• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান
নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। এবার তিনি টাঙ্গাইলে ছেলেদের জন্য মিস্টার কাট নামে একটি সেলুন উদ্বোধন করেছেন।  রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের আকুর টাকুর পাড়ায় এ সেলুন উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জায়েদ খান সাংবাদিক বলেন, এবার ঈদে আমার নতুন সিনেমা সোনার চর আসছে। সেটি হবে ঈদে অন্যরকম একটি ছবি। এই ছবিতে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হয়ে উঠার চেষ্টা করেছি। আমার সিনেমাটি মূলত ’৭৫ পরবর্তী গল্প। এই ঈদে অন্যরকম একটি ছবি হবে। আশা করছি দর্শকরা হলে এসে সিনেমা উপভোগ করবেন। টাঙ্গাইলে আসার সময় অনেক মেয়ে আমাকে এসএমএস করেছে। আমার টাঙ্গাইলে এসে খুব ভালো লেগেছে। এ সময় নায়ক ডি এ তায়েব, মডেল ইশরাত পায়েলসহ মিস্টার কাট সেলুনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জায়েদ খান হেলিকপ্টার যোগে টাঙ্গাইলে আসেন। তার আগমন উপলক্ষে ভক্তদের ঢল নামে। 
২৪ মার্চ ২০২৪, ২৩:৫৮

ফেনীতে আল্লাহর ৯৯ নাম সম্বলিত ভাস্কর্য উদ্বোধন
ফেনী পৌরসভার নান্দনিক সৌন্দর্যের মধ্যে আরও একটি সংযোজন হলো আল্লাহ তা’আলার ৯৯টি নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্য।  রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের মিজান রোড়ের মাথায় (সোনালী ব্যাংকের সামনে) ইসলামিক ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় চত্বরটির নাম করণ করা হয় শান্তি চত্বর। এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে স্থানীয় সংসদ সদস্য বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সম্বলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।  তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদের জন্য এসব আবেগের। এমন ভাস্কর্য পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে থাকতে চাই। এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসূলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে এই ভাস্কার্যটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করি। এগুলো দেখে মানুষ যাতে আল্লাহ ও রাসূলের এবং ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে। এ ছাড়াও ফেনী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসলামিক ভাস্কর্যের মাধ্যমে শহরকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে কাজ করছি। আশা করছি, শহরের আরও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইসলামিক নিদর্শন স্থাপনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি এখান থেকে আরও বেশি উন্মোচিত হবে। এ ছাড়াও ভাস্কর্যটি ওপরে চারটি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক প্রোগ্রাম প্রচার করা হবে বলে জানান তিনি। পৌরসূত্রে জানা যায়, ২ মাসে এর কাজ সমাপ্তি করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভাস্কার্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে। এ সময় ফেনী আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, প্যানেল মেয়র জয়নাল আবেদিন লিটন হাজারী, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান, ১২নং কাউন্সিলর হারুন মজুমদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সাইফুল্লাহ, কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৮ মার্চ ২০২৪, ১৪:৪৭

সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন
পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রথম রোজা থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত ঢাকার ৩০টি কেন্দ্রে এসব পণ্য বিক্রি করা হবে। রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর খামারবাড়ীতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।   বিক্রয় কেন্দ্রগুলো হলো : নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), খামারবাড়ী (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), (৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), (৮) ষাটফুট রোড (মিরপুর), (৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), সেগুন বাগিচা (কাঁচা বাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর),  যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে),  বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), আরামবাগ (মতিঝিল), কামরাঙ্গীর চর, মিরপুর-১০,   কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার)  কাকরাইল। স্থায়ী বাজার : মিরপুর শাহ আলি বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট (২৮) নতুন বাজার (১০০ ফুট), কমলাপুর,  কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)। নির্ধারিত এসব পয়েন্টে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসি ৯০০ টাকা, ব্রয়লার ২৫০ টাকা, ১ লিটার দুধ ৮০ টাকায় পাওয়া যাবে। এছাড়া এক ডজন ডিম পাওয়া যাবে ১১০ টাকায়। এছাড়া রুই, তেলাপিয়া ও পাঙ্গাস মাছও পাওয়া যাবে। এছাড়া দুই সিটির পাঁচ জায়গায় অস্থায়ী দোকানে ৬৫০ কেজিতে গরুর মাংস ও আট জায়গায় সুলভ মূল্যে মাছ বিক্রি হবে। গরু, খাসি, মুরগির মাংস এক কেজি করে কিনতে পারবেন ক্রেতারা। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণিজাত পণ্য নিয়ে কুলভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় হবে।
১০ মার্চ ২০২৪, ১৩:৪৪

কোস্টগার্ডের ‌‘ভি-স্যাটনেট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীতে সংযোজিত হয়েছে ‘ভি-স্যাটনেট’ যোগাযোগ ব্যবস্থা। রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে এ যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ যোগাযোগ ব্যবস্থার নবনির্মিত পাঁচটি স্টেশন ও একটি আউটপোস্ট উদ্বোধন করেন তিনি। এদিন কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০টার দিকে কোস্টগার্ডের সদর দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, অনুষ্ঠানে সরকারপ্রধান নবনির্মিত বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মীরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা এবং বিসিজি আউটপোস্ট শাহপরী উদ্বোধন করবেন। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভিস্যাটনেট সিস্টেম চালু করা হবে বাহিনীর সদর দপ্তরসহ তিনটি জোনে। এই প্রযুক্তি ছয়টি জাহাজ ও সাতটি স্টেশনেও ভার্চুয়ালি উদ্বোধন করবেন শেখ হাসিনা। পাশাপাশি বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের প্রধানমন্ত্রী পদক দেবেন। এবার ১০ জন করে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে। মৎস্য সম্পদ রক্ষা, বনজ সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষাসহ নানা কাজ বাহিনীটি করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  
১০ মার্চ ২০২৪, ১৩:১৬

সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) থানা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এই উপলক্ষে জুম্মার নামাজের পূর্বে সেনবাগ থানার সিনিয়র অফিসার এস আই তানভির আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।  সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সাউথ ইস্ট ব্যাংকের ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ কে এম নাজমুল হায়দার, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। নামাজ শেষে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মসজিদটি উদ্বোধন করেন অতিথিরা  
০৯ মার্চ ২০২৪, ১৩:৩১

কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।  শুক্রবার (৮ মার্চ) বেলা তিনটায় নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের মেসার্স ইডেন প্রাইজের প্রোপাইটার সমাজসেবক রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।  মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে, এজন্য আমি কৃতজ্ঞ।  রেজাউল আলমকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী আরও জানান, আমি আমার সাধ্যমত এলাকার মসজিদগুলো আরও ভালো করার কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মসউদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে মো. শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল উদ্দিন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক তারেক আলম, বাসগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
০৯ মার্চ ২০২৪, ০৩:৩৪

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।  রোববার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে একটি আনন্দ র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনরুল ইসলামসহ প্রমুখ। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।
০৩ মার্চ ২০২৪, ১৫:৫৪

ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। রোববার (৩ মার্চ) দুপুরে এ সম্মেলন শুরুর কথা রয়েছে। এবারের আলোচনায় গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ। এ বছর মন্ত্রিপরিষদ বিভাগে ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। গত বছর এই প্রস্তাবের সংখ্যা ছিল ২৪৫। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা এ প্রস্তাব দিয়েছেন। এ সম্মেলনে মোট ৩০টি অধিবেশন হবে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ২৫টি। শনিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা বাড়ানো, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সাজানো হয়েছে। বেশি প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংক্রান্ত। এ সংক্রান্ত মোট প্রস্তাব ২২টি পাওয়া গেছে। সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর আয়োজন করা হয় ডিসি সম্মেলন। এবারের সম্মেলন শেষ হবে আগামী বুধবার (৬ মার্চ)। এবার জেলা প্রশাসক সম্মেলনে মোট ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অংশ নেবে। অন্যান্য বছর রাষ্ট্রপতির সঙ্গে একটি সেশন থাকলেও এবার রাষ্ট্রপতি বিদেশে থাকায় সেটি হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে একটি ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে দুটি অধিবেশন হবে। কার্য অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন।
০৩ মার্চ ২০২৪, ১২:৩২

রাজবাড়ীতে সমলয় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন
রাজবাড়ীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপনে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।  শনিবার (২ মার্চ) রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মাটিপাড়া গ্রাম এলাকার মাঠে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাইস ট্রান্সপ্লান্টার অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক মো. আবু কায়সার খান প্রধান অতিথি হিসেবে বোরো ধান রোপনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবু কায়সার খানসহ বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হুমায়রা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ও রামকান্তপুর ইউপি চেয়ারম্যান রাজিবর রহমান বাবু। সভায় বক্তারা জানান, বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীতে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ থেকে শুরু করে ধান কর্তন করা পর্যন্ত কৃষি বিভাগের উদ্যোগে সরকারি ভাবে সমস্ত ব্যায় বহন করা হবে।
০২ মার্চ ২০২৪, ১৮:৩৭

ফেনীতে ‘রিভো মোবাইল’ ব্র্যান্ডের উদ্বোধন 
বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড ‘রিভো মোবাইল’। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা বিভিন্ন ফিচারের ফোনগুলো পাওয়া যাবে ফেনী জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘চায়না বাজারে’।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর এলাকার মহিপাল প্লাজা মোবাইল মার্কেটে প্রধান অতিথি লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ন্যাশনাল সেলস ম্যানেজার আসিফ চৌধুরী এবং চায়না বাজার সত্ত্বাধিকারী সালাউদ্দিন ভূঁইয়া স্বত্তাধিকারী আনুষ্ঠানিকভাবে কেক কেটে উদ্বোধন করেন ‘রিভো মোবাইল’ ব্র্যান্ড। আসিফ চৌধুরী বলেন, রিভো মোবাইলের গুণগত মান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারিসহ মোবাইল ফোনের পিসিবিএ উৎপন্ন করা হচ্ছে। গুণগত মান সম্পন্ন পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য এবং বিক্রয়ত্তোর সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।  এছাড়া অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানটির এরিয়া সেলস ম্যানেজার ইকবাল হোসেন, জহির উদ্দিন শাওন এবং মার্কেট সভাপতি মো. কপিল উদ্দিন চৌধুরী ও মার্কেট সেক্রেটারি এমরান চৌধুরীসহ ফেনী জেলার অনেক রিটেইলার   উপস্থিত ছিলেন।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়