• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
১৮ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১০২৫ -  বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৫৫২ -  মরিশাস লিঞ্জ দখল করে। ১৭৫৭ -  অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে। ১৮৫৩ -  এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়। ১৯৩০ -  ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে। ১৯৪৬ -  হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ -  লিগ অব নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। এর সম্পদ জাতিসংঘের কাছে অর্পিত হয়। ১৯৫৫ -  ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭১ -  কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন। জন্ম: ১৫৯০ -  তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদের জন্ম। ১৮০৯ -  ভারতীয় কবি, চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেন। ১৯৭৫ -  কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়। ১৯৮০ -  জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৯৬ -  ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়। মৃত্যু: ১৮৮৯ -  সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় পরলোকগমন করেন। ১৯৫৫ -  নোবেলজয়ী (১৯২১) খ্যাতনামা জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু। ১৯৫৯ -  বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যু। ১৯৬৩ -  সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় পরলোকগমন করেন। ১৯৮৬ -  গ্রন্থাকার, রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী নেতা অতুল্য ঘোষের মৃত্যু। ২০১১ -  চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী মৃত্যুবরণ করেন।
৩ ঘণ্টা আগে

১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন। ১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়। ১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন। ১৮৩৯ - গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৮৯৪ - রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম। ১৮৯৯ - এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুত সরবরাহ শুরু হয়। ১৯১৫ - এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়। ১৯২০ - আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে। ১৯৪৬ - সিরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্ম প্রকাশ করে। ১৯৫৩ - কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭১ - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী করা হয়। ১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান ঘটে, খেমার রুজ রাজধানী প্‌নম পেন থেকে আটক হয়। জন্ম: ১৬৭৬ - প্রথম ফ্রেডরিক, তিনি ছিলেন সুইডেনের রাজা। ১৮৩৮ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি কবি। ১৮৫৩ - অমৃতলাল বসু, তিনি ছিলেন বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা। ১৮৮২ - রবার্ট মরিসন ম্যাকাইভার, তিনি ছিলেন একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী। ১৮৯৭ - থর্নটন ওয়াইল্ডার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার। ১৯১৫ - সিরিমা রাতওয়াত ডায়াস বন্দরনায়েকে, তিনি ছিলেন শ্রীলংকান রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯১৬ - শ্রীমাভো বন্দরনায়েক, তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৯২৩ - লিন্‌জি অ্যান্ডারসন, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৫৯ - শন বিন, তিনি ইংরেজ অভিনেতা। ১৯৭২ - জেনিফার গার্নার, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৭২ - মুত্তিয়া মুরালিধরন, তিনি শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়। ১৯৭২ - ইয়ুইচি নিশিমুরা, তিনি জাপানি সাবেক ফুটবলার ও রেফারি। ১৯৭৪ - ভিক্টোরিয়া বেকহ্যাম, তিনি ইংরেজ গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার। ১৯৮৪ - রাফায়েল পালাডিনও, তিনি ইতালিয়ান ফুটবল। মৃত্যু: ১০৮০ - তৃতীয় হেরাল্ড, তিনি ছিলেন ডেনমার্কের রাজা। ০৭৪৪ - দ্বিতীয় আল ওয়ালিদ, তিনি ছিলেন উমাইয়া খলিফা। ১৭৯০ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন ও একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী এবং কূটনীতিক। ১৮৯২ - আলেকজান্ডার ম্যাকেঞ্জি, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী। ১৯২৯ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। ১৯৪২ - জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ। ১৯৭৫ - ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ১৯৭৬ - হেনরিক ডাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী ও শারীরবিজ্ঞানী। ১৯৯৪ - রজার ওয়ালকট স্পেরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুমনোবিজ্ঞানী। ২০০৪ - ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ সংগ্রামী ব্যক্তিত্ব ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা আব্দুল আযিয রানতিসি মর্মান্তিকভাবে শহীদ হন। ২০০৮ - এমে সেজায়ার, তিনি ছিলেন মার্তিনিকের একজন ফ্রাঙ্কোফোন কবি, লেখক ও রাজনীতিবিদ। ২০১৪ - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ার সাংবাদিক ও লেখক। ২০১৫ - ইইজ্জাত ইব্রাহিম আদ-দাউরি, তিনি ছিলে ইরাক ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ। দিবস: আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বিশ্ব হিমোফেলিয়া দিবস।
১৭ এপ্রিল ২০২৪, ০১:৫২

২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি দেশটি সফর করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরে ছয়টি চুক্তি হতে পারে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ বৈঠক এবং গাম্বিয়াতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য সফরের কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার বিকালেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তিনটি সফরে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু রাতে এ সফর বাতিলের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়।
২২ ঘণ্টা আগে

১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১৮৫৩ -  বোম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়। ১৯১২ -  হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পারি দেন। ১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন। ১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন। ১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে। ১৯৪৮ - সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন। ১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষনা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলণ করতে যাচ্ছেন। ১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্তিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়। ২০০১ -  ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়। ২০০৭ - আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন। জন্ম: ১৩১৯ -   জন দ্বিতীয়, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ১৬৪৬ -   জুলিস হার্ডোইন ম্যানসার্ট, তিনি ছিলেন ফ্রান্সের বিশিষ্ট স্হপতি। ১৭২৮ -   জোসেফ ব্ল্যাক, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ। ১৮৩৯ -   আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিক ও ১২ তম প্রধানমন্ত্রী। ১৮৪৪ -   আনাটলে ফ্রাঞ্চে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক ও কবি। ১৮৬৭ -   উইলবার রাইট, তিনি ছিলেন উড়োজাহাজের আবিস্কারক। ১৮৮৫ - র  বিপ্লবী উল্লাসকর দত্ত, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ১৮৮৯ -   চার্লি চ্যাপলিন, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা। ১৮৯৬ -   ক্রিস্টান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক। ১৯২১ -   পিটার উস্টিনোভ, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯২৭ -  পোপ বেনেডিক্ট ষোড়শ জন্ম গ্রহণ করেন। ১৯৪৭ -   গেরি রাফেরটয়, তিনি ছিলেন স্কটিশ গায়ক ও গীতিকার। ১৯৫৪ -   এলেন বারকিন, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৬০ -   রাফায়েল বেনিতেজ, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার। ১৯৬০ -   পিয়ের লিটবারস্কি, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৫ -   মার্টিন লরেন্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭২ -   কোনকিতা মার্টিনেজ, তিনি সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়। ১৯৭৭ -   ফ্রেড্রিক লুক্সুমবার্গ, তিনি সুইডিশ ফুটবলার। ১৯৭৮ -   লারা দত্ত, তিনি ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮৫ -   টায়ে টাইও, তিনি নাইজেরিয়ান ফুটবলার। ১৯৮৬ -   শিনজি অকাযাকি, তিনি জাপানি ফুটবলার। ১৯৮৭ -   আরন লেননোন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়। মৃত্যু: ০০৬৯ -  মৃত্যুবরণ করেন ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৭৮৮ -  মৃত্যুবরণ করেন জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, তিনি ছিলেন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক। ১৮৫০ -  মৃত্যুবরণ করেন ম্যারি তুসো, তিনি ছিলেন মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা। ১৮৫৯ -  মৃত্যুবরণ করে অ্যালেক্সিস ডি টকুয়েভিলে, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী। ১৮৯৬ - মৃত্যুবরণ করে কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিত বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ ছিলেন। ১৯১৬ -  মৃত্যুবরণ করেন টমাস প্যাট্রিক হোরান, তিনি ছিলেন আয়ারল্যান্ডে বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯২৮ -  মৃত্যুবরণ করেন পাভেল আক্সেলরদ, তিনি ছিলেন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী। ১৯৫১ -  মৃত্যুবরণ করেন অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক। ১৯৫৮ -  মৃত্যুবরণ করেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ। ১৯৬৬ - মৃত্যুবরণ করেন নন্দলাল বসু, তিনি ছিলেন ছিলেন বাঙালি চিত্রশিল্পী। ১৯৭১ -  মৃত্যুবরণ করেন সিপাহী মোস্তফা কামাল, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। ১৯৭২ -  মৃত্যুবরণ করেন ইয়াসুনারি কাওয়াবাতা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক। ২০১৫ -  মৃত্যুবরণ করেন স্টানিস্লাভ গ্রস, তিনি ছিলেন চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী। দিবস: আজ বিশ্ব কণ্ঠ দিবস
১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩

১২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১২০৪ - ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়। ১৫৩১ - এসমল কালদিক নামে জার্মান প্রটেস্টটানদের মধ্যে সামরিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি হয়। ১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। ১৮০১ - উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন। ১৮৬১ - আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫)আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। ১৮৬৭ - জাপানি সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন। ১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়। ১৯৩২ - স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৫৫ - পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জনাস সক এবং ঘোষণা দেন নিরাপদ ও কার্যকরী বলে। ১৯৬১ - বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন। জন্ম: ০৮১২ - মোহাম্মদ আত-তাকি, তিনি ছিলেন শিয়া মুসলিম ইমাম। ১৭৪৮ - আন্টইনে লরেন্ট ডি জুসিয়েউ, তিনি ছিলেন ফরাসি উদ্ভিদবিজ্ঞানী ও লেখক। ১৮২২ - হেনরি পিয়ারসন, তিনি ছিলেন ইংরেজ সঙ্গীত স্রষ্টা। ১৮২৩ - আলেকজান্ডার অস্ট্রভস্কাই, তিনি ছিলেন রাশিয়ান নাট্যকার ও অনুবাদক। ১৮৫২ - ফেরডিনান্ড ভন লিন্ডেমান, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ। ১৮৭৫ - অতুলচন্দ্র দত্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক। ১৯৮৪ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ। ১৮৮৫ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তিনি বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ ও লেখক। ১৯০৩ - জান টিনবারগেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ অর্থনীতিবিদ। ১৯১৭ - হেলেন ফরেস্ট, তিনি ছিলেন মার্কিন গায়ক। ১৯১৭ - বিনু মানকড়, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার। ১৯৩৩ - মন্টসেরাট কাবালে, তিনি ছিলেন স্প্যানিশ সরু ও অভিনেত্রী। ১৯৪০ - বশির আহমদ, তিনি ছিলেন বাংলাদেশী গায়ক। ১৯৪০ - এই দিনে হার্বি হ্যানকক, তিনি আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার। ১৯৪১ - ববি