• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডব্লিউএমও
জলবায়ু জনিত কারণে গত বছর সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে এশিয়া মহাদেশে। এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বন্যা ও ঝড়ে। ডব্লিউএমও’র প্রতিবেদনে বলা হয় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় এশিয়ায় গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকাশিত  ডব্লিউএমওর ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে এশিয়ায় হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত ৭৯টি বিপর্যয়ের খবর পাওয়া গেছে। তার মধ্যে ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে বন্যা ও ঝড় হয়েছে। যাতে মারা গেছে দুই হাজারের বেশি মানুষ। ডব্লিউএমও মহাসচিব বলেন, ২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর দেখেছে এশিয়ার অনেক দেশ। সেই সঙ্গে তাদের বছর জুড়ে খরা, তাপদাহ, বন্যা ও ঝড়ের মত চরম পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন এই ধরণের প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় এশিয়ায় গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে বলেও ডব্লিউএমও’র প্রতিবেদনে বলা হয়। সবচেয়ে বেশি গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে পশ্চিম সাইবেরিয়া থেকে সেন্ট্রাল এশিয়ায়। তাপমাত্রা রেকর্ড হয়েছে পূর্ব চীন থেকে জাপানেও। প্রসঙ্গত, পানির সঙ্গে সংশ্লিষ্ট প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, খরা, তাপদাহ, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, ঝড় ও অতিরিক্ত তুষারপাতকে হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্ট বলে।
৬ ঘণ্টা আগে

এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
ক্রিকেটে এশিয়ার দুটি পরাশক্তি হলো ভারত ও পাকিস্তান। তবে দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ এতটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে ২২ গজে। এর প্রমাণও মিলেছে গত এশিয়া কাপে। বাধ্য হয়ে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয় পাকিস্তানকে। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাবে ভারত, এমন আশ্বাস দেওয়ায় গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তাই দুই দেশের দ্বন্দ্বের কথা মাথায় রেখে ভবিষ্যতে এশিয়া কাপ দুই দেশের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হচ্ছে। ফলে টুর্নামেন্টের সামনের আসরগুলোর আয়োজকের তালিকা থেকে বাদ পড়তে পারে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এশিয়া কাপ নিয়ে নতুন সিদ্ধান্তে আসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  আগামী মাসে পরবর্তী চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব নিয়ে বিড করার পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি। সেখানেই আয়োজক নির্ধারণ নিয়েও হয়েছে সিদ্ধান্ত।  ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, চার অথবা আট বছর মেয়াদি এই চুক্তির আওতায় রয়েছে এশিয়া কাপের চারটি আসর। যার দুটি হবে ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ফরম্যাটে। তাতে আয়োজক হিসেবে ভারত-পাকিস্তানের নাম বাতিলের খাতায় পড়তে যাচ্ছে বলে জানিয়েছে তারা। সবশেষ এশিয়া কাপে আয়োজনে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বেশ প্রভাব ফেলেছে বলেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি। এমনিতে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় হলো। দুই দলের সাক্ষাতের একমাত্র সুযোগ আইসিসি বা এসিসির কোনো আসর।    তাই এসিসি জানিয়েছে, বির্তক এড়াতে ভারত-পাকিস্তানকে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায়। যার ফলে স্বাগতিকদের তালিকায় নাম এসেছে চার দেশের।   বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হওয়ার কথা রয়েছে পরের চার আসর। বিডে অংশ নিলে বাংলাদেশের সামনে রয়েছে একক আয়োজক হওয়ার সুযোগ। এশিয়া কাপের সামনের আসরগুলো থেকে বেশ ভালো অঙ্কের অর্থ আয়ের দিকে মনোযোগ দিয়েছে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এশিয়া কাপের পরের চারটি আসরের জন্য মিডিয়া স্বত্ব চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। এবার তা আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। 
১৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৮

ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
প্রথমবারের মতো সিলেটে টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শুক্রবার (২২ মার্চ) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে পেসার নাহিদ রানার অভিষেক হচ্ছে।  ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর এখন সাদা পোশাকে চোখ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় মাঠে নামবে দুই দল। এদিকে ত্রয়ী পেস আক্রমণের সঙ্গে একাদশে দুই বিশেষায়িত স্পিনার রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। শরিফুল-খালেদের সঙ্গে অভিষিক্ত নাহিদ রানা। অন্যদিকে স্পিন আক্রমণে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ দিয়েই ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে নতুন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। গেল বছরে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর অধীনে জয় পেয়েছিল লাল-সবুজেরা। এদিকে কিউইদের বিপক্ষে সবশেষ টেস্টের একাদশে ছিলেন না লিটন দাস। তবে এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের একাদশে ফিরেছেন তিনি। বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।   শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।  
২২ মার্চ ২০২৪, ০৯:৫৫

আক্ষেপের গল্পে লুকিয়ে নারী ক্রীড়াবিদদের প্রাপ্তির ক্ষুধা
গিনেজ রেকর্ড বুকে নাম লেখানো জোবেরা রহমান লিনু, কিংবা স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যাডমিন্টন কুইন কামরুন্নাহার ডানারা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অংশ। জীবন্ত এই কিংবদন্তিদের হাত ধরেই বর্তমান সময়ে দেশের ক্রীড়াঙ্গনের অনেক ডিসিপ্লিনে নারীদের পথচলার শুরু।  এমন অনেক নারীর গল্প ক্রীড়াঙ্গনের অলিগলিতে ইতিহাস হয়ে জমা থাকবে যুগের পর যুগ। যাদের শুরুটা ছিল কঠিন, কিন্তু তাদের ছিল সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করার সাহস। তাদের দেখানো পথেই মাবিয়া-কৃষ্ণারা মনোবল পান সামনে এগিয়ে যাবার।  দেশের জন্য নানান সময়ে সম্মান বয়ে আনা এই ক্রীড়াবিদদের মনে আছে প্রাপ্তির ক্ষুধা। কিন্তু তার পেছনে লুকিয়ে অনেক আক্ষেপের গল্প। এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত’র ভাষ্য, আমরা বেতনের দিক থেকে অনেকটা নিচে। এখন যদি বলেন কতটা পরিবর্তন হয়েছে; পরিবর্তন হলে তো আমি বলবো পরিবর্তন হয়েছে। যেখানেরটা সেখানেই আছে। শুধু আমাদের দিয়ে ফেডারেশনের স্বার্থে আমাদের থেকে সাফল্যটা নেন।   জাতীয় নারী ফুটবল দলের কৃষ্ণা রানী সরকারের মন্তব্য, অনেকেই নানান কথা বলতো। কিন্তু তারা সবকিছু দেখার পর বুঝেছে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্য কিছু ধারণ করেছে। ২০১৮ সালে নারী ক্রিকেটাররা টি-টোয়েন্টি এশিয়া কাপ জেতার পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্যটা আসে নারী ফুটবলারদের হাত ধরে।  ২০২২ সালে সাফজয়ী নারী ফুটবলাররা এখন দেশের বড় তারকা হলেও বেশ কয়েকজন নিশ্চিত ভবিষ্যতের খোঁজে খেলা ছেড়েছেন, কেউ পাড়ি দিয়েছেন বিদেশে। অনেক সীমাবদ্ধতার মাঝেও ক্রীড়াঙ্গন অন্তত নারীবান্ধব হোক, আন্তর্জাতিক নারী দিবসে এমনটাই চাওয়া সবার।
০৮ মার্চ ২০২৪, ১৫:৩৯

