• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন করে স্ত্রীকে মারধরের অভিযোগে রিপন মিয়া (২৬) নামে এক মাদকসেবী স্বামীকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া পৌরসভার দেবগ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিপন মিয়া মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে তিনি প্রায়ই তার স্ত্রীর উপর অত্যাচার করতেন। মঙ্গবার দুপুরে রিপন মিয়া মাদক সেবন করে স্ত্রীকে মারধর করলে তার স্ত্রী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।   এরপর বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে তাকে আটক করে দু’মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
১৭ এপ্রিল ২০২৪, ১৩:৫৩

বান্দরবানে আরও ১ কুকি-চিন সদস্য কারাগারে
বান্দরবানে হাও লিয়ান বম (৬৭) নামের সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাও লিয়ান বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার ঙুনৎিলর বমের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের জিআরও বিশ্বজিত সিংহ। তিনি জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আরও একজনকে আদালতে হাজির করা হয়। লিয়ান বম নামে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইসুমা সুলতানা।  উল্লেখ্য, রুমা-থানচিতে একই ঘটনায় ৬৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
১৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৮

কুকি-চিনের আরও ৪ সদস্য কারাগারে
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক হওয়া আরও ৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন রুমার রেমাক্রি প্রাংশা ইউপির লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউপির কুহালং ইউপির লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫), বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ। তিনি বলেন, আটক আসামিদের আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ প্রেক্ষিতে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা এক গাড়ির চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:০৪

নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনার আমতলীতে চাঞ্চল্যকর হিরন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় ৬৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত হিরন গাজীর স্ত্রী তাছলিমা বেগম।  মামলার এজাহারভুক্ত প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ এপ্রিল) সকালে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে হিরন জানতে পারেন নয়ন মৃধা তার সমর্থকদের নিয়ে পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেনার জন্য টাকা বিতরণ করছেন। এই তথ্য জানার পরে তাদের বাধা দিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে হিরন বের হন। তার সঙ্গে আরও ১০ থেকে ১২ জন গিয়েছিলেন। প্রতিপক্ষের লোকজন হিরনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ আরও ১৫ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধা, সন্দেহভাজন সোহাগ প্যাদা, মাহবুব, গোলাম কিবরিয়া ও মেহেদি নামে পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মোর স্বামীরে আবুল বাশার নয়ন মৃধা তার ভাই এ জেড এম ছালেহ পান্নু মৃধা ও আবুল কালাম আজাদের নেতৃত্বে খুন করা হয়েছে। আমি এই খুনের কঠিন বিচার চাই।’ আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হিরন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে তার স্ত্রী বৃহস্পতিবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
১২ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

কারাগারে কেএনএফের ৫২ সদস্য
বান্দরবানের রুমা ও থানচিতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫২ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) তিন দফায় আসামিদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। পরে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন থানচির ভান লাল বম, রোয়াংছড়ির ভানুনুন নুয়াম বম, থানচির জেমিনিউ বম, আমে লনচেও বম, রুমার ভানলাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়ল কমলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), লাল রাম তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫), জৌনুন সাং বম (৪৫), বান লাল সম (৩৩), লালদাম লিয়ান বম (৩৬), রেম থন বম (৩০), সাপলিয়ান থাং বম (২১), লম জুয়েল লম (৫০), পাসুম বম (৪৪), লাল শাওসম বম (৩৭), বানরোয়াথ ময় বম (২৩), লাল রোয়াই বম (৫২), লাল কিমপার বম (৪০), লাল রোয়াই বম (৫২), লাল কিম পার (৪০), লাল রোয়াথ লন বম (৪৫), লাল প্লেং কিম বম (২৯), রৌসাং লিয়ান বম (৩০), লাল পাংপুই বম (২০), বারৌ সাং বম (৩০), লাল ইমানুয়েল বম (৪৩), লাল কিম সাং বম (২৫), সুনপার লিয়ান বম (৩৩), জেমস মিল্টন বম (৩৪), রাম থাম লিয়ান বম (১৯), মেলরী বম (২৬), জিং রোল এং বম (৩০), বান রিম কিম বম (৩৫), লেরী বম (২৩), নেমপেল বম (৩৮), লাল তানহকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), লাল নুন কিম বম (২৫), লাল নুন রম (২৩), লাল নু এং বম (১৯), টিনা বম (১৯), লাল নুন জির বম (৩৩), জিংরেম বম (২০), আলমন বম (২৩), ঙানইন কিম বম (৩০), লালসিংপার বম (২৬) ও শিউলি বম (২১)। তারা সবাই থানচি ও রুমার বাসিন্দা। এর আগে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় এ ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। কোট পুলিশ পরিদর্শক এ কে ফজলু হক ৫২ কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা হয়েছে। এসব মামলায় তাদের আটক করা হয়।
০৯ এপ্রিল ২০২৪, ১৯:১৮

