• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
কখন কারামুক্তি পাচ্ছেন ফখরুল-খসরু
সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইতোমধ্যে তাদের কারামুক্তির জন্য প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুই বিএনপি নেতারা আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ও আমীর খসরুকে যেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেসব মামলায় তারা জামিন পেলেও যেহেতু আদালতে হাজিরার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ছিল। এখন সেসব ওয়ারেন্ট প্রত্যাহার করার আইনি বিধান রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করছি। এগুলো দুপুরের মধ্যে শেষ হলে তারা মুক্তি পাবেন। আশা করি, বিকালেই প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের কাগজপত্র কারাগারে পৌঁছে যাবে। এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বুধবার মির্জা ফখরুল ও আমীর খসরুকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের। এই মামলার জামিনের আগে আরও ১০টি মামলায় তাদের জামিন হয়েছে। গ্রেপ্তার দেখানো সব কটি মামলায় দুই বিএনপি নেতার জামিন হওয়ায় এখন আর তাদের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সব মামলায় জামিন হয়ে যাওয়ায় মির্জা ফখরুল ও আমীর খসরুর মুক্তি পেতে এখন আর কোনো বাধা নেই। গত বছরের ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আর আমির খসরু মাহমুদ চৌধুরীকে ২ নভেম্বর রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হত্যার মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়