• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
টি-টোয়েন্টি থেকে অবসরের দিনক্ষণ জানালেন ওয়ার্নার
চলতি বছরের শুরুতেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও বিশ্বের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগেই ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণ চূড়ান্ত করেছেন এই অজি ব্যাটার।   ঘরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন ওয়ার্নার। ঘরের মাঠে এইটি তার শেষ টি-টোয়েন্টি সিরিজ এমনটায় জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।  ৩৭ বছরের ওয়ার্নার যে নতুন দিনের জন্য জায়গা ছেড়ে দিতে চান সেটা স্পষ্ট।  অ্যাডাম গিলক্রিস্ট ওয়ার্নার জানতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কি দেশের মাটিতে শেষ টি-টোয়েন্টি। জবাবে তিনি বলেন, অবশ্যই। নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।  ওয়ার্নার আগেই ওয়ানডে আর টেস্টে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই বিদায়েও রেখেছেন ফেরার আভাস। নিজেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রয়োজন হলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ফিরে আসবেন তিনি। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১

হেলিকপ্টারে করে এসেও দলকে জেতাতে পারলেন না ওয়ার্নার
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি-টেনেছেন ডেভিড ওয়ার্নার। সপ্তাহ না পেরোতেই সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই আবার প্রত্যাবর্তন হয়েছে ওয়ার্নারের। তবে এবার বিগ ব্যাশ খেলতে এসেছেন তিনি। সবাই টিম বাসে করে আসলেও সিডনি ডার্বি খেলার জন্য হেলিকপ্টারে করে মাঠে অবতরণ করেন এই অজি ক্রিকেটার। অবসর নেওয়ার পর ভাইয়ের বিয়েতে ব্যস্ত হয়ে পড়েন ওয়ার্নার। সব কাজ শেষ করে শুক্রবার (১২ জানুয়ারি) হেলিকপ্টারে করে সিডনি ডার্বি খেলার জন্য রওনা হন তিনি। প্রায় ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই হেলিকপ্টার ল্যান্ড করে 'থ্যাংক্স ডেভ' লোগোর ওপর। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলার কথা আগেই পাকা করা ছিল ওয়ার্নারের।  তবে চমক দিয়ে মাঠে অংশ নিলেও শেষটা ভালো হয়নি ওয়ার্নারের। কারণ, তার দল ১৯ রানে হেরে গেছে স্মিথের সিডনি সিক্সার্সের বিপক্ষে। এদিন টস জিতে সিডনি সিক্সার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিডনি থান্ডার। ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারিয়ে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় সফরকারীরা।  জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার পাঁচ বলে ১৩২ রান তুলতেই অলআউট হয় ওয়ার্নারের দল। এতে ১৯ রানের জয় পায় স্মিথের দল। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। তবুও হার এড়াতে পারেনি সিডনি থান্ডার। এটি তাদের আসরের টানা চতুর্থ হার। চলমান আসরে খুব একটা ভালো অবস্থানে নেই ওয়ার্নারের দল। ৮ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া ফ্র্যাঞ্চাইজিটি এখন পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে। 
১২ জানুয়ারি ২০২৪, ১৮:২৭

অবশেষে চুরি যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
হারিয়ে যাওয়া ব্যাকপ্যাক খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। টিম হোটেলেই এটি পাওয়া গেছে। সিডনি টেস্ট শুরুর আগে নিজের ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেছেন বলে জানান ওয়ার্নার। ইনস্টাগ্রামে সেটা ফেরত দেওয়ার জন্য আবেদন জানান তিনি। অবশেষে হারানো সেই ব্যাগ ফিরে পেলেন ওয়ার্নার। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এজন্য কানটাস এয়ারলাইনস এবং টিম হোটেল ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়েছেন ওয়ার্নার অজি ওপেনারের ভাষ্য, আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিন ফিরে পেয়েছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব। এর আগে গত ২ জানুয়ারি ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই। সে সময়ে তিনি জানান, যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশি-মনে দিয়ে দেব।
০৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়