• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
সম্প্রতি নিজের পারফরম্যান্সে ব্যাপক আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিন আগেই জোড়া হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি লিগে রীতিমত উড়ছেন সি’আর সেভেন। তবে এমন পর্যায়ে এসেও জোড়া সুসংবাদ পেলেন রোনালদো। সোমবার (৮ এপ্রিল) আল-হিলালের বিপক্ষে লাল কার্ড দেখেন রোনালদো। একই সঙ্গে তার দলও সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবার অসংযত আচরণের জন্য জরিমানার কবলেও পড়েছেন তিনি। এদিন একের পর এক সুযোগ মিস ও অফসাইডে গোল বাতিল হওয়ায় বেশ চাপে ছিলেন রোনালদো। তার চোখে মুখে হতাশ আর বিরক্তিও দেখা গেছে। সেই চাপেই কিনা শেষমেশ মেজাজ হারালেন সি’আর সেভেন। ম্যাচের ৮৬তম মিনিটে সময় ক্ষেপণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বসেন রোনালদো। ম্যাচে এর আগেই হলুদ কার্ড দেখা রোনালদোকে ফের কার্ড দেখান রেফারি। এতে বেশ ক্ষুব্ধ হলেও এই পর্তুগীজ মহাতারকাকে লাল কার্ড নিয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়। এমন আচরণে পর্তুগিজ তারকার ওপর ম্যাচ প্রতিবেদনে গুরুতর অভিযোগ এনেছেন রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি। ফলে দুই ম্যাচে নিষিদ্ধও হচ্ছেন রোনালদো। সেইসঙ্গে আর্থিক জরিমানাও থাকছে। সবমিলিয়ে এক রাতেই রোনালদোকে কয়েকদফা দুঃসংবাদ শুনতে হলো। খবর আল রিয়াদিয়া। শাস্তি হিসেবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে সৌদি ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি। একইসঙ্গে ২০ হাজার রিয়াল জরিমানাও করা হয়েছে। এর আগে, গত ফেব্রুয়ারিতে দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গির কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
১০ এপ্রিল ২০২৪, ১৬:৩১

রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
উড়ন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়লেন। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে আল-নাসরকে জয় এনে দেওয়া পর্তুগিজ মহাতারকা সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-হিলালের বিপক্ষে বনে গেলেন ভিলেন। হাইভোল্টেজ ম্যাচে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লেন জনপ্রিয় এই ফুটবল জাদুকর। সোমবার (৮ এপ্রিল) দুবাইয়ের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের জমজমাট সেমিফাইনালে আল-হিলালের মুখোমুখি হয় আল-নাসর। এদিন মাঠ জুড়ে শুরু থেকেই উত্তেজনার পারদ ছড়াতে থাকে।  প্রথমার্ধের যোগ করা সময়ে ওটাভিওর দারুণ গোলে এগিয়ে যায় নাসর। তবে উল্লাসে মাতার পরক্ষণেই রেফারির অফসাইডের পতাকা উঠতে দেখে অবাক হন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। কারণ, নিশ্চিত ছিলেন  অফসাইডের ফাঁদে পড়েননি তিনি। ডি-বক্সে ভেসে আসা দারুণ ক্রস ওটাভিওর কাছে আসার আগেই তা পায়ের স্পর্শে গোলে পাঠাতে চেয়েছিলেন অফসাইড পজিশনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই কি না বাধে বিপত্তি। গোল বাতিল হওয়ার পর ওটাভিওর হতাশা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে এগিয়ে যেতে না পারার হতাশা ভোলার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতেই  দুই গোল হজম করে পিছিয়ে পড়ে নাসর। ম্যাচের ৬১তম মিনিটে ফরোয়ার্ড সালেম আল দাউসারী লিড এনে দেওয়ার পর ৭২তম মিনিটে ব্যবধান দিগুণ করেন হিলালের ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। দুই গোল এগিয়ে যাওয়ার পর লিড ধরে রাখতে বাকি সময়ে রক্ষণাত্মক পজিশনে খেলা শুরু করে হিলাল। ফাইনালে যাওয়ার মিশনে গোল পেতে মরিয়া হয়ে উঠে আল-নাসর। একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ে তালগোল পাকিয়ে রোনালদো-ওটাভিও-মানেরা গোলের দেখা পাননি। একের পর এক সুযোগ মিস ও অফসাইডে গোল বাতিল হওয়ায় বেশ চাপেই ছিলেন রোনালদো। তার চোখে মুখে হতাশ আর বিরক্তিও দেখা গেছে। সেই চাপেই কিনা শেষমেশ মেজাজ হারালেন সি’আর সেভেন। ম্যাচের ৮৬তম মিনিটে সময় ক্ষেপণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বসেন রোনালদো। ম্যাচে এর আগেই হলুদ কার্ড দেখা রোনালদোকে ফের কার্ড দেখান রেফারি। এতে বেশ ক্ষুব্ধ হলেও এই পর্তুগীজ মহাতারকাকে লাল কার্ড নিয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়। এরপর ১০ জনের দল নিয়ে লড়াই চালিয়ে যায় নাসর। শেষদিকে সাদিও মানের গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি লুইস কাস্ত্রোর দল। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের কাছে প্রো লিগের শিরোপার দৌড়ে পিছিয়ে থাকা নাসর এবার সুপার কাপ থেকেও বিদায় নিলো।
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৩২

দেশে প্রথমবারের মতো চালু হলো ওমরাহ কার্ড
দেশে প্রথমবারের মতো মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি-কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই কার্ডের মাধ্যমে যারা পবিত্র ওমরাহ করতে সৌদি আরব যাবেন তারা খুব সহজেই দেশ থেকে অর্থ বৈধ উপায়ে সঙ্গে নিয়ে যেতে পারবেন।  জানা গেছে, এই কার্ড শুধু সৌদি আরবই নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ব্যবহার করা যাবে। যেমন, এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনসহ অনলাইনের মাধ্যমে ওমরাহর সংক্রান্ত যাবতীয় খরচাদি যেমন ভ্রমণ, খাবার, বাসস্থান, চিকিৎসা সেবা ইত্যাদির জন্য নিরাপদে পেমেন্ট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ কার্ড দিয়ে বাংলাদেশেও সব ধরনের লেনদেন করা যাবে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান বলেন, ন্যাশনাল ব্যাংকই প্রথমবারের মতো ১৯৯৭ সালে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবসার প্রচলন ঘটায়। যা পরবর্তীতে অন্যান্য ব্যাংক অনুসরণ করে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো দেশে মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ডের প্রচলন শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। উল্লেখ্য, অন্যান্য সময়ের তুলনায় পবিত্র হজ পালন করতে ব্যয় বেড়ে যাওয়ায় এখন ওমরাহর দিকে ঝুঁকছেন অনেক মানুষ। এ থেকেই ওমরাহ প্রিপেইড কার্ড চালু করার বিষয়টি বিবেচনায় আনে ন্যাশনাল ব্যাংক। তবে, ওমরাহ প্রিপেইড কার্ডটি পবিত্র হজ পালনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এছাড়া এই কার্ডের গ্রাহকদের জন্য কোনরূপ লোডিং ফি নেই। গ্রাহকদের কথা বিবেচনা করে এই কার্ডে কোনো ধরনের বার্ষিক কার্ড ফি বা লুকানো ফি রাখা হয়নি। কার্ড ইস্যু করার আবেদন প্রক্রিয়াও অনেক সহজ। কার্ডটি ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকের টিআইএন ও ট্যাক্স রিটার্ন কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র নির্দিষ্ট একটি ফরম পূরণের মাধ্যমে এবং ন্যূনতম তথ্য ও পাঁচ হাজার টাকা প্রাথমিকভাবে জমা দিয়ে ন্যাশনাল ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখা থেকে এই কার্ড ইস্যু করা যাবে।  
০২ এপ্রিল ২০২৪, ১০:২৯

এই গরমে পেট ঠান্ডা রাখবে মিলেট কার্ড রাইস
এই গরমে সারাদিন রোজা রেখে তেল-মসলাযুক্ত খাবার খেতে অনেকেই পছন্দ করে না। তখন পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এমন খাবারটাই তালিকায় রাখতে পছন্দ করেন। ফলে গরমে পেট খারাপ, বদহজমের সমস্যা এড়াতে খেতেই পারেন মিলেট কার্ড রাইস। শুনতে অদ্ভুত মনে হলেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদ। জেনে নিন রেসিপি- এর জন্য প্রথমে একটি পাত্রে ভালো করে ধুয়ে রাখা বাজরা (মিলেট) দিয়ে ১৫-২০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে নিন। মাঝারি আঁচে বাজরা রান্না করুন। রান্না হয়ে গেলে এটি ঠান্ডা করার জন্য আলাদা রাখুন। তারপরে একটি পাত্রে দই নিয়ে তাতে কুঁচি করা শসা, গাজর, পেঁয়াজ, সবুজ ধনেপাতা এবং ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর দইয়ে দুধ এবং লবণ দিয়ে নিন এবং ভালোভাবে