• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
মস্কোয় হামলাকারী কারা এই আইএস-কে?
রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।  এই হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। তারা ইসলামিক স্টেট বা আইএসের একটি শাখা। খবর রয়টার্সের। শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রকাস সিটি হলে পাঁচ বন্দুকধারী হামলা চালায়।  ঘটনার পর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএস-কে এই হামলার দায় স্বীকার করে নেয়।  দায় স্বীকারের পর আইএস-কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে গোষ্ঠীটির উত্থান ও মস্কোয় হামলার কারণ বিশ্লেষণ করা হয়েছে। হামলায় জড়িত আইএসের শাখা সংগঠনটির পুরো নাম পুরো নাম ইসলামিক স্টেট খোরাসান, সংক্ষেপে আইএস-কে।  ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান অঞ্চলে (পুরনো নাম) সক্রিয় রয়েছে সংগঠনটি। মূলত ২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এর উত্থান। চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে কম সময়েই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি।তবে ২০১৮ সালের পর থেকে তাদের সদস্য সংখ্যা কমে এসেছে।  আফগানিস্তানের ভেতরে, বাইরে, মসজিদ এবং অন্যান্য স্থাপনায় হামলার জন্য ইসলামিক স্টেট খোরাসানের কুখ্যাতি রয়েছে। এ বছরের শুরুর দিকে জানা যায়, ইরানে জোড়া বোমা হামলায় প্রায় ১০০ মানুষের মৃত্যুর পেছনে দায়ী ছিল আইএসের এই শাখাটি।  এদের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ার দূতাবাসে হামলা ও ২০২১ সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। যুক্তরাষ্ট্রের দাবি, ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর দেশটিতে আইএস-কের মতো গোষ্ঠীগুলোর বিষয়ে ওয়াশিংটনের গোয়েন্দা তথ্য জোগাড় করার সক্ষমতায় ঘাটতি দেখা দিয়েছে। রাশিয়ার মস্কোয় হামলার ঘটনার সপ্তাহ দুয়েক আগে নিরাপত্তা নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।  গত ৭ মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থিদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। এ সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল। সেই সঙ্গে সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল। এছাড়া এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, আইএস-কে শিগগিরই বড় ধরনের হামলা চালাতে পারে। মস্কোয় এই ভয়াবহ হামলাকে আইএস-কের সহিংস কর্মকাণ্ডে নাটকীয় উত্থান হিসেবে দেখা হচ্ছে।  বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসছিল।  তারা বারবার পুতিনের সমালোচনা করেছে। এছাড়া মুসলিমদের বিরোধিতায় বিভিন্ন কার্যক্রমে রাশিয়ার অংশগ্রহণও ভালোভাবে নেয়নি সংগঠনটি। বিশ্লেষকদের মতে, আইএসআইএস-কে এর ক্ষমতা বেড়ে চলেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপরেও তারা হামলা চালানোর মত শক্তিশালী হয়ে উঠতে পারে। 
২৩ মার্চ ২০২৪, ১৫:৪২

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি
বর্তমানে বিভিন্ন জায়গাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে কারও দোকান পুড়ে যাচ্ছে তো কারও বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃটিশ মডেল-অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি।  গত ১৪ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত কারা ডেলেভিনের  বিলাসবহুল বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।  যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে জানায়, বাড়িটির পেছনে প্রচন্ড আগুনের শিখা দেখতে পান ফায়ারকর্মীরা। দুতলা বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৪ জন কর্মী ২ ঘণ্টা কাজ করেন। কিন্তু ততক্ষণে কারা ডেলেভিনের বাড়ির ছাদের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়। সেসময় যুক্তরাজ্যে ছিলেন এই অভিনেত্রী।    ইনস্টাগ্রাম পোস্টে কারা ডেলেভিন লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি এটি বিশ্বাস করি না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়।’      স্টুডিও সিটিতে অবস্থিত কারা ডেলেভিনের বিলাসবহুল এই বাড়িটি। ২০১৯ সালে বাড়িটি কেনেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স জানায়, বাড়িটির মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।  প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষ কারা ডেলেভিন। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ অভিনয় করেছেন তিনি। প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও দেখা গেছে তাকে।  সূত্র : সিএনএন    
১৯ মার্চ ২০২৪, ০৯:৫১

