• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
জমির দখল নিয়ে হামলা, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত
মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী উজ্জ্বল মোল্লা (৪০) নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।  স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব এ ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এ ঘটনায় পুলিশ কেবল ব্যবসায়ী হুমায়ূন আহমেদ ও তার ছোট ভাই সোহেলকে আটক করেছে।  নিহত উজ্জ্বল মোল্লা শহরের মাড়পাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার কনজাভেসি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাঠপাড়ায় এলাকায় একটি জমির মালিকানা দখল সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের কেবল ব্যবসায়ী হুমায়ূন আহমেদ ও পৌর কর্মচারী উজ্জ্বল মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ূন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় একদল লোক উজ্জ্বল মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় উজ্জ্বল মোল্লাকে বেধড়ক মারধর করলে উজ্জ্বল মোল্লা গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে নিহতের স্বজনরা ভিড় করেন।  এ ঘটনায় নিহত উজ্জ্বল মোল্লার ছোট ভাই রাজু মোল্লা বলেন, কেবল ব্যবসায়ী হুমায়ূন ও তার ছোট ভাই সোহেল গুলি করতে করতে আমাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা আমার বড় ভাই উজ্জ্বল মোল্লার ওপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে চলে যায়। সদর পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত হুমায়ুন ও তার ছোট ভাই সোহেলকে আটক করা হয়েছে।
০৫ মার্চ ২০২৪, ০৬:৩৮

মহজনকে কুপিয়ে নদীতে ভাসিয়ে দিলো কর্মচারী 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘এফবি মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলার মহজনকে কুপিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে ডাকাত দলের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় গলাচিপা উপজেলাধীন পক্ষীয়া নদীতে এ ঘটনা ঘটে। ওই ট্রলার মহজনের নাম রাশেদ খান (৩০)। তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্তাজ গ্রামের আলতাফ খানের ছেলে। পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ তুলে বলা হয়েছে, এটি পরিকল্পিত ডাকাতি। কারণ ট্রলারে কর্মচারী মো. ইব্রাহিম ডাকাত দলের সদস্য ছিলেন। এ ঘটনার পরে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছ বিক্রি করতে আসলে ঘাতক ইব্রাহিমকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। এ দিকে রাশেদের পরিবারে চলছে আহাজারি। গতকাল রাত থেকে নদীতে রাশেদের মরদেহ খুঁজছে স্বজনরা। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুমানিক ২০ লাখ টাকার মাছ নিয়ে গলাচিপার হরিদেবপুর ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে এফবি ‘মা-বাবার দোয়া’ নামের ট্রলারটি। এ সময় ট্রলারে মহজনসহ তিনজন কর্মচারী ছিলেন। তারা হলেন- ট্রলার মাঝি চরমোন্তাজ গ্রামের জামাল মোল্লা, ট্রলার মহজন রাশেদ খান ও ট্রলারের কর্মচারী বরগুনা জেলার তালতলী উপজেলার আঙ্কুজানপাড়া এলাকার সুলতান হোসেনের ছেলে মো. ইব্রাহিম। সূত্র বলছে, ইঞ্জিনচালিত ওই ট্রলারে টাইগার চিংড়ি মাছ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে গলাচিপা উপজেলার পক্ষীয়া নদীতে পৌঁছালে মাছের পরিমাণ বেশি থাকায় ইব্রাহিম মাছগুলো আত্মসাৎ করার জন্য ট্রলার মালিক রাশেদ খানকে হত্যা করে নদীতে ফেলে দেন। পরে মাঝি জামাল হোসেনকেও হত্যা করার উদ্দেশ্যে আঘাত করলে তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। ট্রলার মাঝি জামাল হোসেন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে খুলনা মাছের আড়তে জানালে সেখান থেকে পাথরঘাটা পাইকার সমিতিকে আবহিত করা হয়। তারা খোঁজ নিয়ে জানতে পারেন রাতে বাচ্চু নামের এক পাইকার মাছগুলো ক্রয় করছে। পরে সেখানে পাইকার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এসে ঘাতক ইব্রাহিমকে আটক করে থানায় সোপর্দ করেন। রাশেদ খানকে হত্যার ব্যাপারে ইব্রাহিম সকালে বিএফডিসি পাইকার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের কাছে স্বীকার করেন।  রাশেদ খানের ভাই তুহিন বলেন, মাছ নিয়ে পক্ষীয়া নদীতে রাত ১১ টার দিকে ডাকাতের কবলে পড়ে ট্রলার। ট্রলারে লোক ছিল তিনজন। এরমধ্যে ইব্রাহিম নামে একজন ডাকাত তাদের সঙ্গে ছিল। এবং তিনি ডাকাত দলের সদস্য। ডাকাতরা ট্রলারের মাঝি জামাল মোল্লাকে মারধর ও আমার ভাই রাশেদ খানকে কুপিয়ে নদীতে ফেলে দেয়। এটি পরিকল্পিত ডাকাতি। ইব্রাহিম ডাকাত দলের সদস্য। গত ১৫ দিন আগে ভুয়া পরিচয় দিয়ে ট্রলারে কাজের জন্য আসেন ইব্রাহিম। এখন ইব্রাহিম পুলিশের আওতায় আছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পাথরঘাটা মৎস্য আড়ত সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর জোমাদ্দার বলেন, মাছ উঠাতে একটা বরফ মিলে গিয়েছিল। ঘটনা শুনলাম, একজনকে হত্যা করে নদীতে ফেলে দিয়ে ট্রলার ডাকাতি করে নিয়ে আসছে। ট্রলারে রক্ত দেখা গেছে। ইব্রাহিম স্বীকার করেছে তিনজন লোক ছিল। একজন কুপিয়ে নদীতে ফেলে দিছে আর একজন লাফিয়ে নদীতে পড়ে গেছে। পাথরঘাটা থানা পুলিশ জানায়, আটক ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে জানা যায়, তাদের নিজেদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। আমরা ট্রলার জব্দ করেছি। মাছ নিলামে বিক্রি করে ট্রলারের মালিক নিহত রাশেদের ভাই তুহিনের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে। রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ট্রলার মহজনকে কুপিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। একজন আহত হয়েছে। ট্রলার ও ইব্রাহিমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩২

