• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
ওয়ানডে বিশ্বকাপ / আরটিভি বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান
ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় কেঁপেছে গোটা দুনিয়া। স্বাগতিক ভারতকে একরাশ হতাশায় ডুবিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। গত ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বৈশ্বিক এই মহারণের ১৩তম আসর অনুষ্ঠিত হয়। বৈশ্বিক এই ক্রীড়া আসরকে ঘিরে বাংলাদেশেও চোখে পড়ার মতো উন্মাদনা ছিল। সেই উন্মাদনায় পাঠকদের পাশে থাকার প্রত্যয়ে প্রায় দেড় মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু-থাউজেন টুয়েন্টি থ্রি উপলক্ষে আরটিভি ও ‘MAMA Noodles’ আয়োজিত ‘MAMA’ World Cup Quiz-2023 প্রতিযোগিতায় প্রতিদিন ক্রিকেট ইতিহাস থেকে শুরু করে মাঠের বিভিন্ন দিক ঘিরে দুটি করে কুইজ ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লক্ষাধিক পাঠকের মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৪২ জন চূড়ান্ত বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকার ২০ জন এবং ঢাকার বাইরের ২২ জন বিজয়ী ছিলেন। এই উপলক্ষে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীরা সশরীরে উপস্থিত হয়ে নিজেদের প্রাপ্ত পুরস্কার গ্রহণ করেন। এ সময়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ, কল্লোল থাই প্রেসিডেন্ট ফুডস বিডি লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার সাঈদ বিন মাসুদ ও আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রাকিব, আরটিভির হেড অব মার্কেটিং (জিএম) সুদেব চন্দ্র ঘোষ, প্রকৌশল ও সম্প্রচার বিভাগের প্রধান স্বপন কুমার ধর, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবু সাদিক মো. আলী, ডিএসএম’র প্রধান কবীর আহমেদ, আরটিভির অনলাইন ইনচার্জ মো. মাহমুদুল হাসান বিপুল এবং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ তরিকুল ইসলাম। পুরস্কার বিজয়ীরা হলেন- গ্র্যান্ড উইনার ১ (এলইডি টিভি) : লিজা আহমেদ গ্র্যান্ড উইনার ২ (মাইক্রো-ওভেন) : নিজাম উদ্দিন গিফট হ্যাম্পার বিজয়ীরা হলেন : রিয়াজ আহম্মেদ, সার্জু বেগম, মো. নুরুল আমিন, মহুয়া সুলতানা, ইশতিয়াক আহমেদ, আজিজুল হক, সানজিদা ইসলাম ইভা, চৈতী, সাদিয়া শারমিন, সাইফি, তাফহিম তাজওয়ার, আরাফাত হোসেন, আহাব আমিন, তাজমিরা আক্তার, মোহাম্মদ রাজন, শফিক, মিনহাজ জাহান পাপিয়া, মিজানুর রহমান, মনিরুজ্জামান, মেহেদী হাসান, ফাহিম, মোত্তালেব, বৈশাখী আক্তার, টিটু, সৈকত, নাহিদ হাসান, গোলাম মোস্তফা, রিদওয়ান অয়ন, সুমন মল্লিক, রায়হান আহমেদ, হোসেন মাহমুদ, মিজানুর রহমান, খোরশেদ, সাব্বির হোসেন, আয়েশা লুপা, আশরাফুল ইসলাম, তাপস চক্রবর্তী, তাসলিমা খাতুন, মাশরুর আব্দুল্লাহ এবং হাসান মাহমুদ রাজু।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়