• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
কারখানার সীমানায় কুকুর হত্যা, বিড়ম্বনায় প্রতিষ্ঠান
একটি পাগল কুকুর যেনো বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ালো গাজিপুরে অবস্থিত এফ বি ফুটওয়্যারের। জুতা প্রস্তুতকারি এই প্রতিষ্ঠানটির কারখানায় একটি বেওয়ারিশ পাগল কুকুর মেরে ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর এই ঘটনার সঙ্গে জড়িত কারখানায় দায়িত্বরত গুড গার্ড সিকিউরিটি এন্ড প্রোপার্টি ম্যানেজমেন্টের সিকিউরিটি গার্ড। ঘটনা চলাকালিন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সজীব নামের এক ব্যক্তি। এরপর থেকেই অজ্ঞাতনামা কিছু লোক এফ বি ফুটওয়্যারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তাই না, এ ঘটনাকে কেন্দ্র করে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন কল ও এসএমএস দিয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তোলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ ঘটনায় এফ বি ফুটওয়্যার লিমিটেডের এইচআর অ্যাডমিনের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পুরো ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে ফেসবুকে ভিডিও শেয়ার করা ব্যক্তি মো. সজীব তার ভুল স্বীকার করেন। এরসঙ্গে আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘গত ২৮ জুন বেলা আনুমানিক ১০টায় আমার পার্শ্ববর্তী কারখানায় একটি কুকুরকে কোম্পানির নিরাপত্তা কর্মীরা মারধর করে এবং আমি সেটা মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করি। পরে জানতে পারি কুকুরটি পাগল ছিল এবং একটি ছাগলকে কামড়িয়ে মেরে ফেলেছে। যেহেতু স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে অনেক শ্রমিক কাজ করে তাই তাদের এবং অন্যান্য প্রানীর নিরাপত্তার স্বার্থে পাগল কুকুরটিকে ধরে মারা হয়েছে। আমি পুরোপুরি ঘটনা না জেনে একটি অসত্য তথ্য ছড়িয়ে সামাজিক বিভ্রান্তির সৃষ্টি করেছি এবং উক্ত প্রতিষ্ঠানের সম্মানহানি করেছি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মানসম্পদ বিভাগের প্রধান মো. মনজুরুল হাসান গণমাধ্যমে বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্য কারও কাম্য নয়। এমন একটি অমানবিক ঘটনা আমদের কারখানার সীমানায় ঘটে যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এতে মর্মাহত। ঘটনার পর থেকে কর্তব্যরত গার্ডদের বিরুদ্ধে আমরা গুড গার্ড প্রতিষ্ঠানে অভিযোগ দায়ের করি। প্রাথমিকভাবে দুজন গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তারা যেন বিষয়টি আরও কঠোরভাবে পরিচালনা করে সেই বিষয়েও আমরা নজর দিচ্ছি। তিনি আরও বলেন, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এফ বি ফুটওয়্যারের সম্মানহানী যেভাবে করা হচ্ছে সেটিও বিড়ম্বনার বিষয়। আমরা আইন অনুযায়ি বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু এরমধ্যে আমাদের প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে সেটির বিষয়েও আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আশা করব সবকিছুর একটি সুন্দর সমাধান হবে। সেটাই আমাদের চাওয়া। অন্যদিকে, সিকিউরিটি কোম্পানির ভাষ্য অনুযায়ী কুকুরটি একদিন পূর্বে কারখানার (এফ বি ফুটওয়্যার লি:) একটি ছাগল মেরে ফেলে এবং তার অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা যায়। কুকুরটি পাগল নিশ্চিত হলে ফ্যাক্টরির অন্যান্য প্রাণী (ছাগল -৬০টি, গরু-২৬ টি) এবং প্রায় ২৫০০ শ্রমিক কর্মচারীর নিরাপত্তার কথা বিবেচনা করে কুকুরটিকে মেরে ফেলা হয়।
০৬ এপ্রিল ২০২৪, ২০:৫৬

