• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
দিনাজপুরের হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। এমন খবর জানতে পেরে উপ-অধিনায়ক আফিক হাসানের নেতৃত্বে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিজিবির সদসরা। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৫ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়। জব্দ করা কোকেনের মূল্য প্রায় ৫০ লাখ ২৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫

অতিরিক্ত কোকেন সেবনে মডেলের মৃত্যু
মারা গেছেন প্লেবয় ও ম্যাক্সিম মডেল মার্কিন তারকা মাসুইমি ম্যাক্স। গত ২৫ জানুয়ারি মৃত্যু হয়েছে তার। এক মাসেরও বেশি সময় আগে মৃত্যু হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে খবরটি। ফক্স করপোরেশনের ট্যাবলয়েড নিউজ অর্গানাইজেশন টিএমজেডর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোকেন ও ফেন্টানাইলের অতি মাত্রায় মৃত্যু হয়েছে অভিনেত্রী মাসুইমির। আর তার মৃত্যুর এক মাস পর এই মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে মর্মান্তিক দুর্ঘটনা বলে ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাসুইমি মডেল ছাড়াও একজন অভিনেত্রী ছিলেন। গত ২৫ জানুয়ারি লাসভেগাস এলাকার বাড়িতে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে তাকে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাউকে সন্দেহ করেনি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত পরিচালনা করা হবে। শূণ্য দশকে মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল মাসুইমির। এরপর শীর্ষস্থানীয় প্লেবয়, ম্যাক্সিম, অল্ট ম্যাগাজিন, বিজারের ম্যাগাজিন এবং অন্যান্য কয়েকটি বড় প্রকাশনায় দেখা গেছে তাকে। এ ছাড়া ‘কর্নম্যান: আমেরিকান ভেজিটেবল হিরো’ ও ‘জায়ান্টর ব্যাটল অ্যাটাক’র মতো সিনেমায়ও দেখা গেছে তাকে। ২০২৩ সালে ইন্ডি হরর সিনেমায় সবশেষ দেখা গেছে মাসুইমিকে। সিনেমাটির নাম ‘প্রোটেজ মোই’। এতে একজন মার্সেল চরিত্রে অভিনয় করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তিন লাখেরও বেশি মানুষ ফলো করতেন এই মার্কিন অভিনেত্রীকে।
০৮ মার্চ ২০২৪, ২১:১৬

কোকেন উদ্ধারের মামলায় বিদেশি নাগরিকের যাবজ্জীবন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। খালাস পাওয়ারা হলেন- শামসুল হক, হালিমা খানন সাদিয়া, আশরাফ নাসিম ও সাবরিনা নাসরিন তানিয়া। মামলার অভিযোগ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১১ জুন রাজধানীর তেজগাঁও এলাকার ওয়েস্টার্ন হোটেল লাভিঞ্চি হোটেলের সপ্তম তলায় উপস্থিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর হোটেলের ৭০৭ নম্বর রুমে তল্লাশি চালিয়ে পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানার দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তিন কেজি কোকেন জব্দ করা হয়।  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোফাজ্জল হোসেন বাদী মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০১৫ সালের ১৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন ২৫ সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬

কোকেন পাচারের ঘটনায় গ্রেপ্তার আরও ৫
রাজধানীতে পৃথকভাবে দুই আফ্রিকান নাগরিকের কাছ থেকে পাওয়া সাড়ে আট কেজি কোকেন জব্দের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৫ জনের মধ্যে রয়েছেন নাইজেরিয়ার ডন ফ্রাঙ্কির ম্যানেজার বাংলাদেশের আসাদুজ্জামান আপেল (২৭), তার সহযোগী সাইফুল ইসলাম রনি (৩৪), ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েঙ্গে এবং নাইজেরিয়ার ননসো ইজেমা পিটার ওরফে অস্কার (৩০) ও নাডুলে এবুকে স্ট্যানলি ওরফে পোডস্কি (৩১)। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এর আগে বুধবার আফ্রিকার দেশ মালাউইর এক নারীকে আট কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরদিন বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে অভিযান চলাকালে আর্মড পুলিশ অপর এক ব্যক্তির কাছ থেকে দুইশ গ্রাম কোকেন জব্দ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, এ চক্রের হোতা ডন ফ্রাঙ্কির মূল নাম জ্যাকব ফ্রাঙ্কি। তিনি ‘বিগ বস’ হিসেবে পরিচিত। বাংলাদেশে নাইজেরিয়ান কমিউনিটির প্রেসিডেন্টও তিনি। গত নয় বছর ধরে বাংলাদেশে থাকলেও নয় মাস আগেই দেশ ছেড়েছেন। এখন নাইজেরিয়ায় বসেই বিভিন্ন দেশের মাদক বহনকারীদের সমন্বয় করছেন তিনি। বর্তমানে নাইজেরিয়ান চক্রটি যাত্রীবাহী ফ্লাইটগুলোতে যাত্রীদের মালপত্রের মধ্যে মাদক পাচার করে থাকে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮

শাহজালালে ১০০ কোটি টাকার কোকেন জব্দ
দেশের ইতিহাসে সর্বোচ্চ মাদকের চালান জব্দ করা হয়েছে। যার মূল্য ১০০ কোটি টাকা। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তবে এ মাদক বাংলাদেশে ব্যবহারের জন্য আসেনি বলে দাবি আটককারী সংস্থার। বুধবার (২৪ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ মাদক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে এ নিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ জানায়, কোকেনের এই চালানটি আফ্রিকার দেশ মালউ অথবা ইথোপিয়া থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ, এই পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই বলে জানান এই কর্মকর্তা। গোপন সংবাদের ভিত্তিতে এই চালান ডিএনসির হাতে এসেছে দাবি করে তিনি আরও বলেন, নোমথেনডাজো তাওয়েরা সোকো প্রথমে মালউ থেকে ইথোপিয়া যান। পরে তিনি ইথোপিয়া থেকে যান দোহাতে এবং দোহা থেকে কাতারের এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। আগামী ৪ ফেব্রুয়ারি তার বাংলাদেশ থেকে আবারও মালউতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমাদের ধারণা তাওয়েরা সোকো কোকেনের এ চালানটি মালউ অথবা ইথোপিয়া থেকে সংগ্রহ করেছেন। জিজ্ঞাসাবাদে সোকো জানান, ২০২৩ সালে তিনি বাংলাদেশে একবার এসেছিলেন গার্মেন্টস ব্যবসার কথা বলে। এবারও তিনি বাংলাদেশের একটি গার্মেন্টসের আমন্ত্রণপত্র নিয়ে আসেন। অন অ্যারাইভাল ভিসা নেওয়ার জন্য তিনি তার পরিচয় লুকিয়ে গার্মেন্টস ব্যবসার নাম করে বাংলাদেশে ঢোকেন। সোকো মালউতে পেশায় একজন নার্স। তিনি মূলত কোকেনের এ চালানের বহনকারী। বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকের কাছে এ চালান পৌঁছে দিয়ে নিজ দেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল সোকোর। আমরা একজন বিদেশিকে সন্দেহ করছি। তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আমরা আশা করি চক্রটিকে ধরতে পারব।
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়