বাড়ি ফেরা হলো না সরকারি কর্মচারী মোজাম্মেলের
মেহেরপুর পৌরসভার সামনে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানের নিচে পড়ে মোজাম্মেল হক (৫০) নামের এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল আলিম নামের এক রিকশাচালক।  বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মোজাম্মেল হক এলজিইডি মেহেরপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক এবং সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। জানা গেছে, সন্ধ্যায় অফিস শেষে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক। তিনি মেহেরপুর পৌরসভার সামনে পৌঁছালে কাথুলীগামী খড়িবোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানের (স্থানীয় নাম লাটা হাম্বার) একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় মোজাম্মেল হকের রিকশা এ যানের নিচে পড়ে। পরে স্থানীয়রা মোজাম্মেল হক ও রিকশাচালক আব্দুল আলিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের চিকিৎসকরা মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং আলিমকে হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অবৈধ যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩১ জানুয়ারি ২০২৪, ২১:৫৬

আখাউড়ায় ইঞ্জিনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকোমোটিভে ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।   রোববার (২১ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে রেলওয়ে কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রবিউল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারি প্রকৌশলির (কার্য্য) নিরাপত্তা প্রহরি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়। আখাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মিঠুন দাস বলেন, নিহত রবিউল আমার অফিসে নিরাপত্তা চৌকিদার ছিল। রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে জানতে পারিনি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
২১ জানুয়ারি ২০২৪, ১৭:০৫

মাদরাসায় কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের উজির আলী দাখিল মাদরাসার দপ্তরি ও আয়া পদে নিয়োগের জন্য তিনটি পদের বিপরীতে একাধিক লোকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ডিজির প্রতিনিধি বেনজির আহমেদ ও মাদরাসা সভাপতি রফিকুল ইসলাম রিপন এবং মাদরাসা সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মোকাররমের বিরুদ্ধে একাধিক চাকরিপ্রার্থী অভিযোগ করেছেন। আর ঘুষ বাণিজ্যে ওই মাদরাসার শিক্ষক কারী মহিউদ্দিন সহায়তা করেছেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। জানা গেছে, ১৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টায় পাথরঘাটা মহাবিদ্যালয়ের ডিজির ও জেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতি নিয়োগ পরীক্ষা শুরু হয়‌। আর পরীক্ষা শুরুর আগেই চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ডিজি ও মাদরাসার সভাপতির নাম ভাঙিয়ে ৫০ হাজার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মোকাররম ও কারী মহিউদ্দিন। এ ছাড়াও চাকরি নিশ্চিত করতে পাঁচ লাখ টাকা দিতে হবে বলে জানান অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বলে চলে যান। কিন্তু ডিজির প্রতিনিধি ও মাদরাসার সভাপতি নিয়োগের কার্যক্রম দ্রুত সম্পন্ন করেন।  নাম প্রকাশ না করার শর্তে একাধিক চাকরিপ্রার্থী জানান, মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মোকাররম ও কারী মহিউদ্দিন তাদের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভনে ডিজি ও সভাপতিকে ম্যানেজ করতে টাকা নিয়েছে। মাদরাসার সভাপতি আ.লীগ নেতা। যদি নাম প্রকাশ করা হয় তাহলে তাদের সমস্যা হবে। অভিযোগের বিষয়ে ডিজির প্রতিনিধি বেনজির আহমেদের সামনে মাদরাসার সভাপতি ও পাথরঘাটা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে নিয়োগ দিই তারপর কথা বলব। এ বিষয়ে জানতে চাইলে বেনজির আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে অভিযুক্ত মাওলানা মোকাররমকে মুঠোফোনে জানতে চাইলে ফোন কেটে দিয়ে সুইচ অফ করে রাখেন। বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি অনিয়ম দেখে নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে চলে এসেছি। এ ব্যাপারে আমাকে ফোন না করে ওখানে (ডিজির প্রতিনিধির সঙ্গে) কথা বলেন।
১৯ জানুয়ারি ২০২৪, ২২:৩৪

আগ্নেয়াস্ত্রসহ হোটেল কর্মচারী আটক
সিলেটে আগ্নেয়াস্ত্রসহ শাওন ইসলাম পাবেল (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগের চতুর্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর পর শাওনকে আটক করা হয়। পরে তার থাকার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। আটক কর্মচারী শাওন সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক শাওনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, তিনি ওই অস্ত্রের বাহকমাত্র। অস্ত্রটি অন্য একজন তার কাছে দিয়েছে নির্দিষ্ট লোকের কাছে পৌঁছে দিতে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
০৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়