মুর, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৪২ - জ্যাকব গেদলেইলেকিসা জুমা, তিনি দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট। ১৯৪৭ - ডেভিড লেটারম্যান, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টক শো হোস্ট। ১৯৪৮ - ইয়শকা ফিশার, তিনি জার্মান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। ১৯৫৬ - অ্যান্ডি গার্সিয়া, তিনি কিউবান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক। ১৯৭১ - শানেন ডোহার্টি, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। ১৯৭৯ - মাটেজা কেযমান, তিনি সার্বীয় ফুটবলার। ১৯৭৯ - জেনিফার মরিসন, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৮৭ - ব্রুকলিন ডেকার, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী। ১৯৮৮ - রিকার্দো গাব্রিয়েল আলবারেস, তিনি আর্জেন্টিনার ফুটবলার। মৃত্যু: ০২৩৮ - দ্বিতীয় গরডিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৭৮২ - মেটাস্টাসিও, তিনি ছিলেন ইতালিয়ান কবি। ১৮১৭ - চার্লস মেসিয়ের, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ। ১৯৪৫ - ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি। ১৯৭৫ - ফতেহ লোহানী, তিনি ছিলেন বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক। ১৯৮১ - জো লুইস, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা। ১৯৯৭ - জর্জ ওয়াল্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ু। ২০১২ - লিন্ডা কুক, তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী। ২০১৫ - ইব্রাহিম সুলাইমান মুহাম্মদ আরবায়শ, তিনি ছিলেন সৌদি আরব সন্ত্রাসী।
১২ এপ্রিল ২০২৪, ০২:৩৬

১১ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার। ১১ এপ্রিল ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ৪৯১ - ফ্ল্যাভিয়াস আনাস্টেসিয়াস প্রথম অ্যানাস্টেসিয়াসের নাম সহ বাইজেন্টাইন সম্রাট হন 1 ১২৪১ - মোতীর লড়াইয়ে বাতু খান হাঙ্গেরির বালা চতুর্থকে পরাজিত করেছিলেন। ১৫১২ - ক্যামব্রাই লীগের লিগের যুদ্ধ: গ্যাস্টন ডি ফিক্স এবং আলফোনসোর নেতৃত্বে ফ্রাঙ্কো-ফেরেরেস বাহিনী প্যাপাল-স্প্যানিশ বাহিনীর বিরুদ্ধে রাভেনার যুদ্ধ জিতেছিল। ১৫৪৪ - ১৫৪২–৪৬ এর ইতালীয় যুদ্ধ: ফরাসী সেনাবাহিনী সেরেসোলের যুদ্ধে হাবসবার্গ বাহিনীকে পরাস্ত করে, তবে তার বিজয়কে কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৬৮৯ - তৃতীয় উইলিয়াম এবং দ্বিতীয় মেরি গ্রেট ব্রিটেনের যৌথ সার্বভৌম হিসাবে অভিষেক প্রাপ্ত। ১৭১৩ - স্প্যানিশ উত্তরাধিকারের যুদ্ধ (কুইন অ্যানের যুদ্ধ): ইউট্রেচের চুক্তি। ১৭২৭ - লেপজিগের সেন্ট টমাস চার্চে জোহান সেবাস্তিয়ান বাচের সেন্ট ম্যাথিউ প্যাশন বিডাব্লুভিউ 244 বি এর প্রিমিয়ার ১৮০৯ - বাস্ক রোডসের যুদ্ধে ফরাসী বহরের উপর একটি অসম্পূর্ণ ব্রিটিশ জেমস, লর্ড গাম্বিয়ারের কোর্ট-মার্শালের ফলাফল। ১৮১৪ - ফন্টেইনব্লেউ চুক্তি নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে ষষ্ঠ জোটের যুদ্ধ সমাপ্ত করে এবং তাকে প্রথমবারের মতো নিঃশর্ত পদত্যাগ করতে বাধ্য করে। ১৮৫৬ - রিভাসের দ্বিতীয় যুদ্ধ: হুয়ান সান্তামারিয়া হোস্টেলটি পুড়িয়ে দিয়েছে যেখানে উইলিয়াম ওয়াকারের ফিলিস্ত্রিরা আটকানো হয়েছিল। ১৮৫৯ – ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থ বিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে ‘কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র’ আবিষ্কার করেন। ১৮৬১ – আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়। ১৮৬৮ - প্রাক্তন শাগুন টোকুগাওয়া যোশিনোবু এডো ক্যাসেলকে সাম্রাজ্যবাহিনীর কাছে সমর্পণ করেছিলেন, টোকুগাওয়া শোগুনেটের শেষের দিকে চিহ্নিত করে। ১৮৭৬ ​​- উপকারী এবং প্রতিরক্ষামূলক অর্ডার অফ এলকস সজ্জিত। ১৮৮১ - স্পেলম্যান কলেজ আটলান্টা, জর্জিয়া আটলান্টা ব্যাপটিস্ট মহিলা সেমিনারি হিসাবে প্রতিষ্ঠিত, আফ্রিকান-আমেরিকান মহিলাদের জন্য উচ্চশিক্ষার একটি ইনস্টিটিউট। ১৮৯৯ – যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে যুদ্ধের পর স্বাক্ষরিত ‘প্যারিস চুক্তি’ অনুসারে ফিলিপাইন কে নিজেদের দখলে নেয়। ১৯০৫ - আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন ১৯০৮ - ইম্পেরিয়াল জার্মান নেভি দ্বারা নির্মিত সর্বশেষ সাঁজোয়া ক্রুজার এসএমএস ব্লুচার চালু হয়েছিল। ১৯০৯ - তেল