• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণ মামলায় এএসপি সোহেলের বিচার শুরু
সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জগঠন করেছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল মামুনের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আসামির অব্যাহতির আবেদন নাকচ করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে এ মামলাটি ২০২২ সালের ২৩ নভেম্বর দায়ের করেন এক নারী। ভুক্তভোগী এ নারী একজন সরকারি কর্মকর্তা। তখনি আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। অভিযোগে ওই নারী বলেন, পরিচয়ের সুবাদে এএসপি সোহেল উদ্দীনের সঙ্গে তার বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল উদ্দীন বাদীকে রমনা পুলিশ অফিসার্স মেসে আসতে বলে। সেখানে তার আত্মীয়-স্বজন উপস্থিত থেকে কাজীর মাধ্যমে বিবাহ হবে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা। বাদী ওইদিন সন্ধ্যা ৭টায় রমনা পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হয়ে সোহেল উদ্দীন ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করলে সোহেল জানায়, কিছুক্ষণের মধ্যে সবাই এসে যাবে। বাদী সরল বিশ্বাসে আসামির সঙ্গে কথা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে সোহেল বাদীকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করেন।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়