• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
রমজানের আগেই নিত্যপণ্যের বাজারে উত্তাপ (ভিডিও)
রমজান শুরুর মাসখানেক আগেই উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। বেড়েছে চিনি, ছোলা, পেঁয়াজ, মাংস ও মাছের দাম। এ অবস্থায় চরম সংকটে পড়েছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। তবে, বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা। দাম বেড়েছে ২০ থেকে ৫০ শতাংশ। কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ ছাড়িয়েছে। যেমন গত বছর এই সময়ে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ দাম বেড়েছে তিন গুণের বেশি। ছোলা ও চিনির দামও বেড়েছে। ১১০ টাকার প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। ২০ টাকা বেড়ে ছোলার দাম উঠেছে ১১০ টাকায়। একই অবস্থা মাংস ও মাছের বাজারেও। কেজিপ্রতি ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। পুরাতন রূপে ফিরছে গরুর মাংসের দাম। বিক্রি হচ্ছে ৭৩০ টাকা কেজি দরে। দুই হাজার টাকা ছাড়িয়েছে ইলিশের কেজি। এদিকে অর্থনীতির চিরায়িত নীতির বিপরীত চিত্র দেখা গেলো সবজির বাজারে। শীতের ভরা মওসুমে সবজির দাম কম থাকার কথা থাকলেও এবার ছিল বেশি। তবে, মৌসুম শেষ হওয়ার সঙ্গে কমছে দাম।  খুচরা বিক্রেতারা বলছেন, যার লাগবে এক কেজি, সে কিনে পাঁচ কেজি। এই কারণেই জিনিসের দাম বাড়ে। প্রয়োজনের তুলনায় কিছুটা কম কিনলে দাম বাড়ানোর কোনো সুযোগ থাকে না।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭

উত্তাপ ছড়াচ্ছে ময়মনসিংহ সিটি নির্বাচন : মেয়র পদে ৭ প্রার্থী
আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে (মসিক) সামনে রেখে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতজন প্রার্থী। সেই সঙ্গে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন এবং ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৯ জন প্রার্থী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পৌনে ৫টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরীর অলিগলিতে উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। ফলে প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণায় উৎসবমুখর নির্বাচন আশা করছেন নগরবাসী। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- সদ্য পদত্যাগ করা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), মহানগরের সহসভাপতি অধ্যাপক গোলম ফেরদৌস জিলু, প্রয়াত পৌর মেয়র মাহমুদ আল নূর তারেকের ছেলে অ্যাডভোকেট ফারমার্জ আল নূর রাজীব, জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম (স্বপন মণ্ডল) এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে দেওয়া হবে প্রতীক বরাদ্দ। জানা যায়, দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ শহরের ১১৩ বছরের ঐতিহ্যবাহী পৌরসভাকে বিলুপ্ত করে ২০১৮ সালের ১৪ অক্টোবর সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ওই সময় ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন মো. ইকরামুল হক টিটু। এরপর মসিক গঠনের পর টিটুকে প্রশাসক হিসেবে নিযুক্ত করে সরকার। পরে ২০১৯ সালের ৫ মে অনুষ্ঠিত হয় এই সিটি করপোরেশন প্রথম নির্বাচন। সে সময় প্রশাসক পদে থেকেই নির্বাচনে অংশ নেন টিটু। ওই নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন তিনি।       তবে এবারের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী অংশ না নিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের ছয়জন এবং জাতীয় পার্টি থেকে একজন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এবারের নির্বাচনে জমজমাট ভোটের লড়াইয়ে আশা করছেন ক্ষমতাসীনরা। যদিও উল্টো কথা বলছে বিএনপি।   উল্লেখ্য, বর্তমানে সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার রয়েছে তিন লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এরমধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয়জন। এতে মোট ভোটে কেন্দ্র রয়েছে ১২৮টি। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮

মেহেরপুরে নৌকা-ট্রাক মুখোমুখি, ছড়িয়ে পড়েছে উত্তাপ
মেহেরপুরের গাংনী উপজেলায় নৌকা ও ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নৌকার প্রচারণা নিয়ে গাংনীতে দু’পক্ষের মধ্যে  হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। এতে এলাকায় নৌকা ও ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।  শুক্রবার (৫ জানুয়ারি) বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই গাংনী উপজেলায় বিজিবি, আনসার ও অতিরিক্ত পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মীদের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মেহেরপুর-২ আসনে প্রচার-প্রচারণা চালাচ্ছিল নৌকার কর্মী-সমর্থকরা। তাই স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাদের প্রচারে বাধা দেয়। আর এতেই উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গাংনী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির অভিযোগ, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম তার মাইক্রোবাসে নৌকা প্রতীকের ফেস্টুন নিয়ে প্রচারণা করছিলেন। প্রচার প্রচারণা বন্ধের সময় পেরিয়ে গেছে তাই বাধা দেওয়া হয়। এতে সাবেক মেয়র আশরাফুল ইসলাম আমাদের ওপর আক্রমণ করে। এদিকে সাবেক মেয়র আশরাফুল ইসলাম জানিয়েছেন, তিনি একটি জানাজা নামাজে অংশ নিতে গিয়েছিলেন। গাড়িতে যে ফেস্টুন বাধা ছিল তা স্মরণ ছিল না। শ্রমিকলীগ নেতা মনিষহ অন্যরা এসে বাধা দেয়। আমি বলেছি যে, সরকারি রিটার্নিং কর্মকর্তা এসে যা করার করবেন তোমরা বাধা দেওয়ার কারা। এতে তারা আমার ওপরে আক্রমণ করে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১৭:২২

শীতের সকালে ভক্তদের মনে উত্তাপ ছড়ালেন ভাবনা
রাজধানী সহ সাড়া দেশে শীত জেঁকে বসেছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শীতের সকালে লেপে মোড়ানো ভাবনার ছবি ভক্তদের মনে ঝড় তুলেছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বিছানায় লেপে মোড়ানো অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন পোজে ছবিগুলো তুলেছেন ভাবনা। যেখানে নায়িকাকে বেশ খোলামেলা রূপেই দেখা মিলেছে।   ভাবনার এই ছবির বিশেষত্ব ছিল, ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও লিখেছেন সে কথা- ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট? অনেকেই তার ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নাচেও সময় দিচ্ছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। বর্তমানে নাচ-অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটে ভাবনার।  
০৩ জানুয়ারি ২০২৪, ১৭:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়