অস্কার আসরে তালি দিয়ে ভাইরাল অভিনেতা কুকুর
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে এবারের অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’। এদিকে দর্শক সারিতে বসা অতিথিরা। তাদের পাশের চেয়ারে বসা একটি কুকুর। ‘বার্বি’ তারকা রায়ান গসলিংসহ অতিথিরা যখন হাততালি দিচ্ছেন, তখন কুকুরটিও সামনের দু-পা দিয়ে সমভাবে তালি দিচ্ছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।  ডেইলি মেইলের তথ্য অনুসারে, ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার লাভ করেছে ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমা। এতে স্নুপ চরিত্রে অভিনয় করে কুকুরটি। প্রতিভাবান এ কুকুরের নাম মেসি। মেসি নামে কুকুরটির প্রশিক্ষণ দিয়েছেন লারা নামে এক নারী। কুকুরটি নিয়ে গত বছর মুখ খুলেছিলেন তিনি। ওই সময়ে লারা জানিয়েছিলেন, কান চলচ্চিত্র উৎসব থেকে নজর কাড়তে শুরু করে মেসি।   রহস্যজনকভাবে একজন মারা যান। ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। প্রশ্ন উঠে, এটা কি হত্যাকাণ্ড? ঘটনার বেশ কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলো নিহত ব্যক্তির লেখিকা স্ত্রীর দিকে সন্দেহ বাড়িয়ে দেয়। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমা। এটি নির্মাণ করেছেন জাস্টিন ট্রিট। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের অনেকে দাবি করেছিলেন, কুকুরটি অস্কার পুরস্কার পাওয়ার যোগ্য। যদিও তা হয়নি।
১১ মার্চ ২০২৪, ১৭:১২

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে মো. শাহ আলম (৪৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক মার গেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোতে থাকা আরও ৩ যাত্রী।  শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের বেপারী বাড়ি মৃত আইউব আলীর ছেলে। ফরিদগঞ্জ রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল জানান, ফরিদগঞ্জে রূপসা এলাকায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালক শাহ আলমসহ ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানায় ডিউটিরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এ এস আই) ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৯

মাংসের দোকানে কুকুর জবাই
বরিশাল নগরীতে রাস্তা থেকে কুকুর ধরে এনে মাংসের দোকানের পেছনে জবাইয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নগরী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শহরের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। অ্যানিমেল কেয়ার টিম নামে একটি সংগঠন জানায়, রায়হান নামের এক যুবক একটি বেওয়ারিশ কুকুর ধরে এনে মাংসের দোকানের পেছনে জবাই করে। বিষয়টি জানাতে পারলে মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন তারা। এসে দেখেন কুকুরটি জবাই করা হয়ে গেছে। অভিযুক্ত রায়হান নগরীর বটতলা এলাকার। সে ওই বাজারে মাংসের দোকানে কসাইয়ের কাজ করে। সংগঠনটির কর্মীরা বলে দাবি করেন, গরু ও খাসির মাংসের সাথে মিলিয়ে কুকুরের মাংস বিক্রির জন্যই কুকুরটি জবাই করেছে সে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানান, কুকুরের চামড়া ছাড়ানোর পর বোঝার উপায় নেই এটি কুকুর নাকি ছাগল। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা।  জানা গেছে, বটতলা বাজারে ১১টি মাংস বিক্রির দোকান আছে। সিটি করপোরেশনের তালিকাভুক্ত শহরের মধ্যে বাজার আছে ১৭টি। অর্ধশত মাংসের দোকান রয়েছে এসব বাজারে। এর একটিতে কাজ করে রায়হান। বটতলা বাজারের মাংস ব্যবসায়ী শামসুল আলম বলেন, তারা রায়হানকে চেনেন না। কুকুর জবাইয়ের কারণটিও তাদের জানা নেই। বিষয়টি তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ের সঙ্গে কোনো ব্যবসায়ী জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। জড়িত রায়হানের শাস্তি দাবি করছি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক বলেন, খবর পেয়ে অভিযুক্ত রায়হানের বাড়িতে আমরা অভিযান চালায়। তবে তাকে পাইনি। সে বটতলা বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী। সে ওই এলাকার দিলবাগ গলির বাসিন্দা মিন্টু মোল্লার ছেলে। এ ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়