• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে আরও বেড়ে যায়, সেজন্যই ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি কখনোই দেশের মানুষের ভালো চায় না। মানুষ শান্তিতে থাকুক তারা এটা চায় না। তারা শেখ হাসিনার সরকারের বিরোধিতার নামে দেশের মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে। তারই নতুন সংস্কার ভারত বিরোধিতা। নিত্যপণ্যের দাম যাতে আরও বৃদ্ধি পায়, সেজন্যই তারা ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি শুরু করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জন্মলগ্ন থেকেই তারা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে, মানুষের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করছে আর ভারত বিরোধিতা তাদের তেমনই কর্মসূচি। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চলনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী।
২১ ঘণ্টা আগে

টেস্ট স্কোয়াডে সাকিবের না থাকার কারণ জানালেন লিপু
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন না তা আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আগে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চান এই টাইগার অলরাউন্ডার। সোমবার (১৯ মার্চ) সাকিবকে বাদ দিয়েই সিলেট টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দলে না থাকার বিষয়টি পরিষ্কার করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব। বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান তিনি। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল সাকিবের।  টাইগার অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, নিজের ওজন বেড়ে যাওয়ার কথা। আপাতত জাতীয় দলে ফিরতে না চাইলেও ঢাকা লিগে খেলবেন সাকিব। ডিপিএল খেলে নিজেকে পুরোপুরি ফিট করতে চান তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলবেন দেশসেরা এই ক্রিকেটার। সব ঠিক থাকলে আগামীকাল (বুধবার) সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। 
১৯ মার্চ ২০২৪, ১৫:৪৪

তিনে ব্যাট করলেন তামিম, জানা গেল আসল কারণ
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তামিম ইকবালকে ওপেনিংয়ে ব্যাট না কারার প্রস্তাব দিয়েছিল বিসিবি। প্রস্তাব না-মানায় বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েন দেশসেরা এই ওপেনার ব্যাটার। তবে চলমান ডিপিএলে তিন নম্বরে ব্যাট করে চমক দিয়েছেন তিনি।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সাভারের বিকেএসপির চার নাম্বার মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না-হওয়ায় টসের সময়ও উপস্থিত হতে পারেননি তামিম। টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। ব্যাটিংয়ে ওপেনিংয়েও দেখা মিললো না তামিমের। ইনিংস উদ্বোধন করতে নামেন শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ হোসেন ইমন। তাই ধারণা করা হচ্ছিল, তামিম হয়তো খেলছেন না এই ম্যাচ।  তবে কিছুক্ষণ পরই জানা যায় আসল কারণ। ঢাকা থেকে সাভারে যাওয়ার পথে জ্যামে আটকে গিয়েছিলেন তামিম। যে কারণে মাঠে আসতে বিলম্ব হয় তার। শেষমেশ তামিম যতক্ষণে মাঠে পৌঁছান ততক্ষণে ইনিংসের ২০ ওভারের বেশি সময় পেরিয়ে যায়। তবে প্রাইম ব্যাংক অধিনায়কের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, দুই উদ্বোধনী ব্যাটার তখনো ক্রিজে অপরাজিত ছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই দুই ব্যাটারের ওপেনিং জুটি থেকে আসে ২৪৬ রান। ১০ চার ও ৪ ছক্কার মারে ১১১ বলে ১১৯ রান করেছেন দিপু। এ ছাড়া পারভেজ ইমন করেন ১২৯ বলে ১৫১ রান। তার দেড়শ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৮ ছক্কার মারে। দিপুর বিদায়ের পর তিন নম্বরে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি তামিম। ৪১ তম ওভারে সালাউদ্দিন শাকিলের বলে মিডঅফে রাহির হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৬ রান। তামিম ফিরলেও এরই মধ্যে দুই ওপেনারের সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮০ রানের পাহাড় গড়েছে তারা।
১৪ মার্চ ২০২৪, ১৪:৫৯

বিএনপির ইফতারির মেন্যুতে পরিবর্তনের কারণ জানালেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির ইফতারিতে অনেক পরিবর্তন এসেছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে দেশের মানুষ ভাল নেই বলে অভিযোগ করেছেন তিনি।  মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইফতার মাহফিলে শতাধিক অতিথি উপস্থিতি ছিলেন।  মির্জা আব্বাস বলেন, একটা কথা মনে রাখতে হবে- নমরুদ, ফেরাউনও টিকে থাকতে পারে নাই। এদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে নাই, পারবেও না। স্বৈরাচার সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।
১২ মার্চ ২০২৪, ১৯:৫০

আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা
বলিউডের সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা। ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। কিন্তু ভেঙে যায় তাদের সেই সংসার। ২০১৬ সালে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ-মালাইকা। এবার ডিভোর্সের কারণ জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের পুরোনো বিবাহিত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মালাইকা। এ সময় অভিনেত্রী জানান, তাদের একমাত্র ছেলে আরহান খানের ভালোর জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে।   মালাইকা বলেন, আমি যে পরিবেশে বড় হয়েছি— সেখানে আমাকে বলা হয়েছিল জীবনকে উপভোগ করতে, বেশি লোকের সঙ্গে মিশতে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি।    তিনি বলেন, যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার সন্তানকে আরও ভালো করে বড় করার জন্য আমাদের ডিভোর্সটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।  আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন মালাইকা। রীতিমতো সামাজিকভাবে শিকার হন তিনি। এমনকি খোরপোশ নিয়েও নানান ধরনের কথা শুনতে হয়েছে মালাইকাকে। অনেকের ধারণা— ডিভোর্সের সময় অনেক টাকার খোরপোশ নিয়েছেন এই অভিনেত্রী। আর সেটা দিয়েই নিজের বিলাসী জীবনযাপন করেন।  শুধু ডিভোর্সই নয়, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জোড়ানোর কারণেই সমালোচনার মুখ পড়েন মালাইকা। তবে অভিনেত্রীর সেই সম্পর্কও ভেঙে গেছে। বর্তমানে দ্বিতীয় বিয়ে করে ফের সংসার জীবনে পা রেখেছেন আরবাজ। তবে তিনি জীবনের নতুন ইনিংস শুরু করলেও অনেকটাই নিঃসঙ্গ মালাইকা। সূত্র : হিন্দুস্তান টাইমস  
১২ মার্চ ২০২৪, ১০:৪৭

আইপিএলের জনপ্রিয়তার আসল কারণ জানালেন কোহলি
আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামি-দামি সব তারকা। এবার আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন বিষয় নিয়ে দেশটির জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। সেখানে বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক বলেন, আমি আসলেই আইপিএলকে ভালোবাসি, কারণ এখানকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ।  ‘যেখানে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে লম্বা সময় খেলার সুযোগ থাকে, যারা আপনার বাইরের দেশের। যাদের সঙ্গে হরহামেশা দেখা হয় না।’ এরপরই আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কোহলি বলেন, সবাই কেন আইপিএলকে ভালোবাসে তার পেছনে একটি কারণ আছে। কারণ এখানে ক্রিকেটার ও ভক্তদের মাঝে একটি যোগসূত্র আছে।  ‘অন্যদিকে আইসিসির টুর্নামেন্টগুলোতে বিভিন্ন দলের বিপক্ষে খেলতে হয়, কিন্তু প্রায় সময় সেখানে অন্য দলের ক্রিকেটারদের সঙ্গেও সেভাবে যোগসূত্র বা যোগাযোগের পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আইপিএলে প্রতিটি দল প্রতিপক্ষ কারও সঙ্গে তৃতীয় দিন কিংবা প্রতি সেকেন্ডেও সাক্ষাৎ হতে পারে, আর এটিই আইপিএলের সৌন্দর্য। এখানে আপনাকে ভিন্ন কন্ডিশন, ভিন্ন শহর এবং ভিন্ন ভিন্ন দলের মোকাবিলা করতে হয়। টুর্নামেন্টে ভালো করতে হলে সবারই কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং এরই মাঝে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়ে যায়।’ ঘরের মাঠে চলমান ভারত–ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না সাবেক এই ভারতীয় অধিনায়ক। ব্যক্তিগত কারণে তিনি বেশ কিছুটা সময় খেলার বাইরে রয়েছেন।  দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর আসন্ন আইপিএল দিয়ে মাঠে ফিরবেন কোহলি। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে তার দল বেঙ্গালুরু মোকাবিলা করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে।
০৯ মার্চ ২০২৪, ১২:৩৮

নিজেকে আড়ালে রাখার কারণ জানালেন জেমস
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দর্শক মাতিয়ে রেখেছেন তিনি। ভক্তরা ভালোবেসে তাকে ‘গুরু’ নামেই ডাকেন। তবে বেশিরভাগ সময়ই নিজকে আড়াল করে রাখেন ‘নগর বাউল’ খ্যাত এই গায়ক। এবার নিজেকে আড়াল রাখার কারণ জানালেন জেমস।     জনপ্রিয়তা পাওয়ার আগে থেকেই নিজেকে আড়ালে রাখতে বেশি পছন্দ করতেন জেমস। পরবর্তীতে খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে আড়ালে যাওয়াটাও বেড়ে যায় তার। খুব বেশি প্রয়োজন না হলে জনসম্মুখে আসতে চান না তিনি।     সম্প্রতি কলকাতার মঞ্চ মাতান জেমস। মূলত সেখানেই একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আড়ালে থাকার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সময় গায়ক বলেন, একা থাকতে পছন্দ করি। তখন হয়তো নিজের মতো করে ভাবি, ভাবতে ভালো লাগে। চুপচাপ থাকলে কোনো একটা বিষয় নিয়ে ফোকাসড থাকা যায়।   জেমস বলেন, আমি তো গানের জন্য সব সময়ই অ্যাভেইলেবল। দেশে এবং বিদেশে নিয়মিত স্টেজ শো করি। আসলে আমি নিজের মতো করে কাজ করতে পছন্দ করি। বাড়তি আড্ডা দেওয়ার প্রয়োজন বোধ করি না।  প্রিয় শিল্পীর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রিয় শিল্পীর তালিকাটা অনেক লম্বা। প্রচুর শিল্পী আছে, যারা সব সময় আমাকে অনুপ্রাণিত করেন। এদের মধ্যে— আইয়ুব বাচ্চু ছিলেন। আজম খান, মাকসুদসহ অনেকেই আছে, যারা আমার অনুপ্রেরণার মানুষ। নতুন শিল্পীরাদের প্রসঙ্গে জেমস বলেন, নতুন যারা আছে, তারাও আমাকে অনুপ্রাণিত করে। আর অনুপ্রেরণা না পেলে তো এগিয়ে যাওয়া যায় না। কলকাতার রূপম ইসলামও আমার পছন্দের শিল্পী।    
০৭ মার্চ ২০২৪, ১২:৫১

