• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম!
বলিউডের অনেক জনপ্রিয় তারকা কিংবা স্টারকিডই প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু শুরুতে কেউই মুখ খুলতে চান না। অনেক জলঘোলা করার পর সম্পর্কে সিলমোহর দেন তারা। এমনই এক প্রেমিকযুগল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর।  তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠার পরও তারা বিষয়টি খোলাসা করতে চাননি। বরাবরই চুপ থেকেছেন দুজনই। সম্পর্কের কথা স্বীকার না করলেও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আদিত্য-অনন্যাকে। এমনকি বিদেশেও সময় কাটিয়েছেন তারা।  অবশেষে করণ জোহরের কফি কাউচে এসে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অনন্যা। তবে নতুন খবর হলো— বছর না ঘুরতেই নাকি ভেঙে গেছে আদিত্য-অনন্যার প্রেমের সম্পর্ক।  সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর করা একটি পোস্টই মূলত উস্কে দিয়েছে এই জল্পনা।   সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের হাতে লেখা একটি নোটের ছবি পোস্ট করেছেন অনন্যা। সেখানে জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে নানা কথা লেখা রয়েছে।  অনন্যা লিখেছেন— ‘সে যদি তোমার হয় তবে অবশ্যই ফিরে আসবে। এসব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তুমি এটি গ্রহণ না করো, তবে দূরে পাঠিয়ে দিতে পার। যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদি তুমি বিশ্বাস করতে পার যে এটা আসলে তোমার, তাহলে সে তোমার জন্যই সৃষ্টি হয়েছে।  কখনও যদি তোমার মনে হয়, এত সুন্দর জিনিস তোমার হতেই পারে না, তাহলেও এটা কখনোই তোমার অংশ নয়। কারণ সবকিছু তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকতে পারে না।’  অনন্যার এমন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। আদিত্য ও তার সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে সেটা সময়ই বলে দেবে।  সূত্র : আনন্দবাজার   
১০ এপ্রিল ২০২৪, ০৯:৫৯

যে কারণে ধূমপান ছেড়েছিলেন শহিদ কাপুর
বলিউডের ‘চকোলেট হিরো’ খ্যাত অভিনেতা শহিদ কাপুর। তবে ‘কবীর সিং’- এ অভিনয়ের পর সেই ভাবমূর্তি যেন একেবারেই পাল্টে গেছে তার। এই সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে বড় সাফল্য আসে শহিদের। ‘কবীর সিং’ সিনেমায় অভিনয়ের সময় প্রচুর ধূমপান করতে হতো শহিদকে। এ ছাড়া নিজেও এই নেশায় আসক্ত ছিলেন এই অভিনেতা। তবে পরবর্তীতে ধূমপান ছেড়ে দেন শহিদ। জানা গেছে, অপরাধবোধ থেকে মুক্তি পেতেই ধূমপান ছেড়েছিলেন শহিদ। কারণ, যে সময় ‘কবীর সিং’ সিনেমার শুটিং করছিলেন ওই সময় তার প্রথম সন্তান মিশা কাপুরের জন্ম হয়। আর মেয়ের কথা ভেবেই শেষ পর্যন্ত ধূমপান ছাড়তে বাধ্য হন শহিদ। শহিদ অভিনীত ‘কবীর সিং’ চরিত্রটি ফুটিয়ে তুলতে ঘনঘন ধূমপান করতে হতো তাকে। চরিত্রের কারণেই প্রায় দুই প্যাকেট সিগারেট লাগত। এদিকে বাড়িতে ছোট্ট মিশা। তাই লুকিয়ে ধূমপান করতেন অভিনেতা। মূলত এ কারণেই অপরাধবোধে ভুগতেন শহিদ। সম্প্রতি নেহা ধুপিয়ার শোতে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন শহিদ। অভিনেতা বলেন, যখন আমি ধূমপান করতাম, তখন মেয়ের থেকে লুকিয়ে করতে হতো। তাই একদিন ভাবলাম— না, এভাবে দিনের পর দিন চলতে পারে না। তাই ছেড়ে দিলাম।  অভিনেতা আরও বলেন, ২০১৯ সালে তখন সদ্য বাবা হয়েছি। তাই আমি চাইনি, আমার শরীর থেকে নিকোটিনের কড়া গন্ধ পাক মিশা। এদিকে ধূমপান ছেড়ে দেওয়ার কথা জানতে পেরে শহিদকে অভিনন্দন জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। সূত্র : আনন্দবাজার  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ
বলিউডের জনপ্রিয় বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। কাজের স্বীকৃতি স্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এ ছাড়াও তার প্রাপ্তির ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কারও। তবে বর্তমানে হিন্দি সিনেমা দেখা একেবারেই বন্ধ করে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি নিউ দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন নাসিরুদ্দিন শাহ। সেই অনুষ্ঠানে কথা বলতে গিয়েই হিন্দি সিনেমা নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি এখন আর সিনেমা দেখেন না বলে জানান এই গুণী অভিনেতা।   নাসিরুদ্দিন শাহ বলেন, আমরা গর্বের সঙ্গে বলি, হিন্দি সিনেমা ১০০ বছরের পুরনো। কিন্তু এটি সত্যিই আমাকে হতাশ করে। আমি হিন্দি সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি। আমি এগুলো মোটেই পছন্দ করি না। চলচ্চিত্র থেকে অর্থ আয়ের চিন্তা না করার কথা জানিয়ে তিনি বলেন, হিন্দি সিনেমা আশা জাগাবে, যদি আমরা সিনেমা থেকে অর্থ আয়ের চিন্তাটা বন্ধ করতে পারি। তবে অনেক দেরি হয়ে গেছে। এখন আর কোনো সমাধান নেই। কারণ চলচ্চিত্রগুলো নির্মিত হতেই থাকবে। আর মানুষ সেগুলো দেখতেই থাকবে।   নির্মাতাদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, যারা সিরিয়াস ফিল্ম বানাতে চান, তাদের দায়িত্ব বর্তমানের বাস্তবতা দেখানো। আর এটি এমনভাবে দেখাতে হবে যাতে তারা ফতোয়া (ধর্মীয় আইন বিশেষজ্ঞ কর্তৃক প্রকাশিত বিধান) বা ইডি গিয়ে তাদের দরজায় কড়া নাড়তে না পারে।  এর আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তার কাছে ট্রফি মূল্যহীন। শুধু তাই নয়, ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হ্যান্ডেলও বানিয়েছেন এই অভিনেতা।     সর্বশেষ নাসিরুদ্দিন শাহ অভিনীত সিনেমা ‘কুত্তে’। সিনেমাটি নির্মাণ করেন আসমান ভরদ্বাজ। গেল বছরের ২৪ জানুয়ারি মুক্তি পায় এটি। তবে ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে। সিনেমায় নাসিরুদ্দিন শাহ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— অর্জুন কাপুর, কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, টাবু প্রমুখ। সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল  
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৯

‘পুনমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত’
কাজের চেয়ে নানান বিতর্কেই আলোচনায় বেশি থাকেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। ভুয়া মৃত্যুর খবর প্রকাশ করে আবারও তার প্রমাণ দিলেন। গত ২ ফেব্রুয়ারি পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়— মারা গেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরে রীতিমতো ঝড় ওঠে নেটদুনিয়ায়। কেউ মেনেই নিতে পারছিলেন না যে পুনম আর নেই। ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবরটি নিশ্চিতও করেন অভিনেত্রীর ম্যানেজার। তিনি বলেন, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন পুনম। মৃত্যুর সংবাদ প্রচারের একদিন না যেতেই ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় পুনম জানান, বেঁচে আছেন তিনি। এরপর থেকেই অভিনেত্রীকে রীতিমতো তুলোধোনা করছেন শোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে নেটিজেনরা। জানা গেছে, শুধু মাত্র আলোচনায় থাকার জন্য পুনম নিজ উদ্যোগেই এমন গুজব ছড়িয়েছেন। ইনস্টাগ্রামের ওই ভিডিওতে ২৪ ঘণ্টা ধরে কেন তিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন, সেটাও খোলাসা করেন পুনম।  