আভিভ শহরটি প্রতিষ্ঠিত হয় ২ ১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯২১ - আমির আবদুল্লাহ সদ্য নির্মিত ব্রিটিশ সুরক্ষিত ট্রান্সজোরডানে প্রথম কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেন। ১৯৩১ - আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়। ১৯৩৫ - স্ট্রেসা ফ্রন্ট: ভার্সাই চুক্তির জার্মান লঙ্ঘনের নিন্দা করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র‌্যামসে ম্যাকডোনাল্ড, ইতালিয়ান প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি এবং ফরাসী পররাষ্ট্রমন্ত্রী পিয়েরে লাভালের মধ্যে সম্মেলনের উদ্বোধন। ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আমেরিকান বাহিনী বুখেনওয়াল্ড ঘনত্ব শিবিরকে স্বাধীন করেছিল ১৯৫১ - কোরিয়ান যুদ্ধ: রাষ্ট্রপতি ট্রুমান ডগলাস ম্যাক আর্থারকে কোরিয়া এবং জাপানে আমেরিকান বাহিনীর কমান্ড থেকে মুক্তি দিয়েছিলেন। ১৯৫১ - স্টোন অফ স্কোন, যে পাথরটির উপরে স্কটিশ রাজতন্ত্ররা traditionতিহ্যমুখে মুকুট পরেছিল, এটি আরব্রোথ অ্যাবেয়ের বেদীর সাইটে পাওয়া যায়। এটি স্কটিশ জাতীয়তাবাদী শিক্ষার্থীরা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জায়গা থেকে নিয়েছিল। ১৯৫৫ - এয়ার ইন্ডিয়া কাশ্মীরের রাজকুমারী বোমা ফাটিয়েছে এবং ক্র্যাক হয় ১৯৫৭ – ইংল্যান্ড সিঙ্গাপুরের স্বায়ত্তশাসন মেনে নেয়। ১৯৬১ – জেরুজালেমে অ্যাডলফ আইকম্যানের বিচার শুরু হয়। ১৯৭০- এপোলো ১৩ উৎক্ষেপণ করা হয়। ১৯৭১- স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়। ১৯৭১ - তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৭৬ – অ্যাপল এর প্রতিষ্ঠা হয়। ১৯৯১ – ৮৬ দিন পর উপসাগরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে। ১৯৯৩ – ঢাকায় সাউথ এশিয়ান প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট ( সাপটা ) স্বাক্ষরিত হয়। ২০১৫ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জন্ম: ১০৪৫ – সেপ্টিমিউস সেভেরাস, রোমান সম্রাট। ১৭৫৫ – জেমস পার্কিনসন, পার্কিনসন রোগের উদ্ভাবক। ১৭৭০ – জর্জ ক্যানিং, ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী। ১৮২৫ - ফের্দিনান্দ লাসালে, একজন জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী। ১৮৬৯ - কস্তুরবা গান্ধী , ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মহাত্মা গান্ধীর পত্নী।(মৃ.২২/০২/১৯৪৪) ১৮৬৯ – গুস্তাভ ভিগেলান্ড, নরওয়েজিয়ান ভাস্কর ও নোবেল শান্তি পুরস্কার পদক ডিজাইনার। ১৮৮৭ - যামিনী রায় ভারতীয় চিত্রশিল্পী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় অনুগামী ।(মৃ.২৪/০৪/১৯৭২) ১৮৯৩ – ডিন আচেসন, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৫১ তম রাজ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ১৯০৪ - কুন্দনলাল সায়গল ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা ।(মৃ.১৮/০১/১৯৪৭) ১৯১১ - খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক।(মৃ.১৯৫৬) ১৯২০ – ইতালি এমিলিও কলম্বো, ইতালীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৪০ তম প্রধানমন্ত্রী। ১৯৪০ – টমাস হ্যারিস, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার। ১৯৫৩ - অ্যান্ড্রু ওয়াইল্‌স, ইংরেজ গণিতবিদ। ১৯৫৩ – গায় ভেরহফস্টাডট, বেলজিয়ান রাজনীতিবিদ ও ৪৭ তম প্রধানমন্ত্রী। ১৯৬৩ – বিলি বাউডেন, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। ১৯৭৪ – আলেক্স করেটজে, স্প্যানিশ সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ। ১৯৮০ – কেইজি টামাডা, জাপানের ফুটবলার। ১৯৮১ – আলেসান্ড্রা আম্ত্রসিও, ব্রাজিলের মডেল ও অভিনেত্রী। ১৯৮২ – ইয়ান বেল, ইংরেজ ক্রিকেটার। ১৯৯১ – থিয়াগো আলকান্তারা, স্পানিশ ফুটবল খেলোয়াড়। মৃত্যু: ১০৩৪ – রোমানোস তৃতীয় আর্গয়রস, বাইজেন্টাইন সম্রাট। ১৭৯৪ – কার্ল উইলহ্যাম রামলার, একজন জার্মান কবি। ১৮৯৫ - ইউলিয়ুস লোটার মাইয়ার, জার্মান রসায়নবিদ। ১৯২০ - বাঙালি লেখিকা শরৎকুমারী চৌধুরাণী।(জ.১৮৬১) ১৯২৬ – লুথার বুরবাঙ্ক, আমেরিকান উদ্ভিদ বিজ্ঞানী ও শিক্ষাবিদ। ১৯৭৭ – জ্যাক প্রেভেরট, ফরাসি কবি ও চিত্রনাট্যকার। ১৯৮৩ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী। ১৯৮৫ – ইনভের হক্সহা, আলবেনিয় শিক্ষাব্রতী, রাজনীতিবিদ ও ২১ তম প্রধানমন্ত্রী। ১৯৮৭ – এরিকসন কডওয়েল, মার্কিন ঔপন্যাসিক। ২০০৫ – লুচিয়েন লরেন্ট, ফরাসি ফুটবল খেলোয়াড়। ২০০৭ – কার্ট ভনেগাট, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার। ২০১২ – আহমেদ বেন বিল্লা, আলজেরিয়ার সৈনিক, রাজনীতিক ও ১ম প্রেসিডেন্ট। ২০১৩ – জনাথন উইনটার্স, আমেরিকান কৌতুকঅভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার। ২০২১ - একুশে পদকে সম্মানিত বাংলাদেশী রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক।(জ.১৯৬২)
