• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
দিনাজপুরের হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। এমন খবর জানতে পেরে উপ-অধিনায়ক আফিক হাসানের নেতৃত্বে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিজিবির সদসরা। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৫ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়। জব্দ করা কোকেনের মূল্য প্রায় ৫০ লাখ ২৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১২ ঘণ্টা আগে

বরগুনায় ২০০ কেজি হরিণের মাংসসহ আটক ৩
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে তিনটি হরিণের মাথাসহ ২০০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  সোমবার (৮ এপ্রিল) পাথরঘাটায় কোস্টগার্ড ক্যাম্পের বিষখালী নদীতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।  মাংস ও হরিণের মাথাসহ আটক ব্যক্তিদের পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পাথরঘাটা মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে বিষখালী নদীর পাথরঘাটার হরিণঘাটা এলাকায় ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি করে তিনটি হরিণের মাথা, ২০০ কেজি হরিণের মাংসসহ ৩ হরিণ শিকারিকে আটক করা হয়। উদ্ধারকৃত হরিণের মাংস ও মাথা বন বিভাগে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে মাংস ও হরিণের মাথা মাটি চাপা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
০৯ এপ্রিল ২০২৪, ২০:৫৬

গরুর মাংসের কেজি ৫৯৫ টাকা, ক্রেতাদের ভিড়
কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর বাজারে গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির খবরে সাধারণ মানুষের ঢল নেমেছে। শুধুমাত্র কমদামে গরুর মাংস কেনার জন্য দীর্ঘ লাইনে  দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। ক্রেতারা কিনতে পারছেন সর্বনিম্ন ১০০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি মাংস। জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে এ স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন।   বাজার দর থেকে কেজিতে ১২৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে এসব মাংস। এমনকি ৩০ টাকাতেও কেনা যাচ্ছে গরুর মাংস। কমদামে মাংস কিনতে সাধারণ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। শনিবার প্রথম দিনে মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয় ৩০০ কেজিরও বেশি মাংস। আসন্ন ঈদের আগে কমদামে এ মাংস কিনতে পেয়ে এসব মানুষ অনেক খুশি।  মাংস কিনতে আসা আমজাদ মিয়া জানান, বাজারের চেয়ে প্রায় ১২৫ টাকা কম দামে গরুর মাংস কিনতে পারছি। ভালো গরু জবাই করেছে। ঈদ পর্যন্ত বিক্রি করা হবে। আজ কিনেছি পরে আরও কিনতে আসব।  যতিনের হাট এলাকা থেকে আসা সবুর আলী জানান, এখানে ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে এটা শুনে মাংস কিনতে এসেছি। আসলে সব সময় কমদামে মাংস বিক্রি করা হলে আমাদের জন্য ভালো হতো। সংশ্লিষ্টরা জানান, ভালোলাগা থেকে সাধারণ মানুষের পাশে দাড়াতে তারা স্বেচ্ছা শ্রমে কাজ করছেন। হাটে গরু কেনা থেকে মাংস বিক্রি পর্যন্ত তারা বিনা পরিশ্রমে কাজ করছেন।  স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন জানান, রমজান মাস এলেই গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বাড়িয়ে দেয়। এতে করে সাধারণ মানুষজন গরুর মাংস কিনে খেতে পারেন না। তাই ঈদের আগে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এ আয়োজন করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত বাজারের পাশাপাশি গ্রামেও ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে।  
০৬ এপ্রিল ২০২৪, ২৩:০০

ইটনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কিশোরগঞ্জের ইটনায় ১৮ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. খোকন মিয়া (২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাইদ (মোল্লাবাড়ি) আবু তাহের মিয়ার ছেলে।  শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাওর বেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের অটোরিকশা স্ট্যান্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  পরে, ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
০৬ এপ্রিল ২০২৪, ২২:৪৮

নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
নোয়াখালীর সেনবাগে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   বুধবার (৩ মার্চ) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের আব্দুল হক চেয়ারম্যান বাড়ির আব্দুল জব্বারের ছেলে।   পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসতে ছিল। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  
০৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৬

কাঁচামরিচের কেজি ২৮ টাকা
দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে কেজি প্রতি ২৫ থেকে ২৮ টাকা দরে। মোকামে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচার ব্যবসায়ীরা। বুধবার (৩ এপ্রিল) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রফিকুল বলেন, নিত্যপণ্য কেনার জন্য বাজারে আসলেই ভয় লাগে। সব জিনিসপত্রের দামই বেশি। এর মধ্যেও পেঁয়াজ, এবং কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে আলুর দাম অনেকটাই বেশি। ভারত থেকে আলু আসলেও কমছে না দাম। বর্তমানে কাঁচামরিচের কেজি ২৫ থেকে ২৮ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। যার জন্য দুই কেজি কাঁচা মরিচ কিনলাম। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আমরা জয়পুরহাট, বিরামপুর, পাঁচবিবি, বগুড়াসহ বিভিন্ন মোকাম থেকে কাঁচামরিচ ক্রয় করে থাকি। দাম কমাতে আগের থেকে বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
০৩ এপ্রিল ২০২৪, ১৮:০৫

