• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মোস্তাফিজদের কাছে হেরে যে ব্যাখ্যা কলকাতা অধিনায়কের
মোস্তাফিজুর রহমানের চূড়ায় ওঠার দিনে হেসেখেলে জিতেছে চেন্নাই। অন্যদিকে হ্যাটট্রিক জয়ে আসর শুরু করার পর প্রথম হারের মুখ দেখেছে কলকাতা। দলের ঘুরে দাঁড়ানোর দিনে যুজবেন্দ্র চাহালকে টপকে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন টাইগার এই পেসার। কেকেআরের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫ দশমিক ৫ ইকোনমিতে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন কাটার মাস্টার। সোমবার (৮ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি কলকাতা। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এমন হারের পর কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের ভাষ্য, আমরা পাওয়ার প্লে-তে দারুণ খেলেছি। খুব ভালো শুরু হয়েছিল। কিন্তু পরের দিকে একের পর এক উইকেট হারিয়েছি। আমরা পাওয়ার প্লের পর পিচের চরিত্র ভালো করে বুঝতেই পারিনি। রান করাও খুব কঠিন হয়ে গিয়েছিল। চেন্নাই এই পরিবেশ ভালো রকম চেনে। ওরা নিজেদের পরিকল্পনা মতো বল করেছে। তিনি যোগ করেন, প্রথম বল থেকেই বড় শট খেলা সহজ ছিল না। আমরা চাইছিলাম ধীরে ধীরে ইনিংস গড়তে। সেই পরিকল্পনাও ঠিক করে কাজে লাগাতে পারিনি। পাওয়ার প্লের পরে উইকেটের চরিত্র এতটাই বদলে যায় যে ধরতে পারিনি। একটা সময়ে ১৬০-১৭০ রান হয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু ছন্দ হারিয়ে ফেলাতেই সব সমস্যা হয়ে যায়।
০৯ এপ্রিল ২০২৪, ১৬:০১

আইপিএল ২০২৪ / টস জিতে ব্যাটিংয়ে কলকাতা
চলমান আইপিএলে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে শাহরুখ খানের দল। বুধবার (৩ এপ্রিল) দিল্লির ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির একাদশ: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শা, ত্রিস্তান স্টাবস, রাসিখ সালাম, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, সুমিত কুমার ও খলিল আহমেদ। কলকাতার একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্কক্রিস রাঘুভানশি, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন।
০৩ এপ্রিল ২০২৪, ১৯:৪৬

কলকাতা শহর নিয়ে পরীমণির আবেগঘন পোস্ট
বর্তমানে কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। আর তাই ছেলেকে নিয়ে এখন কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।  কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা শহর নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি।        শুক্রবার (২৯ মার্চ) রাতে ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন পরীমণি। ক্যাপশনে কলকাতা শহরে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছুতিএই নায়িকা। পাঠকদের সুবিধার জন্য পরীমণির পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে!’ পোস্টটি করা মাত্রই ২৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টসবক্সে।     প্রসঙ্গত, স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। ছেলের সব দায়িত্বও পালন করছেন তিনি। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। সংসার ভাঙার পর থেকে ছেলের দেখাশুনা একাই করছেন তিনি। 
৩০ মার্চ ২০২৪, ১১:৩৮

আইপিএল ২০২৪ / কোহলিদের ব্যাটিংয়ে পাঠালো কলকাতা
চলমান আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাজার্স হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে আসর শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে র‌য়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে শাহরুখ খানের দল। শুক্রবার (২৮ মার্চ) টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কলকাতা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়নরা। সূয়াশ শর্মার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে অনুকূল রায়। কলকাতার একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অনুকূল রায়, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন। বেঙ্গালুরুর একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, যশ দয়াল, মায়াঙ্ক দাগার ও আলজারি জোসেফ।
২৯ মার্চ ২০২৪, ১৯:৫৮

মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
চলতি আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে আসর শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই দুঃসংবাদ পেয়েছে দলটি। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমান। তাই মুজিবের অভাব পূরণের জন্য আরেক আফগান তরুণকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। ১৬ বছর বয়সী আল্লাহ গাজানফারকে দলে ভিড়িয়েছে তারা।  বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে গাজানফারকে দলে নেওয়ার কথাটি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে নিয়েছে আফগান এই স্পিনারকে। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। এই স্পিনার খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে দুই ম্যাচের একাদশে জায়গা পেলেও কোনো উইকেট পাননি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও জায়গা হয়নি তার। তবে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গাজানফার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৫টি। এর ৪টিই পান তিনি এক ম্যাচে।  
২৯ মার্চ ২০২৪, ১২:৪৭

মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ
কাতার যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট। অসুস্থ পাইলটকে নিয়ে কলকাতার আকাশ থেকে ঘুরে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশ্যে রওনা হয়েছিল। অসুস্থ হওয়া বিমানের ওই পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ বলে জানা গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশ্যে রওনা হয়। কলকাতার আকাশে হঠাৎ পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ৪১৯ জন যাত্রী ছিলেন এতে।   
১৬ মার্চ ২০২৪, ০৯:২৯

আইপিএল শুরুর এক সপ্তাহ আগে বড় ধাক্কা কলকাতা শিবিরে 
আর মাত্র এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনও শুরু করেছে। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তে দুঃসংবাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনজুরিতে পড়েছেন দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইনজুরির কারণে ঘরের মাঠে প্রথম তিন টেস্টে খেলা হয়নি আইয়ারের। এবার রঞ্জি ট্রফির ফাইনালে আবারও চোট পেয়েছেন তিনি। তাই আসন্ন আইপিএলে এই ডান হাতি ব্যাটারের সার্ভিস পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়াস। ইনিংস চলার মাঝেই দুবার ফিজিওকে ডাকেন তিনি। শোনা যাচ্ছে, যেখানে অস্ত্রোপচার হয়েছিল গত বছর, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা করছে তার। আইপিএল শুরুর আগে তাই এমন সংবাদ কলকাতার জন্য দুঃসংবাদই। রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছিল।  দলের একটি সূত্র বলেছেন, শ্রেয়াসের চোট দেখে ভালো মনে হচ্ছে না। পিঠের একই জায়গায় ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারে সে।
১৪ মার্চ ২০২৪, ১৬:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়