১১ এপ্রিল ২০২৪, ০২:৫৬

১০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার। ১০ এপ্রিল ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১৬৩৩ -  লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু হয়। ১৭১০ -  ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়। ১৮১৬ -  আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়। ১৮২৫ -  হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়। ১৮৩৫ -  চার্লস ডারউইন সান্তিয়াগোতে ফিরে আসেন। ১৮৭৫ -  কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ১৯১৯ -  মেক্সিকোর খ্যাতনাম বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন। ১৯৪৬ -  ফরাসী সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে। ১৯৭১ -  মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। ১৯৭২ -  ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়। ১৯৭২ -  জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭২ -  নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান করেন। ১৯৭৩ -  লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনী শাহাদাত বরণ করেন। জন্ম: ০৪০১ -  দ্বিতীয় থেওডসিউস, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৫১২ -  স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস জন্ম গ্রহণ করেন। ১৫৮৩ -  হুগো গ্রোশিয়াস, তিনি ছিলেন ডাচ দার্শনিক ও আইনজ্ঞ। ১৭৫৫ -  সামুয়েল হানেমান, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ। ১৮৪৭ -  জোসেফ পুলিৎজার, তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ। ১৮৬৮ -  জর্জ আরলিস, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও নাট্যকার। ১৮৭৩ -  কয়স্টি কালিও, তিনি ছিলেন ব্যাংকার, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট। ১৮৮৭ -  জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী। ১৮৮৭ -  বের্নার্ডো হউসায়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী। ১৯০১ -  অমিয় চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। ১৯১৭ -  রবার্ট বার্নস উডওয়ার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ। ১৯২৭ -  মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও জেনেটিসিস্ট। ১৯৩২ -  ওমর শরীফ, তিনি মিশরীয় অভিনেতা ও চিত্রনাট্যকার। ১৯৫২ -  স্টিভেন ফ্রেদেরিক সীগাল, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক ও মার্শাল আর্টিস্ট। ১৯৬৩ -  ডরিস লেউটারড, তিনি সুইস আইনজীবী, রাজনীতিবিদ ও ১৬২ তম প্রেসিডেন্ট। ১৯৭৩ -  রোবের্তো কার্লোস, তিনি ব্রাজিলীয় সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৮৪ -  ম্যান্ডি মুর, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী। ১৯৮৫ -  বারখাদ আবদি, তিনি সোমালীও বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও পরিচালক। ১৯৮৬ -  ফের্নান্দো রুবেন গাহো, তিনি আর্জেন্টিনার ফুটবলার। ১৯৮৬ -  ভিনসেন্ট কোম্পানি, তিনি বেলজিয়ান ফুটবলার। ১৯৯০ -  আ্যলেক্স পেটিফার, তিনি ইংরেজ অভিনেতা। মৃত্যু: ১৫৩৩ -  ডেনমার্কের রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন। ১৮১৩ -  জোসেফ লুই লাগরাঙ্গে, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ। ১৯৩১ -  জিবরান খলিল জিবরান তিনি ছিলেন আমেরিকান কবি, চিত্রশিল্পী ও দার্শনিক। ১৯৫৪ -  অগাস্ট লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক। ১৯৫৫ -  পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, তিনি ছিলেন ফরাসি যাজক, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক। ১৯৬২ -  মাইকেল কার্টিজ, তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৬৪ -  শামসুন নাহার মাহমুদ, তিনি ছিলেন বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক। ১৯৭৯ -  নিনো রোটা, তিনি ছিলেন ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার। ১৯৯৫ -  মোরারজি দেশাই, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী। ২০১৩ -  বিনোদ বিহারী চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশী সমাজ কর্মী। ২০১৩ -  রবার্ট জি. এডওয়ার্ডস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী। ২০১৫ -  রিচি বেনো, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।            