মেশান। আপনি দুধের পরিবর্তে বাটারমিল্ক দিতে পারেন। এবার এই পুরো মিশ্রণটা একপাশে রাখুন। এবার একটি প্যানে কিছু তেল দিয়ে তাতে সরিষা দিন। এরপর অরহর ডাল, ছানার ডাল, হিং, চিনাবাদাম, শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং কারিপাতা দিন। কয়েক সেকেন্ডের জন্য ভাজুন, যাতে তা থেকে কাঁচা গন্ধ না বের হয়, সেই দিকে নজর রাখতে হবে। মাঝারি আঁচে ভাজার চেষ্টা করবেন, নাহলে পুড়ে যেতে পারে। এবার আগে থেকে সরিয়ে রাখা বাজরা দই মিশ্রণে গরম গরম সব মিশিয়ে দিন। তারপরে ভালো করে মিশিয়ে নিন। ব্যস, এবার তৈরি হয়ে গেল আপনার মিলেট কার্ড রাইস।
৩০ মার্চ ২০২৪, ১৬:২৪

কেমন ছিল নায়ক মান্নার ভিজিটিং কার্ড
ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না; যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।   সম্প্রতি এই চিত্রনায়কের দুটি ভিজিটিং কার্ড প্রকাশ্যে এসেছে। এর মধ্যে একটি কার্ডে দেখা যাচ্ছে, মান্নার পুরো নাম লেখা— এস এম আসলাম তালুকদার মান্না। কার্ডে তার পদবি হিসেবে দেওয়া আছে— মুভি স্টার, প্রডিউসার, ও ডিস্ট্রিবিউটর জেনারেল সেক্রেটারি। ওই সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন মান্না।   কাকরাইলের ঠিকানাসহ ৯ ডিজিটের একটি মোবাইল নম্বরও দেওয়া আছে মান্নার সেই ভিজিটিং কার্ডে। তবে ধারণা করা হয়, ২০০৮ সালে তিনি মারা যাওয়ার আগের সময়ের ভিজিটিং কার্ড এটি।      ওপর ভিজিটিং কার্ডটি হালকা ধূসর রঙের। খুব সম্ভবত এই কার্ডটি মান্নার ক্যারিয়ারের মাঝামাঝি সময়ের হতে পারে। যে কার্ডে শুধুই তার মান্না নামটি ব্যবহার করেছেন। নামের নিচেই রয়েছে নায়কের পদবি মুভি স্টার এবং ফিল্ম প্রডিউসার। কার্ডের এক পাশে আছে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্রের নাম ও ঠিকানা এবং আরেক পাশে তার ফোন নম্বর দেওয়া।  মৃত্যুর আগ পর্যন্ত সাড়ে তিনশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও। কিন্তু এই নায়কের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান মান্না। পরবর্তীতে কাজী হায়াত নির্মিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমা দিয়ে মান্না হয়ে ওঠেন পরিচালক-প্রযোজকদের নির্ভরযোগ্য নাম।     মান্নার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— ‘আম্মাজান’, ‘শান্ত কেন মাস্তান’, ‘লাল বাদশা’, ‘বীর’, ‘কাবুলিওয়ালা’, ‘লুটতরাজ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘পিতা মাতার আমানত’সহ ইত্যাদি। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন মান্না।       
২১ মার্চ ২০২৪, ০৯:৪৯

ভিসা কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ভিসা নেটওয়ার্কের আওতায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মাল্টিকারেন্সি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড নিয়ে এলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ইএমভি চিপযুক্ত এবং থ্রিডি সিকিউরড কন্ট্যাক্টলেস সুবিধাসহ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শপিং আউটলেট এবং বিভিন্ন হাসপাতালের জন্য বেঙ্গল কার্ডে রয়েছে আকর্ষণীয় অফার।  রোববার (১০ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।  এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ও এস এম ফারুকী হাসান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, ভিসার দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আশিষ চক্রবর্তী, আইটিসি পিএলসি এর বিজনেস ডিরেক্টর ওসমান হায়দার, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
১৯ মার্চ ২০২৪, ১৫:৩০

ফুটবলে তিন পরিবর্তন, নীল কার্ড নিয়ে যে সিদ্ধান্ত হলো
