• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
থানায় যুবককে পেটানোর অভিযোগে এসআই ক্লোজড
নোয়াখালীর সেনবাগ থানায় এক তরুণকে পেটানোর অভিযোগে উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।     বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপারের দায়িত্বে থাকা নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। একই দিন দুপুরের দিকে থানায় আটক বড় ভাইয়ের খবর নিতে গেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান (২৩) উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারও খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শাহাদাত হোসেনকে বাড়ির পাশ থেকে বিনা কারণে ধরে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে তার ছোট ছেলে নোমান বড় ভাইয়ের খোঁজ নিতে থানায় যান। থানায় উপপরিদর্শক সঞ্জয় সিকদারের কাছে তার বড় ভাইকে আটকের কারণ জিজ্ঞাসা করেন। ওই উপপরিদর্শকের সঙ্গে নোমানের কথা-কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে নোমানকে থানার একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়েছেন ওই উপপরিদর্শক। এতে নোমান অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদার বলেন, শাহাদাত হোসেনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তাকে থানায় আনার পর তার আত্মীয়স্বজনের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছে। নোমান নামে কাউকে তিনি চেনেন না। নোমানকে কারা হাসপাতালে ভর্তি করেছেন, সেটিও তিনি জানেন না। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, আটক ভাইয়ের খোঁজ নিতে যাওয়া তরুণকে থানায় পেটানোর অভিযোগ ওঠায় সেনবাগ থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইনসে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। অভিযোগ তদন্তে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।  
০১ মার্চ ২০২৪, ১৩:৫৩

৮ শতাধিক এসআই নেবে পুলিশ
উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২২ ফেব্রুয়ারি।  পদের নাম: উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)। শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটারবিষয়ক দক্ষতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা : এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬। অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। চাকরির ধরন : স্থায়ী। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়সসীমা: ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বেতন: দশম গ্রেড। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে। আবেদনের সময়সীমা : শুক্রবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নিয়োগ পরীক্ষার ধাপগুলো : ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন। উল্লেখ্য, এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮

এসআই পরিচয়ে ৯ বিয়ে, অতঃপর...
নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে একে একে ৯ নারীকে বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন নাজমুল হক (৩০) নামের এক প্রতারক। অবশেষে বগুড়ায় বাড়ি ভাড়া নিতে এসে ধরা পড়েছেন তিনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  জানা গেছে, নাজমুল হক পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে। সোমবার (২২ জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়িতে নিজেকে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত এসআই পরিচয়ে বাসা ভাড়া চায় সে। সন্ধ্যায় মঞ্জু শেখের কাছে মোবাইল ফোনে ১০ হাজার টাকা ধার চায় নাজমুল। সন্দেহ হলে মঞ্জু মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে কৌশলে মঞ্জু শেখের বাড়িতে তাকে ডেকে এনে আটক করা হয়। এরপর মঞ্জু শেখ বাদি হয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মানুষের বিশ্বাস অর্জনে প্রতারক নাজমুল পুলিশের নকল আইডি বানায়, সেই সঙ্গে পুলিশের পোশাক-জুতা ও ওয়াকিটকিও কিনেছে সে। ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ে করে সে। এরপর চাহিদা মতো টাকা নেওয়া হলে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় নাজমুল। এভাবে নিজ জেলা পাবনায় ৫টি এবং শিবগঞ্জে ৪টি বিয়ে করেছে সে। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, নাজমুলের ফোনে পুলিশের পোশাক পরা অসংখ্য ছবি পাওয়া গেছে। সেগুলো ব্যবহার করেই প্রতারণা করতো সে। প্রাথমিক অনুসন্ধানে তার নয়টি বিয়ের সন্ধান পেয়েছে পুলিশ। আজ দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৩ জানুয়ারি ২০২৪, ২২:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়