এক ঘণ্টা বন্ধ থাকার কারণ জানালো ফেসবুক
মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার হঠাৎ এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। একই সঙ্গে ইনস্টাগ্রাম-থ্রেডও কাজ করছিল না। তবে রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা। এবার ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে মেটা। মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, ‘একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’ তবে মেটার এ কর্মকর্তা কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি স্পষ্ট করেননি। এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন।তারা বলছেন, এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন।
০৬ মার্চ ২০২৪, ০৯:৪৯

জাতীয় দলের কোচ না হওয়ার আসল কারণ জানালেন সালাউদ্দিন
বাংলাদেশের সেরা কোচদের তালিকায় সবার শীর্ষে সালাউদ্দিন। যার হাত ধরে সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছিল। তবে জাতীয় দলের হয়ে কাজ কারার সুযোগ পাননি। এ বিষয়ে বিসিবিকে যত বারই প্রশ্ন করা হয়েছে, একই জবাব দিয়েছে তারা। কয়েক দিন আগেও সালাউদ্দিনকে কেনো জাতীয় দলের দায়িত্বে দেখা যায় না, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। সে সময় তিনি জানিয়েছিলেন, কোচ হওয়ার জন্য সালাউদ্দিন নিজেই আগ্রহী নন। অথচ সালাউদ্দিন কেনো আগ্রহী নন সেটাই বুঝতে চায় না বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সর্বদাই প্রাধান্য পেয়ে থাকেন বিদেশি কোচরা। তবে সালাউদ্দিনও হেড কোচ ছাড়া অন্য কোনো পদে কাজ করবেন না। যা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার (৪ মার্চ) এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই। সহকারী কোচ হলে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। যেটা এখন আমি দিতে পারব না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতাও এখন আর নেই। হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার পর ব্যাটিং-বোলিং কোচসহ বেশ কয়েকটি পদে পরিবর্তন এনেছে বিসিবি। এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন, হাথুরুসিংহের ব্যাপারে আমি যা বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।  ‘আমি যেমন মানসিকতার তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্য কেউ আমার কাজে প্রভাব বিস্তার করলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণেই আমি নাম দিইনি।’  তিনি আরও বলেন, আমি যতটুকু শুনেছি যে, তারা হাথুরুর সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করবো।
০৪ মার্চ ২০২৪, ১৯:৪৮

সাইফউদ্দিনের দলে না থাকার কারণ জানালেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আলিসের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছে জাকের আলী। অন্যদিকে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলে ফেরা হয়নি সাইফউদ্দিনের। তাই বোলিং বদলি হিসেবে একজন ব্যাটারকে দলে নেওয়ায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে জাকের আলীর ফেরা এবং সাইফউদ্দিনের দলের না থাকার কারণ জানিয়েছেন টাইগার অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এ সময় জাকের আলীকে দলের কারণ জানাতে শান্ত বলেন, আমাদের কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ খুব ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন।  ‘ব্যাটসম্যান জাকের আলিকে নেওয়ার একটাই কারণ আমার কাছে মনে হয়েছে, সিলেক্টর বা কোচিং স্টাফদেরও মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। এ কারণে জাকের আলিকে দলে যুক্ত করা হয়েছে।’ এ ছাড়াও সাইফউদ্দিন দলের না থাকা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, সাইফউদ্দিন খুবই ভালো খেলছে ইনজুরি থেকে আসার পর। আমার মনে হয় ভালো কামব্যাক করেছে। কিন্তু এত বড় ইনজুরি থেকে আসার পরে এরকম একটা সিরিজ খেলাটা আমাদের এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছে ওর জন্য একটু রিস্ক হবে। আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, সামনে ডিপিএলে ভালো করলে অবশ্যই সুযোগ আসবে ইনশা-আল্লাহ। টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন রহস্য-স্পিনার আলিস আল ইসলাম। তবে আঙুলের চোটের কারণে অভিষেকের আগেই ছিটকে গেলেন দল থেকে। আর এই স্পিনারের জায়গায় নতুন করে কপাল খুলেছে বিপিএলে নজরকাড়া ব্যাটসম্যান জাকের আলি অনিকের।
০৩ মার্চ ২০২৪, ১৫:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়