• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ২০২৩ সালের এইচএসসির ফলাফলের ভিত্তিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে। এতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা জানানো হয়েছে। এরমধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তির দেওয়া হবে। সোমবার (১৫ জানুয়ারি) অধিদপ্তরের জারিকৃত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাউশি।  কোন বোর্ডে কত জন মেধাবৃত্তি পাচ্ছেন এ বছর এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৫৬ জন, ময়মনসিংহ বোর্ডের ৪৭ জন, রাজশাহী বোর্ডের ১৬০ জন, কুমিল্লা বোর্ডের ৮২ জন, সিলেট বোর্ডের ২৪, বরিশাল বোর্ডের ৫৭ জন, যশোর বোর্ডের ১১৬ জন, চট্টগ্রাম বোর্ডের ৯১ জন, দিনাজপুর বোর্ডের ৯২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে। কোন বোর্ডে কত জন সাধারণ বৃত্তি পাচ্ছন ঢাকা বোর্ডের ২ হাজার ৮৪৫ জন, ময়মনসিংহ বোর্ডের ৫৪৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৭৪ জন, কুমিল্লা বোর্ডের ৯৭৫ জন, সিলেট বোর্ডের ৬৪৯ জন বরিশাল বোর্ডের ৬০৬ জন, যশোর বোর্ডের ৮৫৮ জন, চট্টগ্রাম বোর্ডের ৮৩৪ জন এবং দিনাজপুর বোর্ডের ৮৯০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হলে ডিগ্রি পাস কোর্সে ৩ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ৪ বছর, এলএলবিতে ৪ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর এবং মেডিকেলে ভর্তি হলে ৫ বছর বৃত্তির সুবিধা পাবেন।
১৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫৯

শীতে স্কুল বন্ধে মাউশির নির্দেশনা
সারাদেশে তীব্র শৈত্য প্রবাহ বইছে। এর ফলে ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, দেশে চলমান শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। আঞ্চলিক উপপরিচালকরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন। এদিকে সারাদেশে আগামী ৭২ ঘণ্টায় শীত, বৃষ্টি ও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।  এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। আর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।  এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এতে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়