ভিডিওতে পুনম জানান, জরায়ুমুখের ক্যানসার নিয়ে নারীদের সচেতন করাই ছিল তার মূল উদ্দেশ্য। এ জন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ভারতব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যু নিয়ে এ ধরনের প্রচারণা মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজেন থেকে শুরু করে বিনোদন দুনিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তার এমন আচরণে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুব্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। সেই সঙ্গে একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেওয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন অনেকে। পুনমের উদ্দেশ্য যত সৎই হোক, মানতে পারছেন না কেউ। বিশেষ করে পুনমের এমন পোস্টে সরাসরি এসে মন্তব্য করেন বলিউডের দাপুটে প্রযোজক একতা কাপুর। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া। পুনমের জীবিত হওয়ার খবরে এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত বলেন, পুনম শুধুই ভুল নয়, অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তার। সাংবাদিকদের হেনস্তার পাশাপাশ অনুরাগীদেরও আহত করেছেন। বলিউড শোকস্তব্ধ এ রকম খারাপ খবরে। এগুলো করার কোনো অধিকার নেই। উদ্দেশ্য যতই মহৎ হোক, এ ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮

স্বামী-স্ত্রী দুজনেই পেলেন ফিল্মফেয়ার সম্মাননা
ভারতের সিনেমার জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় ফিল্মফেয়ারকে। চলতি বছরে এটি পা রাখল ৬৯ বছরে। রোববার (২৮ জানুয়ারি) গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের অন্যতম বড় সম্মান প্রদানের অনুষ্ঠান। এই অ্যাওয়ার্ড নাইট ২০২৩ সালে ভারতীয় সিনেমার সেরাদের সম্মান জানায়।  রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবি কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্স জমজমাট ছিল সন্ধ্যা। পরিচালক ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পাল ছিলেন সঞ্চালনায়। সংগীতের জগতেও বিজেতাদের তালিকা হতাশ করেছে অরিজিৎ সিংয়ে ভক্তদের। কারণ সেরা গায়কের অ্যাওয়ার্ড এল না তার হাতে। গত বছর অবশ্য জিতেছিলেন তিনি ‘ব্রহ্মাস্ত্র’র ‘কেশরিয়া’ গানটির জন্য। তবে ফিল্মফেয়ারেও কিন্তু জয়জয়কার বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি আলিয়া আর রণবীরের। ২০২৪ সালে দুজেনই ব্ল্যাক লেডি পেলেন হাতে। বিজেতার তালিকায় নাম রয়েছে রানি মুখোপাধ্যায়, শাবানা আজমি, শেফালি শাহ, বিক্রান্ত মাসেদের। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪-এর সম্পূর্ণ বিজয়ীদের তালিকা: এবারের ফিল্মফেয়ারে একাধিক অ্যাওয়ার্ড পেল ‘টুয়েলভফ ফেল’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দুটি। দুটি ব্লকবাস্টার উপহার দিয়েও খালি হাত শাহরুখের। দেখে নিন ফিল্মফেয়ার ২০২৪-এর বিজয়ীদের তালিকা- সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল) সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল) সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/শেফালি শাহ (থ্রি অফ আস) সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি) সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে/ রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল) সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি/অ্যানিমেল) সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং/পাঠান) আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান
২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯

রেখার সঙ্গে ছবি শেয়ার করে যে মন্তব্য করলেন অমিতাভ