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে কারা বাদ পড়লেন, নতুন যারা এলেন
দীর্ঘ আট মাস পর বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আলোচনা গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। অবশেষে জানা গেছে চলতি বছরে কারা বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং আগের কারা বাদ পড়লেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সভা শেষে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে আগের বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরি ও আফিফ হোসেন ধ্রুব। যদিও তামিম আগেই নিজেকে চুক্তির বাইরে রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন। এ ছাড়া চোটের কারণে চুক্তির বাইরে এবাদত। অন্যদিকে বিপিএলে নিজেকে এখনও মেলে ধরতে পারেনি আফিফ হোসান। তাই তাকেও চুক্তি বাইরে রেখেছে বিসিবি। নতুন করে চুক্তিতে জায়াগা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। এ ছাড়া চুক্তিতে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে তিন ফরম্যাটের চুক্তিতে থাকা পেসার তাসকিন আহমেদ এবার বাদ পড়েছেন টেস্টের চুক্তি থেকে। একনজরে কেন্দ্রীয় চুক্তি : তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম। টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম। টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী ও কাজী নুরুল হাসান সোহান।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৯

বিরোধী দল কারা হচ্ছেন, ইঙ্গিত দিলেন ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন পার হলেও বিরোধী দল হওয়ার বিষয়টি এখনও সুরাহা হয়নি। ইতোমধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার তারিখও ঘোষণা হয়েছে গেছে। তবে তার আগেরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধরে নিন দ্বিতীয় বৃহত্তম দলই সংসদের বিরোধী দল হচ্ছে। তাহলে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী হয়ে যাচ্ছে কি না? সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে? তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি, নট আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি। এর আগে, গত ১৮ জানুয়ারি বিরোধীদলীয় নেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) নেতা নির্বাচন করে জাতীয় পার্টি। এ ছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করে। তাদের একটি অংশও জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হতে চাচ্ছে।
২২ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮

কারা হেফাজতে মৃত্যুর রেকর্ড
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যুর ঘটনা কমছে না। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার পরও ২০২৩ সালে কারা হেফাজতে রেকর্ড ১০৬ জন মারা গেছেন। এর মধ্যে শুধু নভেম্বরেই মৃত্যু হয়েছে ১১ জনের। সম্প্রতি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত বছর কারা হেফাজতে ৬ বিএনপি নেতাসহ বিচারাধীন মামলার ৬৪ জন আসামি এবং দণ্ডিত ৪২ জন আসামি মৃত্যুবরণ করেছেন। আর ২০২২ সালে কারা হেফাজতে বিচারাধীন মামলার ৩৭ ও দণ্ডিত ২৮ জনসহ ৬৫ জন মৃত্যুবরণ করেছিলেন।  আসক জানিয়েছে, গত ৫ বছরে কারা হেফাজতে ৩৮৫ জন মারা গেছেন। ২০২১ সালে দণ্ডিত ৫২ ও বিচারাধীন মামলার ২৯ জনসহ ৮১ জন, ২০২০ সালে দণ্ডিত ৩০ ও বিচারাধীন মামলার ৪৫ জনসহ ৭৫ জন এবং ২০১৯ সালে দণ্ডিত ৪২ ও বিচারাধীন মামলার ৩৬ জনসহ ৫৮ জন মারা গেছেন। সবশেষ  গত ১৪ জানুয়ারি চাঁদপুর কারাগারে বিচারাধীন হত্যা মামলার আসামি ব্রজলাল পাটিকর মারা যান। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মানবাধিকার সংগঠনটির হিসেবে, পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ১০৬ জন কারা হেফাজতে মারা গেছেন। আর বিভাগ হিসেবে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়।
২১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৮

