• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পৃথক চার পদে মোট ৪৯৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম: ফিল্ড কানুনগো পদের সংখ্যা: ৬টি বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩) আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২. পদের নাম: গার্ড গ্রেড-২ পদের সংখ্যা: ১১৪টি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩. পদের নাম: আমিন পদের সংখ্যা: ২২টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৪. পদের নাম: পয়েন্টসম্যান পদের সংখ্যা: ৩৫১টি বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ব্যতীত সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা: আগামী ২১ এপ্রিল, ২০২৪ পর্যন্ত।
০৩ এপ্রিল ২০২৪, ১৩:০০

বিমান বাংলাদেশে একাধিক পদে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৩টি পদে ১১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। চাকরির ধরন : স্থায়ী। প্রার্থীর ধরন : নারী-পুরুষ। কর্মস্থল : যে কোনো স্থান। বয়স : ২১ মার্চ ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৫ বছর। আবেদনের নিয়ম : আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন।  আবেদনের সময় : ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ৬৬৯ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৫৮ টাকা, ৮-১০ নং পদের জন্য ৩৩৫ টাকা, ১১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময় : ১০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
২৩ মার্চ ২০২৪, ০৯:০১

পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা : ১টি  লোকবল নিয়োগ : ৩ জন  পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩টি  বেতন : ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, প্রাথমিক ধাপে ১৫,৫০০ টাকা। এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন।  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: অস্থায়ী  কর্মস্থল: গোপালগঞ্জ আবেদন পাঠানোর ঠিকানা: অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে৷ সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না।  বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য।  আবেদন ফি : জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে ১০০ টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২১ মার্চ ২০২৪, ১১:৫৮

রেলওয়েতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পৃথক চার পদে মোট ৪৯৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম: ফিল্ড কানুনগো পদের সংখ্যা: ৬ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩) আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। ২. পদের নাম: গার্ড গ্রেড-২ পদের সংখ্যা: ১১৪ বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৩. পদের নাম: আমিন পদের সংখ্যা: ২২ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। ৪. পদের নাম: পয়েন্টসম্যান পদের সংখ্যা: ৩৫১ বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮) আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েসাইটের http://br.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা: ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২০ মার্চ ২০২৪, ১১:০২

ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মানিকগঞ্জে ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের আব্দুর রহমানের ছেলে। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল কাউসার। নিহত কাউসারের সহপাঠীরা জানান, এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে কাউসার। আজকে তাদের কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য স্কুলে আসছিল। পথিমধ্যে মহাসড়কের জাগীর এলাকায় আসার পর ট্রাকচাপায় মারা যায় কাউসার। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৪ মার্চ ২০২৪, ১৩:২১

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কেটারিং অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস পদের নাম: কেটারিং অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা: রান্নার উপকরণ প্রস্তুত, ধোয়া, শাকসবজি এবং ফল কাটায় দক্ষতা।  অভিজ্ঞতা: প্রয়োজন নেই  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: কেটারিংয়ে প্রার্থীর ধরন: শুধু পুরুষ  বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর  কর্মস্থল: ঢাকা (উত্তরা) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৯ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৩ মার্চ ২০২৪, ১০:১৬

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথমদিকে আয়োজন করা হবে। মঙ্গলবার (৫ মার্চ) আন্তশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা মহামারির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম। আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে। আগে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো। আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারবো। এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রসঙ্গে অধ্যাপক তপন কুমার বলেন, আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।
০৫ মার্চ ২০২৪, ২২:৪৯

বাজি ধরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম মো. সৌরভ শেখ (১৬)। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।  মো. সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যানচালক মো. আবজাল শেখের ছেলে। তিনি পাংশা জর্জ পাইলট সরকারি হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।  এ বিষয়ে সৌরভের সহপাঠী মো. আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুর পাড়ে আসলে সৌরভ সাঁতরে পুকুর পার হওয়ার জন্য আমাদের সঙ্গে বাজি ধরে। ও সাঁতার কাটতে পারে না এটাই আমরা জানতাম। তাই তাকে সাঁতরে পুকুর পার হতে আমরা নিষেধ করি। এরপরও সৌরভ আমাদের সঙ্গে সাঁতরে পুকুর পার হওয়ার জন্য ১ হাজার টাকা বাজি ধরে। এরপর সাঁতরে পুকুরের মাঝামাঝি গিয়ে হাঁপিয়ে যায় আর কিছু বুঝে উঠার আগেই ডুবে যায়। তখন আমরা তাকে বাঁচাতে দৌড়ে পুকুরে নামি। আমরা সৌরভকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেই। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মুহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখকে উদ্ধারে কাজ শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় দেড়ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে দাবি করেছে তার সহপাঠীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫ মার্চ ২০২৪, ১৭:১৫

ঘোড়াঘাটে ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুজন ছাত্রী এবং একজন ছাত্র। এ ছাড়াও পরীক্ষা কেন্দ্রের ৬ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের তিনজন পরিক্ষার্থীর কাছে থেকে প্রশ্নপত্রের সাথে হুবহু মিল থাকা উত্তরপত্রের ফটোকপি জব্দ করে পরীক্ষা কেন্দ্রটির ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম। পরে তিনি কতৃপক্ষকে বিষয়টি জানালে ওই কেন্দ্রে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। পরে এই কর্মকর্তাদের কাছে ওই তিন পরিক্ষার্থী জানান, তাদের গৃহশিক্ষকের কাছে থেকে তারা এই উত্তরপত্রগুলো পেয়েছেন। এই ঘটনায় ওই ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির পৃথক এই তিনটি কক্ষের দায়িত্বে থাকা ৬ জন কক্ষ পরিদর্শকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত এই ৩ পরীক্ষার্থীকে আগামী বছর নতুন করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে এবং অব্যাহতি পাওয়া ৬ কক্ষ পরিদর্শক এই বছরে পরীক্ষা কেন্দ্রে তাদের দায়িত্বপালন করতে পারবে না বলে জানিয়েছেন ইউএনও রফিকুল ইসলাম। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা এই ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন কুলানন্দপুর উচ্চ বিদ্যালয় এবং ১ জন রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। তাদের রোল নাম্বার ২৬২৬৬৪, ২৬২৭০৫, ২৬২৮০৬। ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অসদুপায় অবলম্বন করা তিন পরিক্ষার্থী কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের শিক্ষকের কাছে থেকে উত্তরপত্রের ফটোকপি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওই শিক্ষকদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে।    
০৩ মার্চ ২০২৪, ১৬:০৪

একই কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ নারী জনপ্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষায় একই কেন্দ্রে অংশ নিয়েছেন সাবেক-বর্তমান তিন নারী জনপ্রতিনিধি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার। তারা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন। জানা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া মুর্শিদা বেগম বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং শিলা খাতুন পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য। আরেক নারী জনপ্রতিনিধি শাহানাজ বেগম একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।  এ বিষয়ে ওই পরীক্ষার কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, তাদের এ আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন। তারা শেষপর্যন্ত লেখাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন- সেজন্য তাদের সাধুবাদ জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, পরিবারের পাশাপাশি জনসেবামূলক বিভিন্ন কাজে জনপ্রতিনিধিরা নিয়োজিত থাকেন। সব প্রতিবন্ধকতা কাটিয়ে লেখাপড়া চালিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসার দাবিদার। 
০৩ মার্চ ২০২৪, ১২:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়