লালকার্ড ও হলুদকার্ডের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নীল কার্ড ব্যবস্থা ফুটবল অঙ্গনে হইচই ফেলে দেয়। তবে এখনই চালু হচ্ছে না নীল কার্ড ব্যবস্থা। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার (২ মার্চ) স্কটল্যান্ডে আইএফএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে তিনটি বিষয়ে নতুন আইন অনুমোদন করা হয়েছে। জানা গেছে, নীল কার্ড প্রসঙ্গে সিদ্ধান্ত না হলেও হ্যান্ডবল, পেনাল্টি কিক ও গোলকিপার কর্তৃক বল ধরে রাখার বিষয়ে তিনটি নতুন আইন অনুমোদন করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। শনিবার আইএফএবি’র বার্ষিক সাধারণ সভা পর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও নীল কার্ড বিষয়ে কিছু বলা হয়নি। এতে তিনটি আইন পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথমটি হচ্ছে- ইচ্ছাকৃত হ্যান্ডবল হলেই লাল কার্ড দেখানো হবে। দ্বিতীয়টি- বর্তমানে একজন গোলকিপার ৬ সেকেন্ড পর্যন্ত বল দখলে রাখতে পারেন, এটি ৮ সেকেন্ডে উন্নীত করা হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে- পেনাল্টি কিকের সময় বল নির্দিষ্ট স্পটের ঠিক মাঝখানেই রাখতে হবে, এত দিন যা আইনে স্পষ্ট ছিল না। বর্তমানে রেফারিরা লঘু অপরাধের ক্ষেত্রে হলুদ কার্ড এবং একই অপরাধের পুনরাবৃত্তি ও গুরু অপরাধের ক্ষেত্রে লাল কার্ড দেখিয়ে থাকেন। ফুটবলে শৃঙ্খলা বাড়ানোর ভাবনা থেকে নীল কার্ড চালুর কথা এসেছে। এ কার্ডের নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় নীল কার্ড দেখলে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে থাকবেন। ম্যাচের কোনো কর্মকর্তার প্রতি অশোভন আচরণেও এই শাস্তি দেওয়া হবে। তবে ফিফার আপত্তিতে সেটি এখন আটকে গেছে।  ফুটবলে নতুন আইন সংযোজন করতে হলে আইএফএবি এজিএমে অনুমোদন পেতে হয়। আর অনুমোদনের জন্য দরকার হয় ৮ ভোটের মধ্যে কমপক্ষে ৬টি। চারটি ভোটের মালিক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন, বাকি চারটি ফিফার। স্কটল্যান্ডে এজিএম অনুষ্ঠানের আগের দিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরাসরিই বলে দেন, ফিফার শীর্ষস্তর ‘নীল কার্ড’ ব্যবহারের বিরোধী।  গত বছরের নভেম্বরে নতুন এই কার্ডের প্রস্তাব এসেছিল। সে সময়ে ফুটবল সংশ্লিষ্ট আইনপ্রণেতারা দাবি করেছিলেন, ম্যাচ অফিসিয়ালদের প্রতি খেলোয়াড়দের আচরণকে নিয়ন্ত্রণে আনতে এই নিয়ম দরকার। তারা এ-ও মনে করেন, যদি কোনো ফুটবলার কৌশলগত এমন কোনো ফাউল করেন, যা লালকার্ড দেওয়ার মতো নয়; আবার হলুদকার্ডও কম হয়ে যায়; তখন রেফারি নীলকার্ড ব্যবহার করবেন। নীল কার্ডের ব্যবহার হিসেবে একটি উদাহরণও উঠে এসেছে। ২০২০ ইউরোর ফাইনালে লক্ষ্যভেদ করতে যাওয়ার একপর্যায়ে ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েললিনি পেছন থেকে ইংল্যান্ডের খেলোয়াড় বুকায়ো সাকাকে জার্সিতে টেনে ধরছিলেন। তখন নীলকার্ডের প্রচলন থাকলে, ইতালিয়ান ডিফেন্ডারকে তা দেখানো যেত।
০৩ মার্চ ২০২৪, ০৫:১৮

পাসপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড জালিয়াতি, গ্রেপ্তার ১
রাঙামাটিতে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইডি কার্ড ও সিল জালিয়াতি করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি কম্পিউটার ট্রেনিং সেন্টারের আড়ালে এসব জাল-জালিয়াতি করতেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার প্রতারকের নাম নুরু জালাল মুন্না (৩১)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটি শহরের মিনি সুপার মার্কেটে ‘সাইফুল আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নুরু জালাল মুন্না। তিনি ইলেকট্রনিক্স ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সিল মোহরসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট জাল করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছে। পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ মুন্নাকে গ্রেপ্তার করে। তিনি শিমুলতলীর বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সামগ্রী, পুলিশের জাল আইডি কার্ড, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্যাড, ভুয়া জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ডেলিভারি স্লিপ, সিল মোহরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।  বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী। তিনি বলেন, পুলিশ এক ব্যক্তির পাসর্পোট ভেরিফিকেশন করতে গিয়ে দেখেন ঠিকানার সঙ্গে ছবির ব্যক্তির মিল নেই। উক্ত ব্যক্তি পুলিশকে জানান, তিনি কোনো পাসপোর্ট করতে দেননি। তার কথার সূত্র ধরে পুলিশের সন্দেহ হয়, এ জাল জালিয়াতির সঙ্গে সাইফুল কম্পিউটার ট্রেনিংয়ের মুন্না জড়িত থাকতে পারে। কোতয়ালী থানার এসআই মো. মামুনের নেতৃত্বে পুলিশ মুন্নাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করে। এতে মুন্নার জাল জালিয়াতির অনেক তথ্য পায়।  এ দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, কম্পিউটার ট্রেনিং সেন্টারের আড়ালে মুন্না বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া পাসপোর্টসহ বিভিন্ন জাল আইডি কার্ড বানিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাকে কোর্টে তুলে রিমাণ্ডের আবেদন করবো এবং তার সঙ্গে আরও কারা জড়িত আছেন তা খুঁজে বের করবে পুলিশ।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক সংস্থা দ্য ক্যাটো ইনস্টিটিউট দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের দুঃসংবাদ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে মাত্র ৩ শতাংশ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড (আবাসন) দেওয়া হবে। সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি। খবর হিন্দুস্থান টাইমসের। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং বৈধ কর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এক গ্রিন কার্ড পূর্বে বসবাস ও কর্মসংস্থান উভয় কাজে ব্যবহৃত হত। তবে বর্তমানে দুটির কাজের জন্য দুটি আলাদা কার্ড গ্রহণ করতে হয়। ক্যাটো ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৪৭ লাখ গ্রিন কার্ডের জন্য আবেদন পড়েছে। আর কর্মসংস্থানের জন্য ১৮ লাখ আবেদন পড়েছে। এই সংখ্যক আবেদনের মধ্যে এবার বৈধ আবাসনের জন্য ৩ শতাংশ এবং কর্মসংস্থানের জন্য ৮ শতাংশ আবেদনকারীর আবেদন মঞ্জুর করে গ্রিনকার্ড প্রদান করবে যুক্তরাষ্ট্র। চলতি বছর ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়। উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে গ্রিন কার্ড ইস্যুর হার সীমিত রাখার নীতি মেনে চলছে যুক্তরাষ্ট্র।  
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৪

দেশে ফিরেই পরীর সঙ্গে ফাইনাল কথা বলবেন মারুফ
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় নায়ক কাজী মারুফ। সেখান থেকেই ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সিনেমার জন্য নায়িকা হিসেবে অভিনেতার পছন্দের তালিকায় রয়েছেন পরীমণি। ইতোমধ্যে ‘রাজা গোলাম’ সিনেমায় অভিনয়ের বিষয়ে পরীমণির সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন সিনেমাটির নির্মাতা। এবার জানা গেল, দেশেই ফিরেই নায়িকার সঙ্গে চূড়ান্ত আলাপ করবেন মারুফ। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে মারুফ বলেন, ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। সিনেমার গল্প পরীমণিকে শোনানো হয়েছে। তবে ফাইনাল কোনো কথা হয়নি। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ করব।   তবে এর আগে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তি দেবেন বলে জানান মারুফ। এরপরই একটানা শুটিং হবে ‘রাজা গোলাম’ সিনেমার। জানা গেছে, ‘গ্রিন কার্ড’র মুক্তিকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমার গান মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন মারুফ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ। শুধু তাই নয়, পারিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।    ‘গ্রিন কার্ড’ সিনেমায় মারুফের বিপরীতে দেখা যাবে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন— নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়