লক্ষ্মীপুর জেলা কারাগারে আসামির মৃত্যু
লক্ষ্মীপুর জেলা কারাগারে ছেলে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। মৃত বেলায়েত রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে।  নিজের ছেলেকে হত্যার ঘটনায় আদালত তাকে ১০ বছরের সাজা দেন। জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালেই নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বেলায়েত হোসেনকে কারাগারে আনা হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, বেলায়েত হোসেনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পথেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। কি কারণে তার মৃত্যু হয়েছি এখনই বলতে পারছি না। মরদেহ মর্গে রয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩

কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) আদিয়ালা কারাগারে বসা আদালতে শুনানির সময় ইমরান খান নিজেই এই অভিযোগ করেন। বিচারকের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা বলেন, সাব-জেলে বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। তার ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে। আমি জানি, এর পেছনে কার হাত রয়েছে। এসময় ইমরান খান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান। আদালত পিটিআই নেতার অভিযোগের প্রেক্ষিতে কোনো নির্দেশ জারি করেননি। তবে তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য লিখিত আবেদন জমা দিতে বলেছেন। এর আগে, আদালতে হাজিরা দেওয়ার ফাঁকে সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেছিলেন বুশরা বিবি। তিনি বলেছিলেন, শবে মেরাজের সময় কারা কর্তৃপক্ষের দেওয়া খাবার ও পানি খুবই তেতো ছিল। তখন তার খাবারে ‘তিন ফোঁটা টয়লেট ক্লিনার’ মেশানো হয়েছিল। বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে বুশরা বিবি এখন রাজধানী ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী রয়েছেন। ওই বাড়িকেই সাব–জেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৩৪

কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ
ভারতে আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১ এপ্রিল) কেজরিওয়ালের উপস্থিতিতে শুনানি শেষে এ রায় দেন দিল্লির রোজ এভিনিউ আদালত।  এর আগে আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আগে অবশ্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার তলব করেছিল ইডি। কিন্তু কোনোবারই সাড়া দেননি তিনি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে দক্ষিণ ভারতের একটি মদ প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং দলটির কেন্দ্রীয় নেতা সঞ্জয় সিং। চুক্তির শর্ত অনুযায়ী, দিল্লিতে ওই কোম্পানির ব্যবসার সুবিধার জন্য সরকারি মদবিক্রয় নীতিতে পরিবর্তন আনবে দিল্লির রাজ্য সরকার এবং তার বিনিময়ে ১০০ কোটি রুপি ঘুষ দেবে ওই কোম্পানি। এ অভিযোগে গত বছর মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে ইডি। পরে জিজ্ঞাসাবাদকালে তাদের বয়ানে উঠে আসে মুখ্যমন্ত্রী  কেজরিওয়ালের নাম। আম আদমি পার্টির (এএপি) অভিযোগ, কেজরিওয়ালকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে ইডির অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না এবং জিজ্ঞাসাবাদের সময় অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন তিনি।  এদিকে সোমবার রায়ের পর আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে নিজের এ অবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করেছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যা করছেন, তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।’ প্রসঙ্গত, ভারতের ইতিহাসে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যাকে পদে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। আম আদমি পার্টি জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালই থাকবেন এবং কারাগার থেকে তিনি সরকার পরিচালনা করবেন।
০১ এপ্রিল ২০২৪, ১৭:৪০

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাসমত আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।  সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসমত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কারারক্ষী আবুল কালাম বলেন, সকালের দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসমত আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তবে কি মামলার আসামি ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
০১ এপ্রিল ২০২৪, ১৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়