১৯ হাজার কেজি চাল উদ্ধার, আটক ১০
সরকারি চাল কালোবাজারি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।  রোববার (৩১ মার্চ) বাড্ডা থানাধীন মেরুল কাঁচাবাজার সংলগ্ন ইখতিয়ারের সেমি পাকা ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৯ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।  পুলিশ বলছে, খাদ্য অধিদপ্তরের লোগো সংযুক্ত বস্তা থেকে খুলে নুরজাহান ব্র্যান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় চাল ভরা হচ্ছিলো। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কিনে বস্তা পরিবর্তন করে অন্য লোগো লাগিয়ে বাজারে বিক্রয় করে আসছিলেন।  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাদিম মাহমুদ জানতে পারেন যে, ঘটনাস্থলে কিছু ব্যক্তি সরকারি চালের বস্তা পরিবর্তন করে ব্যক্তি মালিকানাধীন লোগো যুক্ত বস্তায় চাল ভর্তি করে কালোবাজারির  মাধ্যমে বিক্রির প্রক্রিয়া করছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালালে যার সত্যতা পাওয়া যায়।   তিনি বলেন, খাদ্য অধিদপ্তরের লোগোওয়ালা বস্তাগুলো খুলে সেখানে থাকা চাল নুরজাহান ব্র্যান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এ সময় ১৮ হাজার ৯৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। যার মধ্যে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত ৩০ কেজি ওজনের বস্তার সংখ্যা- ৯৬টি, সরকারি বস্তা পরিবর্তনকৃত নুরজাহান ব্র্যান্ডের বস্তায় ৫০ কেজি ওজনের চালের বস্তার সংখ্যা- ৩০৬টি এবং অভিযান স্থলের ঘরের মেঝেতে খোলা অবস্থায় প্রায় ৮০০ কেজি চাল রয়েছে। এসব ঘটনার হোতা আমিনুল ইসলামের ম্যানেজারসহ সর্বমোট ১০ জনকে আটক করা হয়েছে। পরিচয় যাচাই শেষ তাদের নাম জানানো হবে।
০১ এপ্রিল ২০২৪, ০৫:৩৫

যত টাকায় বিক্রি হলো ৩২ কেজি ওজনের কাতল
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ। জেলেরা মাছটিকে উপজেলার পদ্মাপাড়ের আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন। পরে ৩২ হাজার টাকায় বিক্রি করেন।  শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে জালে মাছটি ধরা পড়ে। আড়তদার হৃদয় রাজবংশী বলেন, শনিবার ভোরে কাতল মাছটি আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার। পরে মাছ ব্যবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী, আড়তদার সুমন রাজবংশী রাধু ও আলম নামের এক ব্যক্তি মাছটি ৩২ হাজার টাকায় কিনে নেন। ক্রেতা না থাকায় ৪ ভাগে মাছটি কেনেন তারা।  মাছ ব্যবসায়ী তপন রাজবংশী বলেন, শুক্রবার মধ্যরাতে পদ্মায় মাছটি ধরা পড়ে। আজ ভোরে গোবিন্দ হালদার ৩২ কেজি ওজনের কাতল মাছটি আড়তে নিয়ে এলে আমরা চারজনে কিনে নিই। তিন ভাগ আমরা দুজন মাছ ব্যবসায়ী ও একজন আড়তদার এবং এক ভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম ভাই নিয়েছেন। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো শাহরিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, মাঝে মাঝে মাছের অভয়ারণ্য খ্যাত পদ্মায় বড় বড় আইড় মাছ, পাঙাশ মাছ ও বোয়াল মাছ ধরা পরে। শুক্রবার রাতেও বড় কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি৷ তবে বিস্তারিত কিছু জানি না।
৩০ মার্চ ২০২৪, ১২:২৬

পুকুরে মিলল ৯ কেজি ইলিশ
নোয়াখালীর হাতিয়াতে একটি পুকুরে ৯ কেজি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০-৫৫০ গ্রাম। এ খবর ছড়িয়ে পড়লে মাছগুলো দেখতে ভিড় জমান উৎসুক জনতা। বুধবার (২৭ মার্চ) ভোরর দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে।   এসব তথ্য নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আফছার উদ্দিন। তিনি বলেন, একটি গুচ্ছগ্রামে সাধারণত দুটি পুকুর থাকে। নিঝুমদ্বীপ ইউনিয়নের যুগান্তর কিল্লা গুচ্ছ গ্রামে দুটি পুকুর রয়েছে। যুগান্তর কিল্লার উত্তরের বড় পুকুরটি লিজ নিয়েছেন আবদুল মান্নান নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি এ পুকুরে গত কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছে। পুকুরটি ২৫টি পরিবার ব্যবহার করে। পুকুর থেকে মাছ ধরার জন্য তিনি গত কয়েক দিন ধরে পুকুরে সেচ মেশিন বসিয়ে পানি কমান। পানি কমিয়ে বুধবার ভোরর দিকে পুকুরের জাল ফেললে ৮-৯ কেজি ইলিশ ধরা পড়ে। আশা করা হচ্ছে এ পুকুরে আরও ইলিশ মাছ পাওয়া যাবে।   নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশ মাছও প্রবেশ করে। গত বছরও একই পুকুরে প্রায় ৪০-৪৫ কেজি ইলিশ ধরা পড়ে। এ বছর প্রথম ধামে এ ইলিশ গুলো ধরা পড়ে।   হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, বিষয়টি কেউ তাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে তিনি খোঁজ খবর নিবেন।   
২৭ মার্চ ২০২৪, ২১:৪১

ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।  রোববার (২৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। আটককৃতরা হলো- মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯)। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলার থেকে মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে। আটককৃত ব্যক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখের ছেলে। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ মার্চ ২০২৪, ১৯:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়