সংসদে বিরোধী দল হচ্ছে কারা?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করে দেওয়া হয়েছে। তবে সংসদে বিরোধী দল কারা হবে এ নিয়ে প্রশ্ন উঠছে। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিরা। দেশের সংবিধান বা কোনো আইন-বিধিতে বিরোধী দল ইস্যুতে স্পষ্ট নির্দেশনা নেই, কেবল সংসদের কার্যপ্রণালী বিধিতে ‘বিরোধীদলীয় নেতা’ কথাটি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, ‘বিরোধী দলের নেতা অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা।’ আরও পড়ুন : ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই হয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পদধারী নেতা, নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্বতন্ত্ররা মিলে জোটবদ্ধ (গ্রুপ) হলে তারাই হবে প্রধান বিরোধী দল এবং তাদের একজন হবেন বিরোধীদলীয় নেতা। সোমবার (৮ জানুয়ারি) সংসদে এখন বিরোধী দল কে হবেন এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তারা তাদের অবস্থান কি, যতক্ষণ না পর্যন্ত তারা একসঙ্গে থাকবেন নাকি নিজেরা জোট করবেন নাকি তারা আলাদা আলাদা থাকবেন সেটা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কাকে বলা হবে তার জন্য অপেক্ষা করতে হবে। বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটাই করতে চাই।’ আরও পড়ুন : সামনে ৩ চ্যালেঞ্জ দেখছেন ওবায়দুল কাদের বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ সংসদের এমপি হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছিলেন, আসলে আমরা তো স্বতন্ত্ররা আলাদা আলাদা সবার জায়গা থেকে। আজকে শপথের পর আমাদের কাছে সময় আছে। আমরা আলোচনা করে যেটা ভালো হয়, সেটাই করব। তিনি আরও বলেন, আসলে বিরোধী দলের নেতা হওয়ার জন্য আমরা স্বতন্ত্ররা নির্বাচন করিনি। আমরা আমাদের নিজ এলাকার যে নৌকার মাঝি তার বিপক্ষে নির্বাচন করেছি। আমরা নৌকার পক্ষেই। আওয়ামী লীগের নৌকাটা তারা ঠিকই পাইছে, কিন্তু বৈঠাটা আমরা পেয়েছি। বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা পংকজ নাথ বলেন, তারা মূলত আওয়ামী লীগ মনোনীত স্বতন্ত্র। সংসদ নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাদের অভিভাবক। সংসদ নেতা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত। এখন পর্যন্ত তার সঙ্গে বিরোধী দল গঠনের বিষয়ে কারও আলোচনা হয়নি। আরও পড়ুন : চালসহ বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্য হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সংসংদে বিরোধী দল করা হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্ধতিটা কেন আপনাকে বলব? এটা নতুন সরকার বসুক। সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। সব বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন। নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অব দ্য হাউজ পরিস্থিতি, বাস্তবতা, করণীয় বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এজন্য সবাইকে অপেক্ষায় থাকতেও অনুরোধ করেন তিনি। এদিকে বিরোধী দল করা হবে এমন প্রশ্নের উত্তরে চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেন, বিরোধী দলের ব্যাপারে তো সরকারি দলের করণীয় কিছু নাই। বিরোধী দলের যারা আছেন তারা মিলে সংবিধানের আলোকে ঠিক করবেন। রাজনীতি ও আইন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীরা চাইলে বিরোধী দল হিসেবে থাকতে পারেন। আবার তারা যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত, তাই তারা এই দলটিতেও যোগ দিতে পারেন। তবে স্বতন্ত্র প্রার্থীরা কী করবেন তা পুরোপুরি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে করছে বলেও মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জিতেছে আওয়ামী লীগ এবং একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা, ৬২টি আসন পেয়েছে।
১২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯

বিরোধী দল কারা হবে, যা বললেন আইনমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন। তবে, আপতত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছে না। সব কিছু মিলেয়ে এবার সংসদে বিরোধী দল কারা হবেন এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। বুধবার শপথ নেওয়ার পর স্বতন্ত্রদের অবস্থান জানা যাবে। তাদের অবস্থান ঘোষণা হওয়ার পরই বিরোধী দল কারা হবে, তা বুঝতে পারবেন। আনিসুল হক আরও বলেন, স্বতন্ত্ররা আওয়ামী লীগ হিসেবে নির্বাচিত হননি, তাদের প্রতীক ভিন্ন ছিল। কাজেই স্বতন্ত্ররা আওয়ামী লীগার, এটি মুখের কথা হতে পারে। কিন্তু বাস্তবতার কথা তা নয়।  তিনি বলেন, স্বতন্ত্ররা চাইলে সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করতে পারেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, তা জানা যাবে। কিন্তু, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন। সেক্ষেত্রে স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে। আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্ররা যদি মনে করেন তারা আলাদা আলাদা থাকবেন, তাহলে জাতীয় পার্টি অবশ্যই (বিরোধী দল হিসেবে) প্রাধান্য পাবে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।
০৯ জানুয়ারি ২০২৪, ১৫:১০

রাজধানীর কোন কেন্দ্রে কারা ভোট দেবেন
রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ভোটের আগের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতারা। এর মধ্যে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। সকাল ৮টায় আবুজর গিফারী কলেজ কেন্দ্র (১২ নম্বর ওয়ার্ড-মৌচাক মার্কের্টের বিপরীত) থেকে দিনের কার্যক্রম শুরু করবেন ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম।   ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী সকাল ৮টায় খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেবেন।   সকাল ১০টায় মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেবেন ঢাকা-১২ আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল।    বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।   মিরপুর ১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৫ আসনে নৌকার প্রার্থী ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়