বলিউডের জনপ্রিয় দুই তারকা অমিতাভ বচ্চন ও রেখা। বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তারা। এমনকি কাজ করতে গিয়ে পরকীয়া প্রেমেও নাকি জড়িয়েছিলেন অমিতাভ-রেখা। পরে অবশ্য রেখার সঙ্গে আর কোনো সিনেমায় দেখা যায়নি অমিতাভকে। এদিকে ৮১ বছর বয়সে এসে নিজের ইনস্টাগ্রামের একটি ব্লগে রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন অমিতাভ। পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্তও তুলে ধরেন তিনি।    রেখার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লেখেন, এ সিনেমার পেছনে থাকা ইতিহাস কম নয়।  ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ‘মুকদ্দর কা সিকন্দর’ সিনেমায় রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিচলিত হয়ে পড়েছিলেন জয়া। পরে স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ। অন্যদিকে আরেকটি ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আহ… এ ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে, কোনো একদিন নিশ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ছবিতে অমিতাভের সেই বন্ধুদের তালিকায় রয়েছেন— বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মি কাপুর, কল্যাণ (সঙ্গীত পরিচালক) এবং রেখা।  ছবিতে দেখা গেল একহাতে মাইক, অন্যহাতটি দর্শকদের উদ্দশ্যে নাড়ছেন শাহেনশা। বাকিরা অমিতাভের পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। ‘ভুলে বিসরে নগমে’ শীর্ষক এক মিউজিক্যাল শোয়ের ফাঁকে তোলা হয় ছবি। ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি, জমকালো সিল্কের শাড়িতে রেখা। তার চুলে গজরা, গা ভর্তি গয়না।   সূত্র : হিন্দুস্তান টাইমস  
২৩ জানুয়ারি ২০২৪, ১১:১৩

আমার ক্রাশ ছিল চাচাশ্বশুর : নীতু কাপুর
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নীতু কাপুর। শুধু তাই নয়, সত্তর-আশির দশকে বলিউডের ডাকসাইট সুন্দরীও ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘কফি উইথ করণ সিজন ৮’-এ অতিথি হয়ে এসেছিলেন নীতু। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রোমো। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো হতবাক নেটিজেনরা। কারণ, এই ভিডিওর মাধ্যমেই নীতু জানালেন তার ক্রাশের কথা। আর সেটা শুনেই সঞ্চালক করণ জোহরের পাশাপাশি অবাক হয়েছেন অভিনেত্রীর ভক্তরাও। ‘কফি উইথ করণ’ রিয়েলিটি শোতেই পরিবার ও নিজের সম্পর্কে বেশ কিছু ‘সিক্রেট’ শেয়ার করেছেন নীতু। শোতে প্রশ্ন করা হয় জীবনে কেউ ক্রাশ ছিল কি না? জবাবে নীতু বলেন, চাচাশ্বশুর শশী কাপুরকে বেশ পছন্দ ছিল, ‘ক্রাশ’ ছিল। কী নিদারুণ সুন্দর। যা শুনে চমকে ওঠেন করণ। সত্তর-আশির দশকে অনেকেরই হৃদয়ের রানি ছিলেন নীতু। কিন্তু অভিনেত্রী শুধু মন দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপুরকে। তবে নিজের স্বামীর বাইরে চাচাশ্বশুরকেও বেশ পছন্দ করতেন এই অভিনেত্রী।     এটা শুনেই চমকে উঠে পাল্টা প্রশ্ন করেন করণ, সে না আপনার চাচাশ্বশুর? সহজ উত্তরে নীতু জানান, এতটুকু হতেই পারে। সূত্র : জি২৪  
১০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮

এবার দক্ষিণের পর্দা মাতাবেন কারিনা কাপুর
বলিউডের পর এবার দক্ষিণের পর্দা মাতাবেন কারিনা কাপুর। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছিল তার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে অভিনেত্রীর।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বাজেটের দক্ষিণী সিনেমায় অভিনয় করবেন কারিনা। ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।  জানা গেছে, ‘টক্সিক’ নামের সিনেমাটিতে মূল চরিত্রে দেখা যাবে কারিনাকে। সিনেমায় দক্ষিণের ‘কেজিএফ’—খ্যাত তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন গীতু মোহনদাস।    ‘কেজিএফ’র ব্যাপক সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে যশের বিশ্বাস, ‘টক্সিক’ তার আগের ব্লকবাস্টারের সাফল্যকেও ছাড়িয়ে যাবে।  অন্যদিকে ‘টক্সিক’র সুবাদে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট এন্ট্রি হতে চলেছে কারিনার। ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে কারিনা-যশের ‘টক্সিক’। সূত্র : পিংকভিলা   
০৫ জানুয়ারি ২০২৪, ১০:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়