এশিয়া কাপ আর্চারিতে দুটি স্বর্ণ হাতছাড়া করলো বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারির চারটি ইভেন্টে পদক জয়ের জন্য লড়াই করেছিল বাংলাদেশ। এরমধ্যে দু’টি ইভেন্টে স্বর্ণ আর দু’টিতে ব্রোঞ্জ পদক। তবে দুই স্বর্ণের লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে রুপা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ব্রোঞ্জের দুই লড়াইয়ে একটিতে জিতেছে আরেকটি ইভেন্টের খেলা পরে অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ ফেব্রুয়ারিÑ ইরাকের রাজধানী বাগদাদে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ স্বর্ণের লড়াইয়ে ভারতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরেছে। যদিও ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল।  বাংলাদেশের তিন আর্চার আলিফ আব্দুর রহমান, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল প্রথম সেটে ৫৫ স্কোর করেছেন। বিপরীতে ভারতীয় আর্চাররা ৫৪ স্কোর করলে বাংলাদেশ প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিল। এরপর প্রতিদ্বন্দ্বিতা হলেও জিততে পারেনি মার্টিন ফ্রেডরিকের দল। সবশেষ চতুর্থ সেটে ভারত ৫৬ আর বাংলাদেশ ৫৩ স্কোর করলে ৬-২ সেট পয়েন্টে স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ হারানোর কয়েক মিনিটের মধ্যেই রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে খেলেন সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী। জিততে পারেননি তারা। মিশ্র ইভেন্টে ভারত টানা তিন সেট জিতে ৬-০ সেট পয়েন্টে স্বর্ণ নিশ্চিত করেছে। এর আগে দিনের শুরুতেই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বাগতিক ইরাকের বিপক্ষে বাংলাদেশ সরাসরি ৬-০ সেটে জয়লাভ করে। বাংলাদেশ রিকার্ভ নারী দলে খেলছেন দিয়া সিদ্দিকী, শিমা আক্তার ও নিশা ফাহমিদা সুলতানা।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

এশিয়া কাপ আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
এশিয়া কাপ স্টেজ-১ (ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং) আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের আর্চাররা।লাল সবুজের বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র করে বাংলাদেশ ও পাকিস্তান। পরে উভয় দলের আর্চাররা একটি করে তিড় ছোড়ে। এতে পাকিস্তানকে ১৭-১৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।  পরে সেমিফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। তবে মেয়েদের দলগত ইভেন্টে ফাইনালে যেতে না পারলেও সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের দল। কিন্তু সেমিতে উজবেকিস্তানের কাছে ৩-৫ সেটে হেরে যান তারা। রোববার ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানারা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ছাড়
ভর্তি ফিতে বিশেষ ছাড় দিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। ৭দিন দিনব্যাপী এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় নিয়মিত ২১ ক্যাটাগরি ছাড়াও বিশেষ ৫-১০% ছাড়। বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে সরকারি ছুটির দিনসহ ৭ দিনই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি মেলা চলবে এবং ভর্তি শাখা খোলা থাকবে।  বৃহস্পতিবার দুপুরে বনানীর এইচ বি আর টাওয়ারে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফ্ফাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান৷  মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি রয়েছে। যারা এই দুটি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে পৃথকভাবে জিপিএ–৫ পেয়েছেন, তারা টিউশন ফিতে এ বৃত্তি পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও থাকছে শতভাগ ছাড়। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক পিএইচডিধারী অধ্যাপকসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ইতোমধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, ওবিই কারিকুলামভিত্তিক সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ প্রাইমএশিয়া অর্জন করেছে আইইবি, ফার্মেসি কাউন্সিল ও বার কাউন্সিল অ্যাক্রেডিটেশন। বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির এডমিশন অফিস অথবা সরাসরি ০১৯৫৮৬৬৫৫০০-০২ নম্বরে কল করুন। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট www.primeasia.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে। অনলাইনে ভর্তির জন্য ভিজিট করুন www.facebook.com/pau.edu.bd -তে।  যেসব বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে— বিবিএ, এমবিএ, ইএমবিএ, ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, মাইক্রোবায়োলজি (স্নাতক ও স্নাতকোত্তর), বায়োকেমিস্ট্রি, ফার্মেসি (স্নাতক ও স্নাতকোত্তর), পাবলিক হেল্থ এন্ড নিউট্রিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ও এলএলবি৷
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

এশিয়া কাপের পাঁচ মাস পর পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার অভিযোগ
গত বছর অনেক নাটকীয়তার পর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শেষ হয়েছে পাঁচ মাস পার হয়ে গেছে, কিন্তু এই সময়ে এসে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার ও পাকিস্তান বোর্ডের মধ্যে মূলত আর্থিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এসএলসি সভাপতি শামি সিলভা দাবি করেন, এশিয়া কাপের বিল এখনও পরিশোধ করেনি পিসিবি। জানা গেছে, চারটি চার্টার্ড ফ্লাইটের জন্য ২ লাখ ৮১ হাজার ৭০০ ডলার এবং ভেন্যু ভাড়ার জন্য শ্রীলঙ্কাকে প্রায় ২১ লাখ ডলার দিতে রাজি হয়েছিল পিসিবি। এর মধ্যে ৭৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে পিসিবি।  শর্ত অনুযায়ী, বাকি ২৫ শতাংশ এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই দেওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় পাঁচ মাস হতে চললেও বাকি পাওনা বুঝে পায়নি এসএলসি। কয়েক দিন আগেই অনুষ্ঠিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সেই অর্থেরই দাবি তুলেছে শ্রীলঙ্কা। এদিকে পাকিস্তান দাবি করছে তারা নিজেরাই এশিয়া কাপের এখনও অনেক অর্থ বুঝে পায়নি। যার কারণে শ্রীলঙ্কাকে তাদের পাওনা পরিশোধ করতে দেরি হচ্ছে। গত নভেম্বরে এসিসির কাছে চার্টার্ড ফ্লাইটের অর্থও দাবি করেছিল পিসিবি যদিও সেটি নাকচ করে দেয় এসিসি।  এককভাবে এশিয়ান কাপ আয়োজন করতে না পারার যে বাড়তি ব্যয় সেটি যে নিজেদেরই বহন করতে হবে সেটা আগেই বুঝেছিল পাকিস্তান। এ নিয়ে এসিসির সঙ্গে তাদের বাদানুবাদও হয়েছে। এসিসি থেকে আর্থিক সহায়তা না পেলেও শেষ পর্যন্ত নিজ থেকেই বাড়তি খরচ বহন করতে রাজি হয় পিসিবি। 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে বিপিএলে আছে দুটি ম্যাচ। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ–আয়ারল্যান্ড দুপুর ২টা, স্টার স্পোর্টস ১ বিপিএল দুর্দান্ত ঢাকা–চট্টগ্রাম চ্যালেঞ্জার্স                                       দুপুর ১টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস    অস্ট্রেলিয়ান ওপেন   চতুর্থ রাউন্ড                সকাল ৬টা, সনি স্পোর্টস টেন ২, ৩ ও ৫ বিগ ব্যাশ লিগ : চ্যালেঞ্জার ব্রিসবেন হিট–অ্যাডিলেড স্ট্রাইকার্স দুপুর ২টা ৪০ মিনিট, স্টার স্পোর্টস ২ ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন–উলভারহাম্পটন রাত ১টা ৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ স্প্যানিশ লা লিগা গ্রানাদা–আতলেতিকো মাদ্রিদ রাত ২টা, র‍্যাবিটহোল এসএ২০ সানরাইজার্স ইস্টার্ন কেপ–প্রিটোরিয়া ক্যাপিটালস রাত ৯টা ৩০ মিনিট, এ স্পোর্টস ও স্পোর্টস ১৮–১
২২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪

এশিয়া থেকে দক্ষ কর্মী যাচ্ছে জার্মানে