১০ এপ্রিল ২০২৪, ০২:২৮

এপ্রিল থেকে ইন্টার্ন চিকিৎসকরা ২০ হাজার টাকা ভাতা পাবেন
এপ্রিল মাস থেকেই ইন্টার্ন চিকিৎসকরা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।  ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ভাতা বৃদ্ধির আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের জন্য কোনো ভাতা দেওয়া হয় না। ইন্টার্ন চিকিৎসকদের মতে, এক বছর দায়িত্ব পালনকালে যে ভাতা দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়। ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালে সারাক্ষণ দায়িত্ব পালন করতে হয়। বহির্বিভাগ, জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে শত শত রোগী দেখতে হয়, তাদের তথ্য লিখতে হয়, চিকিৎসা দিতে হয়। পরদিন সকালে অধ্যাপকের জন্য নোট তৈরি করে রাখতে হয়। কাজের চাপ বেশি। তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার্বিক দিক বিবেচনায় ভাতা বাড়ানো জরুরি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইন্টার্ন চিকিৎসকদের ভাতা কমপক্ষে ২৫ হাজার টাকা করা দরকার। তবে ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার জন্য আন্দোলন করে আসছিলেন তারা। স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত ৯৬ কোটি ২১ লাখ ১ হাজার টাকার অব্যয়িত অর্থ থেকে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীর সংখ্যা বিবেচনায় সর্বশেষ ৪ হাজার ৭০০ জন ইন্টার্ন চিকিৎসকের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত করা হলো। ফলে অতিরিক্ত ৩১ কোটি ৮০ লাখ টাকা স্বাস্থ্য অধিদফতরের অনুকূলে বরাদ্দ দেওয়া হলো। ১ এপ্রিল থেকে এ বর্ধিত হার কার্যকর হবে।
০৯ এপ্রিল ২০২৪, ২১:৩৮

ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
অগ্নি নিরাপত্তায়, পরিচ্ছন্নতা রক্ষা এবং ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সোসাইটি ও সমিতিগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হলরুমে ঈদ উপলক্ষে ডিএনসিসি এলাকার বিভিন্ন সোসাইটির নিরাপত্তাকর্মীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মেয়র এই আহবান জানান। আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন সোসাইটি বা সমিতিগুলোকে সম্পৃক্ত করে শহরের জন্য কাজ করতে চাই। আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করতে সোসাইটি বা পাড়া-মহল্লা এগিয়ে এলে আমাদের কাজে অনেক সুবিধা হবে। রাজধানীর সমিতি বা সোসাইটির সঙ্গে বন্ধন সৃষ্টি করতে চাই। ডিএনসিসি মেয়র বলেন, আগামী ২২ এপ্রিল সব কাউন্সিলরকে নিয়ে ৫৪টি ওয়ার্ডে একসঙ্গে শুরু হবে এডিস মশা নিধনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন। মহল্লা, এলাকাবাসী, সোসাইটি ও সমিতি আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করবেন। নিজের বাঁচি ও অন্যকে বাঁচাই; এডিসমুক্ত শহর গড়তে সবার সহযোগিতা চাই। ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান। ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সোসাইটির প্রায় ৮শ’ নিরাপত্তা প্রহরীর প্রত্যেককে একটি শাড়ি ও একটি লুঙ্গি বিতরণ করা হয়।
০৯ এপ্রিল ২০২৪, ২০:১৬

ঈদ শেষে ১৭ এপ্রিল ট্রেনের ফেরার টিকিট বিক্রি শুরু
ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে। আজ ১৭ এপ্রিল যারা ঢাকা ফিরতে চান তাদের টিকিট সংগ্রহ করতে হবে। রোববার (৭ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে। টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হচ্ছে।  যাত্রীরা ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। সূচি অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে আজ ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
০৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়