ন করবে। সিসিবিবির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই চুক্তি সম্পন্ন হওয়ার কথা। ঘোষণা অনুযায়ী, সিসিআই তার সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সিসিআইএইচবিভি ও কোকাকোলা কোম্পানির একটি সাবসিডিয়ারির সঙ্গে এই চুক্তি করেছে। যার প্রধান শেয়ারহোল্ডার হবে সিসিআইএইচবিভি। সিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি বিবৃতিতে বলেছেন, ‘আমরা কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এই চুক্তিকে ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হিসেবে দেখছি আমরা।’ কোকাকোলা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) ২০১৭ সালে ৭৪ মিলিয়ন ডলার বিনিয়োগে ময়মনসিংহের ভালুকায় সিসিবিবির কারখানাটি স্থাপন করে ও অন্যান্য অবকাঠামো গড়ে তোলে। নতুন চুক্তির মাধ্যমে সাত বছর পর ইস্তাম্বুলভিত্তিক কোম্পানিতে রূপান্তরিত হতে যাচ্ছে সিসিবিবি। উল্লেখ্য, বাংলাদেশের কোমল পানীয়ের বাজার পরিধি ৪ হাজার কোটি থেকে ৬ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের দুই কোমল পানীয় প্রস্ততকারক প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকোর পাশাপাশি প্রাণ, আকিজ ও পারটেক্সের মতো বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান এই চাহিদা পূরণ করে। সিসিআইয়ের মতে, ২০৩২ সালের মধ্যে বাংলাদেশের নন-অ্যালকোহলিক কোমল পানীয়ের বাজার ১২ শতাংশ বার্ষিক গড় প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। কোকাকোলা ব্র্যান্ডের পণ্যই উৎপাদন, বিতরণ ও বাজারজাত করে থাকে সিসিআই। ১১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। দেশগুলো হলো—তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এদিকে বর্তমানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের প্রায় দশ কোটি গ্রাহককে সেবা দিয়ে থাকে সিসিবিবি। তাদের তিন শতাধিক কর্মচারী, একটি বোতলজাত প্লান্ট ও তিনটি প্রধান গুদামসহ প্রায় তিন লাখ বিক্রয়কেন্দ্র আছে। এছাড়া ৫০০ ডিস্ট্রিবিউটর আছে তাদের।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯

তিন দিন গ্যাস থাকবে না চার জেলায়  
দেশের উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল)। জেলাগুলো হলো– রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া। এসব জেলার বিভিন্ন উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করবে। এজন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পিজিসিএলের মহাব্যস্থাপক (অপারেশন) প্রকৌশলী শৈলজা নন্দ বসাক গণমাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না। সিরাজগঞ্জ অঞ্চলের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্য গ্রাহকরা তেমন সমস্যায় পড়বেন না। অন্য তিন জেলার গ্রাহকরা লাইন প্রতিস্থাপনকালীন সময়ে গ্যাস পাবেন না। পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা এবং বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায়। কোম্পানিটির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং আবাসিক সংযোগ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৫২টি । মোট ৬৮১ কিলোমিটার বিতরণ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে পিজিসিএল। দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকে।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮

শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে উক্ত সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৭

বায়োফার্মার এমডির দায়িত্ব পেলেন ডা. লকিয়ত উল্ল্যা
দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি বায়োফার্মা ও বায়োগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন ডা. লকিয়ত উল্ল্যা। গত পহেলা জানুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদের নির্বাচনে তাকে নতুন এ দায়িত্ব দেয়া হয়।  এ সময় বায়োফার্মার চেয়ারম্যান ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহা. মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. লকিয়ত উল্যা বায়োগ্রুপের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ডেপুডি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।  বিভিন্ন সময়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ ও বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন ডাক্তার লকিয়ত উল্ল্যা।বর্তমানে তিনি এশিয়ান-আফ্রিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কমনওয়লেথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও লাইফ মেম্বার সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্বও পালন করছেন তিনি।  ডা. লকিয়ত উল্যা ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে গ্লোবাল পিলানথ্রপি অ্যাওয়ার্ড লাভ করেন।
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়