জার্মানির মতো শিল্পোন্নত দেশগুলিতে দক্ষ কর্মীর অভাব বড় সমস্যা হয়ে উঠছে৷ চাহিদা মেটাতে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে তরুণ শিক্ষানবিশদের জার্মানিতে আনা হচ্ছে৷ তাদের মধ্যে অনেকেই জার্মানিতে থেকে যেতে আগ্রহী৷ হাসান, মওলানা ও নাথান নামের জাকার্তা থেকে আসা ইন্দোনেশিয়ার তিন তরুণ জার্মানির গেরা শহরে জিএম নামের এক মেশিন প্রস্তুতকারী কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করছেন৷ ফাইলিং এবং করাত চালানো দিয়ে প্রশিক্ষণ শুরু হলো৷ এখনো তারা সে বিষয়ে বেশি কিছু বলতে পারছেন না৷ প্রায় দুই সপ্তাহ আগে জার্মানিতে এসেছেন৷ জার্মানিতে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে আরো সুযোগের আশা করছেন তারা৷ ফ্রাংক গ্নিশভিৎস তাদের প্রধান৷ গত বছর তিনি এক জনও জার্মান শিক্ষানবিশ খুঁজে পাননি৷ ইন্দোনেশিয়া থেকে আসা তরুণদের প্রতি তার বিশাল প্রত্যাশা রয়েছে৷ ফ্রাংক বলেন, সেখানে অবশ্যই অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা এখানে আসতে চান৷ সেখান থেকে তাদের এখানে পাঠানো হয়৷ নির্দিষ্ট কারণে তারা এই পেশা গ্রহণ করতে চান৷ হয়তো আমাদেরও সাহায্য করবেন৷ ফাবিয়ান শার্ফ সরাসরি এই তিনজনকে প্রশিক্ষণ দিচ্ছেন৷ প্রথমবার ইন্দোনেশিয়া থেকে শিক্ষানবিশ এসেছেন৷ এখনো পর্যন্ত তাদের কাজে তিনি সন্তুষ্ট৷ তিনি বলেন, ইন্দোনেশিয়ার শিক্ষানবিশরা এই সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ৷ তাদের সময়জ্ঞান খুবই ভালো৷ কর্তব্যের তুলনায় সুযোগ হিসেবেই দেখেন৷ জার্মান শিক্ষানবিশদের ক্ষেত্রে প্রায়ই যেমনটা মনে হয়৷ রন শেনকে এমন শিক্ষানবিশ সরবরাহ করেন৷ মিউনিখে আন্তর্জাতিক বেকিং বাণিজ্যমেলায় তিনি আবার নতুন গ্রাহক খুঁজে পেয়েছেন৷ স্নাইডার বেকারি কোম্পানির প্রধান ইয়োর্গ আপরাট মনে করেন, জার্মানির তরুণ প্রজন্মের একটা বড় অংশের কাছে এই পেশা তেমন আকর্ষণীয় নয়৷ ফলে আমার মতে, দেশের সীমানার বাইরে নজর দিতে হবে৷ সত্যি বলতে কি আরো দূরে খোঁজ করতে হবে৷ অতীতে শেংকে ভিয়েতনামে জার্মান ভাষার শিক্ষক ছিলেন৷ জার্মানি সম্পর্কে তার ছাত্রছাত্রীদের বিশাল আগ্রহের কারণে তিনি গো-জার্মান নামের সংস্থা খোলেন৷ এখনো পর্যন্ত তিনি এক হাজারেরও বেশি শিক্ষানবিসের হদিশ দিয়েছেন৷ প্রশিক্ষণের পর তাঁরা জার্মানিতেই থেকে যেতে যান৷ শেনকের মতে, জার্মানিতে বেতনের যে মাত্রা, পেশাগত যোগ্যতা অর্জন করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা মালয়েশিয়ায় ফিরে অবশ্যই সেটা পাওয়া যায় না৷ সেখানে কাজ করে মাসে বড়জোর তিনশো বা চারশো ইউরো আয় করা সম্ভব৷ জার্মানির বেকারিগুলিতে দক্ষ কর্মীর অভাব প্রকট হয়ে উঠছে৷ গো-জার্মানের এক জন গ্রাহক তাই চলতি বছরেও আবার ইন্দোনেশিয়া থেকে শিক্ষানবিশ নিয়োগ করতে চান৷ এক বেকারির মালিক হিসেবে ফ্রাংক ভিন্টারহাল্টার মনে করেন, এখনো পর্যন্ত ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে অবশ্যই আগ্রহ বেড়ে গেছে৷ সে এখানে আছে বলে আমার কিছুটা ঈর্ষাও হচ্ছে৷ কারণ তখন বাকিদেরও আগ্রহ হচ্ছে, তারাও ভালো কর্মী পাবার সুযোগ পাচ্ছে৷ লাইপসিশ শহরের এক সংস্থার কর্মকর্তাও ইন্দোনেশিয়া থেকে আসা শিক্ষানবিশদের নিয়ে সন্তুষ্ট৷ পাতাকান নামের এশিয়ান রেস্তোরাঁয় অতিথিদের সামনেই খাবার প্রস্তুত করা হয়৷ লালা, মিশেল ও নাথান টিমে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছেন৷ মাতাকান রেস্তোরাঁর ম্যানেজার আলেক্সান্ড্রা ভুলো বলেন, বলতেই হবে, প্রায় দেড় বছর পর আমাদের অভিজ্ঞতা শুধুই ইতিবাচক৷ কারণ তাঁদের কঠিন পরিশ্রমের মানসিকতা রয়েছে৷ অত্যন্ত ভদ্র ও সবসময় নির্ভরযোগ্যও বটে৷ এই তিন জন সিস্টেম ক্যাটারিং ক্ষেত্রে প্রশিক্ষণ নিচ্ছেন৷ রান্না, অতিথিদের সেবার সঙ্গে ব্যবসার ব্যবস্থাপনা সম্পর্কেও শিক্ষা নিতে হয়৷ তারা জার্মানিতেই থেকে যেতে চান৷ হাসান, মওলানা ও নাথানের ছুটি হলো৷ তারা একসঙ্গে একটি তিন কামরার ফ্ল্যাটে থাকেন৷ বাসার জন্য কিছুটা মন কেমন করে৷ বাবা-মা-র সঙ্গে অনেক কথা বলেন৷ মওলানার মা ছেলের কাজে গর্ব বোধ করেন৷ তার মতে, জার্মানিতে প্রশিক্ষণ ছেলের কর্মজীবনে অনেক সুযোগ এনে দেবে৷ তবে ভবিষ্যৎ সম্পর্কে মওলানা ও হাসানের এখনো কোনো ধারণা নেই৷ শুধু নাথান জার্মানিতে থেকে যেতে বদ্ধপরিকর৷ তিনি বিমান নির্মাণ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন৷
১৯ জানুয়ারি ২০২৪, ১২:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়